Ahmadullah Sakib

Ahmadullah Sakib সৌন্দর্য আপনার মনযোগ আকর্ষন করে🤙
আর ব্যক্তিত্ব আপনার হৃদয়কে আকর্ষন করে.💚

হুম,আপনি কবিতা হলে,আমি আমার হৃদয়ের সব অনুভুতি দিয়ে তাকে পড়েই যাবো অবিরাম,আপনি,কাব্যগ্রন্থ হলে আমি, আমি কাব্যগ্রন্থ পড়াতে...
11/10/2022

হুম,
আপনি কবিতা হলে,
আমি আমার হৃদয়ের সব অনুভুতি
দিয়ে তাকে পড়েই যাবো অবিরাম,

আপনি,
কাব্যগ্রন্থ হলে আমি, আমি কাব্যগ্রন্থ পড়াতে
নিমজ্জিত করবো নিজেকে দিন রাত এক করে।
নিজেকে বানাবো এক কাব্যপ্রেমিক রুপে।

আপনি,
গল্প হলে আমি, আমি সেই গল্প পড়াতে ব্যাস্ত রব,
অবিরত, বারংবার।
সেই গল্পের রস অনুরস অনুভব করবো দেহের প্রতিটি শিরায় উপশিরায়।

আপনি,
যদি বট বৃক্ষ হতেন,আমি আমার দিন,-রাত
পার করিতাম সেই ছায়ার নিচে,আপনার ছায়া কে ঘিরে।
থাকতাম এই রহস্য ময় জগতের কথা ভুলে।

আপনি,
যদি হতেন বৃষ্টি সেই বৃষ্টি তে মন ভরে ভিজতাম আমি,
আনন্দ করে,রোগ বালাইএর কথা না ভেবে।

আপনি,
যদি আকাশের চাঁদ হতেন,আমি আমার অপলোক
দৃষ্টিতে তাকিয়ে থাকতাম সারা রাত ধরে,
আর তৃপ্তি না মেটাতে, সেই চাঁদ কে দিনেও খুজতাম তাকিয়ে একরোখা হয়ে আকাশ পানে।

আপনি
যদি সূর্য হতেন, আমি নিজেকে পোড়াতাম সেই কঠোর রোদের ঝলকানি তে, নিজের সব সুখ কে খুজে নিতাম,
সূর্যের সেই তিব্র তাপের কষ্টের মাঝে।

আপনি,
যদি মরুভূমি হতেন,আমি গড়াগড়ি কর‍তাম সাড়াবেলা তিব্র তাপের তীক্ষ্ণ বালির মাঝে,ঘুরে ফেরতাম গায়ে সেই বালি মেখে, মরুর এই পার থেকে ওই পারে।

আপনি
যদি গভীরতম সাগর- মহাসাগর হতেন,
আমি তাহাতেই সাতঁরে বেড়াতাম, এপার থেকে ওপারে
মৃত্যুর অভয় রেখে বুকে।

আর, আপনি
যদি আমার রবের হয়ে থাকেন,
আমিও নিজেকে করে দিবো সেই রবের,
আমিও হয়ে যাবো চিরদিন সেই রবের।
তাকিয়ে থাকবো সেই রবের পানে,
সব গল্প, সব প্রবন্ধ, সব কবিতা তাকে ঘিরেই লিখবো,যেনো সে আপনার মনের কোঠায় পোছে দেন।

আমি
❝আমি রবের কাছ থেকেই নিবো আপনাকে।
ততোদিন না হয় থাকেন আপনি
আমার আমানত হয়ে
রবের কাছে হেফাযতে।❞

😁😁
11/10/2022

😁😁

11/10/2022

নিজেকে ভালোবাসার প্রথম ও শেষ উপায়,
অন্য কারো সাথে কখনো নিজের তুলনা না করা..!

