24/10/2022
খুব ভালো সম্পর্ক নিয়ে কখনো গর্ব করতে যাবেন না।সোশ্যাল মিডিয়ায় ঘটা করে জানাতে যাবেন না সে মানুষটার সাথে আপনার খুব ভালো বন্ডিং,ভালো আন্ডারস্ট্যান্ডিং।কেউ দিনরাত আপনাকে প্রায়োরিটি দিচ্ছে,স্পেশাল ফীল করাচ্ছে তার মানে এই না আজীবন আপনিই প্রায়োরিটির লিস্টে থাকবেন। মানুষের প্রায়োরিটি লিস্ট বদলায়,প্রায়োরিটি লিস্টে নতুন নাম যুক্ত হয়।কললিস্টে নতুন মানুষের আনাগোনা শুরু হয়।'শুভ সকাল' থেকে 'শুভ রাত' বলার মাঝামাঝি সময়টুকু অন্য কারো জন্য বরাদ্দ থাকে।
সম্পর্ক সবসময় এক থাকে না। জানুয়ারিতে হওয়া পরিচয় ডিসেম্বরের মাঝেই কয়েক মাসের মাথায় ফিকে হতে থাকে।যোগাযোগের পরিমাণ কমে,ব্যস্ততা বাড়ে,ভুল বোঝাবোঝি বাড়ে,অভিযোগের পরিমাণ বাড়ে,অপেক্ষা বাড়ে। প্রথম দিকে সম্পর্কগুলো শরতের প্রথম শিশির ভেজা শিউলির মতো স্নিগ্ধ থাকে কিন্তু আস্তে আস্তে এর স্নিগ্ধতা কমে গিয়ে চৈত্রের খরা শুরু হয়ে যায়।
আর যাই হোক ভুলেও কখনো সম্পর্ক নিয়ে গর্ব করতে যাবেন না।গর্ব করে বলতে যাবেন না আমরা আজীবন এমনই থাকবো।এই গর্বটাই একদিন আপনাকে চুরমার করে দিয়ে যাবে আর আপনার তখন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকবে না।আপনি না নিজেকে অভিযোগ করতে পারবেন আর না অন্য কাউকে।একটা সময় যখন আপনার সত্যিই কাউকে ভীষণ দরকার পড়বে আর যখন আশেপাশে কেউ থাকবে না তখন শুনতে হবে," কেন,ওর সাথে না তোমার কত ভালো বোঝাপড়া ছিলো?খুব তো বড় গলায় বলতে,এখন আবার কী হলো?" আর এই লাইনগুলো তখন আঘাত করে,একটু বেশিই করে। আপনি তখন অন্তর থেকে এই আঘাতগুলো ফীল করবেন আর রিয়েলাইজ করবেন সত্যিই কোথাও কেউ নেই।
-Aysha Taznin