Kafi Tv-কাফি টিভি

Kafi Tv-কাফি টিভি অনলাইন ভিত্তিক একটি ইসলামিক চ্যানেল

24/02/2024

জালালাবাদ আদর্শ সংঘের নব নির্বাচন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান। ২৪/০২/২০২৪ইং

#জালাবাদ #আদর্শ #সংঘ #অভিষেক #অনুষ্ঠান

03/02/2024

কখনো কখনো আল্লাহ একজন দিয়ে ইলিম হিফাজত কইরালায়। মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী

03/02/2024

তাওয়াক্কুলিয়া মাদরাসায় খান সাহেবের আগমন।

27/01/2024

তাওয়াক্কুলিয়া মাদ্রাসা গাজীপুর ছাত্র ও অতিথিদেরকে সম্মাননা পাগড়ি পরিয়ে দিচ্ছেন মাহফিলের প্রধান মেহমান মুফতি মাহবুবুর রহমান বিন্নুরী আলকাসেমী খতীব উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, ক্যান্টনমেন্ট ঢাকা ও বিশেষ মেহমান মাওলানা শফিকুর রহমান সাহেব।

প্রধান মেহমান আল্লামা বিন্নুরী সাহেব সবাইকে শিরক - বেদাত ও অপসংস্কৃতি থেকে বিরত থাকার আহবান জানান।

হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দোয়া মহফিলে সভাপতিত্ব করেন মিন্নত আলী জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ আব্দুল করিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জনাব জিল্লুর রহমান মুকুল।

মাহফিলের উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবী জনাব এম এম সুহেল রানা,
মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ক্বারী মাওলানা বোরহান উদ্দীন মাদ্রাসার সার্বিক বিষয় উপস্থাপন করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শিক্ষা সচিব হাফিজ মাওলানা মনোয়ার হোসেন এর পরিচালনায় স্থানীয় ও জাতীয় আলেম উলামা দ্বীন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।

24/01/2024
ড.রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতেইকামতে ইসলাম আন্দোলন এর শোক প্রকাশদৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী ইন্ত...
17/01/2024

ড.রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে
ইকামতে ইসলাম আন্দোলন এর শোক প্রকাশ

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইকামতে ইসলাম আন্দোলন এর মুহতারাম আমীর শায়খ মাওলানা মাহবুবুর রহমান বিন্নুরী আল কাসেমী ও মহাসচিব মাওলানা এনামুল হক কাফী।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন

16/01/2024

BNP এখন পথহারা প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
#পথহারা #প্রতীক #প্রধানমন্ত্রী #শেখহাসিনা
#সময় #সংবাদ

16/01/2024
16/01/2024

মাও আব্দুল খালিক শরীয়তপুরী
#মাওলানা #আব্দুল #খালিক #শরীয়তপুরী

মান সম্মান সবই আল্লাহর হাতে।মাওলানা এনামুল হক কাফী সিলেটি হুজুর। খতীব হাজী মিন্নত আলী জামে মসজিদ, দক্ষিণ খাইলকুর ৩৮নং ওয়...
13/01/2024

মান সম্মান সবই আল্লাহর হাতে।
মাওলানা এনামুল হক কাফী সিলেটি হুজুর।
খতীব হাজী মিন্নত আলী জামে মসজিদ, দক্ষিণ খাইলকুর ৩৮নং ওয়ার্ড গাজীপুর মহানগর, ঢাকা
১২/০১/২০২৪ ইং

খেলাফত মজলিসেরশীতবস্ত্র বিতরণ সম্পন্ন। গণমানুষের সংগঠন খেলাফত মজলিসসিলেট মহানগরীর ৩৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজ ১২/০১/-২...
12/01/2024

খেলাফত মজলিসের
শীতবস্ত্র বিতরণ সম্পন্ন।

গণমানুষের সংগঠন খেলাফত মজলিস
সিলেট মহানগরীর ৩৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজ ১২/০১/-২৪ইং শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব ইঞ্জিনিয়ার বজলুর রহমান।

শাখা সভাপতি হাফিজ মনসুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আনসার আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান,সহসাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম সাবির,

এছাড়াও উপস্থিত ছিলেন শাহপরান রহঃ (পূর্ব সাংগঠনিক থানা) শাখার সভাপতি মাষ্টার ফারুক আহমদ,অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুস শহিদ,মাওলানা আব্দুল বাছিত,মোঃ কমর উদ্দিন, মোঃ আলী আকবর, মাওলানা আব্দুল মতিন, শামিম আহমদ, ফাইজুর রহমান, ছাত্র মজলিস ৩৬ নং ওয়ার্ড শাখা সভাপতি মুনাজ্জির আহমদ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।

11/12/2023
10/12/2023
শিক্ষার্থীর বৈশিষ্ট্যযে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী ও যত্নশীল থাকে তাকে শিক্ষার্থী বলা হয় । একজন প্রকৃত...
07/12/2023

