Md Abul Hasan

Md Abul Hasan I am Abul Hasan. I am a Professional Digital Marketer.
(1)

No Caption
27/09/2023

No Caption

কবির মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালোএই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।বউটা আবার কালো হইলেও, বড় ঘরের বেটিবাপের ঘরে...
23/09/2023

কবির মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো
এই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।

বউটা আবার কালো হইলেও, বড় ঘরের বেটি
বাপের ঘরে খাইছে শুধু ,বড় মাছের পেটি।

ভালো খেয়ে বড় হওয়া ,এই বেচা*রির মুখে
স্বামীর ঘরের ভর্তা ভাজি ,পান্তা কি আর ঢোকে।

বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো
দুইজনেই কয় এমন সংসার, ভেঙ্গে দেওয়াই ভালো।

দুইজনেই ভুইলা তাদের, দুই মানিকের কথা
সোনার সংসার ভেঙ্গে দিল, এ দুই মাতা পিতা।

নিজের ভুলে পথ হারিয়ে, পথভোলা এই নারী
নিজেই নিজের ঘর ভাঙ্গিয়া, গেল বাপের বাড়ি।

ভেবেছিল ভাইয়েরা তার, আগের মতই আছে
আগের মতই বাসবে ভালো টানবে বুকের কাছে।

বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল
ভাই ভাবিদের হাতে এখন ,বিষ কাঁটা আর হূল।

কথায় কথায় কথার খুটার, হূল কাঁটা দেয় গায়
পাড়াপড়শি ও কাটা গায়ে ,লবণ দিয়ে যায়।

ভাই ভাবীদের কাছ থেকে এই, আঘাত পাওয়ার পর
বুঝতে পারে স্বামীর ঘরেই, নারীর আসল ঘর।

হেলায় হেলায় ঘর ভাঙ্গিয়া ,ঘর হারা এই নারী
চোখের জলে বক্ষ ভাসায় ,বইসা বাপের বাড়ি।

ওইদিকে তার স্বামী আবার, করছে আরেক বিয়ে
বিয়ে করে পড়ছে জ্বালায়, বাচ্চা দুটো নিয়ে।

এমনিতেই এই বাচ্চা দুটোর, মা নাই তাদের কাছে
এখন আবার সৎ মা তাদের, লেগে থাকে পাছে।

খানা খাদ্য খায় না ওরা ,সারাটা দিন ঝিমায়
এদের নিয়ে বাপটা পরছে, ফাটা বাঁশের চিপায়।

চিপায় পইরা বাপটা কান্দে, বাচ্চা বাপের দোষে
মা টা কান্দে ঘর হারাইয়া, ভাইয়ের ঘরে বসে।

এই যে এত কান্নাকাটি, এত চোখের জল
সবটা হইলো হেলায় হেলায় ,ঘর ভাঙ্গিবার ফল।

কারো বুকে ঘর ভাঙ্গিবার ,স্বপ্ন যদি জাগে
এদের একটু দেইখা নিও, ঘর ভাঙ্গিবার আগে।

শিরোনামঃ- তালাকের কুফল,
লেখকঃ- ফেরদৌস আহমেদ।

#সংগৃহীত_পোস্ট

Abul Hasan Bin Malik

আল-বিরুনি: ভুলে যাওয়া প্রতিভা যিনি পৃথিবীকে পরিমাপ করেছিলেনআল-বিরুনি (প্রায় 1,000 বছর আগে) আজকের স্বীকৃত মানের তুলনায়...
11/09/2023

