ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণসমাবেশ ২০২৫
প্রধান অতিথি: জননেতা মাও.তাফাজ্জুল হক আজিজ(ভারপ্রাপ্ত সভাপতি জেলা জমিয়ত)
বিশেষ মেহমান:মাও মুখলেছুর রহমান চৌধুরী (প্রচার সম্পাদক, ইউরোপ জমিয়ত ও সম্ভাব্য সংসদ সদস্য সুনামগঞ্জ-৪ আসন)
আয়োজনে: জমিয়ত+যুব ও ছাত্র জমিয়ত বাংলাদেশ,,, ফতেপুর ইউনিয়ন শাখা
স্থান: সাত গাঁও উচ্চ বিদ্যালয়,শাহাপুর।
তারিখ: ০৮.০১.২০২৫ খ্রি:।
খিরধরপুর গ্রামেএকটি ঘর আগুনে পুরে ছাই
#আলহামদুলিল্লাহ, ৫০০০ স্কয়ার ফিটের মার্যাদ কেন্দ্রীয় জামে মসজিদের ওয়ারিং এর কাজ সম্পন্ন করলাম।
সাতগাঁও জামেয়া ইসলামিয়া বাগুয়া মাদ্রাসা'র ৬২তম ওয়াজ মাহফিল~২০২৪
আলোচনা পেশ করছেন: মুফতি আমীর হোসেন (নেত্রকোনা)
তারিখ: ০৮/২/২০২৪ খ্রি:
আজকের বিষয় অধিকাংশ ছাত্র জনতা ৩০ বৎসরের ভিতরের যারা ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ হলেন,
আজকের টকশো,বিষয় অধিকাংশ রাজনৈতিকরা ৩০বৎসর পেরিয়ে নেতা, লিডার, হন,তবে কেন তারা যুদ্ধে না গিয়ে অধিকাংশ ছাত্র জনতা,৩০ বৎসরের ভিতরের যারা,২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ হলেন,দেশ প্রেমিক কারা।সম্মানিত অতিথি জনাব মেজর প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ, জনাব উপাধ্যক্ষ লায়ন নুরুজ্জামান হীরা,মাহমুদুর রহমান মাহমদ, সাংবাদিক জিয়া উদ্দিন তৌহিদ,প্রফেসর হাসান বসির,পরিচালনায় কবি মো, সহিদ মিয়া সম্প্রচারের রংধন ফেসবুক পেজ থেকে সরাসরি ০১৭১৪৫০৬১২৫
আজকের বিষয় পাঠের আসর, অংশ বিশেষ বিষয় কবিতা ও গানে পার্থক্য কি?
আজকের বিষয় কবিতা পাঠের আসর, অংশ বিশেষ বিষয় কবিতা ও গানে পার্থক্য কি? সম্মানিত অতিথি কবি সাহিত্যিক বৃন্দ যারা থাকছেন কবি শর্বাণী দাশ, কবি ফরিদা সুলতানা, কবি সুবর্ণা দাশ,কবি সানজিদা, কবি ও শিল্পী তাসলিমা আক্তার, প্রফেসর সের গুল আহমেদ,কবি মমতা বিশয়াস,পরিচালনায় কবি নাহিন ফেরদৌস, সহকারী পরিচালক কবি মো সহিদ মিয়া সম্প্রচারের জাগ্রত সুনামগঞ্জ ইউটিউব চ্যানেল ও রংধনু facebook পেজ থেকে সরাসরি প্রয়োজনে ০১৭১৪৫০৬১২৫
দাগার খেলা
শাহাপুর বাগুয়া অনন্তপুর বনাম গৌরারং
স্থান সাত গাঁও উচ্চ বিদ্যালয় শাহাপুর মাঠ
লাইভ চলছে শাহাপুর বাগুয়া অনন্তপুর বনাম গৌরারং
স্পন্সর করেছেন সুলাইমান ইরাক প্রবাসী।
গ্রাম রাজেন্দ্রপুর।
জনাবা আজকের বিষয় (অন্তর্বর্তীকালীন নতুন উপদেষ্টা,মোস্তফা ইসলাম ফারুকী কে নিয়ে বিতর্কের কেন?
আজকের বিষয় (অন্তর্বর্তীকালীন নতুন উপদেষ্টা মোস্তফা ইসলাম ফারুকী কে নিয়ে বিতর্কের কেন? সম্মানিত অতিথি সাংবাদিক কামাল হোসেন,কবি ফরিদা সুলতানা,মাওলানা আরিফ বিল্লাহ পরিচালনা kobi shohid mia প্রয়োজনে ০১৭১৪৫০৬১২৫