Tofael ahmad ashrafi

Tofael ahmad ashrafi ফলো করুন লাইক দিন, সাথে থাকুন।

07/05/2023

শুনুন জানুন। শেয়ার করুন।

01/05/2023

#শ্রমিকের_ঘাম_শোকানোর_আগে_মজুরি_বুঝিয়ে_দিন|
মানুষ ও রাষ্ট্রের উন্নতির চাবিকাঠি হলো শ্রম। যে জাতি যত বেশি উদ্যমী ও পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত ও সমৃদ্ধ। অর্থনীতির পরিভাষায়, যারা শ্রম দেন, তারা শ্রমিক। আর যারা শ্রমিকদের কাজে নিয়োগ করেন এবং শ্রমের বিনিময়ে বেতন-ভাতা প্রদান করেন, তারা মালিক। শ্রমিক-মালিক সম্পর্ককে ইসলাম দাসত্বমূলক দৃষ্টিভঙ্গিতে দেখেনি; দেখেছে মানবিক দৃষ্টিকোণ থেকে। মালিক-শ্রমিকের কর্তব্য ও অধিকার বিষয়ে ইসলাম দিয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা।

#ইসলামে_শ্রমের_মূল্যায়ন

শ্রম দিতে কোনো নবীই কুণ্ঠাবোধ করেননি। সব নবীই কায়িক পরিশ্রম করে জীবিকা উপার্জন করেছেন। হজরত আদম (আ.) কৃষিকাজ করেছেন। হজরত নূহ (আ.) কাঠমিস্ত্রি বা সুতারের কাজ করেছেন। হজরত ইদ্রিস (আ.) সেলাইয়ের কাজ করতেন। হজরত সুলাইমান (আ.)-এর পিতা নবী ও সম্রাট হজরত দাউদ (আ.) লৌহশিল্প বা কামারের কাজ করতেন। হজরত শুআইব (আ.)-এর খামারে হজরত মূসা (আ.) ৮-১০ বছর চাকরি করেছেন। এমনকি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)ও মা খাদিজা (রা.)-এর অধীনে চাকরি করেছেন দীর্ঘকাল। তিনি বলেছেন, ‘নিজ হাতে কাজ করার মাধ্যমে উপার্জিত খাদ্যের থেকে পবিত্র কোনো খাদ্য নেই’ (বুখারি)।

#হালাল_উপার্জনের ব্যস্ততাকে আল্লাহর পথে থাকার সমতুল্য বলেছেন রাসূল (সা.)। এক লোক তার পাশ দিয়ে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম লোকটির সুঠাম দেহ দেখে বলতে লাগলেন, ‘এই লোকটি যদি আল্লাহর রাস্তায় জিহাদে থাকত!’ রাসূল (সা.) বললেন, ‘লোকটি যদি তার ছোট ছোট সন্তান অথবা তার বৃদ্ধ মাতা-পিতার জন্য উপার্জন কিংবা নিজেকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর পথেই রয়েছে’ (হাইসামি)।

ি জায়গায় তিনি বলেছেন, ‘যে ব্যক্তি শ্রমজনিত কারণে ক্লান্ত হয়ে সন্ধ্যা যাপন করে, সে ক্ষমাপ্রাপ্ত হয়েই তার সন্ধ্যা অতিবাহিত করে’ (তাবরানি)।

#ইসলামে_শ্রমিকের অধিকার

পুঁজিবাদী এ পৃথিবীতে শ্রেণিবৈষম্য প্রকট। যে শ্রমিকের ঘামে গড়ে উঠছে আধুনিক সভ্যতা, আধুনিক পৃথিবীর কাছে তারাই সবচেয়ে অবহেলিত। এ শ্রেণিবৈষম্য চূর্ণ করে ইসলাম ঘোষণা করেছে বৈষম্যহীন এক মানবিক মেনিফেস্টো। যার প্রতিটি ধারায় মানবিক দৃষ্টিকোণ ও মূল্যবোধ রক্ষার আহ্বান। কাউকে বঞ্চিত না করার নির্দেশনা।

ক. শ্রমগ্রহীতার কাঁধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো- শ্রমিকের মজুরি দেওয়া। রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো তার ঘাম শুকানোর আগেই’ (বায়হাকি, মিশকাত)। যারা শ্রমিকের মজুরি আদায়ে টালবাহানা করে, তাদের সাবধান করে বলেছেন, ‘সামর্থ্যবান পাওনা পরিশোধে গড়িমসি করা জুলুম বা অবিচার’ (বুখারি)। হাদিসে কুদসিতে আছে- আল্লাহতায়ালা বলেন, ‘কিয়ামতের দিন আমি তাদের বিরুদ্ধে থাকব, যারা বিশ্বাসঘাতকতা করে, মানুষকে বিক্রি করে এবং ওই ব্যক্তি যে কাউকে কাজে নিয়োগ করল, অতঃপর সে তার কাজ পুরোটা করল; কিন্তু সে তার ন্যায্য মজুরি দিল না’ (বুখারি)।

