ইসলামের পথে

ইসলামের পথে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামের পথে, Video Creator, Sonargaon, Sonargaon.

❤️🖤
23/08/2023

❤️🖤

জ্ঞান বৃদ্ধি হওয়ার দোয়া🥀🥀اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِউচ্চারণ : আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দ্বিন।অর্থ : হে আল্লাহ! আ...
09/08/2023

জ্ঞান বৃদ্ধি হওয়ার দোয়া🥀🥀
اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِউচ্চারণ : আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দ্বিন।

অর্থ : হে আল্লাহ! আমাকে দ্বিনের জ্ঞান দান করুন।
(বুখারি, হাদিস : ১৪৩)

26/07/2023

সারা দিন ত ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং কত কি করে সময় পার করেন,,, আসেন সবাই ২ মিনিট ব্যয় করে একটু নেকি অর্জন করি।

১. “সুবহানাল্লাহ”
(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”
(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”
(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”
(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”
(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”
(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”
(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”
(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”
(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”
(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায জোয়ালিমিন”
(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”
(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ 🌹🕋

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:  “রমাদানের পর সর্বোত্তম রোজা হলো, আল্লাহর মাস মুহাররামের রোজা।" [সহীহ মুসলিম: ২৬৪৫]
21/07/2023

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“রমাদানের পর সর্বোত্তম রোজা হলো, আল্লাহর মাস মুহাররামের রোজা।"

[সহীহ মুসলিম: ২৬৪৫]

তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চঃস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বর...
26/06/2023

তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চঃস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে।

ফতোয়ায়ে শামি: ২/১৭৮; কিতাবুন নাওয়াযেল ১৪/৫৯৫

23/06/2023

- Assalamualaikum! 🌸

21/06/2023

•Breaking News: 💬

•Eid al-Adha official List (Wednesday 28 June)
•Saudi Arabia 🇸🇦
•Kuwait 🇰🇼
•UAE 🇦🇪
•Turkey 🇹🇷
•Qatar 🇶🇦
•Oman 🇴🇲

•Eid al-Adha official List (Thursday 29 June)
•Bangladesh 🇧🇩
•Pakistan 🇵🇰
•India 🇮🇳
•Indonesia 🇮🇩
•Japan 🇯🇵
•Thailand 🇹🇭

-Masjid Al Haram ( Makkah ) 🕋😍May Allah♕ strengthen our hearts, guide our souls & bless our day's.♡🌝✨
09/06/2023

-Masjid Al Haram ( Makkah ) 🕋😍
May Allah♕ strengthen our hearts, guide our souls & bless our day's.♡🌝✨

Beautiful name of ALLAH ❤️Alhamdulillah 🕋
28/05/2023

Beautiful name of ALLAH ❤️
Alhamdulillah 🕋

🍂 প্রিয়..!🌍✍️আল্লাহর প্রধান ৪টি যিকির ।🖤👌 [Best your Timeline]💟
24/05/2023

🍂 প্রিয়..!
🌍✍️আল্লাহর প্রধান ৪টি যিকির ।🖤👌
[Best your Timeline]💟

"যে ব্যক্তি এক রাতে একশ’টি আয়াত পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় ঐ রাতের ইবাদত বন্দেগী ও নফল নামাযের সওয়াব লিপিবদ্ধ করা হব...
08/05/2023

"যে ব্যক্তি এক রাতে একশ’টি আয়াত পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় ঐ রাতের ইবাদত বন্দেগী ও নফল নামাযের সওয়াব লিপিবদ্ধ করা হবে।”
(আহমাদ ১৬৯৫৮, নাসাঈ কুবরা ১০৫৫৩)

⭕ ঘুমানোর পূর্বে ১০০ আয়াত:

১.সূরা মূলক=৩০
২.সূরা কাহাফ=(১ম ১০ আয়াত)
৩.সূরা ফাতিহা=৭
৪.সূরা কাফিরুন=৬
৫.সূরা ইখলাস(৩বার)=১২
৬.সূরা নাস(৩বার)=১৮
৭.সূরা ফালাক(৩বার)=১৫
৮.সূরা বাকারার শেষ দুই আয়াত=২

সর্বমোট=১০০ আয়াত 🤍

বি.দ্র~ এভাবে পড়তে পারবেন/অথবা আপনাদের সুবিধা অনুযায়ী পড়তে পারেন ইন শা আল্লাহ।

3 duas we should never forget 📌1. Allahumma inni as’aluka husnal khatimah اللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُسْنَ الْخَاتِم...
09/04/2023

3 duas we should never forget 📌

1. Allahumma inni as’aluka husnal khatimah
اللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُسْنَ الْخَاتِمَةِ
“O Allah, I ask You for a good end to my life.”

