Ajker Khobor 24

Ajker Khobor 24 .

ভালো বন্ধু, ভালো ভাবনা, আর ভালো বই- এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। 🥰♥️🥰♥️
06/05/2024

ভালো বন্ধু, ভালো ভাবনা, আর ভালো বই- এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। 🥰♥️🥰♥️

সাবেক কিংবদন্তি ফুটবলার আব্দুস সোবাহান সাহেব আমাদের মাঝে আর নেইইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অদ্য রাত ২:৪৭ মিনি...
24/01/2024

সাবেক কিংবদন্তি ফুটবলার আব্দুস সোবাহান সাহেব আমাদের মাঝে আর নেই
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অদ্য রাত ২:৪৭ মিনিটের সময় সিলেট মাউন্ট এডোরা মেডিকেলে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন
আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন
এবং ওনার পরিবারের সবাইকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন
জানাজার নামাজ পড়ে জানানো হবে

বিজয়ের ৫২বছর পেরিয়েছি অনেক পথ! তবুও কি স্বাধীন হতে পেরেছি?--ডেস্ক নিউজ: বিজয় দিবসের প্রথম প্রহরে গিয়েছিলাম সিলেট কেন্দ্র...
17/12/2023

বিজয়ের ৫২বছর পেরিয়েছি অনেক পথ! তবুও কি স্বাধীন হতে পেরেছি?--

ডেস্ক নিউজ:
বিজয় দিবসের প্রথম প্রহরে গিয়েছিলাম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। দেশপ্রেমের আত্মদানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি হৃদয়ের অকুন্ঠ শ্রদ্ধা নিবেদন করতে, আর তাদের রেখে যাওয়া উত্তরসুরীদের অর্জন দেশপ্রেম অগ্রগতি আত্মমর্যাদা মানসিকতা দেখবো বলে। আরো মনে হয়েছিল বিজয়ের আনন্দে আর দেশপ্রেমের উম্মাদনায় তারার মেলায় মিশে যাব কোন ধ্রুব তাঁরার সাথে। কিন্তু না, শুধু অস্তমিত কিছু তাঁরার নিরব আর্তনাদ অনুভব করেছি।
বিজয়ের ৫২বছর অতিক্রম করতে ক্ষয় হয়েছে আমাদের নীতি আদর্শ দেশপ্রেম বিবেক বুদ্ধি ন্যায়বিচার। যে গণতন্ত্র স্বাধীন অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে ৩০লক্ষ দেশপ্রেমিক স্বজনকে হারিয়ে অগনিত মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের বিজয় অর্জন হলো, সেই বিজয় স্বাধীনতার স্বাদ আজ ক'জন মানুষ উপভোগ করছে। সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি?
আজকের বাস্তবতায় অনেক বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতিক, যুদ্ধাহত ব্যক্তির পরিবারের অনেক সদস্যদের মনোকষ্ট, অধিকার বঞ্চিত হয়ে নাপাওয়ার অনেক কাহিনী মানুষের চোখে ভাসে। রাজনৈতিক কারনে লাঞ্চিত হন অনেক বীর মুক্তিযোদ্ধা। আজকে অনেক শ্রদ্ধেয়জন সহ সাবেক সফল প্রধানমন্ত্রী একজন বীরউত্তমের স্ত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে দীর্ঘ প্রায় ৬বছর থেকে কারারুদ্ধ।
আজকে বিজয় দিবসের প্রথম প্রহরে দেখে এলাম বাংলাদেশের রাজনীতির এক মলিন চিত্র, যে রাজনীতির ক্ষমতায় যুগের পর যুগ হয়তো নির্বাসিত হয়ে থাকবে আমার ভোটের অধিকার। বিপ্লবীরা যদি রুখে দাঁড়ায় যদি জেগে ওটে জনগন, পরিবর্তন হতে কতক্ষণ?
আমাদের ভোট ছাড়া যারা আজ জনপ্রতিনিধি হয়ে এলাকা এবং রাষ্ট্র পরিচালনা করছেন তারা কতটা উপযুক্ত, কতটা সম্মানীত? তার আলোচনা আজ কোথায়ও হয় না! সে আলোচনা কেউ করেনা, প্রয়োজন হয় না। বিবেক ইনসাফ তামাদি হয়েছে অনেক আগেই, বিবেক ঘুমিয়ে আছে গোলামীর জিঞ্জিরে, সবাই ব্যস্ত শুধুই নিজের স্বার্থসিদ্ধি নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজার সামনে, তামাশার নির্বাচনে স্বাধীন মত প্রকাশ তালাবদ্ধ, প্রায় ৯০ শতাংশ মানুষ থাকবে ভোট প্রদান থেকে বিরত। প্রশ্ন জাগে ত্রিশ লক্ষ মানুষ কেন দেশের জন্য জীবন উৎস্বর্গ করলো? তারা যদি কবর থেকে অভিশাপ দিতে শুরু করে এ জাতির তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। এতো অন্যায় অবিচার নিশ্চয়ই সইবে না এই মাটি। শিল্পী বারী সিদ্দিকী গান গেয়েছিলেন, মনের দুঃখ মনে রইলো বুঝলে নারে শোনার চাঁন, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।
সংগ্রামীরা একদিন গর্জে উঠবে, কিছু মানুষ যুগের পর যুগ শুধু দাসত্বের শৃংখল ভেঙ্গে মুক্তির সংগ্রাম চালিয়ে যাবে। আজ অনেকই নিজের দেশে পরবাসী আমার মতো মিথ্যা মামলায় ফেরারি, দেশ যেখানে কারাগার মানুষ যেখানে বন্দী, মুক্তি সেখানে অনাগত।
মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।