02/10/2022

💞💞💞 #না_বলা_ভালোবাসা💞💞💞
🌺🌺🌺পর্বঃ১🌺🌺🌺

:মা আমি এখন বিয়ে করতে চাইনা। কমপক্ষে এইচএসসি পরিক্ষা দিয়ে বিয়ে করি মা..?

: আমি জানি তুই আরো পড়তে চাস। কিন্তু মা তোর বাবার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজ আছে তো কাল নেই। আর তেমন ভালো কোন সমন্ধও আসছে না। তাই আর না করিস না মা..

: ঠিক আছে আমি বিয়ে করবো। কিন্তু মা.. আমার আলেম ছেলেকে বিয়ে করার খুব ইচ্ছে ছিল। একটা আলেম ছেলের সাথে বিয়ে দিলে হয় না..?

: খোঁজতো আর কম করা হলো না। যেই শোনে তুই কালো সেই বিয়েতে না করে দেয়। বল তিসা আমি কি করবো..? তুই না করিস না এই বিয়েতে ( কাদঁতে কাদঁতে)
: ঠিক আছে মা। কিন্তু.... এই ছেলে এত বড় লোক। সে কি আমার মত কালো মেয়েকে বিয়ে করবে..?

: ছেলে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে আর ছেলের বাবা মায়ের তোকে পছন্দ হয়েছে।

: মা আর একবার একটু চেষ্টা করা যাবে না..? আমি খুব ইচ্ছে একজন আলেমকে বিয়ে করার..

: তোর বাবা আর কোন ছেলে দেখতে চাইছে না। এই ছেলেকেই পছন্দ করেছে। আচ্ছা তুই একটু সময় নিয়ে ভেবে দেখ। জোড় করে চাপিয়ে দিবো না।

এত সময় যেই মেয়ের বিয়ের কথা চলতে ছিল তার নাম তিসা। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। কলেজে পড়লেও দ্বীনদার মেয়ে। কলেজে কখনো বেপর্দা হয়ে যায় নি। নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করে। ওর বাবা হার্টের রুগী। এর আগে একবার ব্রেন স্টোর্ক করেছিল। তিসার বড় ২ টা বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে। তিসার অনেক ভালো জায়গা থেকে বিয়ে আসে কিন্তু ও কালো এজন্য কেউ বিয়ে করতে চাইনা। কালো হলেও তিসার চেহারা অনেক মায়াবী। বড় পাপড়ি বিশিষ্ট টানাটানা চোঁখ, ঘন কালো লম্বা লম্বা চুল তার চেহারাকে আরো আকর্ষণীয় করেছে। কিন্তু বেশির ভাগ মানুষের চাহিদা ফর্সা মেয়েদের প্রতি। তাই তিসাকে প্রথম দেখাতে কেউ পছন্দ করেনা। অথচ রাসুলুল্লাহ (সা) বিয়ের ক্ষেত্রে দ্বীনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। এজন্য তিসা একজন দ্বীনদার আলেমের জীবণসঙ্গীনি হতে চায়।
: মুরাদ....

: জ্বি আব্বু...

: তোমার আর তিসার বিয়ের কথা চলছে এটা কি জানো..?

: আব্বু জানি কিন্তু আমার ইচ্ছে কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার। আর একটু উজ্জ্বল বর্ণ হলেই হবে। কিন্তু তিসা কলেজে পড়ে আর তোমরাই বললে যে তিসা দেখতে কালো। আমার এই বিয়েতে মত নেই।

: তিসা কলেজে পড়লেও অনেক দ্বীনদার পরহেজগার মেয়ে। আর কালো হওয়া তো কোন দোষের নয়।

: তাও আব্বু.. আমার তো কোন কিছুর অভাব নেই। আমি একটা নেককার পরহেজগার মেয়ে চাই। কিন্তু তিসাতো কালো এইটা আমি মেনে নিতে পারছিনা।