2. Allahummar zuqni taubatan nasuha qablal maut
اللَّهُمَّ ارْزُقْنِيْ تَوْبَتًا نَصُوْحَا قَبْلَ الْمَوْت
"O Allah, grant me sincere repentance before death."

3. Ya Muqallib al-quloob thabbit qalbi 'ala deenik
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ
“O Controller of hearts, make my heart firm in Your religion.”

May Allah (SWT) bless us all - accept our duas, forgive our sins, multiply our hasanat, grant us good health and happiness, & highest rank in Jannah. 🤲🏻

09/04/2023

যাকাত হিসাব করার নিয়ম

সাধারণত নিসাব পরিমাণ অর্থাৎ নির্ধারিত সীমার বেশি সম্পত্তি ১ বছর ধরে গচ্ছিত থাকলে। সর্বমোট সম্পত্তির ২.৫ শতাংশ (২.৫%) গরীব বা অসহায় মানুষদের বিতরন করতে হয়। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে যাকাতও রয়েছে এবং এটি নিসাব পরিমাণ সম্পদশালী মুসলিম ব্যক্তির জন্য আদায় করা ফরজ বা আবশ্যিক।

১ লক্ষ টাকার যাকাত কত ২০২৩

মূলত যাকাত শতকরা ২.৫৮। সেই হিসেবে ১ লক্ষ বা এক লাখ টাকার যাকাত হলো ২৫০০ টাকা। অর্থাৎ ১ লক্ষ টাকায় ২,৫০০ টাকা যাকাত আদায় করতে হবে। অতএব, মোট নিসাব পরিমাণ সম্পত্তির ৪০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হয়।

ইসলামের পথে

08/04/2023

কেউ যদি #কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...
১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।
২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।
৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পড়ুন।
৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।
৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)
(২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)
(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)
(৪)বেশী বেশী দুরুদ পড়া।
(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)
(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)
(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)
(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।
(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।
(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।
(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।
৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।
৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।
৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...😭 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সেহরি খান।
১০। ফজরের নামাজ পড়ুন।
উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]
রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

05/04/2023

আমি নিজেও কখনো এভাবে ভাবিনি...
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যোহর - ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে
ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক.....🤲🤲আমিন

আপনার দাদা/দাদি মারা গিয়েছেন তাদের জন্য আপনার বাবা দোয়া করেন। কিংবা আপনি'ও তাদের জন্য দোয়া করেন। কিন্তু আপনি কি আপনার দা...
01/04/2023

আপনার দাদা/দাদি মারা গিয়েছেন তাদের জন্য আপনার বাবা দোয়া করেন। কিংবা আপনি'ও তাদের জন্য দোয়া করেন। কিন্তু আপনি কি আপনার দাদার মা-বাবার জন্য দোয়া করেন? হয়তো আপনি তাদের চিনেন'ই না।

আপনার মৃত দাদা দাদির জন্য দোয়া করার মানুষ থাকলেও, তাদের জন্য দোয়া করার কেউ নেই। তারা কবরে শুয়ে আপনার দিকে এতিমের মতো তাকিয়ে আছেন। আর ভাবছেন হয়তো কোনো একদিন আপনি দু-হাত তুলে বলবেন:

"ইয়া রব আপনি আমার পূর্ব-পুরুষদের'কে মাফ করে দিন, রমযানের উছিলায় তাদেরকে কবরের আজাব থেকে মুক্তি দিন, তাদের কে জান্নাতুল ফেরদাউস দান করুন"

