Suñamganj Nêws

Suñamganj Nêws সত্যের সন্ধানে নির্ভীক...

"সুনামগঞ্জ পৌরসভা/  হিসাব শাখায় চুরি!"
22/10/2024

"সুনামগঞ্জ পৌরসভা/ হিসাব শাখায় চুরি!"

সুনামগঞ্জ পৌরসভার হিসাব শাখায় চুরির ঘটনা ঘটেছে। শুক্র ও শনিবারের কোন এক সময় এই চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়.....

"সুনামগঞ্জের জেলা পরিষদসহ ১২ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ"
19/08/2024

"সুনামগঞ্জের জেলা পরিষদসহ ১২ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ"

সুনামগঞ্জের জেলা পরিষদসহ ১২ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) স্থানীয় স...

10/06/2024

গত ৫ জুন তিন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টার
ভাইস চেয়ারম্যান পদে শান্তিগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন জাকির (মাইক), নিকটতম হয়েছেন রুকনুজ্জামান (চশমা)।
মধ্যনগর উপজেলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী (চশমা), নিকটতম হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার (টিউবওয়েল) এবং সুনামগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হাফিজ ফেদাউর রহমান (মাইক), নিকটতম হয়েছেন অ্যাড. আবুল হোসেন (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সমাজকর্মী হানুফা আক্তার (ফুটবল) জয়ী হয়েছেন, নিকটতম হয়েছেন উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী।
শান্তিগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রফিকা মহির (ফুটবল) জয়ী হয়েছেন, নিকটতম হয়েছেন খায়রুনন্নেছা (কলস)। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন নিগার সুলতানা কেয়া (বৈদুতিক পাখা), নিকটতম হয়েছেন মোছা চম্পা বেগম (ফুটবল)।

গত ৫ জুন সুনামগঞ্জ ৩ উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারাস্টাফ রিপোর্টার:সুনামগঞ্জ সদর :খায়রুল হুদা চপল ( মোটরসাইকেল প...
10/06/2024

গত ৫ জুন সুনামগঞ্জ ৩ উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর :
খায়রুল হুদা চপল ( মোটরসাইকেল প্রতীক) ৩৬১৯৪ ভোট ।
নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলে রাব্বি স্মরণ ( আনারস প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট।
মধ্যনগর উপজেলা:
পরিষদ নির্বাচনের ফলাফল- আব্দুর রাজ্জাক ভূইয়া (মোটরসাইকেল প্রতীক) ১২৮৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইদুর রহমান (কাপ পিরিচ প্রতীক) পেয়েছেন ৯৯১৭ ভোট।

শান্তিগঞ্জ উপজেলা :
সাদাত মান্নান অভী ( আনারস প্রতীক) ৪১৩২৮ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কালাম (মোটরসাইকেল প্রতীক) ১৯৩৮৬ ভোট পেয়েছেন।

"স্যান্ডওয়েল কাউন্সিলের নতুন মেয়র ব্রিটিশ-বাংলাদেশী আমিনা খাতুন এমবিই" যুক্তরাজ্য সাম্প্রতিকস্যান্ডওয়েল কাউন্সিলের নতুন ...
28/05/2024

"স্যান্ডওয়েল কাউন্সিলের নতুন মেয়র ব্রিটিশ-বাংলাদেশী আমিনা খাতুন এমবিই"

যুক্তরাজ্য

সাম্প্রতিক
স্যান্ডওয়েল কাউন্সিলের নতুন মেয়র ব্রিটিশ-বাংলাদেশী আমিনা খাতুন এমবিই
ব্রিটিশ-বাংলাদেশী মুসলিম মহিলা হিসেবে স্যান্ডওয়েল কাউন্সিলের প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবিই। ওয়েস্ট মিডল্যান্ডস বার্মিংহামের পার্শ্ববর্তী স্যান্ডওয়েল কাউন্সিলের মেয়র হিসেবে তিনি আগামী এক বছরের জন্য দ্বায়িত্ব পালন করবেন।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৯ সালে ১০ জানুয়ারী জন্ম নেন সৈয়দা আমিনা খাতুন। পরিবারের সাথে বৃটেনে আসেন ১৯৭৫ সালের অক্টোবর মাসে। ব্রিটিশ পরিবেশে বড় হলেও আমিনা খাতুন ছিলেন পুরোদস্তুর একজন বাংলাদেশী। ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করার প্রেরণা তাকে পরিণত করেছে একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে।

