Voice of Sunamganj

Voice of Sunamganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice of Sunamganj, News & Media Website, Sunamganj.

08/02/2024

সিলেটে শাবিপ্রবির ছাত্রলীগ নেত্রীরা প্রকাশ্যে ধুমায়া বিড়ি টানতেছে

আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, পাসপোর্টের মেয়াদ ৬ মাস হলেই নবায়ন করে নিন।আরেকটি বিষয় মনে রাখুন, বর্তমানে দেশে ই-পাসপ...
12/01/2024

আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, পাসপোর্টের মেয়াদ ৬ মাস হলেই নবায়ন করে নিন।

আরেকটি বিষয় মনে রাখুন, বর্তমানে দেশে ই-পাসপোর্ট প্রদান করা হয়, অনেকে দেশে দূতাবাসের মাধ্যমেও ই-পাসপোর্ট প্রদান করা হচ্ছে।

পর্যায়ক্রমে বিদেশে সব দূতাবাসের মাধ্যমেও ই-পাসপোর্ট প্রদান করা হবে।

ই-পাসপোর্ট পেতে হলে আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। ফলে যারা প্রবাসে আছেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই কিংবা জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রয়োজন তারা দ্রুত এ সংক্রান্ত সমস্যা সমাধান করুন।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

04/01/2024

আগামী ৬ ও ৭ তারিখ টানা ৪৮ ঘন্টা হরতালের ডাক বিএনপির।

একদিনের ব্যবধানে কেজিতে পেয়াজের দাম বাড়ল ৫০ টাকা। বাংলাদেশে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ভারতের পেয়াজ রফতানি বন্ধ ঘোষনা ...
08/12/2023

একদিনের ব্যবধানে কেজিতে পেয়াজের দাম বাড়ল ৫০ টাকা।

বাংলাদেশে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ভারতের পেয়াজ রফতানি বন্ধ ঘোষনা করে ভারত আর এই সংবাদটি পেয়েই একলাপে কেজিতে দাম বাড়ে ৫০ টাকা।যা আগে ছিলো প্রতি কেজি পেয়াজ ১০০ টাকা বর্তমানে খুচরা বাজারে পেয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকারও উপরে।যত সময় যাবে ততই দাম বাড়ার আশংকায় অনেক ব্যবসায়ীরা পেয়াজ স্টক করে বিক্রি বন্ধ করে দিয়েছেন।

আজ সকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা।
07/12/2023

আজ সকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা।

সিআইডির ইন্সপেক্টর ফ্রেডরিক্স খ্যাত দীনেশ মারা গেছেন।ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্...
05/12/2023

সিআইডির ইন্সপেক্টর ফ্রেডরিক্স খ্যাত দীনেশ মারা গেছেন।

ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্স’ খ্যাত দীনেশ ফাডনিশ (৫৭) মারা গেছেন। সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টা ৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডরিক্সর চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

04/12/2023

আসন সমঝোতায়
সিলেট ও হবিগঞ্জ থেকে বাদ পরতে পারে নৌকার নমিনেশন পাওয়া
৪ জন প্রার্থী।

স্বতন্ত্র পদপ্রার্থী ঘোষণা হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে  স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন  সংরক্ষিত আসনের সাবেক ...
29/11/2023

স্বতন্ত্র পদপ্রার্থী ঘোষণা
হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

25/11/2023

ভারতের হারে উচ্ছ্বাস, বাংলাদেশিদের ভিসা নিতি কঠিন ও হোটেল বুকিং বন্ধ।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬ টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।কে জিতবে এই ম্যাচে?
21/11/2023

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬ টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।
কে জিতবে এই ম্যাচে?