: মুরাদ তুমি কোরআন হাদিস পড়ো কিন্তু এই বিষয়ে এমন করছো কেন..?
তুমি জান না হাদিসে বিয়ের জন্য মেয়ে নির্বাচনের জন্য দ্বীনদারিতাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আর রূপ ক্ষণস্থায়ী তাই এইটাকে প্রাধান্য দেয়া হয়নি। আমি চাই তুমি এই মেয়েকেই বিয়ে করো।

: ঠিক আছে তোমাদের কথায় মেনে নিলাম। একটু কালো হলে সমস্যা নেই।
এত সময় মুরাদ আর ওর আব্বুর কথা চলছিলো। মুরাদের বাবার বিরাট বড় বিজনেস। মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। কোন কিছুর অভাব নেই মুরাদের। বিরাট বড় আলিশান বাড়ি। আর মুরাদএর চেহারা দেখলে যে কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এত দিন বিজনেসের উপর পড়াশোনা করতে ছিলো। কিছু দিন আগে শেষ হয়েছে। মুরাদ কলেজে পড়াশোনা করলেও নামাজ, রোজা, আলেমদের সাথে উঠা বসা করে। তাই হয়তো ওর কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার ইচ্ছে ছিলো। আর মুরাদ দেখতেও সুদর্শন পুরুষ, এজন্য একটা ফর্সা মেয়ে বিয়ে করতে চেয়েছে। কিন্তু বাবা মায়ের পছন্দে বিয়ে করার ইচ্ছে থাকায় তিসার সাথে বিয়ের মত দিলো।

(চলবে ইনশাআল্লাহ)
এই প্রথম ইসলামিক রোমান্টিক গল্প লিখলাম ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

02/10/2022

আমার এক বন্ধু হঠাৎ বিনা নোটিশে অফিসে হাজির। কুশল বিনিময়ে সে জানাল ভাল আছে তবে একটা খারাপ সংবাদ কিছুদিন আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে।
আমি বললাম ভেঙ্গে পড়িসনা, সে বলল ভেঙ্গে পড়ব কেন আইন্সটাইনের সেই বিখ্যাত থিউরি মনে নেই- পৃথিবীতে সব কিছুই আপেক্ষিক, কোন কিছুই পরম নয়। একটা গেল ত কি হল আরেকটা আসবে। ডিভোর্স একটা নরমাল বিষয়, আমি এখন আরেকজনকে বিয়ে করব, আর এইসব সিলি ব্যাপারে আমি চিন্তিত না।
আমি পুরাপুরি টাস্কি খেয়ে গেলাম - আইন্সটাইনের থিউরি দিয়ে সে তার দাম্পত্য সুখকে ট্রান্সফর্ম করছে ?
যদিও আল্লাহতালা এই কথা নিজেই তাঁর বান্দাদের জন্য বলেছেন-
"নভোমণ্ডল,ভূমণ্ডল এবং এই দুইয়ের মধ্যবর্তী সবকিছুই আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্যই সৃষ্টি করেছি।" (৪৬-৩)
আফসোস আমরা কেবল আইন্সটাইনদের ফলো করে জীবনের সুখের সন্ধান করি।
_
বন্ধুকে আর জিজ্ঞেস করিনি- কি কারনে ডিভোর্স হল অথচ কিছুদিন আগেও তার ফেইসবুক টাইমলাইন কারো চোখে পড়লে মনে হত তারাই এই ধরণীর মোস্ট রোমান্টিক কাপল।
এমন কোন রোমান্টিক ভঙ্গিমা ছিলনা দুজনের যেটা তারা ফেইসবুকে শেয়ার করে নাই।
_
খাবার প্লেট ক্যাপশনে রেখে স্ত্রীকে জড়িয়ে ধরে চেক ইন অমুক রেস্টুরেন্ট লিখে টাইমলাইনে পোস্ট করলেই কি সুখ ?
ভ্যালেন্টাইনে স্ত্রীকে লাল শাড়ি পড়িয়ে রাস্তা ঘাঁটে দেখিয়ে বেড়ানোটা কি সুখ ?
ক্যান্ডেল লাইট ডিনারে মুখমুখি বসে হাতে হাত রেখে এডিটিং ফটোগ্রাফির ফেইসবুকিংটা কি সুখ ?
_
আচ্ছা সুখ কি দেখানো যায় ?
আপনি কি সুখে আছেন নাকি দেখাতে চাচ্ছেন আপনি সুখে আছেন ?
_
সুখে আছি, দেখিয়ে বেড়াচ্ছি !
দুঃখটাকে আড়াল করছিনা ত ??
_
শুধু কি দুঃখ আড়াল করছি এইভাবে নিজেদের একান্ত ভালবাসার সুখের অনুভুতিগুলো পাব্লিকলি ওপেন করে যে পাপ করছি সেটার কি হবে ?
আল্লাহতালার অবাধ্যতা করছি, এতে সুখটাও কি হারিয়ে যাচ্ছেনা ?
_
স্ত্রীকে নিয়ে যখন অন্তরে সুকুন অনুভব করবেন তখন মনের অজান্তেই চোখে পানি আসবে তখন সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে ঘরে ঢুকলেও নিজেকে রিফ্রেশ মনে হবে,
এই সুকুন কি দেখানো যায় ??
এই সুকুন পেলে তখন কি আর হাতে হাত রেখে, জড়িয়ে ধরে ছবি তুলে এডিটিং করে ফেইসবুকিং শেয়ারিং করা লাগবে ?
_
আল্লাহর রহমত,প্রশান্তি, শ্রেষ্ঠ উপহার কেন অন্যর সাথে শেয়ার করব ?
একটু অবকাশ নিয়ে ভাবি, এই ভাবনার উপর উম্মাহর কল্যাণ আছে।
_
দাম্পত্য জীবনে সুখে আছি এটা কি দেখিয়ে বেড়ানোর কোন বিষয় নাকি অনুভব করার বিষয় ?
সুখে আছি, কোথায় আল্লহতালার কাছে অনুগ্রহ প্রকাশ করব,দোয়া করব,
তা না আছি ছবি চালাচালিতে।
একান্ত সুখগুলো একান্তই থাক না !
_
আল্লাহতালা যেন আমাদেরকে দাম্পত্য জীবনের সত্যিকার সুকুন লাভ করার তৌফিক দান করে আর রোমান্টিক কাপল রিলেটেড পাব্লিকলি প্রদর্শন করার ফিতনা থেকে হেফাজত করে। _আমীন।
Collected