বার্মিংহামের স্যান্ডওয়েল সিটি কাউন্সিল থেকে লেবার পার্টির হয়ে নির্বাচন করে তিনি টানা ৬ষ্ঠ বারের মত কাউন্সিলর নির্বাচিত হন। আর গত ২১মে মঙ্গলবার স্যান্ডওয়েল সিটি কাউন্সিলের ৫০ বছরের ইতিহাসে প্রথম মুসলিম মহিলা মেয়র হিসেবে নির্বাচিত হন মহিয়সী এই নারী।

সৈয়দা আমিনা খাতুন এমবিই, পরিবারের সম্মতিতে মাত্র ১৫ বছর বয়সে মোল্লাপাড়া ইউনিয়নের উচারগাঁও গ্রামের সৈয়দ বাড়ির সৈয়দ রাজা মিয়া‘র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের গর্বিত জননী।

সৈয়দা আমিনা খাতুন গত মঙ্গলবার স্যান্ডওয়েল কাউন্সিল হাউসে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহনের পর তরুন প্রজন্মের উদ্যেশ্যে বলেন, আমাদের বিজয়ের ধারাকে অব্যাহত রাখতে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে ব্রিটিশ বাঙালী তরুণ প্রজন্মকে অবশ্যই এগিয়ে আসতে হবে। তার এ অর্জনের জন্য তিনি সকল প্রবাসী বাংলাদেশীদেরকে ধন্যবাদ জানান।

আমিনা খাতুন ১৯৮৬ সালে শিক্ষা বিভাগের একজন গবেষণা কর্মী হিসাবে তার প্রথম কার্মজীবন শুরু করেন। আশির দশক থেকেই তিনি কাজের পাশাপাশি সমাজ সংস্কারে মনোনিবেশ করেন, বিশেষ করে মহিলাদের সামাজিক মানউন্নয়নে তিনি এক এক করে গড়ে তোলেন বাংলাদেশি উইমেনস অ্যাসোসিয়েশন এবং ইয়ুথ গ্রুপ ফর লোকাল ইয়াং উইমেনস। সেইসাথে মা এবং টডলার গ্রুপের মতো মহিলা সংস্থাগুলো পরিচালনা ও সহায়তার কাজে নিজেকে নিয়োজিত রাখেন।

পরিবেশ উন্নয়নে তরুণ ও প্রবীণদের সমন্নয় সাধন করে বিভিন্ন সামাজিক সংগঠন পরিচালনা করেন। ১৯৯৫ সালে একজন ইউথ ওয়ার্কার হিসেবে কাজ শুরুর পর তিনি “আশা প্রকল্প” নামে স্থানীয় একটি অ্যাডভোকেসি গ্রুপ পরিচালনার দ্বায়িত্ব নেন। তিনি রাউলি রেজিস এবং টিপটন প্রাইমারি কেয়ার ট্রাস্টের অ-নির্বাহী পরিচালক।

সামাজিক এ সকল কর্মকান্ড পরিচালনা করার পাশাপাশি তিনি লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত হন এবং ১৯৯৯ সালে স্যান্ডওয়েল মেট্রোপলিটন কাউন্সিলের নির্বাচনে টিপটন গ্রিন এলাকা থেকে প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হন।

সমাজ সংস্কার ও উন্নয়নে সৈয়দা আমিনা খাতুনের অবদানকে স্বীকৃতি দিতে ২০০৪ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ আমিনা খাতুনের হাতে সম্মানজনক খেতাব অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার বা এমবিই তুলে দেন।

আমিনা খাতুন তার সকল অর্জনের পেছনে বাংলাদেশী কমিউনিটির অবদানকে স্বরণ করে তাদের প্রতি আরো বেশী দ্বায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।

23/05/2024

A council has appointed its first female Muslim mayor.

We are proud ✌️
23/05/2024

We are proud ✌️

Syeda Khatun was the first Bangladeshi woman to be elected in the Midlands region in 1999.