🏏 ২০২৩-এর ফাইনালে ভারকে হারিয়ে ষষ্ঠবারের মত বিশ্বকাপ জিতে রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া।📷 🇦🇺 ছবিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়🏆🏆🏆...
19/11/2023

🏏 ২০২৩-এর ফাইনালে ভারকে হারিয়ে ষষ্ঠবারের মত বিশ্বকাপ জিতে রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া।
📷 🇦🇺 ছবিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়
🏆🏆🏆🏆🏆🏆 ২০২৩, ২০১৫, ২০০৭, ২০০৩, ১৯৯৯, ১৯৮৭

What a team! What a win! 🎉🎉🎉And for the sixth time in the men's Cricket World Cup, it's Australia lifting the 🏆
19/11/2023

What a team! What a win! 🎉🎉🎉

And for the sixth time in the men's Cricket World Cup, it's Australia lifting the 🏆

17/11/2023

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি। কক্সবাজার ৬ নম্বর বিপদ সংকেত,টেকনাফে ৪ জনের মৃত্যু।

আপনি কি বিদেশগামী যাত্রী ?📍 বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।📍 যানজটের বিষ...
15/11/2023

আপনি কি বিদেশগামী যাত্রী ?

📍 বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

📍 যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

🕒 ফ্লাইটের নির্ধারিত সময়ের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

📍 চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। অথবা হেল্প ডেস্কের সহায়তা নিন।

📍 বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

📍 ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

📍 চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

📍পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

📍 চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

📍 ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

📍 আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

যে কারণে ভিসা পেয়েও কানাডায় যেতে পারলেন না  সিলেটের ৪২ জন যাত্রী। বিস্তারিত......ভুয়া আমন্ত্রণপত্রে আবেদন করে স্বপ্নের দ...
12/11/2023

যে কারণে ভিসা পেয়েও কানাডায় যেতে পারলেন না সিলেটের ৪২ জন যাত্রী। বিস্তারিত......

ভুয়া আমন্ত্রণপত্রে আবেদন করে স্বপ্নের দেশ কানাডার ভিসা পেয়েছিলেন সিলেটের ৪২ জন। তারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশনও সম্পন্ন করেন। পরে কানেকটিং ফ্লাইটে ঢাকায় যাওয়ার পর কানাডাগামী বাংলাদেশ বিমানে ওঠার সময় ধরা পড়ে জালিয়াতির ঘটনা। ফলে বিমানবন্দর থেকে ফিরতে হয় ৪২ জনকে। ঘটনাটি শুক্রবারের (১০ নভেম্বর) হলেও রোববার (১২ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।
ঢাকায় যাওয়ার পর কানাডাগামী বাংলাদেশ বিমানে ওঠার সময় ধরা পড়ে জালিয়াতির ঘটনা। ফলে বিমানবন্দর থেকে ফিরতে হয় সিলেটের ৪২ যাত্রীকে। ছবি সংগৃহীত
ঢাকায় যাওয়ার পর কানাডাগামী বাংলাদেশ বিমানে ওঠার সময় ধরা পড়ে জালিয়াতির ঘটনা। ফলে বিমানবন্দর থেকে ফিরতে হয় সিলেটের ৪২ যাত্রীকে।

যে আমন্ত্রণপত্র (ইনভাইটেশন) দিয়ে তারা ভিসা করিয়েছিলেন, সেটা সম্পূর্ণ ভুয়া। এই ৪২ যাত্রীর সবাই কানাডায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণে যাচ্ছিলেন। এর আগে ওই একই বিয়ের আমন্ত্রণপত্র দিয়ে সিলেট থেকে আরও বেশ কয়েকজনকে ভিসা করিয়ে কানাডায় পাঠায় একটি সিন্ডিকেট। এই অভিনব জালিয়াতি ধরা পড়ার পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ কানাডাগামী ৪২ যাত্রীকে ‘অফলোড’ করে।
বিমান কর্তৃপক্ষ খোঁজ নিয়ে নিশ্চিত হয়, যে মেয়ের বিয়ের আমন্ত্রণ দিয়ে ভিসা করানো হয়েছিল, আসলে ওই মেয়ের বিয়ের কোনো অনুষ্ঠানই হচ্ছে না কানাডায়।