১৬.১২.২০২৩
# # মোঃ নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান
খুরমা (উত্তর) ইউনিয়ন পরিষদ,ছাতক সুনামগঞ্জ।
যুগ্ম সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি।

27/08/2023

আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে সকল মসজিদে মাইক দিয়ে আজান দেয়ার অনুমতি দেওয়া হয়েছে ধন্যবাদ আমেরিকা।

এই কুলাঙ্গার আমার কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে এই কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে বিতাড়...
06/08/2023

এই কুলাঙ্গার আমার কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে এই কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হক।এর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্তা নেওয়া হক।।।আমি একজন মুসলিম হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি।
সবাই শেয়ার করে দিন

ছাতক রেলওয়েতে চরম পর্যায়ের লুটপাট কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালু অনিশ্চিত।। মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধিঃছাতকে রেলওেয়ের ...
04/07/2023

ছাতক রেলওয়েতে চরম পর্যায়ের লুটপাট কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালু অনিশ্চিত।।

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধিঃ
ছাতকে রেলওেয়ের কংক্রিট শ্লীপার প্ল্যান্টে আবারো শুরু হয়েছে হরিলুট। এ প্ল্যান্টটি চালুর উদ্যোগ নেয়া হলেই এখানে নানা ধরনের অনিয়ম-দুর্ণিতিতে জড়িয়ে পড়েন কর্মকর্তা- কর্মচারীরা। রেলওয়ের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীরা ঠিকাদারির নামে এ প্ল্যান্টে হরিলুট চালিয়ে যাচ্ছেন। অনিয়ম ও দূর্ণীতির কারণে দেশের একমাত্র সরকারি এ প্রতিষ্ঠানটি উৎপাদন থেকে বার-বার মুখ থুবড়ে পড়ছে। ১৯ ৮৮ সালের ২৭ অক্টোবর দৈনিক ২৬৪ শ্লীপার উৎপাদন ক্ষমতা নিয়ে দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান ছাতক কংক্রিট শ্লীপার প্ল্যান্টে উৎপাদন শুরু হয়। ২০০০ সাল পর্যন্ত টানা উৎপাদনে ছিলো এ প্রতিষ্ঠানটি।

এরপর থেকেই অনিয়ম- দুর্নীতি ও লুটপাটের কারণে এটির উৎপাদন বার-বার বন্ধ হয়ে পড়ে। ২০১২/২০১৪ সাল সহ কয়েক বার কারখানাটি চালু করা হলেও এর স্থায়িত্ব বেশিদিন টিকেনি। কিছুদিন চালু থাকার পর তা আবারো বন্ধ হয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটি, কাঁচামাল সঙ্কট সহ নানা অজুহাতে বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে বাংলাদেশ রেলওয়ের একমাত্র সরকারি প্রতিষ্ঠান ছাতক কংক্রিট শ্লীপার প্ল্যান্ট।

মাঝে-মধ্যে কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালুর উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন টেন্ডার আহ্বান করা হয়। আর এসব টেন্ডার নিয়েই ঘটে লংকাকান্ড ও লুটপাটের মহোৎসব। এতেই কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালু করা সম্ভব হয়নি বা চালু করা হলেও একমাসের মধ্যে তা আবার বন্ধ হয়ে পড়ে।
কংক্রিট শ্লীপার প্ল্যাণ্টের সকল প্রকার টেন্ডার নামে-বেনামে বাগিয়ে নেন রেলওয়ের কর্মকর্তারা।ছাতক রেলওয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঠিকাদারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে ।
কর্মকর্তা-কর্মচারীরা ছাতক রেলওয়েকে একটি লুটপাটের ক্ষেত্রে পরিণত করে রেখেছেন । কর্মক্ষেত্রে না থেকে ঢাকায় বসে বেতন-ভাতা এবং টিএডিএ নেন ছাতকের নামে এমন একাধিক কর্মকর্তা রয়েছেন রেলওয়েতে । এখানে কর্মরত ২/৩ জন টিএলআর (পাহারাদার) দেখতে পাওয়া যায় ।
কিন্তু ১৫ জন টিএলআর"র নামে মাসিক ১৫ হাজার ক টাকা করে বেতন উত্তোলন করছেন কর্মকর্তারা। আর এর ভাগবাটোয়ারা হচ্ছে ছাতক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে ও। দু' বছর ধরে ছাতক রেলওয়ে কর্মকর্তা শুন্য রয়েছে। খাতায়-পত্রে কর্মকর্তা থাকলেও কর্মস্থলে নেই তারা। কিন্তু বেতন-অভারটাইম,ভ্রমণভাতা সবই আছে তাদের। দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে ছাতক বাজার রেলওয়ে স্টেশন, কংক্রিট শ্লীপার প্ল্যান্ট, রোপওয়ে,রেলওয়ের কয়েকটি গুদাম,হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা। বিগত বন্যার সময় এখানে কোন কর্মকর্তা না থাকার কারণে সরকারি লক্ষ-লক্ষ টাকার মালামাল চুরি ও নষ্ট হয়েছে।

ছাতক রেলওয়ের ফোরম্যান মাহবুবুল আলম ২০১৮ সালে যোগদান করার পর থেকেই কর্মস্থলে না থেকে দীর্ঘদিন দিন ধরে তিনি সরকারি বেতন -ভাতাসহ সব সুবিধা ভোগ করছেন তিনি এখান থেকে বিভিন্ন ভ্রমণভাতাও নিচ্ছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কর্মস্থলে না থাকলেও এখানের কোন টেন্ডার হলেই তিনি তা বাগিয়ে নিয়ে আসেন । কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালুর জন্য সম্প্রতি রেলওয়ের পুর্বাঞ্চলীয় জোন থেকে প্রায় ২৭ লক্ষ টাকার দুটি টেন্ডারের কার্যাদেশ পায় পঞ্চগড় ও পিরোজপুর এলাকার ঠিকাদারী প্রতিষ্ঠান।