আল-বিরুনি: ভুলে যাওয়া প্রতিভা যিনি পৃথিবীকে পরিমাপ করেছিলেন
আল-বিরুনি (প্রায় 1,000 বছর আগে) আজকের স্বীকৃত মানের তুলনায় 99.7% নির্ভুলতার সাথে পৃথিবীর🌍 পরিধি পরিমাপ📏📐 করেছিলেন।
আল-বিরুনি ছিলেন একজন পারস্য পলিম্যাথ যিনি ৯৭৩ থেকে ১০৪৮ সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি জ্যোতির্বিজ্ঞান, গণিত, ভূগোল, পদার্থবিজ্ঞান এবং ইতিহাস সহ অনেক ক্ষেত্রের পণ্ডিত ছিলেন।
১০৩০ সালে আল-বিরুনি পৃথিবীর পরিধি পরিমাপের জন্য ত্রিকোণমিতি ব্যবহার করেন। তার অনুমান ছিল 6339.6 কিলোমিটার, যা 6378.1 কিলোমিটারের আধুনিক স্বীকৃত মূল্যের 0.3% এর মধ্যে।
আল-বিরুনির পদ্ধতিটি এই নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে পৃথিবীর বক্রতার কারণে দিগন্তটি সমুদ্রপৃষ্ঠের চেয়ে পাহাড়ের চূড়া থেকে নীচে প্রদর্শিত হয়। তিনি দিগন্ত এবং একটি প্লাম্ব লাইনের মধ্যবর্তী কোণটি দুটি ভিন্ন স্থানে পরিমাপ করেছিলেন এবং এই তথ্যটি পৃথিবীর ব্যাসার্ধ গণনা করতে ব্যবহার করেছিলেন।
আল-বিরুনির পৃথিবীর পরিধি পরিমাপ ছিল তার সময়ের অন্যতম সঠিক পরিমাপ। সপ্তদশ শতাব্দীর আগ পর্যন্ত এটি অতিক্রম করা যায়নি, যখন ফরাসি গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী জিন পিকার্ড পৃথিবীর পরিধি পরিমাপের জন্য আরও সুনির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেছিলেন।

Abul Hasan Bin Malik

30/07/2023
ভোট শেষে কমিশন বিবৃতি দিলো... " বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।" এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথ...
17/07/2023

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো... " বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"

এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথা মনে পড়ে গেল.....
আগেকার দিনে দূর-দূরান্ত থেকে অনেক মানুষই কলকাতায় চাকরি করতে এসে মেসে থাকতেন। কেউ সপ্তাহে কেউবা মাসে একবার বাড়ি যেতেন। এক ভদ্রলোক এক-মাস বাড়ি যাননি, একদিন সকালে তার গ্রামের বাড়ির চাকর এসে হাজির।

ভদ্রলোক :- কিরে তুই হঠাৎ, ওদিকের সব খবর ভালো তো?

চাকর:- হ্যাঁ বাবু, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ভালো।
বাবু :- বিচ্ছিন্ন ঘটনা, কি হয়েছে ?

চাকর :- তেমন কিছু নয়, শুধু ওই কোদালটা ভোঁতা হয়ে গেছে।

বাবু :- তা কোদালটা ভোঁতা হল কি করে?

চাকর :- কোদালের আর দোষ কি বলেন, গ্রামের বাইরে ওই পাথুরে মাটি কোপানো কি কোদালের কাজ?

বাবু :- তুই খামোখা পাথুরে মাটি কোপাতে গেলি কেন ?

চাকর:- খামোখা কেন হবে, আপনিতো বলেছিলেন লালি, আপনার পেয়ারের ঘোড়াটা মরলে যেন ওকে ভাগাড়ে না ফেলে কবর দেওয়া হয়।

বাবু :- কি বললি? লালি মারা গেছে ? তিন বছরের ঘোড়া মরল কি করে?

চাকর :- তিন বছরের তো কি হলো, আপনার অত বড় ফলন্ত আমগাছটা কাটছিলাম, আর ঘোড়াটা সেই সময় গাছের নিচে এসে দাঁড়ালো, আর গাছটা পড়বি তো পড় ঘোড়াটার উপরেই পড়লো, আর বাঁচে?

বাবু :- হারামজাদা, তুই আমগাছ কাটছিলি কেন ?

চাকর :- কি করব, মা-ঠাকরুন তো আপনার সামনেই কতবার বলেছিলেন, তেনার শেষ যাত্রায় যেন ওই গাছটাই দেওয়া হয়।

বাবু :- অ্যাঁ ! আমার মা আর নেই, ও-মাগো, বেশ তো সুস্থ দেখে এলাম, কি হয়েছিল মার ?
চাকর :- শোক বাবু শোক, নাতির শোকটা সামলাতে পারলেন না।

বাবু :- তারমানে ? আমার ছেলে, আমার ছেলে-টাও আর নেই। অ্যাঁ ! সে গেল কি করে ? হায়, হায়, হায়। তুই তাকেও খেয়েছিস ?