কানাডার টরন্টো ও সিলেটের কয়েকটি এজেন্সি মিলে ভুয়া কাগজপত্র দিয়ে ভিসা করানোর একটি সিন্ডিকেট তৈরি করেছে। ওই সিন্ডিকেটের সদস্যরা কানাডা থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ভুয়া আমন্ত্রণপত্র (ইনভাইটেশন) তৈরি করে ভুয়া কাগজপত্র দিয়ে ভিসা করিয়ে থাকে। এক্ষেত্রে তারা প্যাসেঞ্জারদের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করে। ভিসা হওয়ার পর তারা প্যাসেঞ্জারের কাছ থেকে ওই টাকা আদায় করে।
ওই সিন্ডিকেট সদস্যরা কানাডার টরেন্টোতে একটি ‘কাল্পনিক বিয়ের’ অনুষ্ঠান দেখিয়ে আমন্ত্রণপত্র তৈরি করে। বিয়েতে অংশ নেয়ার জন্য কাল্পনিক কনে, কনের মা, বাবা, ভাই ও চাচা শতাধিক ব্যক্তিকে আমন্ত্রণপত্র পাঠান। সিন্ডিকেটের সদস্যরা ওই আমন্ত্রণপত্র দিয়ে তাদের চুক্তি করা প্যাসেঞ্জারের কানাডার ভিসার জন্য আবেদন করে। কাকতালীয়ভাবে বেশিরভাগ আবেদনকারীর ভিসাও হয়ে যায়। যাদের ভিসা হয়েছে তাদের বেশিরভাগই এর আগে দেশের বাইরে কোথাও বেড়াতে যাননি। অর্থাৎ তারা সাদাপাসপোর্টধারী ছিলেন।
জানা গেছে, ওই সিন্ডিকেটের সদস্যরা অক্টোবরের মাঝামাঝি ২৫ জনকে কানাডায় পাঠায়। অক্টোবরের শেষ সপ্তাহে যান আরও ৮ জন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা কানাডায় পৌঁছায়। কানাডায় পৌঁছেই তারা শরণার্থী দাবি করে কানাডা সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করেন।

দুই দফায় ৩৩ জন নিরাপদে কানাডায় পৌঁছার পর গত ৬ নভেম্বর ওই সিন্ডিকেট ভিসা পাওয়া এই ৪২ জনকে কানাডায় পাঠানোর প্রক্রিয়া শুরু করে। সহজে ইমিগ্রেশন পার হতে তারা বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা-টরেন্টো ফ্লাইটের টিকেট কাটেন। যথারীতি তারা সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করে কানেকটিং ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায়, ১০ নভেম্বর শুক্রবার রাতে ওই ৪২ জন ট্রানজিটে অপেক্ষা করার সময় বিমানের পাসপোর্ট চেকিং ইউনিটের সদস্যদের সন্দেহ হয়। তারা দেখতে পান, ওই যাত্রীদের প্রায় সবার সাদা পাসপোর্টে কানাডার ভিসা লাগানো। এতে তাদের সন্দেহ আরও বাড়ে। এসময় বিমান কর্মকর্তারা তাদের আমন্ত্রণপত্র ও হোটেল বুকিং দেখতে চান। তখনই চমকে যান কর্মকর্তারা। তারা দেখতে পান, ওই যাত্রীদের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কানাডা যাচ্ছেন। আর হোটেল বুকিংয়ের পরিবর্তে তারা কিছু বাড়ি ভাড়ার কাগজপত্র দেখান।

বিমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে কয়েকজন যাত্রী জানান, তারা যেহেতু একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন তাই একত্রে থাকার জন্য তারা বাসা ভাড়া নিয়েছেন। আবার যাত্রীদের কেউ কেউ বিমানবন্দরে বসেই হোটেল বুকিং করেন। কানাডায় বিয়েতে অংশ নিতে একসঙ্গে বাংলাদেশ থেকে এত লোক যাওয়ার বিষয়টিতে খটকা লাগায় বিমান কর্মকর্তারা তাদের ভিসা যাচাইয়ের জন্য সিঙ্গাপুর ও দিল্লিতে কানাডার ভিসা অফিসে ইমেইল পাঠান।

যাত্রীদের জানানো হয় যে, কানাডা বর্ডার এজেন্সি নিশ্চিত করার পর তাদের বিমানে উঠানো হবে। নির্ধারিত ফ্লাইট চলে গেলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে রেখে পরে পাঠাবে। কিন্তু পরদিন সকাল পর্যন্ত সিঙ্গাপুর ও দিল্লি থেকে কোনো তথ্য না পাওয়ায় বিমান কর্তৃপক্ষ পাসপোর্টে ইমিগ্রেশন সিল কেটে দিয়ে লাগেজসহ তাদের ফিরিয়ে দেন।
বিমান সূত্রে জানা গেছে, টরন্টো পৌঁছানোর পর যদি এই যাত্রীরা ইমিগ্রেশনে আটকে যান, তাহলে প্রতিটি যাত্রীর জন্য বিমানকে ১৮০০ ডলার জরিমানা করা হবে। আর যেতে না পারায় প্রায় কোটি টাকা লোকসান হয়েছে বিমানের। এ নিয়ে প্রতিক্রিয়াও চলছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর দায় যাত্রীদের ওপর ছেড়ে দিতে চায়।
আর যাত্রীরা বলছেন, তাদের ভিসা বৈধ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের যেতে দেয়নি। তাই যাত্রীদের টিকিটের দায় এয়ারলাইন্সকেই মেটাতে হবে।

এদিকে, ৪২ যাত্রী কীভাবে সিলেট থেকে তাদের বোর্ডিং কার্ড পেলেন তা খতিয়ে দেখতে গত ১০ নভেম্বর বিমানের অভ্যন্তরীণ তদন্ত দল সিলেটে যায়। এসময় তারা বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তদন্ত দল ফেরত যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও যাত্রীরা তাদের ডাকে সাড়া দেননি।

#কানাডা #যাত্রী #সিলেট

১২ বছর কাটানোর পর অবশেষে পদ ছাড়তে হচ্ছে মিনহাজুল আবেদীন নান্নুকে..🚨নির্বাচক ফারুক আহমেদের বিদায়ের পর চিফ সিলেক্টরের পদ প...
11/11/2023

১২ বছর কাটানোর পর অবশেষে পদ ছাড়তে হচ্ছে মিনহাজুল আবেদীন নান্নুকে..🚨

নির্বাচক ফারুক আহমেদের বিদায়ের পর চিফ সিলেক্টরের পদ পেয়েছিলেন নান্নু। এরপর নানা সময়ে দল নির্বাচনে নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। দল থেকে হুটহাট একজন প্লেয়ারকে একেবারেই ছেটে ফেলার রেকর্ড তার অহরহ। টেস্টে ভালো খেললে, ওয়ানডে, টি-২০তে সুযোগ দেয়ার ওস্তাদ তিনি। আবার কোন এক ফরম্যাট খারাপ খেললেই সকল ফরম্যাট থেকেই ছেটে ফেলার নিয়মটা তারই গড়া।

অবশেষে গুন্জন আছে, এই চিফ সিলেক্টরের সাথে আর কাজ করতে চায় না বিসিবি। তাকে অব্যাহতি দিয়ে নতুন কাউকে এই পদে নিয়োগ দিতে চায়। বিশ্বকাপের পরই এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে মিনহাজুল আবেদীন নান্নুর জন্য৷

চিফ সিলেক্টর হিসেবে আপনি কাকে চান দলের এই মুহুর্তে..?