আলহামদুলিল্লাহ, বাংলাদেশের গৌরব! সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের উচার গাঁও (সৈয়দ বাড়ি) লন্ডন প্রবাসী সৈয়দ...
23/05/2024

আলহামদুলিল্লাহ, বাংলাদেশের গৌরব! সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের উচার গাঁও (সৈয়দ বাড়ি) লন্ডন প্রবাসী সৈয়দ রাজা মিয়া সাহেব এর সহধর্মিণী সৈয়দা আমিনা খাতুন MBE যুক্তরাজ্যের স্যান্ডওয়েল সিটির বৃটিশ কাউন্সিলর নির্বাচনে টানা ৬ষ্ঠ বার নির্বাচিত হওয়ার পর, দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এবার বাংলাদেশী বংশোদ্ভুত প্রথম মুসলিম মহিলা, স্যান্ডওয়েল সিটির নতুন মেয়র হিসেবে নব নির্বাচিত হয়েছেন।

02/10/2023
20/07/2023
ইন্না-লিল্লাহ!এক মর্মান্তিক দুর্ঘটনাআজ সকালে সিলেটের নাজিরবাজারে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে  ভাটিপাড়া, দিরাই, সুনামগঞ্জের...
07/06/2023

ইন্না-লিল্লাহ!
এক মর্মান্তিক দুর্ঘটনা
আজ সকালে সিলেটের নাজিরবাজারে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ভাটিপাড়া, দিরাই, সুনামগঞ্জের একই গ্রামের ১৯ জন ডালাই শ্রমিক নিহত হয়েছেন।

আল্লাহ তায়ালা পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন।

05/06/2023
28/05/2023

গতকাল ২৭মে শনিবার সিলেট রেজিষ্ট্রি মাঠে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সিলেট বিভাগীয় খতমে নবুওয়ত মহাসমাবেশে শীর্ষ আলেমদের বক্তব্যের মূল অংশ তুলে ধরা হলো।
#কাদিয়ানীরা_কাফের ✊

23/05/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

07/05/2023

#ব্রেকিং_নিউজ: উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে যুক্তরাজ্যে বিভিন্ন কাউন্সিলে স্থানীয় নির্বাচন।

যুক্তরাজ্যে গত ৪ মে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এবারের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নিয়ন্ত্রনে থাকা গুরুত্বপূর্ণ বেশ কাউন্সিল গুলোতে জয়লাভ করেছে প্রধান বিরোধীদল লেবার পার্টি, লিবডেম ও গ্রীন পার্টি l স্যান্ডওয়েল লেবার পার্টিতে প্রতিদ্বন্দ্বিতায় বৃটিশ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সৈয়দপুরের কৃতি সন্তান সুনামগঞ্জ তথা বাংলাদেশের গৌরব সৈয়দা আমিনা খাতুন MBE
নির্বাচনের সর্বশেষ ফলাফলের বিস্তারিত থাকছে জয়নাল ইসলামের রিপোর্টে ব্রিটেন ও ইউরোপের দর্শক নন্দিত জনপ্রিয় টেলিভিশন এটিএন বাংলা ইউকেতে l

আলহামদুলিল্লাহ! অভিনন্দন!🌹  হাফিজ সালেহ আহমদ তাকরিমকে 𝟐𝟎𝟐𝟑 সালে  দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারো ১ম স্...
04/04/2023

আলহামদুলিল্লাহ!

অভিনন্দন!🌹 হাফিজ সালেহ আহমদ তাকরিমকে 𝟐𝟎𝟐𝟑 সালে দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারো ১ম স্থান অধিকার করে পুরো বিশ্বে বাংলাদেশের মানচিত্র উজ্জ্বল করেছে।

আল্লাহ তা'য়ালা ছোট্ট এই ভাইটিকে দ্বীনের দায়ী হিসেবে ক্ববুল করুন।

29/03/2023

স্বাবলম্বীকরণ প্রকল্প ২০২৩-এর আওতায় রিকশা বিতরণ
জেলা: সুনামগঞ্জ। সংখ্যা: ৪৩

গত ২৭ মার্চ সোমবার জামেয়া মাদানিয়া মাদ্রাসা সুনামগঞ্জে শায়েখ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহর সংস্থা 'আস-সুন্নাহ ফাউন্ডেশন' স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার ১১ উপজেলার ৪৩ জন দরিদ্র রিকশা-চালককে — যারা এতদিন ভাড়ায় রিকশা চালাতেন — রিকশা প্রদান করা হয়েছে। স্থানীয় ইমামদের আবেদনের ভিত্তিতে ফাউন্ডেশনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যাচাই-বাছাইপূর্বক উপকারভোগী নির্বাচন করা হয়।

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Suñamganj Nêws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suñamganj Nêws:

Videos

Share