চাকর :- অনেয্য কথা বলবেন না বাবু, মা মরা দুধের শিশু কদিন বাঁচে বলুন ?
তবে যাই বলুন কত্তা। এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খবর কিন্তু সবই ভালো।

🧿🗨️এক যুবতি মেয়ে একজন আলেমকে প্রশ্ন করলো➖❗🗨️মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে,তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য ...
14/07/2023

🧿🗨️এক যুবতি মেয়ে একজন আলেম
কে প্রশ্ন করলো➖❗
🗨️মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে,
তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য দিলেন ??
🗨️আলেমঃ মা-মনি বলছি। আগে বলো, তোমার হাতে কী ? আর এরকম কচ্ছপের মতো হাটছো কেন?
🗨️মেয়েঃ এগুলো ডিম। জোরে হাটলে
ভেঙ্গে যাবে তো, তাই।
🗨️আলেমঃ ভাঙলে অসুবিধা কী ? ডিম ভেঙ্গেই তো খেতে হবে।
🗨️মেয়েঃ কী যে বলেন ভেঙ্গে গেলে তো সর্বনাশ।
ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে। কেউ আবার তাতে পিছলে পড়ে আমাকে গালি দেবে।
🗨️আলেমঃ তার মানে, তুমি কি ডিম ভেঙ্গে খেতে চাও না?
🗨️মেয়েঃ খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন! বাসায় নেয়ার পর আম্মুকে দিবো।আম্মু রান্নার সময় ভেঙ্গে রান্না করবেন।
🗨️আলেমঃ দেখো মা-মনি সামান্য একটা ডিম ভাঙ্গার জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে। সবাই তা জানে। অথচ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথায় সেথায় প্রদর্শন করবে !!
নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না। সেটা কি যুক্তিযুক্ত হল? ?
🗨️শোনো মেয়ে নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য, নির্দিষ্ট স্থান ও পাত্র আছে।সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো,অন্য কোথাও না।এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের স্থান হল ঘর।আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর।আর অন্য কারো সে অধিকার নাই।
🗨️ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে
দিয়েছে।ঘরের বাহিরে যেতে হলে অবশ্যই পর্দা করতে হবে তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না দেখে।তুমি তোমার সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করতে পারবেনা।আর যাকে তাকে তোমার সৌন্দর্য দেখাতে পারবেনা।
🗨️অতএব,তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার স্বামীর জন্য তাও নির্দিষ্ট স্থানে।অন্য কোথাও না।
আল্লাহ তাআলা সকল কে বুঝার তাওফিক দান করুক।আমিন।

হাফপ্যান্ট পড়া আধুনিকতা নয় নির্লজ্জতা,,,হাফপ্যান্ট পরা যুবকদের সংখ্যা দিনদিন বাড়ছে...!!যা আগে আমাদের সমাজে কল্পনাও করা ...
09/07/2023

হাফপ্যান্ট পড়া আধুনিকতা নয় নির্লজ্জতা,,,
হাফপ্যান্ট পরা যুবকদের সংখ্যা দিনদিন বাড়ছে...!!
যা আগে আমাদের সমাজে কল্পনাও করা যেতো না৷
অথচ হাঁটু ঢেকে কাপড় পরিধান করা ফরয৷
হাঁটু খোলা রাখা হারাম৷
আর এটা এমন হারাম যা গোপনে নয়,প্রতিনিয়ত জনসম্মুখে লিপ্ত হতে হয়৷

আমাদের মুসলিম যুবকদের মাঝে সেই হারামে লিপ্ত
হওয়ার প্রবণতা ও ঝোঁক বেড়েই চলেছে৷
কোনো গোনাহ প্রকাশ্য করতে করতে একসময়
ভেতর থেকে অনুশোচনা বা অপরাধবোধের
অনুভূতিটুকু বিনষ্ট হয়ে যায়৷

হাদীসে এসেছে রাসূল ﷺ বলেছেন-আমার উম্মতের সবাইকে মাফ করে দেয়া হবে,কেবল প্রকাশ্য গোনাহকারী ছাড়া৷(সহীহ বুখারী ও মুসলিম)

কারণ-
প্রকাশ্য গোনাহকারীর মধ্যে অপরাধবোধের পরিবর্তে তার ভেতর গোনাহের উপর একপ্রকার অহংকার বোধ চলে আসে৷
যেন ড্যামকেয়ার ভাব৷

