শীতকালীন টমেটো চাষ পদ্ধতি।
কি ভাবে পরিচর্যা করলে লাউ গাছে দিগুন ফলন হবে।
বর্ষা মৌসুমে কি জাতীয় মুলা চাষ করা ভাল হবে?
আলহামদুলিল্লাহ আজকে মুলা বিক্রি করলাম ২৬০০ টাকা মন।
সফলতা নির্ভর করে আপনার পরিস্রমে।
যাই করেন পরিস্রম ছাড়া সফল হতে পারবেন না।
যে কালেমার পতাকা কে ভালোবাসে সেই আমাদের বন্ধু " আর যে ভালোবাসে না সেই আমাদের শত্রু!
প্রতিটি মুমিনের অন্তরে ওমরী চেতনা লুকিয়ে আছে।
মাশাআল্লাহ।
সাইফুল ভাই
হয় শ)(রিয়াহ নয় শা//হাদাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ।
এইটাও সেরা।
নেদারল্যান্ডসের আর্নহেম শহরে কুর'আনুল কারিম পোড়া'নোর চেষ্টা করেছিল ক!ফিরেরা। পুরোটা সময়ই সেখানের পুলিশ বাহিনী নিরাপত্তা দিয়ে রেখেছিল। এত নিরাপত্তার মাঝেই, সেখানে উপস্থিত এক মুসলিম ভাই হঠাৎ দৌড়ে এসে ওদের মুখে লাথি মারেন.. ফলে ওরা কাপুরুষের মতো পালিয়ে যায়। দু'বার কুর'আনুল কারিম পোড়ানোর চেষ্টা করেও ওরা ব্যর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর্নহে*মের মুসলিম ভাইদের প্রতি সালাম এবং বিশেষ করে সেই ভাইকে অভিনন্দন তার কার্যকরী 'ফ্লাইং কিকের' জন্য……
©️
⚔️🌹আল্লাহু আকবার🌹⚔️ গভীর রাতে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে গর্জে উঠেছে আফ gaনের উত্তরসূরি ছাত্র মুজা hiদ ভাইয়েরা পুরো মাদ্রাসা জুড়ে একটাই স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ফরিদাবাদ মাদ্রাসার আশে পাশে প্রত্যেকটা বিল্ডিংয়ের উপর নাইট ক্লাবের মত লাইটিং আর বক্স বাজিয়ে তারা মাতিয়ে রাখছে পুরো এলাকা সেই কারণে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা অতিষ্ঠ হয়ে তাকবীরে ধ্বনিতে এলাকা মুখরিত করে তুলছেন 🇸🇦☝️🌹আল্লাহু আকবার🌹☝️🇸🇦
সন্তানকে কোরআন তিলাওয়াত করে কান্না তামান।