ওই কাজগুলো উপ ঠিকাদার হিসেবে বাগিয়ে নিয়ে বর্তমানে মাহবুবুল আলম ছাতকে এসে কিছু মেরামত কাজ করে চলে গেছেন। হয়তো ইতিমধ্যে কাজের বিল দাখিল করে টাকা ভাগবাটোয়ারা হয়ে গেছে।
কংক্রিট শ্লীপার প্ল্যাণ্টে স্থাপিত মিস্কারমেশিন কেনার জন্য প্রায় ১৮ লক্ষ টাকার টেন্ডার হয়েছে। কিন্তু ইতিমধ্যে মাহবুবুল আলম ও রেলওয়ের এলডিএ মাহমুদ আলম ১০/১৫ হাজার টাকা মুল্যের একটি নতুন প্যানেল বোর্ড বসিয়ে এবং পুরাতন মিস্কারমেশিন রেলওয়ের কর্মচারী আমির হোসেন, আবু বক্কর ও সেলু বড়ুয়াকে দিয়ে সংস্কার করে রং-বার্নিশ করে রেখেছেন। যা নতুন বলেই চালিয়ে দিয়ে ১৮ লক্ষ টাকা হজম করবেন তারা। স্লীপার প্ল্যান্টে ৫/৬ হাজার ঘনফুট নিম্নমানের পাথর সিলেট থেকে সাইডে এনে ১৩ লক্ষ টাকার কেরিং বিল নেয়ারও প্রক্রিয়া করছে একটি চক্র।

৬ টি বাইব্রেডার মোটর ক্রয়ের ও টেন্ডার হয়েছে ৯ লক্ষ টাকায়। এসবের বাজার মুল্য ৩০-৩৫ হাজার টাকা করে।তবে টেন্ডারে প্রতিটির মুল্য ধরা হয়েছে এক লক্ষ ৫০ হাজার টাকা। মাহবুবুল আলম সহ ছাতক রেলওয়ের একটি চক্র কংক্রিট শ্লীপার প্ল্যান্টের পুরনো ৬ টি বাইব্রেডার মোটর বার্ণিশ রিপিয়ারিং করে রেখেছে। এগুলো দেখিয়ে তারা বিল করে নেবে এবং প্ল্যাণ্টটি কয়েক দিনের জন্য চালু করে দিতে পারবে বলে একটি সুত্র জানিয়েছে। অতীতে ও এই প্ল্যান্টটি বারবার এভাবে চালু ও বন্ধ হয়েছে।

বিগত বন্যার পর কংক্রিট শ্লীপার প্ল্যান্ট ও রেলওয়ের বিভিন্ন উন্নয়ণে কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে কিন্তু কোথাও কোন দৃশ্যমান কাজ হয় নি। সব লুটেপুটে খেয়েছেন কর্মকর্তারা। সিলেট ও ঢাকায় বসেই তারা এখানে তাদের মাহমুদ আলমসহ তাদের প্রতিনিধির মাধ্যমে ভাগের টাকা নিচ্ছেন। অনিয়ম দূর্ণীতি ও বিভাগীয় অভিযোগের কারণে ফোরম্যান মাহবুবুল আলম এবং এলডিএ মাহমুদ আলমের বদলি হলেও কিছু দিনের মধ্যে তারা এখানেই চলে আসেন। ওই ২ জনের বিরুদ্ধে অনেক অভিযোগ ও রয়েছে এসবের কোন তদন্ত হয়নি। রেলওয়ের সকল দূর্ণীতির বিষয়ে গত ২ মে দুদকের একটি তদন্তটীম সরেজমিনে তদন্ত করে গেছেন।

রেলওয়ের একাধিক কর্মচারিরা জানান,রেলওয়ের বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেই ৮ মাস ধরে। অথচ তাদের বেতন থেকে গ্যাস বিল কেটে নেয়া হচ্ছে। এ ব্যাপারে তারা বারবার কর্তৃপক্ষকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়া হয় নি। কর্মচারিদের গ্যাসের বিল বকেয়া নেই কিন্তু গ্যাস বিলের বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ছাতকে বন্ধ থাকা কংক্রিট শ্লীপার প্ল্যাণ্ট চালুর উদ্যোগ নিয়ে ইতিমধ্যে পাথর সরবরাহ, রড,বালু- সিমেন্ট সরবরাহ সহ বেশ কয়েকটি টেন্ডার আহবান করা হয়েছে জানিয়ে,ছাতক রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন বলেন,এখানের কয়েকটি কাজ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু করা হয়েছে। প্রধান অফিস সহকারি সুরঞ্জন দাস জানান, এখানে বিভিন্ন কাজকর্ম চলছে।

রাস্তার উপরে ময়লা আবর্জনায় ভরা দেখার কেউ নাই  ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক পৌরসভা রাস্তাগুলোই যেন ময়লার ভা...
03/07/2023

রাস্তার উপরে ময়লা আবর্জনায় ভরা দেখার কেউ নাই

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক পৌরসভা রাস্তাগুলোই যেন ময়লার ভাগাড়। পাড়া মহল্লার অলিগলির রাস্তাই শুধু নয় প্রধান প্রধান সড়কগুলোও ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র খোলাস্থানে রাস্তাজুড়ে ময়লার স্তুপ ছড়িয়ে ছিটিয়ে পড়ায় যান চলাচলসহ লোকজনের যাতায়াতে সমস্যা হচ্ছে।

বিশেষ করে জনবহুল ও গুরুত্বপূর্ণ জায়গায় জমে থাকা আবর্জনা দিনের পর দিন পরে থাকায় চরম দূর্ভোগে পড়েছে পৌরবাসী। সরা-পঁচা ময়লা থেকে দুর্গন্ধ ছড়িয়ে দূষণ ঘটে চারপাশের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। ফলে জনভোগান্তি দেখা দিয়েছে পুরো শহরে। দীর্ঘ দিন থেকে এই পরিস্থিতি বিরাজ করলেও কর্তৃপক্ষ নির্বিকার থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঘুরে ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনেই, কোরবানি ঈদের গরুর চামড়া বুরুী
গৃহস্থালি ও পয়ঃবর্জ্যের স্তুপ। এখানেদিনের পর দিন ধরে এভাবে ময়লা ফেলে অনির্ধারিত উম্মুক্ত ডাস্টবিনে পরিণত করা হয়েছে। পৌর কর্তৃপক্ষই এই স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করেছে। ছাতক সুনামগঞ্জ রোডের দুই পাশে রয়েছে সরকারি প্রতিস্টান সিন,জি স্টেশন ও মাইক্রবাস স্টেশন, বিভিন্ন কলকারখানা, ব্যাংকও একটি সরকারি হাসপাতালসহ উক্ত সহরের লোকজনের চলাচলের অন্যতম এই সড়কটি নোংরা আবর্জনার ভাগাড় হয়ে পড়েছে। এতে যাতায়াতে অসহনীয় কষ্ট পোহাচ্ছে লোকজন।

স্কুলের শিশু শিক্ষার্থী, শিক্ষকরা সহ দোকানদার ও পথচারীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এসব হলো উল্লেখযোগ্য কয়েকটির বর্ণনা। এগুলোর পাশাপাশি বড় বড় প্রায় সব সড়কেসহ পাড়া মহল্লার প্রতিটি রাস্তায় এমন উম্মুক্ত ময়লার স্তুপের ছড়াছড়ি। এমন কোন ওয়ার্ড নাই যেখানে রাস্তায় খোলাভাবে আবর্জনা ফেলা হয়না। এসব ময়লা আবর্জনা সপ্তাহেও পরিষ্কার না করায় সমগ্র শহরই স্থায়ী ডাস্টবিন হয়ে গেছে।

এব্যাপারে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সাথে ফোনে কথা বলার চেস্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

জনগণের ভালোবাসা ও ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে:  মিজানুর রহমান চৌধুরীমিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি: বিএনপি জাত...
03/07/2023

জনগণের ভালোবাসা ও ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে: মিজানুর রহমান চৌধুরী

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার যত অপকর্ম করছে, যত মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুম, খুন হচ্ছে, তা শুধু ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য। ভোট চুরি করে আজ তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জনগণের ভালোবাসা ও ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে। তবে ১০০ ভাগ ভোটার তাদের ভোট দিতে আগ্রহী হবেন। এদেশের মানুষের অধিকার ফিরিয়ে পাবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে নিঃস্ব করেছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সম্পূর্ণ পরাজিত। আজ তাদের কোনো রাজনীতি নেই। তাদের পরাজয় সুনিশ্চিত।

তিনি আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (৩ জুলাই) বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাতক উপজেলা যুবদল আহবায়ক ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও মাসুক আহমদ ও হাবিবুর রহমান সুজন এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আবুল হাসনাত, সিলেট মহানগর বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চেয়ারম্যান নুরুল আলম, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গুলাম হোসেন শাকিল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান, সদস্য আনোয়ার হুসেইন সাগর, ছাতক উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সম্পাদক জিল্লুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ কোষাদক্ষ সৈয়দ মনসুর আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরশাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ সুমন, যুগ্ম আহবায়ক আবু শামিম, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ যুগ্ম আহবায়ক মানিক মিয়া যুগ্ম আহবায়ক কামাল আহমদ তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, সদস্য আজিজুর রহমান আয়েছ, কামাল আহমদ, নাজিম আহমদ ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হুসেইন আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, সদস্য আনোয়ার হুসেইন, সদস্য মারুফ এলাহি সোহেল, সদস্য শাকিল আহমেদ, ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, যুগ্ম আহবায়ক আবু তালেব, যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহির, উপজেলা সদস্য আমির আলী প্রমুখ।

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যুএক বোন হাসপাতালে ভর্তিমিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি: ছাতকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে ...
26/06/2023

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
এক বোন হাসপাতালে ভর্তি

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:
ছাতকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে। মৃত দুই শিশু উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার সন্তান এবং তারা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের শিক্ষার্থী।

সোমবার দুপুরে ময়না মিয়ার ৩ কন্যা সন্তান একে-একে মোছাঃ তাফসিয়া বেগম (৯), মোছাঃ তানজিনা বেগম (৪) ও মোছাঃ তায়িবা বেগম (৫) বাড়ির সামনের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোছাঃ তানজিনা বেগম ও মোছাঃ তায়িবা বেগমকে মৃত ঘোষণা করেছেন।মোছাঃ তাফসিয়া বেগম কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পানিতে ডুবে মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার দুই শিশু সন্তান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক আছির আলীর লাশ উদ্ধার।। ছাতক প্রতিনিধি: ছাতকে আছির আলী নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়...
25/06/2023

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক
আছির আলীর লাশ উদ্ধার।।

ছাতক প্রতিনিধি:
ছাতকে আছির আলী নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরির একজন স্থায়ী শ্রমিক ও পৌর সভার পুর্ব নোয়ারাই গ্রামের বাসিন্দা মৃত উমর আলীর পুত্র।
রবিবার (২৫ জুন) দুপুরে নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর (টিলাগাঁও) সংলগ্ন ডাকারখেউ বিল থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান,দুপুরে বিলে
লাশ ভাসতে দেখে ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।পরে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকিরসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