শিক্ষার্থীর বৈশিষ্ট্য

যে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী ও যত্নশীল থাকে তাকে শিক্ষার্থী বলা হয় । একজন প্রকৃত শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক । নিম্নে একজন আদর্শ শিক্ষার্থীর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো-

১. শিক্ষকগণের আদেশ-নিষেধ মেনে চলা ।

২. সাক্ষাৎ হলে বিনয়ের সাথে সালাম দিয়ে তাঁদের খোঁজ-খবর নেওয়া ।

৩. শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা ।

8. সব সময় শিক্ষকগণের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা ।

৫. সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা ।

৬. নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা ।

৭. শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা ।

৮. শরীর ও পোশাক-পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা ।

৯. শ্রেণিকক্ষে বা অন্য কোথাও শিক্ষকের সাথে দেখা হলে সাথে সাথে দাঁড়িয়ে সম্মান করা ।

১০. অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাইরে যাওয়া ।

১১. জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা ।

১২. শিক্ষকগণ অপছন্দ করেন এমন কাজ না করা ।

১৩. কোনো অবস্থাতেই কারও সাথে অভদ্র আচরণ না করা ।

১৪. সর্বাবস্থায় শিক্ষকের কল্যাণ কামনা করা ও মৃত্যুর পর তাঁদের জন্য দোয়া করা ।

১৫. সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হওয়া ।

১৬. শেখার প্রতি উৎসাহী হওয়া ও সর্বদা শিক্ষকের সাহচর্যে থাকার চেষ্টা করা ।

১৭. সবকিছু বুঝেশুনে পড়া, না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা ।

১৮. শিক্ষক শ্রেণিকক্ষে যা পাঠদান করবেন তা লিখে নেওয়া ।

১৯. জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা ।

২০. প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা ।

২১. পরের দিনের পড়া পূর্বের দিন দেখে ক্লাসে যাওয়া ।

ইমাম শাফেয়ি (র.) ছাত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তাঁর শিক্ষক আল্লামা ওয়াকি (র.)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন— “ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য হলো সকল পাপকাজ বর্জন করা ।”

আমরা শিক্ষার্থীর এ বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করব ও আদর্শ ছাত্র হব ।

আলহামদুলিল্লাহ ভাগ্না হাফিজ মাসুম আহমদ  দোবাই নিরাপদে পৌঁছিয়াছে।
01/12/2023

আলহামদুলিল্লাহ
ভাগ্না হাফিজ মাসুম আহমদ দোবাই নিরাপদে পৌঁছিয়াছে।

01/12/2023

আলহামদুলিল্লাহ,
আল্লাহর উপর ভরসা করে আপনাদের ঐতিহ্যবাহী রাংজিয়ল জামেয়া নজীবিয়া ইসলামীয়া মাদ্রাসার ১৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ১১ জানুয়ারী ২০২৪ বৃহস্পতিবার ধার্য্য করা হয়েছে।
উপস্থিত থাকবেন দেশ বরেণ্য উলামা মশায়েখ ও ওয়ায়িজিনে কেরাম।
মুবারক মাহফিলের সফলতার জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

ব্যার্থ  . প..  থি...  ক
01/12/2023

ব্যার্থ . প.. থি... ক

30/11/2023

১০ কারণে আলেমদের মর্যাদা সবচেয়ে বেশী

(এক) আলেমের মাঝে ইলমে দ্বীন থাকার কারনে তাঁর মর্যাদা বেশি। জ্ঞানী এবং মূর্খ সমান নয়।

(দুই) নবীদের উত্তরাধিকারী।

(তিন) তাদের মর্যাদা আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন (সূরা মুজাদালা: ১১)।

(চার)আলেমরা আল্লাহর মনোনীত ব্যক্তি।

(পাঁচ) সমগ্র সৃষ্টিজগত আলেমদের জন্য দোয়া করে।

(ছয়) আলেমের মর্যাদা আবেদের চেয়ে বেশি।

(সাত) আলেমরা মানুষদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেন।

(আট) সমাধান জেনে নেওয়ার নির্দেশ। আলেমদেরকে জিজ্ঞেস করো; যদি তোমাদের জানা না থাকে।' (নাহাল: ৪৩)

(নয়) আল্লাহর প্রশংসার পাত্র। আলেমদের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। কুরআন মাজিদে এরশাদ হয়েছে, 'আল্লাহর বান্দাদের মধ্যে, মূলত আলেমগণই তাঁকে ভয় করে' (ফাতির: ২৮)।

(দশ) মৃত্যুর পরেও আলেমরা সওয়াব পান।

সিলেট টু ঢাকা ফি আমানিল্লাহ
30/11/2023

সিলেট টু ঢাকা ফি আমানিল্লাহ

Address

Sylhet

Telephone

+8801712249436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kafi Tv-কাফি টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category