খ. শ্রমগ্রহীতার জন্য আবশ্যক হলো- শ্রমিকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা অক্ষম বানানোর মতো কোনো কাজে তাকে বাধ্য না করা।

হজরত শুআইব (আ.) হজরত মূসা (আ.)কে কাজে নিয়োগ দেওয়ার সময় বলেছিলেন, ‘আর আমি আপনাকে কষ্টে ফেলতে চাই না; ইনশাআল্লাহ! আপনি আমাকে কল্যাণকামী রূপে পাবেন’ (সূরা-২৮ কছাছ, আয়াত: ২৭)। রাসূল (সা.) বলেছেন, ‘শ্রমিকরা তোমাদেরই ভাই, আল্লাহ তাদের তোমাদের দায়িত্বে অর্পণ করেছেন। আল্লাহতায়ালা যার ভাইকে তার দায়িত্বে রেখেছেন, সে যা খাবে তাকেও তা খাওয়াবে, সে যা পরিধান করবে তাকেও তা পরিধান করাবে; তাকে এমন কষ্টের কাজ দেবে না যা তার সাধ্যের বাইরে, কোনো কাজ কঠিন হলে সে কাজে তাকে সাহায্য করবে’ (মুসলিম, মিশকাত)।

গ. শ্রমগ্রহীতার আরেকটি কর্তব্য হলো- শ্রমিককে আল্লাহর ফরজকৃত যাবতীয় ইবাদত, যেমন সালাত ও সিয়াম পালনের সুযোগ দেওয়া। উপরন্তু শ্রমগ্রহীতা শ্রমিককে তার ধর্ম পালনে উদ্বুদ্ধ করবেন। তাদের ধর্ম পালনে সহায়ক হবেন। যেমন রমজানে কাজ কমিয়ে দেওয়া, ইফতার-সেহরির সময় দেওয়া। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে তার কাজের লোকের কাজ কমিয়ে সহজ করে দিল, কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব সহজ করে দেবেন’ (বুখারি)।

ঘ. শ্রমগ্রহীতাকে শ্রমিকের অভিযোগ এবং বিচার চাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। হোক তা স্বেচ্ছায় কিংবা আদালতের ফায়সালায়। এতে ইনসাফ প্রতিষ্ঠা পায়, জুলুম বিদূরিত হয়। মালিক-শ্রমিকের মধ্যে আস্থা বৃদ্ধি পায়, অসন্তোষ দানা বাঁধে না।

পুঁজিবাদী সভ্যতা এগিয়ে যায়। পেছনে পড়ে থাকে কারিগর। পৃথিবীজুড়ে এ বৈষম্য থেকেই সৃষ্টি হয়েছে বড় বড় আন্দোলন। বিচার চাইতে গিয়ে, অধিকার আদায় করতে গিয়ে বুলেটের আঘাতে নিস্তব্ধ হয়ে গেছে কতপ্রাণ! কিন্তু ইসলাম শ্রমিককে যে মমতা দিয়েছে, তা কেউ দিতে পারেনি। কোদাল কোপাতে কোপাতে এক সাহাবির হাতে কালো দাগ পড়ে যায়। রাসূল (সা.) জিজ্ঞেস করলেন, ‘হাতে কিছু লেখা নাকি?’ সাহাবি বললেন, ‘লেখা নয়, উপার্জনের জন্য পাথুরে ভূমিতে কোদাল কোপানোর দাগ।’ রাসূল (সা.) সাহাবির হাতের ওই কালো দাগে চুমু খেলেন। প্রতিষ্ঠা করলেন শ্রমের মর্যাদা ও শ্রমিকের প্রতি মমতার বিরল দৃষ্টান্ত।

প্রয়োজনীয় বিষয়গুলো              পড়ুন শেয়ার করুন।  #দানকে আরবিতে বলা হয় সদকা, এর অর্থ হলো সত্য। প্রকৃত প্রস্তাবে দান–সদকা...
31/03/2023

প্রয়োজনীয় বিষয়গুলো
পড়ুন শেয়ার করুন।
#দানকে আরবিতে বলা হয় সদকা, এর অর্থ হলো সত্য। প্রকৃত প্রস্তাবে দান–সদকার মাধ্যমে ব্যক্তির অন্তরের বিশ্বাসের অবস্থার সত্যিকারের সত্যায়ন হয়। হাদিস শরিফে রয়েছে, ‘মানুষের মধ্যে উত্তম সে ব্যক্তি, যে মানুষের উপকার করে।’ (তাবরানি)। ‘রাসুলুল্লাহ (সা.) মানুষের মধ্যে সবচেয়ে কল্যাণকামী ও শ্রেষ্ঠ দাতা ছিলেন, আর রমজান এলে তিনি সবচেয়ে বেশি দান করতেন; জিবরাইল (আ.)–এর আগমন হলে তিনি প্রবাহিত বাতাসের মতো দান–খয়রাত করতেন।’ (মুসলিম: ২৩০৮)।