আছির আলীর পরিবার সুত্র থেকে জানাগেছে শনিবার সন্ধ্যা থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এভাবে তিনি প্রায় দিনই কাউকে না বলে আত্মীয় বাড়ি চলে যান। তারা ভাবছেন তিনি হয়তো কোন আত্মীয় বাড়ি চলে গেছেন।
রবিবার দুপুরে খবর পেয়ে বিলে গিয়ে আছির আলীর লাশ তারা দেখতে পান।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান,লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। # #

ছাতকে গ্রামীন রাস্তায় চলছে সাঁকো নির্মাণ মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদা গ্রামের যুব-...
21/06/2023

ছাতকে গ্রামীন রাস্তায়
চলছে সাঁকো নির্মাণ

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদা গ্রামের যুব-সমাজ ও স্থানীয় ইউপি সদস্য মোজাক্কির হোসেন এর উদ্যোগে চলছে রাস্তায় বাঁশের সাঁকো নির্মাণ।
জানা জায় বুকার ভাঙ্গা হতে পালপুর রাস্তায় মর্যাদ গ্রামে কালভার্টের চলমান কাজ সঠিক মতো না হওয়ায় বন্যা আসার আগেই জলাবদ্ধতায় দেখা দিয়ে গেলো রাস্তা ডুবে,কালভার্ট উচ্চু করে তৈরি করা হলে এমন অবস্থা হতো না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এতে জনসাধারণ ও স্কুল শিক্ষার্থী যাতায়াত করতে পারছে না বলে তারা এমন উদ্যোগ নিয়েছেন।
এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ দোলারবাজার - গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার সহ সিলেট শহরে চলাচল করে।এতে জনসাধারণের চলাচলের সার্থে সাঁকো নির্মাণ কাজে এগিয়ে এসেছেন সর্বস্থরের লোকজন।এসময় গ্রামের মুরুব্বি আসদ মিয়া,সমছু মিয়া,আসিক মিয়া,আলী আসকর, যুব সমাজ ইউপি সদস্য মুজাক্কির হোসেন, ফকির আল-আমিন,কামাল হোসেন,আজিবুর রহমান,আব্দুল খালিক, তখদ্দুস মিয়া,হাফিজ জুমায়েল আহমদ,হেলাল,প্রদিপ সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

এনটিভি ইউরোপ'র দোয়ারা প্রতিনিধি  আবু বকর। মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:এনটিভি ইউরোপ'র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন  আব...
20/06/2023

এনটিভি ইউরোপ'র দোয়ারা
প্রতিনিধি আবু বকর।

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:
এনটিভি ইউরোপ'র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আবু বকর। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছে। ১৯মে সোমবার এনটিভি ইউরোপ'র হেড অব নিউজ সামিউল ইসলাম চয়ন (চয়ন সামি) স্বাক্ষরিত এক পত্রে তাকে নিয়োগ প্রদান করা হয়।
আবু বকর ছাতক নবগঠিত অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি।

সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ - 01712273599

ছাতক অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মিজান চৌধুরী'র মতবিনিময় সম্পন্নমিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি: ছাতক অনলাইন প্রেস...
19/06/2023

ছাতক অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মিজান চৌধুরী'র মতবিনিময় সম্পন্ন

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:
ছাতক অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপি'র কার্যনির্বাহী সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।

সোমবার (১৯ জুন) রাতে সিলেটস্থ নিজ বাসভবনে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মিজানুর রহমান চৌধুরী মিজান।

মতবিনিময়ের শুরুতেই মিজানুর রহমান চৌধুরী ছাতক অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি যে কোন প্রয়োজনে অনলাইন প্রেসক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সবার প্রতি আহ্ববান জানান।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সাংগঠনিক সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার, সহসভাপতি ফজলুল হক, কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা, মহিলা বিষয়ক সম্পাদক রিফাহ সানজিদা ঈশিকা, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান আলীরাজ, সিনিয়র সদস্য আলী হাসান ইমাম প্রমুখ।

মেয়র কালাম ও শামীম চৌধুরীর সাথে ছাতক অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি: ছাতক ...
18/06/2023

মেয়র কালাম ও শামীম চৌধুরীর সাথে ছাতক অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:
ছাতক অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরীর সাথে।

রবিবার (১৮ জুন) ভিন্ন ভিন্ন ভাবে পৌরসভায় ও শামিম আহমদ চৌধুরীর বাসভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ছাতক অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সিনিয়র সহ-সভাপতি শংকর দত্ত, সহ-সভাপতি এইচ এম আবু বকর, সাংগঠনিক সম্পাদক সুজন তালুকদার, সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আবু বকর চৌধুরী, সদস্য মোঃ আলমগীর হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্য আবুল কালাম চৌধুরী বলেন, প্রযুক্তির কল্যাণে সাংবাদিক বাড়ছে,এটা দেশের জন্য অত্যন্ত ভালো। সাংবাদিকতা একটি মহান পেশা। তাই এই পেশায় যারা জড়িত তারা হলো সমাজের দর্পন। কিন্তু বর্তমানে সাংবাদিকতার নামে অনেকে অপ-সাংবাদিকতায় জড়িত হয়ে পড়েছেন। যাদের প্রকৃতপক্ষে সাংবাদিকতার কোন যোগ্যতা নেই আজ তারাও সাংবাদিক।

শামীম চৌধুরী বলেন, গুজবে কান দেয়া যাবে না। বর্তমান সময়ে সাংবাদিকদের মাঝে এক প্রকার প্রতিযোগিতা চলে তা হলো কার আগে কে সংবাদ পরিবেশন করবে। দ্রুত সংবাদ মানুষের কাছে পৌঁছে দেয়া ভালো, কিন্তু সেক্ষেত্রে অনেকেই গুজব ছড়িয়ে দিচ্ছেন।খবরের সত্যতা নিশ্চিত না হয়ে সংবাদ তৈরি করে গুজব ছড়াচ্ছেন। যা সমাজ ও মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে।

আলী বাহার জগিং ক্লাবের পক্ষ থেকে  ছাতক অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি  প্রভাষক মোশাররফ হোসেন  ফুলেল শুভেচ্ছা ও অ...
18/06/2023

আলী বাহার জগিং ক্লাবের পক্ষ থেকে ছাতক অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:
সমতা স্কুল এন্ড কলেজের প্রভাষক, আলী বাহার জগিং ক্লাবের অন্যতম সদস্য, বহু সামাজিক সংগঠনের কর্ণধার, সামাজিক ব্যক্তিত্ব প্রভাষক মোশাররফ হোসেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলী বাহার জগিং ক্লাবের নেতৃবৃন্দ ৷
১৭ জুন শনিবার রাত দশ ঘটিকায় চিলি চাইনিজ রেষ্টুরেন্টে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আলী বাহার জগিং ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ছাতকের কৃতি সন্তান আমেরিকার মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ মিয়া, আলী বাহার জগিং ক্লাবের সভাপতি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, এডভোকেট আলা উদ্দিন, ডাক্তার ইমরান আহমেদ,
সাবেক মেম্বার সাইমুম হোসেন, কবির আহমেদ, মোহাম্মদ আব্দুর রশিদ, ময়নুল হক, বুরহান উদ্দিন, আলী আকবর, নেসার আলম শামিম, নাজমুল রাজু, জাহাঙ্গীর হোসেন, গাজী জাবের, মাসুদ আহমেদ ফারুক, ইমাম হাসান, আব্দুল কাইয়ুম, ফয়েজ আহমেদ, রাসেল আহমেদ, লোকমান
হোসেন, নজরুল হোসেন, রাসেল আহমেদ দিপু, সুহেল আহমেদ, এনকে সোহেল প্রমুখ।

ছাতক অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন বলেন, সভাপতির মতো অতি গুরুত্বপূর্ণ পদে আমাকে নির্বাচিত করেছেন তাদের সকলের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ।
আলী বাহার জগিংক্লাবের ভালোবাসার কাছে আমি ঋণী।

মোশাররফ হোসেন বলেন আমি ছাতক অনলাইন প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যেতে চাই অনন্য উচ্চতায়।
অনলাইন প্রেসক্লাব যাতে সব মানুষের আশ্রয়স্হল হয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি আন্তরিক থাকব। অনলাইন সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করে যাব।
তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ছাতকে অগ্নিকান্ডে গোয়াল ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র দুটি পরিবার।মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:ছাতক অগ্নিকান্ডে একটি গোয়া...
16/06/2023

ছাতকে অগ্নিকান্ডে গোয়াল ঘর পুড়ে
ক্ষতিগ্রস্ত হতদরিদ্র দুটি পরিবার।

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধি:
ছাতক অগ্নিকান্ডে একটি গোয়াল ঘর ও ২ টি খড়ের ঘর ভষ্মিভুত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ জুন) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের আলমপুর গ্রামে।
রাতে অগ্নিকাণ্ডে আলমপুর গ্রামের আব্দুল মতলিবের পুত্র মৃত মজলুফর আলী ও মুহিবুর আলীর একটি গোয়াল ঘর ও দুটি খড়ের ঘর ভস্মিভূত হয়েছে। এতে গোয়াল ঘরে থাকা ৮ টি গরু ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্বার করা হয়েছে। ঘর পুড়ে ক্ষতিগস্থ মজলুফর আলী জানান,তার নিজস্ব গরু নেই। অন্যের গরু লালন-পালন করেন তিনি।গরু গুলোর চামড়া অনেক পুড়ে গেছে এমন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভেড়া কয়েকটি ভেড়ার ও এমন অবস্থা। হাস-মোরগ পুড়ে গেছে বেশ কয়েকটি।
গোয়াল ঘর,খড়ের ঘর পুড়ে এবং গরু ও ভেড়া গুলো অর্ধ পুড়া হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে তাদের। তিনি বলেন, কে বা কারা শত্রুতা করে তার ঘর পুড়িয়েছে।
স্থানীয় লোকেরা এ বিষয়ে বিভিন্ন মন্তব্য করছেন কেউ-কেউ বলেছেন বিদ্যুতের শর্ট সার্কিট,আবার কেউ বলেছেন কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। তবে সরজমিনে এসবের কোনো আলামত পাওয়া যায় নি।খবর পেয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় গিয়াস মিয়া,সাজুর মিয়া,আহমদ আলী,রজাক আলী, আনর আলী,কালা মিয়া,আব্দুল করিম,জিতু মিয়া,আবু তাহির,আরজ আলী,আরশ আলী,ইয়াবর আলীসহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

আজকের খবর ২৪শেয়ার করে দেন  সবাই ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বার সুনু মিয়া সাহেবের ছেলে ইফতি প্রতিপক্ষের হামলায় আইসিইউ ত...
14/06/2023

আজকের খবর ২৪
শেয়ার করে দেন সবাই

ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বার সুনু মিয়া সাহেবের ছেলে ইফতি প্রতিপক্ষের হামলায় আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেছে।