02/10/2022

👉👉কিছু ত্যাগের পরেই সফলতা💪💪

সব সময় একটা কথা মনে রাখবেন জীবনে আপানর যেই স্বপ্ন আছে যেই লক্ষ্য আছে সেটা পূরণ করতে হলে আপনাকে কিছু ত্যাগ করতে হবে ত্যাগ ছাড়া কিছু সম্ভব না।

অনেকে আছেন ত্যাগ মানে কি সেটাই বোঝেনা তারা মনে করে ইচ্ছার বিরুদ্ধে কাজ না করাই হোল ত্যাগ। মনে করুন আপনি বাইক কিনতে পারেন কিন্তু কিনছেন না এটা হলো ত্যাগ, কিন্তু আমি এটির কথাও বলছি না
আমি বলছি আপনার ক্যারিয়ার গড়তে যে ত্যাগ করতে হবে সেটির কথা। আপনি পৃথিবীর বড় বড় ধনী ব্যাক্তি খেলোয়াড় বা প্রতিষ্ঠিত কোন মানুষের জীবনী দেখতে পারেন আপনি তাদের জীবনে ত্যাগ দেখতে পারবেন। প্রতিটা মানুষ বড় হতে চায়, বড় কিছু করতে চায় কিন্তু এই সমস্ত কিছু করার জন্য তারা একটা জিনিস করতে পারে না। সেটিই হলো ত্যাগ! নিজের স্বপ্ন পুরনের জন্য যদি আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয় আর আপনি তাই করলেন এটাই হলো ত্যাগ। আপনাকে কোন কাজ বা কোন জ্ঞান অর্জনের জন্য অনেক দূরে জেতে হবে আপনি গেলেন এটাই ত্যাগ।

