11/10/2022
হুম,
আপনি কবিতা হলে,
আমি আমার হৃদয়ের সব অনুভুতি
দিয়ে তাকে পড়েই যাবো অবিরাম,
আপনি,
কাব্যগ্রন্থ হলে আমি, আমি কাব্যগ্রন্থ পড়াতে
নিমজ্জিত করবো নিজেকে দিন রাত এক করে।
নিজেকে বানাবো এক কাব্যপ্রেমিক রুপে।
আপনি,
গল্প হলে আমি, আমি সেই গল্প পড়াতে ব্যাস্ত রব,
অবিরত, বারংবার।
সেই গল্পের রস অনুরস অনুভব করবো দেহের প্রতিটি শিরায় উপশিরায়।
আপনি,
যদি বট বৃক্ষ হতেন,আমি আমার দিন,-রাত
পার করিতাম সেই ছায়ার নিচে,আপনার ছায়া কে ঘিরে।
থাকতাম এই রহস্য ময় জগতের কথা ভুলে।
আপনি,
যদি হতেন বৃষ্টি সেই বৃষ্টি তে মন ভরে ভিজতাম আমি,
আনন্দ করে,রোগ বালাইএর কথা না ভেবে।
আপনি,
যদি আকাশের চাঁদ হতেন,আমি আমার অপলোক
দৃষ্টিতে তাকিয়ে থাকতাম সারা রাত ধরে,
আর তৃপ্তি না মেটাতে, সেই চাঁদ কে দিনেও খুজতাম তাকিয়ে একরোখা হয়ে আকাশ পানে।
আপনি
যদি সূর্য হতেন, আমি নিজেকে পোড়াতাম সেই কঠোর রোদের ঝলকানি তে, নিজের সব সুখ কে খুজে নিতাম,
সূর্যের সেই তিব্র তাপের কষ্টের মাঝে।
আপনি,
যদি মরুভূমি হতেন,আমি গড়াগড়ি করতাম সাড়াবেলা তিব্র তাপের তীক্ষ্ণ বালির মাঝে,ঘুরে ফেরতাম গায়ে সেই বালি মেখে, মরুর এই পার থেকে ওই পারে।
আপনি
যদি গভীরতম সাগর- মহাসাগর হতেন,
আমি তাহাতেই সাতঁরে বেড়াতাম, এপার থেকে ওপারে
মৃত্যুর অভয় রেখে বুকে।
আর, আপনি
যদি আমার রবের হয়ে থাকেন,
আমিও নিজেকে করে দিবো সেই রবের,
আমিও হয়ে যাবো চিরদিন সেই রবের।
তাকিয়ে থাকবো সেই রবের পানে,
সব গল্প, সব প্রবন্ধ, সব কবিতা তাকে ঘিরেই লিখবো,যেনো সে আপনার মনের কোঠায় পোছে দেন।
আমি
❝আমি রবের কাছ থেকেই নিবো আপনাকে।
ততোদিন না হয় থাকেন আপনি
আমার আমানত হয়ে
রবের কাছে হেফাযতে।❞