আলহামদুলিল্লাহ
13/06/2023

আলহামদুলিল্লাহ

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে ২ মাস ধরে বন্দি দোয়ারাবাজারের সৌরভমিলাদ আহমেদ:দোয়ারাবাজার উপজেলার মাহমুদুল হাসান সৌরভ (২১) দু...
12/06/2023

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে ২ মাস ধরে বন্দি দোয়ারাবাজারের সৌরভ

মিলাদ আহমেদ:
দোয়ারাবাজার উপজেলার মাহমুদুল হাসান সৌরভ (২১) দুই মাস ধরে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে বন্দি রয়েছে
কলেজ ছাত্র মাহমুদুল হাসান সৌরভ বাংলাবাজার ইউনিয়নের ছনোগাঁও গ্রামের কোরবান আলীর ছেলে। সে ছাতক সরকারি ডিগ্রী কলেজের ছাত্র। তারা ৩ ভাই বোন । সৌরভের বড় চাচা কুদরত আলী দীর্ঘদিন যাবত ইতালিতে স্বপরিবারে বসবাস করছেন। সৌরভ স্বপ্নের দেশ ইতালি যেতে মা-বাবা ও ভাইদের কাছে আবদার করেছে অনেকদিন। ছেলের আবদার মেটাতে তার বাবা স্থানীয় দালাল আবুল কাশেমের মাধ্যমে ৩ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে লিবিয়া পাঠান। সেখানে তিনমাস চাকুরী করার পরে স্থানীয় ওই দালাল কাশেমের ছেলে ইতালি প্রবাসী সাব্বির,তার পিতা আবুল কাশেমের সহযোগিতায় স্থানীয় আরেক দালাল বড়খাল গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র লিবিয়া প্রবাসী আব্দুল বারেকের ছেলে রেজাউল করিম ও স্ত্রী রাজিয়া খাতুনের সাথে ৭ লক্ষ টাকায় ইতালীতে পাঠানোর চুক্তি করা হয়।
চুক্তি অনুযায়ী গত ১৩ এপ্রিল ২০২৩ তারিখ স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে বাংলাবাজার জেএস ফার্মেসীতে বসে বারেকের ছেলে রেজাউল করিম ও স্ত্রী রাজিয়া খাতুনের হাতে নগদ ৬ লক্ষ টাকা দেয়া হয় ।

১৭ এপ্রিল সকালে দালালের সহযোগীর মাধ্যমে লিবিয়া থেকে তার বাবার কাছে সৌরভ ভয়েজ পাঠিয়ে খবর দেয় সে মাফিয়াদের হাতে বন্দি। মাফিয়াদের হাত থেকে উদ্ধার করতে দালাল বারেকের মাধ্যমে ১৭ লক্ষ টাকা আরো পাঠাতে হবে ।মাফিয়াদের নিকট থেকে উদ্ধার করতে স্থানীয় মুরিব্বীদের উপস্থিতিতে বড়খাল গ্রামের দলিল লেখক দেলোয়ার হোসেনের বাংলাবাজার অফিসে বসে বারেকের ছেলে রেজাউল করিম, স্ত্রী রাজিয়া খাতুন ও রেজাউল করিমের আত্মীয় সুমনের নিকট আরো ৪ লক্ষ টাকা দেন তারা।
টাকা দেয়ার পর ও লিবিয়ার মাফিয়া চক্র সৌরভকে নির্যাতন করে যাচ্ছে। নির্মম নির্যাতনের ছবি ও ভয়েজ তার পরিবারকে ইমোতে পাঠিয়েছে সে। ছেলেকে মাফিয়াদের হাত থেকে প্রাণে বাঁচাতে তার পরিবার এ পর্যন্ত দালালদের ১৪ লাখ টাকা দিয়েছেন।

একদিকে সৌরভের বাড়িতে কান্না কাটির রোল অন্যদিকে আব্দুল বারেকের শ্যালক আব্দুল হামিদ মাফিয়াদের হাত থেকে সৌরভকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে আরো ৮০ হাজার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে। মাফিয়া চক্রের হাত থেকে সৌরভকে উদ্ধার করতে আরো ১৭ লাখ টাকার দাবি করা হয়েছে। এখন ১৭ লাখ টাকা দেয়ার ক্ষমতা তাদের পরিবারের নেই।

সৌরভের বাবা কোরবান আলী ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাতা রেবেকা সুলতানা লাভলী পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তারা এখন নিঃস্ব হয়ে শুধু ছেলের জন্য হাউ- মাউ করে কাঁদছেন।

সোমবার সকালে সাংবাদিকরা সৌরভের বাসায় গিয়ে দেখতে পান তার পরিবারের সদস্যরা শুধু কাঁদছে। বাবা কোরবান আলী সরকারের কাছে দাবি করেছেন তার ছেলেকে সরকারিভাবে উদ্যোগ নিয়ে মাফিয়াদের হাত থেকে উদ্ধার করা হোক। মাফিয়া চক্র টাকার জন্য তার ছেলেকে মেরে ফেলতে পারে।

অনুসন্ধানে জানা গেছে দোয়ারাবাজার উপজেলার আরো ১০/১২ জন যুবক দালালদের খপ্পরে পড়ে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে বন্দি আছে। এদের মধ্য উপজেলার কুশিউড়া গ্রামের ইউছুব মিয়ার ছেলে নোমান ও বাঘমারা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে
সুমন মিয়ার নাম জানা গেছে। সন্তানের ভবিষ্যৎ চিন্তায় চক্রের ভয়ে অনেক অভিভাবকরা তাদের নাম জানাতে আগ্রহী নয়।

অভিযুক্ত আবুল কাশেম তার বিরুদ্ধে দালালির অভিযোগ অস্বীকার করে জানান,সৌরভকে অন্য দালালদের মাধ্যমে লিবিয়া পাঠাতে তিনি সহযোগিতা করেছেন। তার ছেলে ইতালি গিয়েছে জেনে তার সাহায্য চাইলে তিনি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। টাকা লেন-দেনের সাথে তিনি জড়িত নয়। টাকা লেন-দেনের সময় তিনি অন্যান্য মুরব্বীদের সাথে উপস্থিত ছিলেন।

আরেক অভিযুক্ত রাজিয়া খাতুন জানান স্থানীয় সালিশে তিনজন থেকে নেয়া ২৯ লক্ষ ৪০হাজার টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়েছে আমি এই টাকা ফেরত দিয়ে দিব। তাঁর স্বামী আব্দুল বারেক ৫ দিন যাবৎ নিখোঁজ বলে তিনি জানিয়েছেন। আরেক অভিযুক্ত দালাল আব্দুল হামিদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, এ ধরনের কোন তার হাতে নেই। কেউ থানায় অভিযোগ করেনি। স্থানীয় দালালদের মধ্যে যদি কেউ এমন অপরাধ করে এবং থানায় অভিযোগ দেয়া হয় তবে তিনি অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

ছাতকের সিনিয়র সাংবাদিক বদর উদ্দিনের পাশে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক ...
12/06/2023

ছাতকের সিনিয়র সাংবাদিক বদর উদ্দিনের পাশে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি বদর উদ্দিন আহমদ এক দূর্ঘটনায় গুরুতর আহত।
১১ জুন রোববার সকাল ৯ টার দিকে তিনি বিশ্বনাথ উপজেলার পাঠানের গাঁও থেকে নিজ বাড়িতে ফেরার পথে গোবিন্দগঞ্জ লালপুল সংলগ্ন উঁচু পাকা সিঁড়ি থেকে পা ফসকে পড়ে গুরুতর আহত হন।খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি বাড়িতে ফিরেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় রয়েছেন।
বদর উদ্দিন আহমদের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। ১২ জুন সোমবার রাতে বদর উদ্দিন আহমদের দিঘলী গ্রামে বাড়িতে ছুটে আসেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ভোরের কাগজ পত্রিকা প্রতিনিধি শংকর দত্ত,
সাধারণ সম্পাদক সাজাদ মাহমুদ মনির,সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি সুজন তালুকদার সহ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ছাতকের সিনিয়র সাংবাদিক বদর উদ্দিনের পাশে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মিলাদ আহমেদ:ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ...
12/06/2023

ছাতকের সিনিয়র সাংবাদিক বদর উদ্দিনের পাশে অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মিলাদ আহমেদ:
ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি বদর উদ্দিন আহমদ এক দূর্ঘটনায় গুরুতর আহত।
১১ জুন রোববার সকাল ৯ টার দিকে তিনি বিশ্বনাথ উপজেলার পাঠানের গাঁও থেকে নিজ বাড়িতে ফেরার পথে গোবিন্দগঞ্জ লালপুল সংলগ্ন উঁচু পাকা সিঁড়ি থেকে পা ফসকে পড়ে গুরুতর আহত হন।খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি বাড়িতে ফিরেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় রয়েছেন।
বদর উদ্দিন আহমদের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। ১২ জুন সোমবার রাতে বদর উদ্দিন আহমদের দিঘলী গ্রামে বাড়িতে ছুটে আসেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ভোরের কাগজ পত্রিকা প্রতিনিধি শংকর দত্ত,
সাধারণ সম্পাদক সাজাদ মাহমুদ মনির,সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি সুজন তালুকদার সহ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

★ শোক বার্তা ★বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার, বাউফল, পটুয়াখালী জনাব মোঃ আল-আমিন ...
12/06/2023

★ শোক বার্তা ★

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার, বাউফল, পটুয়াখালী জনাব মোঃ আল-আমিন মিড-ক্যারিয়ার ট্রেনিংয়ে ভারতে অবস্থানরত অবস্থায় হার্ট এটাকে মৃত্যবরণ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি অত্যন্ত সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক ও কোমল হৃদয়ের অধিকারী একজন কর্মকর্তা ছিলেন। তার ফুটফুটে দুটি জমজ কন্যাশিশু রয়েছে।

মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ছাতক অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

শোকার্তেঃ
ছাতক অনলাইন প্রেসক্লাব।

ছাতকে দুর্ঘটনায় আহত প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ।। সকলের দোয়া প্রার্থনা।আজকের খবর ২৪  ছাতক প্রেসক্লাবের সহ-সভা...
12/06/2023

ছাতকে দুর্ঘটনায় আহত প্রেসক্লাবের সহ-সভাপতি
বদর উদ্দিন আহমদ।। সকলের দোয়া প্রার্থনা।

আজকের খবর ২৪
ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি বদর উদ্দিন আহমদ এক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল ৯ টার দিকে তিনি বিশ্বনাথ উপজেলার পাঠানের গাঁও থেকে নিজ বাড়িতে ফেরার পথে গোবিন্দগঞ্জ লালপুল সংলগ্ন উঁচু পাকা সিঁড়ি থেকে পা ফসকে পড়ে গুরুতর আহত হন তিনি। পা এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন বদর উদ্দিন আহমদ।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি বাড়িতে ফিরেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় রয়েছেন। বদর উদ্দিন আহমদের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। এদিকে সন্ধ্যায় বদর উদ্দিন আহমদের দিঘলী গ্রামের বাড়িতে তাকে দেখতে যান ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও অর্থ সম্পাদক বিজয় রায়,ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুজন তালুকদার। প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার খোজ খবর নিয়েছেন।

Address

Chhatak Sunamganj
Sylhet
3081

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Khobor 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies