Miraj0.46Vlog

Miraj0.46Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Miraj0.46Vlog, Digital creator, kachnpur, Sonargaon.

দেয়ালে ছবি আঁকাই চাঁনু পাগলার কাজ----------------------------------------নাম আবু বক্কর সিদ্দিক (৫১) ওরফে (চাঁনু মিয়া) । ...
25/10/2023

দেয়ালে ছবি আঁকাই চাঁনু পাগলার কাজ
----------------------------------------
নাম আবু বক্কর সিদ্দিক (৫১) ওরফে (চাঁনু মিয়া) । চাঁনু পাগলা নামেই তার পরিচিতি। তার পরিবারে পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তিনি ভারসাম্যহীন একজন মানুষ। ভোর হলেই চাঁনু মিয়াকে আর তার বাড়িতে পাওয়া যায় না। নিজের ঘর তালা দিয়ে বের হয়ে যান অজানা গন্তব্যে। সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দেয়ালে আঁকেন নানা ধরণের ছবি। আবার সন্ধ্যা হলে ফিরে যান নিজ বাড়িতে। এভাবেই কেটে যায় তার দিন। দেয়ালে এমন সব ছবি দেখে মুগ্ধ প্রায় সব বয়সি মানুষ।
জানা যায়, টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক (৫১) । তিনি ছোট বেলা থেকে একজন স্বাভাবিক মানুষের মতো চলাচল করতো। পড়াশোনা করেছেন ১০ শ্রেণি পর্যন্ত। ছোট বেলায় পড়াশোনার পাশাপাশি বাবার সাথে মাঠে-ঘাটে কাজ করতেন। আর কাজের ফাঁকে সময় পেলে কচুরিপানা, পোড়া মাটির টুকরো বা কয়লা দিয়ে আঁকতেন ছবি। সেখান থেকে শুরু হয় তার ছবি আঁকার প্রতি ভালোবাসা। তার বাবা-মা মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পরেন তিনি। তারপর থেকে চাঁনু মিয়া ভারসাম্যহীন হয়ে পরেন।
পৌর শহরের পার্ক বাজারের মোড়ে দেখা মিলে চাঁনু মিয়ার। তার সঙ্গে রয়েছে একটি বস্তা। আর বস্তার ভিতরে রয়েছে কয়লা, কচুরিপানা আর কিছু কাগজের টুকরো। সেখানে একটি দেয়ালে চাঁনু মিয়া ছবি আঁকছেন। তার ছবি আঁকা দেখতে ভিড় করছেন নানা বয়সি মানুষ। তার এ ধরণের ছবি দেখে সবাই প্রশংসা করছেন।
স্থানীয় বাসিন্দা রবিন সরকার বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি চাঁনু মিয়া কচুরিপানা ও কয়লা দিয়ে শহরের বিভিন্ন দেয়ালে ছবি আর্ট করে রাখেন। তার ছবি আঁকা খুবই সুন্দর।
টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান বলেন, আমি নিজেও দেখেছি চাঁনু মিয়া ভালো ছবি আঁকেন। কেউ যদি চাঁনু মিয়ার দায়িত্ব নিয়ে শিল্পকলা একাডেমি বা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। আমাদের যতটুকু সুযোগ আছে অবশ্যই চেষ্টা করবো তাকে সহযোগিতা করার।

Follow Miraj0.46Vlog

07/10/2023

🌍 বিশ্ব রেকর্ড😳
পৃথিবীতে সবচেয়ে বেশি, বিক্রি হওয়া বইটির নাম হলোঃ
আল কোরআন📖
🥰আলহামদুলিল্লাহ🥀

09/08/2023

💖অলিপুরা বাজার টু চকবাজার 🥰

নতুল ভিডিও আসতেছে চিড়িয়াখানা প্রাণী পাচারের। 🦖🦕🐉🐲🐍🦎🐢🐊🐸🦜🦚🦩
19/07/2023

নতুল ভিডিও আসতেছে চিড়িয়াখানা প্রাণী পাচারের। 🦖🦕🐉🐲🐍🦎🐢🐊🐸🦜🦚🦩

08/07/2023

মানুষ দেখলে শিয়াল কি করে দেখুল

বেশির ভাগ প্রজাতির শিয়াল সাধারণত দৈনিক এক কিলোগ্রাম খাবার গ্রহণ করে। এরা গড়ে ...

08/07/2023

অলিপুরা ব্রিজ সোনারগাঁও

08/07/2023

হাজার বছরের প্রাচীন নগর সূবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। আজকের এই পানাম নগর টি।

08/07/2023

নানার বাসার ছাদ ঢালাই &তারপর বৃষ্টি 🥺

Address

Kachnpur
Sonargaon
SADIPUR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miraj0.46Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miraj0.46Vlog:

Videos

Share

Nearby media companies