01/04/2023
01/04/2023

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি আমার প্রতি দুরুদ পড়তে ভুলে গেলো সে যেন জান্নাতের পথই ভুলে গেলো।
- ইবনে মাজাহ: ৯০৮ হাদিস হাসান।
🌺দুরূদ শরিফ🌺
"আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদিও। ওয়ালা আলি মুহাম্মদ। কামা সল্লাইতা আ'লা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহীম ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মদ। কামা বারাকতা আ'লা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহীম ইন্নাকা হামীদুম মাজীদ।"🌺
অর্থঃ “হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উনার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহীম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত।”🌺
‘নবী (সাঃ) এর প্রতি দরূদ পড়ার নির্দেশ আল্লাহতা'য়ালা নিজেই দিয়েছেন। নবীর প্রতি দরূদ পড়া আল্লাহর আদেশের বাস্তবায়ন করা। সূরা আহযাবের ৫৬ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি সালাত-দরূদ পেশ করেন। হে মুমিনগণ! তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।’🌺
আবদুল্লাহ ইবনে আমর আস (রা.) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার ওপর দশবার দরূদ পাঠ করবেন।’ – (সহিহ মুসলিমঃ ৩৮৪)🌺
আলী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রকৃত কৃপণ সেই ব্যক্তি, যার কাছে আমি উল্লিখিত হলাম (আমার নাম উচ্চারিত হল), অথচ সে আমার প্রতি দরূদ পাঠ করল না।’ – (সুনানে তিরমিজিঃ ৩৫৪৬)🌺
রসূল (সাঃ) এর নাম শোনার পর তার উপর দরূদ না পড়াটা মারাত্মক! প্রায় সময়েই আমরা খুব নর্মালভাবে মুহাম্মদ (সাঃ) এর নাম উল্লেখ করি, বা শুনি যে অন্য কেউ উল্লেখ করছে, কিন্তু বলার বা শোনার সাথে সাথে "সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" বলিনা। মাত্র ২ সেকেন্ড লাগে বলতে, কিন্তু প্রায় সময়েই খেয়াল থাকেনা। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নাম শুনে যে ব্যক্তি দরূদ পড়ে না তার জন্য জিবরাইল (আলাইহিস সালাম) বদদোয়া করেছেন আর রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমীন বলেছেন।🌺

30/03/2023

#মোনাজাত…🤲🥹
রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরতি হাসানা ওয়া কিনা আযাবান্নার।
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

অর্থ : হে আমার রব! আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুণ। আখিরাতেও কল্যাণ দান করুণ এবং আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুণ।
(সূরা বাকারা, আয়াত:-২০১)

#আমীন

Ameen🤲❤️
30/03/2023

Ameen🤲❤️

30/03/2023

❣️🌺❣️আসাসলামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্❣️🌺❣️

🌺 দৈনন্দিন ব্যবহারিক ২০টা দোয়া,,, 🤍🤍

🌺০১. কাজের শুরুতে___
" বিসমিল্লাহ্ "🤍

🌺০২. ভবিষ্যতে কাজের ইচ্ছা প্রকাশে....
" ইন-শা আল্লাহ "🤍

🌺০৩. আল্লাহর মহত্ত্ব প্রকাশে.....
" সুবহানা-আল্লাহ "🤍

🌺০৪. কষ্টকর ও যন্ত্রণার সময়.....
" ইয়া আল্লাহ "🤍

🌺০৫. ভালো উদ্যোগে খুশি হয়ে.....
" মাশা-আল্লাহ "🤍

🌺০৬. ধন্যবাদ জ্ঞাপনে......
" জাযাকাল্লাহ্ " 🤍

🌺০৭. ঘুম থেকে জেগে......
" লা-ইলাহা-ইল্লাল্লাহ "🤍

🌺০৮. হাঁচি দেওয়ার সময়......
" আলহামদুলিল্লাহ্ "🤍

🌺০৯. হাঁচি দেওয়া শোনার পর.....
" ইয়ার-হামুকাল্লাহ্ " 🤍

🌺১০. জিজ্ঞেসার জবাবে.....
" আলহামদুলিল্লাহ্ "🤍

🌺১১. পাপের অনুশোচনায়.....
" আস্তাগফিরুল্লাহ্ "🤍

🌺১২. পরোপকার করার সময়.....
" ফি-সাবিলিল্লাহ্ "🤍

🌺১৩. কাউকে ভালোবাসলে......
" লি-হুবিল্লাহ্ "🤍

🌺১৪. বিদায়ের সময়.....
" ফি-আমানিল্লাহ্ "🤍

🌺১৫. সমস্যা দেখা দিলে......
" তাওয়াক্বালতু আল্লাল্লাহ্ "🤍

🌺 ১৬. অপ্রতিকর কিছু ঘটলে বা দেখলে....
" নাউজুবিল্লাহ্ "🤍

🌺১৭. আনন্দদায়ক কিছু দেখলে.....
" ফাতা-বারাকাল্লাহ্ "🤍

🌺১৮. প্রার্থনায় অংশগ্রহণ করতে.....
" আমিন "🤍

🌺১৯. শপথ নেওয়ার সময়.......
" ওয়সল্লাহি বিল্লাহ্ "🤍

🌺২০. মৃত্যু সংবাদ শুনলে____
" ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন "🤍

🍂আসুন ইংরেজি ভাষা ব্যবহার না করে আমরা আরবি গুলি কে গ্রহণ করি তাতে আমাদের ছোট আমল ও হয়ে যাবে,,,🍂📿

🤍�.....ইনশাআল্লাহ....🌺🤍

🤍 আল্লাহ সবাই কে এই ছোট আমল করার তৌফিক দিন........
___আমিন! 🤲

Address

Sonargaon
Sonargaon

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের পথে:

Videos

Share

Category