কোন বিশেষ দরকার ছাড়া ফেসবুক ইউটিউব ব্যবহার করা যাবে না আপনি এটাই করলেন এটাই হলো ত্যাগ। বন্ধুরা সবাই পার্টি করছে আপনি না গিয়ে নিজের কাজ করলেন এটাই ত্যাগ, প্রয়জনে নিজের বন্ধুবান্ধব, অবৈধ সম্পর্ক ছেড়ে দেওয়া এটাই হলো ত্যাগ।

আসলে ১৮ থেকে ২৫ বছর বয়স হলো মানুষের সব থেকে রোমান্টিক সময় আমরা সবাই জানি আমাদের বেশির ভাগ সময় এই সময়টিতে কোথায় কোথায় নষ্ট হয়। এই সময় আমাদের অনেক বন্ধু থাকে এখন যদি আমি সোশ্যাল সাইটে কাউকে উত্তর না দিয়ে থাকি তাহলে কিছুই যায় আসবে না। কিন্তু ১ বছর ২ বছর ৪ বছর পরে আপনি কোথায় থাকবেন সেটা ঠিক হবে আপনার আজকের কর্মের উপরে। কারন এখন আপনি যততা ত্যাগ করবেন কিছু দিন পরে ততটাই সুখের জীবন আপনি পাবেন। আপনি কি জানেন আমাদের জীবনের ৯০% কাজের উপরে আমাদের কন্ট্রোল থাকে।

জীবনে যেটাই করতে চান বা পাওয়ার ইচ্ছা করেন সেটি যদি আপনি যদি না পেয়ে থাকেন বা না করতে পারেন তাহলে প্লিজ কোন ওজুহাত দিবেন না। যে সমাজ ভালো ছিলো না, সরকার ভালো ছিলো না, আমার টাকা ছিলো না বাবা মা ভালো ছিলো না, আমার টাকা ছিলো না ইত্যাদি। শুধু মাত্র আপনি মনোযোগ দিন আপনার লক্ষ্যের দিকে এবং নিজের উপরে বিশ্বাস রেখে করতে থাকেন। নিজের প্রতি একটু রাগ তৈরি করুন কেন? আমি এটা করতে পারবো না

জীবন মানে হচ্ছে: ত্যাগ, পরিশ্রম, এবং আপনি বার বার হেরে গিয়ে কতবার উঠে দাঁড়াচ্ছেন সেটাই হলো জীবন।

30/09/2022

কিছু কিছু মানুষ আছে যারা সবসময় নিজেকে সঠিক মনে করে,তারা ভাবে আমি যা করবো তাই সঠিক।বাকিরা সব ভুল
এদের সামলান কিভাবে?😕

30/09/2022

🌹༊━━হাজারো বেপর্দার মাঝে পর্দাশীল মেয়েটাই সেরা ༊━━🌺

🌹༊━━হাজারে ক্লিন সেভ করা পুরুষের মুখ থেকে দাড়িওয়ালা মুখটাই সেরা 🌹

আলহামদুলিল্লাহ এটাই ইসলাম ༊━━🌺

30/09/2022

-নিজের রূপ দেখিয়ে হাজার ছেলের প্রশংসা পাওয়া কে সৌন্দর্য বলে না!😥

-নিজের রূপ কে বেগানা পুরুষের দৃষ্টি থেকে হেফাজতে রাখার নামই হলো আসল সৌন্দর্য!! 🖤🥀

🥀 .~সুবহানাল্লাহ্~🥀

29/09/2022

আমাদের মনে ভালো কথার থেকে খারাপ কথা খুব সহজে হৃদয়ে ছড়িয়ে যায়,তাই আমাদের ভাঙা মন খুব সহজে ঠিক হয় না অথচ ভালো মনটা খুব সহজেই ভেঙে যায়!

