Green Tv

Green Tv আস্থায় একধাপ এগিয়ে

15/04/2024

আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষেরা গ্রহনযোগ্যতা হারাচ্ছে,
আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠছে।

গ্রামীনফোন যারা ইউজ করেন তাদের এখন থেকে মাসে বিনা প্রয়োজনে ৬০ টাকা রিচার্জ করতে হবে,বর্তমানে ২০ টাকা রিচার্জ এর মেয়াদ ১০...
09/04/2024

গ্রামীনফোন যারা ইউজ করেন তাদের এখন থেকে মাসে বিনা প্রয়োজনে ৬০ টাকা রিচার্জ করতে হবে,

বর্তমানে ২০ টাকা রিচার্জ এর মেয়াদ ১০ দিন। ১০ দিন পর আপনার সকল আউটগোয়িং সার্ভিস বন্ধ হয়ে যাবে,

অর্থাৎ কাউকে কল বা ম্যাসেজ এবং ইন্টারনেট ব্যবহারের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে, ইনকামিং চলবে শুধু।

আপনার ডাটার মেয়াদ থাকলেও লাভনাই, টাকার মেয়াদ শেষ হয়ে গেলে সব অফ করে দিবে। তারমানে প্রতিমাসে হুদাই মিনিমাম ৬০৳ রিচার্জ করাই লাগবে আপনার!!!

আবার এখন নতুন নিয়ম করেছে টাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ৩০ দিনের ভেতর যদি পুনরায় রিচার্জ না করেন, আপনার একাউন্ট এ যত টাকাই থাকুক না কেনো! সেইটা ০০.০০ করে দিবে তারা।

প্যাক এর মেয়াদ থাকতেই পারে, কিন্তু নিজের টাকার মেয়াদ কেনো থাকবে? কোনো কারন ছাড়াই আমার টাকা কেনো কেটে নিবে??

# তাই আসুন সকলে নিজ নিজ যায়গা থেকে এই প্রকাশ্য ডাকাত কোম্পানিকে বয়কট করি।

আর হ্যাঁ অনেকে বয়কট করার আগে একথা ভেবে ভয় পাচ্ছেন যে আমার এই নম্বর তো সকলের কাছে পরিচিত এই নম্বর বয়কট করলে আমার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাব? এর সমাধান খুবই সহজ। আপনি এই সিমকে MNP করে করে বাংলালিংক/টেলিটক/ রবি/ এয়ারটেল যে কোন অপারেটরে যেতে পারবেন। এখন আসুন জেনে নি MNP আসলে কী?? MNP হলো একটা নেটওয়ার্ক চেঞ্জিং সিস্টেম অর্থাৎ MNP করার মাধ্যমে আপনার বর্তমান যেই নম্বরটি আছে সেটিই থাকবে শুধু অপারেটর পরিবর্তন হবে।

05/04/2024

অস্ত্রের আঘাত পেয়েও মানুষ বেচে যায়।
কিন্তু কথার আঘাত সুস্থ মানুষকেও ভেতর থেকে মেরে ফেলে।

মানুষের জিহ্বা যে সবচেয়ে ধারালো অস্ত্র!

04/04/2024

দুনিয়া নিয়ে আর নিজ স্বার্থ নিয়ে যারা বেশি ব্যস্ত থাকে,সেই সকল মানুষ থেকে দুরে থাকাই ভালো,একজন আল্লাহ ওয়ালা গরীব অসহায় মানুষকে ভালো বাসা অনেক ভালো।

31/03/2024

সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা

30/03/2024

ভাগ্যিস!....
পাপের কোন গন্ধ নেই... যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না.....

17/03/2024

ইয়া হাইয়্যূ ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বি রহমাতিকা আসতাগিস।

17/03/2024

স্বার্থপর মানুষ চেনার ৭ উপায়ঃ

১। অন্যের চাহিদা সম্পর্কে ভাবে না

একজন স্বার্থপর মানুষ অন্যের অনুভূতি জানার চেষ্টা করে না। আরেকজনের চাহিদা বিবেচনায় আনে না। সে এমন সিদ্ধান্ত নেবেম যা শুধুমাত্র তার নিজের উপকারে আসে।

২। আপস করে না

স্বার্থপর মানুষরা আপস করতে জানে না। তারা নিজেদের চাহিদার প্রাধান্য দেয়। নিজের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেয়। অন্যের সুবিধার জন্য তারা কখনোই কোনো কিছু ত্যাগ করে না।

৩। অহংকারী

এ ধরণের মানুষ সব সময় নিজেদের শ্রেষ্ঠ মনে করে থাকে। তারা নিজেদেরকে অন্যদের তুলনায় বেশি যোগ্য বলে মনে করে। এরা নিজেদের নিয়ে অহংকার করে।

৪। আত্মকেন্দ্রিকতা

স্বার্থপর মানুষ শুধুই নিজেকে নিয়ে ভাবে। অন্যের অভিজ্ঞতার প্রতি আগ্রহ থাকে না। নিজেকে নিয়ে ব্যস্ত থাকে।

৫। কৃতজ্ঞতা প্রকাশে অনিচ্ছুক

স্বার্থপর মানুষ সাহায্য পাওয়ার পরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারা আপনার থেকে সাহায্য নেবে, কিন্তু অনুগ্রহ ফিরিয়ে দেবে না।

৬। নিজের প্রচার

তারা নিজের প্রচারণায় ব্যস্ত থাকে। নিজেকে ভালো দেখানোর জন্য এরা অন্যদের নিচে নামিয়ে আনতে পারে।

৭। সীমানা অতিক্রম করে

স্বার্থপর মানুষ বিশ্বাস করে, তাদের নিজস্ব চাহিদা অন্যদের থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিজের নিরাপত্তাটাই তাদের কাছে মুখ্য। এজন্য তারা অন্যদের সীমানা অতিক্রম করে, কিন্তু অন্যের নিরাপত্তা বা আকাঙ্ক্ষার কথা আসলে তা কানে নেয় না।

আল্লাহ যেন এসব স্বার্থপর মানুষ থেকে আমাদের কে হেফাজত করেন।।।।

17/03/2024

যারা মানসিকভাবে শক্তিশালী তারা বিরূপ পরিস্থিতিতে রুখে দাঁড়াতে জানে, ভয় পেয়ে সরে যায় না!!

14/03/2024

আল্লাহ্ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রতায়, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তাওফিক দান করুন। আমীন।

#সংগৃহীত
#আলহামদুলিল্লাহ্

13/03/2024

হে আল্লাহ
আমাদেরকে ঋণমুক্ত, অভাবমুক্ত, রোগমুক্ত, শত্রুমুক্ত, হতাশামুক্ত, দুশ্চিন্তামুক্ত, ও গোনাহামুক্ত একটি সুন্দর জীবন দান করুন!!

মধ্যবিত্তের কষ্টের জীবনঃসমাজে মধ্যবিত্ত এমন একটা শ্রেণি, যারা কষ্টের শেষ অবধি অপেক্ষা করে। কিন্তু প্রকট আত্মসম্মান বোধের...
10/03/2024

মধ্যবিত্তের কষ্টের জীবনঃ

সমাজে মধ্যবিত্ত এমন একটা শ্রেণি, যারা কষ্টের শেষ অবধি অপেক্ষা করে। কিন্তু প্রকট আত্মসম্মান বোধের কারণে মুখ ফুটে কিছু বলে না। না পারে উপরে উঠতে, না পারে নিচে নামতে। সিদ্ধান্তহীনতার দোদুল্যমান অবস্থা! ফলে নীরবে ধুঁকে ধুঁকে শেষ হয়ে যায় তারা। যাপনের কষ্টের কথা এরা খুব কমই প্রকাশ করে। অথচ সমাজ ও রাষ্ট্রের সব কাজের শ্রমে মধ্যবিত্তের মানুষের অবদান সবচাইতে বেশি। মধ্যবিত্তের শ্রেণির লোকদের কষ্ট মোচন ও মানবিক উন্নয়নে কেউ এগিয়ে আসে না। না সমাজ, না রাষ্ট্র।

বৈশ্বিক বড় একটা ধাক্কা গেলো সম্প্রতি। সামনে হয়তো আরও আসবে। তাছাড়া আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই থাকে। অতিমারি করোনার মন্দ প্রভাব পড়তে শুরু করেছে আমাদেরও। করোনা সংকটের নেতিবাচক প্রভাব আমরা কীভাবে কাটিয়ে উঠবো; আমাদের অর্থনীতিতে তা সীতার অগ্নি পরীক্ষার মতোই। দীর্ঘমেয়াদের নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত শ্রেণির মানুষ। আর সবচেয়ে বেশি লাভবান খাদ্যপণ্য, চিকিৎসা ও ওষুধ ব্যবসায়ীরা।

সংকটেও তারা অসহায় মানুষের ওপর জুলুম করেছে। অতি মুনাফার লালসা তারা দমন করেনি। মুনাফার কাছে তাদের মানবিক বোধ ও মনুষ্যত্ব ভূলুণ্ঠিত। মধ্যবিত্তের মানুষ সাহায্যের জন্য হাত পাততে চায় না। রিলিফের লাইনে দাঁড়ায় না। এ শ্রেণির লোকদের কষ্টে কেউ এগিয়ে আসে না।

ক্রমবর্ধমান দ্রব্যমূল্য পরিস্থিতিতে আমাদের দেশের মধ্যবিত্ত সমাজ বেশ নাজুক অবস্থায় রয়েছে। অনেকেই বলছেন মূল্যস্ফীতি না রোধ হলে এই শ্রেণির সংখ্যা কমে যাবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসিকে সম্প্রতি বলেছেন, খাদ্যের মূল্যবৃদ্ধিতে মানবিক বিপর্যয় হতে পারে। খাদ্যপণ্যের এই উচ্চমূল্যের কারণে বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়বে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নেতিবাচক পরিস্থিতি উল্লেখ করে মালপাস বলেন, খাদ্যের দাম রেকর্ড উচ্চতায়। বিশ্বব্যাংকের হিসাবে খাদ্যের দাম ৩৭ শতাংশ বাড়তে পারে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত ফেব্রুয়ারি মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি ৬ শতাংশের আশপাশেই আছে। এ ছাড়া স্থানীয় বাজারে চাল, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। কোনও বাজারই সরকারের নিয়ন্ত্রণে নেই। করোনার ধাক্কা কাটিয়ে ওঠার পর সাধারণ মানুষ পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিমূল্যের রোষানলে। এমন কোনও পণ্য নেই যার দাম বাড়েনি। বৃদ্ধির এই হার ২০ থেকে ৩০ শতাংশ। যাপন কষ্টের নাভিশ্বাস থেকে বাঁচার উপায় কী? করোনা সংকটের দোহাই দিয়ে প্রতিষ্ঠান থেকে ছাঁটাইকৃত কর্মী এবং পারিশ্রমিক বন্ধ রাখা মানুষগুলো বাড়তি অর্থ পাবে কোথায়?

07/03/2024

হৃদয় টা ফুলের মতো হলে
মানুষ তো ছিঁড়বেই

07/03/2024

মাথা ভরা চুল নিয়ে ঘুরলে স্মার্ট হওয়া যায় না
স্মার্ট হতে হলে সুন্দর একটি মন লাগে,
মাথা ভরা চুল পাগলের আছে?

07/03/2024

যখন কোন মানুষকে সাহায্য করার সুযোগ আসবে, খুশি মনে সুযোগটিকে কাজে লাগানোর আন্তরিক চেষ্টা করুন। এই ভেবে যে আল্লাহ সেই মানুষটির ডাকে সাড়া দিচ্ছেন, আর সেই ডাকে সাড়া দেবার মাধ্যম হিসেবে আল্লাহ বেছে নিয়েছেন আপনাকে। আল্লাহর জন্য কিছু করলে ওটার বিনিময় আপনি পাবেন। আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। মনে রাখুন, আল্লাহ হলেন গাফুর। যিনি ক্ষমা করে দেন। তিনি আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ হলেন কারিম। যিনি দানশীল। তিনি আপনাকে প্রচুর পরিমাণে দিবেন। আল্লাহ হলেন শাকুর। যিনি গুণগ্রাহী, যিনি আপনার ভালো কাজের দারুন কদর করেন। যিনি আপনাকে আপনার প্রাপ্যের চেয়েও অনেক বেশি দিবেন।

তাই মানুষের উপকার করার সুযোগ এলে, সুযোগটি নষ্ট করবেন না। আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায় কাজটি করুন। ওই ব্যক্তির সন্তুষ্টি পাওয়ার আশায় নয়, আত্মীয়-স্বজনকে দেখানোর জন্যেও নয়। শুধু আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় উপকারটি করুন।]

07/03/2024

১২০ টাকার খেজুরে যারা ২১০ টাকা ভ্যাট আরোপ করেছে তাদের ওপর আল্লাহর গজব নাজিল হউক।

সিলেট বিভাগে নিষিদ্ধ করা হলো বিদেশী খেলোয়াড়।গত ক'দিন আগে সিলেটের মাঠে রেফারীর সাথে অমানবিক আচরণ এর জন্য সিলেট বিভাগের সক...
06/03/2024

সিলেট বিভাগে নিষিদ্ধ করা হলো বিদেশী খেলোয়াড়।
গত ক'দিন আগে সিলেটের মাঠে রেফারীর সাথে অমানবিক আচরণ এর জন্য সিলেট বিভাগের সকল জেলা রেফারী এসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে মাঠে যদি বিদেশী খেলোয়াড় থাকে তাহলে কোন রেফারী ম্যাচ পরিচালনা করবেন না।

সিলেট জেলা রেফারী এসোসিয়েশন এর সদস্য আনোয়ার হোসেন সাজুর উপর বিদেশি খেলোয়াড় এর অমানবিক আচরণ এর জন্য, সিলেট জেলা রেফারী এসোসিয়েশন সহ সিলেট বিভাগের সকল রেফারী এসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যেকোনো মাঠে যদি বিদেশী খেলোয়াড় থাকে তাহলে বাফুফে সনদ প্রাপ্ত কোন রেফারী ম্যাচ পরিচালনা করবেনা।

27/02/2024

দুনিয়ায় সব দরজা বন্ধ হয়ে গেলে একমাত্র আল্লাহ দরজা খোলা তাকে, তাই মানুষের কাছে হাত বা সাহায্য চাওয়া ছেড়ে দিন আল্লাহ কাছে চান
আল্লাহ কসম খালি হাতে ফিরবেন না!

25/02/2024

তওবার দোয়াঃ

তওবার শ্রেষ্ঠ দোয়া হলো- সাইয়েদুল ইস্তিগফার। তা হলো- ‘আল্লাহুম্মা আনতা রাব্বি, লা-ইলাহা ইল্লা আনতা খলাকতানি, ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়া‘দিক মাসতাতা‘তু, আউজুবিকা মিন শাররি মা সানা‘তু, আবু-উ লাকা বিনি‘মাতিকা আলাইয়া ওয়া আবু-উ বিজাম্বি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।’

অর্থ : হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিশ্রুতির ওপর প্রতিষ্ঠিত থাকব। আমি আমার নিকৃষ্ট আমল থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনার যে অসংখ্য নেয়ামত ভোগ করছি এ জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি আমার কৃত অপরাধ স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া অপরাধ ক্ষমা করার কেউ নেই। -সুনানে আবু দাউদ : ৫০৭০

25/02/2024

কবর জিয়ারতের নিয়মঃ

দুরুদ শরিফ পড়া সুরা ফাতিহা
সুরা ইখলাস, আয়াতুল কুরসি,
ও অন্য যেসব সুরা সহজ মনে হয়, সেগুলো আদায় করা।
পরে কবর বাসীর জন্য মাগফিতার কামনা করা,
আপনার একটি শিয়ারে আরেক ভাই শিখতে পারবেন ও দোয়া করতে সহজ হে।।।।।

25/02/2024

ইয়া আল্লাহ শবে বরাতে রাতের উছিলায় আমাদের সকল
কবর বাসিকে মাকে মাপ করে দিন!
আমিন!

20/02/2024

আলহামদুলিল্লাহ
খোব বেশি বৃষ্টি হচ্ছে,

19/02/2024

এই পৃথিবীর বুকে জন্ম যেহেতু আমরা নিয়েছি আমরা মৃত্যুবরণ করবো এটাই চিরন্তন সত্য আর এই চিরন্তন সত্যকে আলিঙ্গন করতে তোমার সব সময় যেন প্রস্তুতি নিয়ে থাকতে হবে আর এই প্রস্তুতি নিয়ে যদি তুমি না থাকো তাহলে তুমি কখনো তোমার চিরন্তন বস্তুকে বুঝতে পারবে না।

18/02/2024

কোন সাহাবী এক ওয়াক্ত সালাত আদায় না করেও জান্নাতী হয়েছেন?

17/02/2024

সিগারেট কে বাংলায় কি বলা হয়?
🚭

17/02/2024

পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া।

16/02/2024

সংখ্যায় বাড়লেও মধ্যবিত্ত এখন আলাদা শ্রেণি হিসাবে বিলুপ্তির দ্বারপ্রান্তে:

'বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিতে সক্ষম মধ্যবিত্ত শ্রেণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা নিষ্ক্রিয় হয়ে গেছেন না দুর্বল হয়ে গেছেন, এ বিষয়ে প্রশ্ন রয়েছে।'

দেশে অর্থনৈতিক উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মধ্যবিত্তের সংখ্যা। নতুন মধ্যবিত্তদের কল্যাণে ভোক্তা শ্রেণি সৃষ্টি হয়েছে। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধিও বাড়ছে। তবে আলাদা একটি শ্রেণি হিসাবে মধ্যবিত্তদের পরিচিতি বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ন্যায় প্রতিষ্ঠায় বঞ্চিত, গরিব ও মেহনতি মানুষের পক্ষে এক সময় শক্ত অবস্থান ছিল মধ্যবিত্তদের। রাজনীতিতে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বেও এগিয়ে ছিল মধ্যবিত্তরা। জীবনধারণের প্রয়োজনে এই মধ্যবিত্তরা এখন সমাজ গঠনে ভূমিকা পালন থেকে তারা বিরত রয়েছে।

16/02/2024

শুধু শিক্ষিত আর প্রতিষ্টিত ব্যক্তিরাই যে মানুষ তা কিন্তু নয়
মানুষ হতে হলে মনুষত্ব আর বিবেক থাকতে হয়।

16/02/2024

দুনিয়ায় প্রথম অহংকারী কে?

15/02/2024

গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্য বিরোধীতা করে দূরে থাকা মানুষ গুলো'ই উত্তম!

Address

Biswanath
Sylhet
3130

Telephone

+8801717281920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies