Ekushey Television Sunamganj

Ekushey Television Sunamganj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ekushey Television Sunamganj, News & Media Website, Sodor Sunamganj, Sunamganj.

02/03/2023
16/04/2022

পরিবেশ-প্রতিবেশের কথা না ভেবে সুনামগঞ্জের বিভিন্ন নদী থেকে যত্রতত্র বালি উত্তোলন করা হচ্ছে। এরফলে একদিকে হুমকি.....

16/04/2022
16/04/2022
16/04/2022
16/04/2022
16/04/2022
16/04/2022
16/04/2022
16/04/2022
16/04/2022
16/04/2022
16/04/2022
09/08/2020

ক্ষতিগ্রস্ত পুকুরের মাছ:
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ১১ উপজেলায় বন্যার পানিতে ভেসে গেছে ৩ হাজার ৮১টি পুকুর ও দীঘীর ও খামারের মাছ। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩২কোটি টাকার। এছাড়া সদর উপজেলা ১২১৮ টি পুকুরের মাছ ভেসে গেছে। এদিকে সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ও জেলার ১১ টি উপজেলার ৮৪ টি ইউনিয়ন ও চারটি পৌরসভার ২০টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭০৪টি পরিবার।

ক্ষতিগ্রস্ত সড়ক:
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৯০০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। ৪০টি ব্রিজ ও কালভার্টের সংযোগস্থলের ক্ষতি হয়েছে এবং হাওরপাড়ে ঢেউয়ে অন্তত ৩০টির বেশি ভিলেজ প্রটেকশন লাইনে সমস্যা দেখা দিয়েছে, কোনোটি আবার পুরো ভেঙ্গে গেছে।

সুনামগঞ্জ এলজিইডি কর্তৃপক্ষ জানায়, জেলায় মোট ৯০০ কিলোমিটারের মতো গ্রামীণ ও আঞ্চলিক সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে গেলে এখন পর্যন্ত সড়কগুলোতে যে ক্ষতি হয়েছে, তাতে সড়ক মেরামত বাবদ ৪০০ কোটি টাকা লাগবে।

সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম জেলায় পরপর তিন দফা বন্যায় অবর্ণনীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে বলেন, ‘এলজিইডির মোট চার হাজার ৬৯০ কিলোমিটার গ্রামীণ ও আঞ্চলিক সড়ক আছে। তৃতীয় দফা বন্যায় জেলার প্রায় ৯০০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। একইভাবে সুনামগঞ্জ সড়ক ও জনপথের গত তিন দফা বন্যায় শুধু ২৫ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। সেখানেও প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আউশ ও আমন ধান:
সুনামগঞ্জে টানা তিন বারের বন্যার পানিতে বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার,ছাতক ও সদর উপজেলার আমন চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। কৃষি বিভাগ সূত্রে জানাযায় সাম্প্রতিক বন্যায় জেলায় আউশ ও আমনের ৩ হাজার ৮৫০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

05/08/2020

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ১৫ গ্রামে অন্যান্য ফসলের মতো আউশ ধানের ক্ষেত ও আমন ধানের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় নষ্ট হয়েছে ৩ হাজার ৮৫০ হেক্টর জমির ফসল।

03/08/2020

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বেড়েছে মানুষের দূর্ভোগ। এবারের বন্যার পানি কমলেও পবিত্র ঈদ-উল আযহায় বাণবাসী মানুষরা কোনো ভাবে ঈদের আনন্দ খুজে পাননি।

অভিযোগ রয়েছে সরকারি ত্রাণ না পাওয়ায় তাদের এই দূর্ভোগ পোহাতে হচ্ছে।

বসতঘর গুলো কর্দমাক্ত হয়ে আছে একারণে তারা বসত ঘরে থাকতে পারেছেন না। গ্রামের মঠোপথ কর্দমাক্ত হওয়ায় লোকজন চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন।

জেলা প্রশাসনের কার্যালয় সুুত্রে জানায়, ৩৪৬টি আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ৪১৬টি পরিবারের ১৩ হাজার ৪১৮জন নারী,পুরুষ শিশু আশ্রয় নিয়েছে। ১ লাখ ২৫ হাজার ৭০৪টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ৯১৮ টন চাল, ৫১ লাখ ৭০ হাজার টাকা, ৩ হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার বিতরন করা হয়েছে। এছাড়া দুর্গত এলাকায় ৪ লাখ টাকার গো খাদ্য ও ২ লাখ টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ পত্র সরবরাহ করা হয়েছে।

29/07/2020

সুনামগঞ্জে তৃতীয় দফার বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে এখনো অনেক আঞ্চলিক ও গ্রামীণ সড়কে পানি রয়ে গেছে। প্রথম দুই দফার বন্যায় জেলা সদরের সঙ্গে ছাতক-দোয়ারাবাজার, জামালগঞ্জ ও তাহিরপুর-বিশ্বম্ভরপুর এবং পৌরশহরের পাশের নবীনগর-ধারারগাঁও সড়কপথে টানা দেড় মাস যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ পাঁচ উপজেলার মানুষ সড়ক যোগাযোগ করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। এগারো উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সড়ক ও জনপথের সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।

শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৯০০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এর মধ্যে জেলার মোট ২২টি স্থানে স্রোতের তোড়ে সড়ক ভেঙ্গে গিয়ে সড়কপথের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। ৪০টি ব্রিজ ও কালভার্টের সংযোগস্থলের ক্ষতি হয়েছে এবং হাওরপাড়ে ঢেউয়ে অন্তত ৩০টির বেশি ভিলেজ প্রটেকশন লাইনে সমস্যা দেখা দিয়েছে, কোনোটি আবার পুরো ভেঙ্গে গেছে।

28/07/2020

পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে লাখো মানুষ তলিয়ে গেছে শতাধিক গ্রাম। বিস্তির্ণ এসব এলাকা প্লাবিত হওয়া ১১ উপজেলায় বন্যার পানিতে ভেসে গেছে ৩ হাজার ৮১টি পুকুর ও দীঘীর ও খামারের মাছ। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩২কোটি টাকার।

28/07/2020

সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানুষের ঘর বাড়ি থেকে বন্যার পানি নেমে গেলেও গ্রামীন সড়ক গুলা এখনো ডুবে আছে পানিতে।

26/07/2020

সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানুষের ঘর বাড়ি থেকে বন্যার পানি নেমে গেলেও গ্রামীন সড়ক গুলা এখনো ডুবে আছে পানিতে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশ বিদেশের সর্বস্থরের মানুষকে জানাই ঈদ মোবারক
25/07/2020

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশ বিদেশের সর্বস্থরের মানুষকে জানাই ঈদ মোবারক

25/07/2020

তৃতীয় দফা বন্যায় বাড়ি-ঘরে উঠেছে পানি, দূর্ভোগে রয়েছেন সাধারন মানুষ। প্রথম দফা বন্যা থেকেই পানির প্রবল বেগে হাওর ও নদীরপাড়ের বসতির ঘর-বাড়ি ভেঙ্গে বিলীন হয়েছে। ভারী বর্ষণের ফলে আবারও ঘর-বাড়ি, গাছ-পালার ব্যাপক ক্ষতি হয়েছে।

24/07/2020

সুনামগঞ্জের বন্যা পুুরিস্থিতি নিয়ে একুশে টেলিভিশনে আমার ক্লিপ ২৪.০৭.২০২০

23/07/2020

সুনামগঞ্জ বন্যা নিউজ একুশে টেলিভিশন ২৩.০৭.২০২০

21/07/2020

অতিবৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চলতি নদীর তীরে মনিপুরিহাটির ভুমার ঢালা বেরিবাধ ভেঙ্গে প্রবল ¯্রােতে পানি প্রবেশ করছে মিনাজুরি, ভাদেরটেক, লামাপাড়া, চালবন, জগন্নাথপুর, রামপুর, ঝিনারপুর,মাঝেরটেকসহ ১০টি গ্রামের প্রবল বেগে ঢলের পানি প্রবেশ করছে। পানির চাপে ভেঙ্গে গেছে চালবন ভাদেরটেক গ্রামের একমাত্র সড়ক। উপরে গেছে সোলার ল্যাম্পপোস্ট ও সড়কে লাগানো গাছপালা।

21/07/2020

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে

20/07/2020

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানুষের ঘর বাড়ি থেকে বন্যার পানি নেমে গেলেও গ্রামীন সড়ক গুলা এখনো ডুবে আছে পানিতে।

বসতঘর গুলো কর্দমাক্ত হয়ে আছে একারণে তারা বসত ঘরে থাকতে পারেছেন না। গ্রামের মঠোপথ কর্দমাক্ত হওয়ায় লোকজন চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন। গ্রামবাসী ত্রাণ ও শুকণো খাবার না পাওয়ার অভিযোগ করেন।

জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জেলার ৮৭টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় ১ লাখ ৮ হাজার ১২৯ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন। দুর্গত এলাকায় ৮৬৫ মেট্রিকটন চাল ৫১ লাখ ৭০ হাজার টাকা। ৩ হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে প্রশাসন। ২৭১টি আশ্রয় কেন্দ্রে ২ হাজার ৫৬৯টি পরিবারের ৯ হাজার ৩৩৬ জন মানুষ আশ্রয় নিয়েছে।

19/07/2020

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সদর, ছাতক, ধর্মপাশা,দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর জামালগঞ্জসহ ৭টি উপজেলার ২৫ টি সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে পরপর দুই বার বন্যার কারণে এসব এলাকার ৬০০ কিলোমিটার সড়ক ভেঙ্গে পড়েছে অর্ধশতাধিক সেতু ও কালর্ভাটের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার ২২ টি সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে জেলাসদর ও অন্যান্য এলাকায় যাতায়াতকারী হাজার হাজার লোকজন মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

19/07/2020

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সদর, ছাতক, ধর্মপাশা,দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর জামালগঞ্জসহ ৭টি উপজেলার ২৫ টি সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

Address

Sodor Sunamganj
Sunamganj
3000

Telephone

+8801715272834

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ekushey Television Sunamganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekushey Television Sunamganj:

Videos

Share



You may also like