লেখা: ছন্দা সাঁতরা

☙࿐••নারীকে গালে মেরো না,,                       তাহার সৌন্দর্য নষ্ট হইবে..!!😔 ☙࿐••নারীকে বুকে আঘাত করো না,,             ...
29/09/2022

☙࿐••নারীকে গালে মেরো না,,
তাহার সৌন্দর্য নষ্ট হইবে..!!😔

☙࿐••নারীকে বুকে আঘাত করো না,,
তোমার সন্তান কষ্ট পাবে..!!😥

☙࿐••নারীকে কোমরে আঘাত করো না,,
তোমার তৃপ্তি কমে যাবে..!!🖤

☙࿐••নারীকে পায়ে আঘাত করো না..!!
তোমার সাথে পথ কিভাবে চলবে..??💔

☙࿐••নারীকে কারো সামনে লজ্জা দিও না,,
তোমার আত্মসম্মান কমে যাবে..!!😐

☙࿐••নারীকে চুল ধরে মেরো না,,
লোকে মন্দ বলবে..!!🙄

☙࿐••নারীকে হাতে মুচড় দিওনা,,
তোমার পিপাসার জল কিভাবে দিবে..??🥰☺

☙࿐••নারীকে জ্বালাতন করো না,,
তোমার নিদ্রা কমে যাবে..!!😴

🌺༆❥︎•••`´❀❀❀`´•••❥︎•••★༆🌺

পৃথিবীর সব পুরুষ অন্ধ হয়ে গেলেও নারীর জন্য পর্দা ফরজ
29/09/2022

পৃথিবীর সব পুরুষ অন্ধ হয়ে গেলেও নারীর জন্য পর্দা ফরজ

𝐇𝐮𝐦 💯
29/09/2022

𝐇𝐮𝐦 💯

প্রায় ৬ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলো। আমি পাসওয়ার্ড দিয়েও দিলাম, কারণ আমার তো আ...
29/09/2022

প্রায় ৬ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলো। আমি পাসওয়ার্ড দিয়েও দিলাম, কারণ আমার তো আর অতিরিক্ত খরচ হচ্ছে না; এছাড়া নতুন প্রতিবেশীর সাথে একটু খাতিরও হলো।
গতকাল বাসায় ফিরছিলাম। উনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় ও হালকা আলাপের মাঝে জানালেন যে সম্প্রতি উনি নেটফ্লিক্স এ সাবস্ক্রাইব করেছেন এবং নতুন নতুন ম্যুভি দেখে সময়টা ভালোই কাটছে। মজা করে বললাম - "ভাই সারাদিন এতো ব্যস্ত থাকি যে টিভি দেখার সময়ই পাই না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিলে আমিও মাঝে মাঝে দুই-একটা সিরিয়াল দেখতাম।"
উনার ঘরের দরজা খোলা ছিল।
ভিতর থেকে উনার গিন্নি প্রায় বেশ জোরে বলে উঠলেন-"পাসওয়ার্ড দিতে পারবো না। আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি, পাসওয়ার্ড কেনো দিবো?"
কয়েক মুহূর্তের নিরবতা ভদ্রলোক ভাঙ্গলেন অপ্রস্তুত হাসি আর টুকটাক আলাপ শুরু করে।
আমিও পালটা হাসি দিয়ে- "আরে কোন সমস্যা না" বলে নিজের বাসায় ঢুকে গেলাম।
কিছুক্ষন পর ভদ্রলোক আর তার গিন্নি হন্তদন্ত হয়ে বেল বাজালেন- দরজা খুলতেই জানালেন যে ওয়াইফাই কাজ করছে না, পাসওয়ার্ডও নিচ্ছে না, আর নেটফ্লিক্সও চালাতে পারছেন না।
এবার মুচকি হাসি দিয়ে বললাম- জি, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। ইন্টারনেট বিলটা যেহেতু আমিই দিচ্ছি তাই পাসওয়ার্ড শেয়ার করবোনা ঠিক করেছি। মুখ শুকনা করে তারা ফিরে গেলেন। এর পর আর তাদের সাথে আন্তরিকতা দেখানোর প্রয়োজনও অনুভব করিনি।।।

একটা সুন্দর মোনাজাত..!!!🥀🥀❝ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয...
29/09/2022

একটা সুন্দর মোনাজাত..!!!🥀🥀

❝ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।❞🥀

❝ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।❞🥀

❝ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।❞🥀

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।🤲🏻💜🥀

সন্ধা 🤍
28/09/2022

সন্ধা 🤍

28/09/2022

রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”

♥️ ভালো থাকুক দুনিয়ার সকল মা বাবা ♥️
رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا

"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”💜

28/09/2022

- দুনিয়ার জীবনটা আল্লাহর ইচ্ছায়
কাটিয়ে দিন!🥰🌺

- আখিরাতের জীবনটা আল্লাহ আপনার ইচ্ছায়
সাজিয়ে দিবেন,ইনশা'আল্লাহ!❤️🤗

হে যুবক !চরিত্রবান স্ত্রী পেতে হলে নিজের চরিত্রকে আগে সংশোধন করো।""হে যুবতী !চরিত্রবান স্বামী পেতে হলে নিজের চরিত্রকে আগ...
28/09/2022

হে যুবক !
চরিত্রবান স্ত্রী পেতে হলে নিজের চরিত্রকে আগে সংশোধন করো।"
"হে যুবতী !
চরিত্রবান স্বামী পেতে হলে নিজের চরিত্রকে আগে সংশোধন করো।"
আল্লাহ বলেন,"নিশ্চয় দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; মুমীন নারী মুমীন পুরুষের জন্য, মুমীন পুরুষ মুমীন নারীর জন্য"।

--- [সূরা আন নূর- ২৬]

হে আল্লাহ, আমাদেরকে সুন্দর
চরিত্র গঠনের তাওফিক দিন।
আমিন।🤗

28/09/2022

জীবনের প্রথম ইচ্ছে জাগলো,
একটা বই পড়ার।
চাইলে হাদিয়া পাঠাতে পারো।

Šãîf Ãhměď Šãķîb

Ahmadullah Sakib

28/09/2022

আগামী মাস থেকে ভালো হওয়ার নিয়ত করা এমন বহু মানুষ কবরে আছে, যারা আগামী দিনটিও হায়াৎ পায়নি। তাই আগামীর আশায় নয়, এখনি রবের জন্য নিজেকে পরিবর্তন করুন।🖤🌸

28/09/2022

"🍂 কি হবে
জিমে গিয়ে
পেশী বহুল দেহ বানিয়ে🍂
যদি ফজরের
নামাজ পড়তে ওঠার মত
কোন শক্তি না থাকে !! "😳😔

মোহাম্মাদ জসীম উদ্দিন 🥀🥀

27/09/2022

#শিক্ষনীয়_গল্প
বনের ভেতর এক হরিনীর সময় হলো সন্তান জন্ম দেয়ার।
তাই সে বনের ধারে যেয়ে নদীর পাশে ঘাস জমিতে সুন্দর একটি জায়গা খুজে বের করে
নিলো সন্তান জন্ম দেয়ার জন্য।

সময় কিছু পার হলো, তার প্রসব যন্ত্রনা সুরু হোলো। কিন্তু বিধি বাম। এসময় হরিনীটির চারপাশে দেখা দিলো নানা বিপদ।

হরিনীটি যখন উপরে তাকালো, দেখলো দূর্যগের
মেঘে আকাশ ছেয়ে আছে। সে তখন জংগলের দিকে তাকালো, দেখলো ঘন জংগলে হঠাৎ দাবানল শুরু হয়েছে। এর মাঝে সে টের পেলো তার
সামনে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে।
আর পেছনে ফিরে দেখলো এক শিকারী তার
দিকে তীর নিশানা করে আছে। নদীটাও ভিষণ ক্ষরোস্রতা।