প্রকাশ্য গোনাহকারী তার কৃত গোনাহের দিকে অপরকে আহবান করতে থাকে৷
মৌখিক আহবান নয়,নিজে আমলের মাধ্যমে নিরব আহবান৷

প্রকাশ্য গোনাহকারী অপরকে তার গোনাহের সাক্ষী বানিয়ে নিলো৷
এক/দুইজন নয়,অসংখ্য সাক্ষী৷
এরা কিয়ামতের দিন তার বিপক্ষে তার কৃত গোনাহের সাক্ষী হবে৷

আল্লাহ আমাদের সব রকমের প্রকাশ্য-অপ্রকাশ্য গোনাহ থেকে হেফাজত করুন৷
আল্লাহুম্মা আমীন।...

সেদিন এক বোনের ঘটনা শুনলাম। আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নিতার বাবা তকে বলেছিলেনআগে পড়াশুনা শেষ করো, তারপর ...
02/07/2023

সেদিন এক বোনের ঘটনা শুনলাম।

আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নি
তার বাবা তকে বলেছিলেন
আগে পড়াশুনা শেষ করো, তারপর অন্যকথা। বাবার কথামতো পোস্টগ্রাজুয়েট, পিএইচডি করলেন। ফাঁক দিয়ে একজন স্বাভাবিক তরুণীর মতোই বোনটির দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো।

সমস্যা হচ্ছে, এত উচ্চশিক্ষিতার জন্য উচ্চশিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন। বোনটা ভার্সিটির প্রফেসর হয়ে গেলেন। কলিগরা বিয়ের প্রস্তাব দিলে সেখানেও বাবা না করে দেন।
'
কোন ছেলের চেহারা তার ভালো লাগে না তো কোনো ছেলের টাকাপয়সা তার কাছে কম মনে হয়।

হয়তো মেয়ের জন্য পার্ফেক্ট ছেলে খুঁজতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন, পৃথিবীতে কেউই পার্ফেক্ট না। এমনকি তার মেয়েও না।

এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় গড়াল। বোনের বয়সও ত্রিশ পেরিয়ে চল্লিশের দিকে এগোলো। প্রচণ্ড ডিপ্রেশনে ভুগে একসময় হাসপাতালে ভর্তি হলেন তিনি।

সামান্য অসুখই তীব্র আকার ধারণ করায় একসময় বোনটা মারা গেলেন। মৃত্যুর সামান্য আগে বাবাকে কাছে ডেকে বললেন, বাবা, বলুন আমিন।
বাবা বললেন, আমিন।
- আবার বলুন আমিন।
- আমিন।
- আরেকবার বলুন আমিন।
- আমিন।

বোনটা তারপর বুকে একরাশ ব্যাথা নিয়ে বললেন, "ওয়াল্লাহি! আল্লাহর কসম! আল্লাহ যেন আপনাকে আখিরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন যেভাবে আপনি আমার যৌবনে আমাকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন।

ঘটনা টা শুনে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। নিজের অজান্তেই দুচোখ অশ্রুসিক্ত হয়ে উঠলো

সাবধান! শ্রদ্ধেয় মা-বাবারা
নিশ্চয়ই আল্লাহ তাআ'লা মাজলুমের পক্ষে!

#বিবাহ
#বিয়েসাদী
#বর্তমান_জামানার_বিয়েসাদী

নৌ ভ্রমণের একাংশ
02/07/2023

নৌ ভ্রমণের একাংশ

26/04/2023

এদারায় মোট মুমতাজ —৫৯
জামেয়া দরগায় মোট মুমতাজ—২৫
আলহামদুলিল্লাহ ❤️

হুজুর যখন কৃষক
17/04/2023

হুজুর যখন কৃষক

30/03/2023

প্রকৃত ভালোবাসা
সোনালি ইতিহাস

স্বামীর শখ জাগলো স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। আকাশের চাঁদ, তারা দেখে গল্প করে ঘুমাবেন।

স্ত্রীও রাজি। দুজন মিলে ছাদের উপর উঠলেন। ছাদের উপর রাত্রিযাপন করলেন।

স্বামীর ঘুম ভাঙ্গলো। ফজরের নামাজ পড়বেন। তিনি দেখতে পেলেন স্ত্রীর ওড়না তার পায়ে বাঁধা। স্ত্রীর শরীরের সাথে তাঁর শরীর বাঁধা।

তিনি খুব অবাক হলেন।

স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন, "আমি ঘুমানোর পর তুমি আমাকে বেঁধে রাখলে কেনো?"

স্ত্রী জবাব দিলেন, "আমার ভয় হচ্ছিলো, যদি আপনি গড়িয়ে গড়িয়ে ছাদ থেকে পড়ে যান!"

স্বামীর প্রতি স্ত্রীর এমন কেয়ারিং আচরণ দেখে স্বামী আনন্দিত হলেন। স্ত্রীর প্রতি তার ভালোবাসা পূর্বের চেয়ে বেড়ে গেলো।

সেই স্বামী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদরের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং স্ত্রী ছিলেন খাওলা বিনতে মানজুর রাহিমাহাল্লাহ।

21/03/2023

আল-ক্বাসিম ফুযালা পরিষদ
দিরাই উপজেলা শাখার
আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন-20/03/2023ইং
সভাপতি
মাওলানা আব্দুল আলী-চান্দিপুর
সদস্য- সচিব
মাওলানা আব্দুল মুক্তাদির সরদার
সহ-সদস্য সচিব
মাওলানা আব্দুল মুকিত
কেশিয়ার সম্পাদক
হাঃ মাওলানা হাবিবুর রহমান
সদস্য
মুফতি কাওসার আহমদ-রফিনগর
মাওলানা জহিরুল ইসলাম-ভাটিপাড়া
মাওলানা হাবিবুল্লাহ আছকির-রাজানগর
মাওলানা ফরিদ খান-নোয়ারচর
মোফাজ্জল হোসেন-সরমঙ্গল
মাওলানা জুবায়ের খান-করিমপুর
মাওলানা আব্দুল্লাহ রাজী-জগদল
মুফতি মিসবাহ উদ্দিন-তাড়ল
মাওলানা শহিদুর রহমান-কুলঞ্জ
মাওলানা হাসান আহমদ-পৌরসভা
মাওলানা শাইখুল ইসলাম-জগদল
মাওলানা আবুল হাসান-চন্ডিপুর
মাওলানা রাহাত চৌধুরী-পূর্ব দিরাই
মাওলানা মাসুদ মারজান-করিমপুর

15/03/2023

এক বন্ধুকে একদিন সন্ধ্যায় কফির নিমন্ত্রণ করেছিলাম। বন্ধু হেসে বলল,
- রিজিকে থাকলে ইনশাআল্লাহ কফি খেতে আসব।

একটু অবাক হয়ে বললাম,
- আমি সবসময় তোর মুখে এই লাইনটা শুনি। ধর্মীয় বিশ্বাস হতে বলিস নাকি কোন ঘটনা আছে?

বন্ধু একটু ইমোশনাল হয়ে গেল। বলল,
- কয়েক বছর আগের ঘটনা। মধ্যপ্রাচ্যের একটা দেশে অফিসের কাজে সংক্ষিপ্ত ট্যুরে গিয়েছিলাম। সেখানে অন্যান্য দেশের আরো কয়েকজন আমন্ত্রিত অতিথি এসেছিলেন। আমি একজন ইউরোপিয়ানকে নিয়ে হোটেল হতে একটা পোর্টে গিয়েছি। পোর্টে আমাদের কাজ সেরে ফেরার সময় ভদ্রলোক বললেন, আমার খুব ক্ষিদা পেয়েছে, আর খুব পিৎজা খেতে ইচ্ছা করছে।

বন্ধু একটু থেমে যোগ করল,
- আমরা মাঝপথে পিৎজা হাটের একটা আউটলেটে থেমেছি। উনি রেস্টুরেন্টে গিয়ে বসলেন, আমি কাউন্টারে গিয়ে বিল শোধ করে দুইটা চিকেন পিৎজা অর্ডার করে উনার সামনে গিয়ে বসলাম।

মিনিট বিশেক পর ওয়েটার দুইটা চিকেন পিৎজা নিয়ে এলো। উনি চিকেন দেখে বললেন,
- আমার খুব ভেজিটেবল পিৎজা খেতে ইচ্ছা করছে। পাওয়া যাবে?

আমি আবার উঠে গিয়ে ভেজিটেবল পিৎজার দাম শোধ করে অর্ডার দিয়ে এলাম। ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে আমি ধীরে ধীরে আমার চিকেন পিৎজায় কামড় বসাচ্ছিলাম। ওয়েটার মিনিট পনেরো পরেই ভেজিটেবল পিৎজা নিয়ে এলো।

বিশ্বাস করবি না, এরপরই ভদ্রলোক বুকব্যথায় একপাশে কাত হয়ে গেলেন। তারপর সেই ডাবল চেয়ারে কাত হয়ে শুয়ে গেলেন। স্ট্রোক বা হার্ট এটাক আন্দাজ করে রেস্টুরেন্টে জানাতেই ওরা ইমার্জেন্সি কল করল।

৭ মিনিটে অত্যাধুনিক এম্বুলেন্স এসে হাজির। ১৭ মিনিটের মাথায় উনি শহরের সেরা হাসপাতালের সিসিইউতে। কিন্তু ডাক্তাররা ১৫ মিনিট চেষ্টা করেও বাঁচাতে পারলেন না। বয়স হয়েছিল মাত্র পঞ্চান্ন। উনি সম্ভবত হাসপাতালে আনার পথেই মারা গিয়েছেন।

বন্ধু শেষে একটু ভারী গলায় বলল,
- উনি খেতে চাইলেন, আমরা রেস্টুরেন্টে থামলাম। অর্ডার করলাম, পিৎজাও চলে এলো। চিকেন হলে হয়ত খাওয়া হয়ে যেত। কিন্তু উনি চেয়েছিলেন ভেজিটেবল পিৎজা খেতে। আমি দামও পরিশোধ করেছিলাম। পিৎজাও টেবিলে চলে এলো। কিন্তু সেই ভেজিটেবল পিৎজা উনি এক কামড়ও খেতে পারলেন না। আর কোনদিন খাওয়াও হবে না।

কারণ, সেই ভেজিটেবল পিৎজা উনার রিজিকে ছিল না!!

#সংগৃহীত

13/03/2023

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِيْنَ
হে আমাদের রব, আমাদেরকে যালিমদের অন্তর্ভুক্ত করবেন না।

(সূরা আরাফ- ৭:৪৭)

13/03/2023

কার জন্য বিয়ে করা ফরজ?
আর কার জন্য হারাম?

08/03/2023

বৃদ্ধাশ্রমেও বাবাকে দেখতে যায়নি সন্তানরা, সেজন্য ২ কোটি টাকার সম্পদ সরকারকে লিখে দিলেন বৃদ্ধ
-
বিস্তারিত কমেন্টে

05/03/2023

বাপ-বেটার কাহিনী শুনুন!!

একজন সাহাবী বিয়ে করেন ১১ বছর বয়সে আর বাবা হন ১২ বছর বয়সে!

বাবা-ছেলে দুজনই সাহাবী হবার মর্যাদালাভ করেন। বাবার আগ্রহ ছিলো রাজনীতি, ছেলের আগ্রহ জ্ঞানার্জন। দুজন দুজনের জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বাবা হন মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সেনাপতি, ছেলে হন মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস।

বাবার নাম আমর ইবনুল আ'স রাযিয়াল্লাহু আনহু, ছেলের নাম আব্দুল্লাহ বিন আমর ইবনুল আ'স রাদিয়াল্লাহু আনহুমা।

বাবা ছেলের বয়সের ব্যবধান মাত্র ১২ বছর! এগারো বছর বয়সে আমরা ক্লাস 4/5 পড়তাম।

05/03/2023

“কারো অবহেলা মানেই জীবন শেষ নয়,
একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়”

“জীবনে সফলতা পেতে হলে,
আবেগ গুলোকে নিয়ন্ত্রণে রাখা জরুরী”

“মায়া এক অদ্ভুদ জিনিস
না দেয় ভূলে থাকতে, না দেয় ভালো থাকতে”

আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ এর সকল পরীক্ষার্থীদের  জন্য রইলো শুভকামনা! আল্লাহ তাআলা সবাইকে ভরপুর কামিয়...
05/03/2023

আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ এর
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা!
আল্লাহ তাআলা সবাইকে ভরপুর কামিয়াবি দান করুন!!

Address

Chandipur. Derai Sunamganj
Derai

Telephone

+8801750182781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abul Hasan:

Videos

Share