10/11/2023

যুক্তরাষ্ট্র আশা করে, নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে

সাজানো হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনউদ্ভোধন আগামীকাল।
10/11/2023

সাজানো হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন
উদ্ভোধন আগামীকাল।

04/11/2023

কাল থেকে টানা ৪৮ ঘন্টার অবরোধ।

আজ সন্ধ্যা ৭ টার সময় গাজিপুরের কাশিমপুর  কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বহুল  আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী ...
04/11/2023

আজ সন্ধ্যা ৭ টার সময় গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বহুল আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী এসময় কারাগারের গেইট থেকে উনার পরিবার এসে উনাকে রিসিভ করে নিয়ে যান।

ঢাকার শহীদবাগের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে আটক ...
31/10/2023

ঢাকার শহীদবাগের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

31/10/2023

যু্বদল কর্মী নিহতের ঘটনায় অবরোধের মধ্যে আগামীকাল সিলেট বিভাগে যুবদলের হরতালের ঘোষণা।

30/10/2023

দুই দিনের ব্যবধানে পেয়াজের দাম বেড়েছে দিগুন।বর্তমানে বাজারে পেয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি ধরে।

30/10/2023

কাল থেকে টানা তিনদিন সড়ক,নৌ:পথ রেলপথ অবরোধের ঘোষনা জামায়াত বিএনপির।

আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা নেই। হাওর অঞ্চলের উন্নয়নের রুপকার মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান...
12/09/2023

আলহামদুলিল্লাহ
কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা নেই।
হাওর অঞ্চলের উন্নয়নের রুপকার মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজকের একনেক সভায়
১।পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি সড়ক প্রশস্তকরণ ( পাকা রাস্তা ১৮ ফুট থেকে ৩৪ ফুটে উন্নীতকরণ)

২। জগন্নাথপুর উপজেলার কাটাগাঙে আর সি সি সেতু নির্মাণ।

৩। সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলা সদর অংশে ২ কি.মি. ৪ লেন সড়ক নির্মাণ।

৪। শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, নোয়াখালি বাজার, ডাবর পয়েন্ট ও জগন্নাথপুর বাজার ইত্যাদি বাজারে গোলচত্বর/ ইন্টারসেকশন নির্মাণ ও সৌন্দর্য বর্ধন কাজ।

৫। বিভিন্ন স্থানে কনক্রিট স্লোপ প্রোটেকশনের মাধ্যমে সড়ক বাধের স্থায়ী রক্ষাপ্রদ কাজ।

অনুমোদন।

জগন্নাথপুরের এই বেইলী ব্রিজে ভারি যানবাহন চলাচলে ঝুঁকিপুন্য ছিলো তা উপজেলা প্রশাসন সহ- সবাই যানতো কিন্তু তার পরেও ভারি য...
22/08/2023

জগন্নাথপুরের এই বেইলী ব্রিজে ভারি যানবাহন চলাচলে ঝুঁকিপুন্য ছিলো তা উপজেলা প্রশাসন সহ- সবাই যানতো কিন্তু তার পরেও ভারি যানবাহন চলাচলে কোনো নিষেধ দেয়া হয় নি বা কোনো ঝুঁকিপুন্য সাইন দেয়া হয় নি ব্রিজে,আজ এই দূর্ঘটনার দায় কে নিবে? অঝরে ঝরে গেলো দুটি তাঁজাপ্রাণ আরো একজন এখনো নিখোঁজ রয়েছে।

দুনিয়া ছেড়ে চলে গেলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।আজ রাত ৪:৫০ মিনিটের সময় ঢাকা পিজি-হসপিটালে  চিকিৎসাধীন থা...
14/08/2023

দুনিয়া ছেড়ে চলে গেলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।
আজ রাত ৪:৫০ মিনিটের সময় ঢাকা পিজি-হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যান।

মহানবীকে নিয়ে কূ*টুকত্তিকারি ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।তাকে ধরকে অভিযানে পুলিশ।
08/08/2023

মহানবীকে নিয়ে কূ*টুকত্তিকারি ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
তাকে ধরকে অভিযানে পুলিশ।

28/07/2023

রাজধানীর প্রবেশমুখগুলোয় কাল অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির।

আনার কলি ফল খেয়েছেন কি কখনো?এই ফলটি শুধু পাহাড়ি এলাকায় মিলে।
26/07/2023

আনার কলি ফল খেয়েছেন কি কখনো?
এই ফলটি শুধু পাহাড়ি এলাকায় মিলে।

Address

Sunamganj

Telephone

01717282102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Sunamganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like