এখন সে কি করবে?
দিশেহারা সময়টিতে দাবানল, নদীর স্রোত, ক্ষুধার্থ
সিংহ আর নির্দয় শিকারী দিয়ে চারদিক দিয়ে ঘিরে আছে।

হরিনীটি তাই চুপচাপ কিছুক্ষন চোখ বন্ধ করে সৃষ্টিকর্তা কে স্বরণ করলো। সৃষ্টিকর্তার উপর ভরসারেখে সে সিদ্ধান্ত নিলো সন্তান জন্ম দেবার।

বিপদ আপদ যদি ঘটে ঘটুক। সে
বিশ্বাসী মনে চোখ বুজে সৃষ্ঠিকর্তার হাতে
ছেড়ে দিলো।

সে অটুট রইলো নিজের দ্বাইত্বের উপর।

সাথে সাথে কিছু মিরাকল ঘটলোঃ
- কালো মেঘে ঢাকা আকাশে তুমুল ঝড় বৃস্টি শুরু হলো। সেই সাথে প্রচন্ড বজ্রপাতে শিকারীর
চোখ অন্ধ হয়ে গেলো।
- অন্ধ শিকারী তীর ছুড়ে দিলো। সেই তীর হরিনীর পাশ কেটে সিংহের মাথায় আঘাত করলো।
- তুমুল বৃস্টির জলে জংগলের আগুন নিভে শান্ত হয়ে গেলো।

- হরিনীটি একটি সুস্থ ও সুন্দর শাবকের জন্ম দিলো।

আমাদের জীবনেও এরকম কিছু সময় আসে।চারদিক থেকে বিপদ, নিন্দা, হতাশা আর অসহযোগিতা
চেপে ধরে আমাদের। কখনো কখনো এই খারাপ সময় এত শক্তিশালী মনে হয় যে আমরা
পরিস্থিতির কাছে হার মেনে যাই।

আত্নহত্যার কথাও চিন্তা করি।

অথচ এটি ভুল। আর সেটা আমরা এই হরিনের গল্প
থেকেই শিখে নিতে পারি।

যখন হরিনীটির চারপাশে এত বিপদ ছিলো, তবু জীবন মৃত্যু যাই আসুক, সে বিপদের আশংকায়
নিজের লক্ষ্য থেকে একবিন্দু সরে যায়নি। সে তার কাজ, অর্থাৎ সন্তান জন্ম দেয়াতেই নিজের সব
মনযোগ দিয়েছে। আর তখন বাকী সব বিপদ
আপদ সৃষ্টিকর্তার নিজে সমাধান করে দিয়েছেন।

যখন হতাশা গ্রাস করে, নিজের উপর বিশ্বাস উঠে যায়, তখনো সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ্যে স্থির থাকবেন।

আর কখনো লক্ষ্য থেকে একবিন্দু পিছপা হবেন না।

মনে রাখবেন, আপনি যত বড় ঝড়ের মাঝেই থাকুন,
যত নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন,সৃষ্টিকর্তা কখনো আপনাকে ছেড়ে যাননি।

তিনি সর্বদা আপনার কাছেই আছেন।

মনে রাখবেন, সৃষ্টিকর্তা কখনো ঘুমান না এবং
কোন তন্দ্রাও তাকে কখনো স্পর্শ করেনা।

সব সময় তিনি আপনাকে দেখছেন এবং আপনার নেক যে কোন প্রার্থনা
তিনি অপূর্ণ রাখবেন না।

27/09/2022

বাবার কাপড় ছিড়ে যায়
-মেয়ের কাপড় যোগাতে.!
আর মেয়ের কাপড় খুলে যায়
ভালোবাসার প্রমাণ দিতে?
আফসোস কথাটা তিক্ত হলেও সত্য!

Address

Anando Bazar
Sonargaon

Alerts

Be the first to know and let us send you an email when Ahmadullah Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmadullah Sakib:

Videos

Share