#দান–সদকা–খয়রাত সসম্মানে পবিত্র মনে প্রাপকের হাতে পৌঁছে দিতে হয়। দানের ক্ষেত্রে আত্মীয়স্বজন ও প্রতিবেশীকে অগ্রাধিকার দিতে হয়। দানদাতার ইহকালীন ও পরকালীন সম্মান ও গৌরব বৃদ্ধি করে, তাই তা ইজ্জত হুরমত ও তাজিমের সঙ্গে সযত্নে প্রদান করতে হয়। সম্পদ ব্যয়ের সর্বশ্রেষ্ঠ খাত পিতা–মাতা। পিতা–মাতা ও ছেলেমেয়ে ছাড়া অন্য সব আত্মীয়স্বজনকেই ফিতরা ও জাকাত প্রদান করা যায়। আত্মীয়দের মধ্যে ভাইবোনের হক সবচেয়ে বেশি। পাশাপাশি শ্বশুর–শাশুড়ি ও বৈবাহিক সূত্রে আত্মীয় যারা, তাদেরও অগ্রাধিকার রয়েছে। রমজানে, ঈদে, কোরবানি ও নানা উপলক্ষে তাদের হাদিয়া দেওয়া সুন্নাত। সম্ভ্রান্ত ব্যক্তিরা দয়াদাক্ষিণ্য ও করুণা গ্রহণে কুণ্ঠাবোধ করেন; তাই তাঁদের হাদিয়া বা উপহার উপঢৌকন হিসেবে দেওয়াই সমীচীন। এটাই দানের শ্রেষ্ঠ পদ্ধতি। জাকাত–ফিতরাও উল্লেখ না করে দেওয়া যায়; যাতে গ্রহীতা বিব্রত না হন।

#আত্মীয়স্বজনের খোঁজখবর নিন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আপনজনকে ভালোবাসুন, গরিবকে সম্মান করুন, সবাইকে ক্ষমা করুন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে তোমার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে, তার সঙ্গে সম্পর্ক গড়ো; যে তোমার প্রতি অবিচার করে, তাকে ক্ষমা করো।’ (মুসলিম)। রহমত ও মাগফিরাতের মাসে দয়া ও ক্ষমার অনুশীলন করুন। ক্রোধ ও প্রতিশোধপরায়ণ হওয়া শয়তানি বৈশিষ্ট্য; নাজাতের মাসে এর থেকে মুক্তি লাভে সচেষ্ট হোন। বান্দার সঙ্গে সুসম্পর্ক করুন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে। এই করোনাকবলিত রমজানে অখণ্ড অবসরে সবার সঙ্গে যোগাযোগ করুন; সালাম–কালাম বিনিময় করুন।

#ঈদের জন্য নতুন জামাকাপড়, পোশাক–আশাক, জায়নামাজ, টুপি, তসবিহ, আতর ইত্যাদি কেনা জরুরি নয়। করোনায় কর্মহীন, আয়রোজগারহীন, অভাবী গরিবদের সাহায্য–সহযোগিতা ও দান–খয়রাত করা এর চেয়ে অনেক বেশি উত্তম।

#আপনজন ও আত্মীয়স্বজনের সঙ্গে মনোমালিন্য বা মান–অভিমান হতে পারে। কিন্তু এটা দীর্ঘদিন ধরে রাখা যাবে না। কোনো মুমিন মুসলমানের সঙ্গে তিন দিনের অধিক রাগ করে কথাবার্তা বন্ধ রাখা বৈধ নয়। যদি কারও সঙ্গে কোনো লেনদেন বা দেনা–পাওনা থাকে, তা শরিয়তসম্মতভাবে ও আইনি উপায়ে আদায়ের চেষ্টা করুন। স্বাভাবিক সম্পর্ক বহাল রাখুন; প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন। দুনিয়াতে না পেলে আখিরাতে অবশ্যই পাবেন; থাক না পরকালের জন্য কিছু বাড়তি সঞ্চয়। বিশ্বাসী মুমিন মুসলমানের কোনো কিছুই বৃথা নয়।

#সামর্থ্যমতো হাদিয়া বা উপহার দিন। হাদিয়া বা উপহার পেলে সাগ্রহে গ্রহণ করুন, তা যতই সামান্য হোক না কেন। উপহারদাতাকে উপহার দিয়ে সম্মানিত করুন। হাদিয়া উপহার দেওয়া ও নেওয়া উভয়ই সুন্নাত আমল।

29/03/2023

#রোজার_সকল মাসআলা জানা না থাকার কারণে কখনও দ্বিধায় পড়ে যান একজন গাইরে আলেম। তেমনই একটি বিধান হচ্ছে- কয়েল, ধূপ, আগরবাতি ইত্যাদির ধোঁয়ায় রোজার কোনো ক্ষতি হবে কি না। উত্তর হচ্ছে, এতে কখনও রোজা ভেঙে যাবে, আবার কখনও ভাঙবে না।

াঙবে না

রমজান মাসে দিনের বেলা মশার কয়েল, ধূপ, আগরবাতি ইত্যাদি জ্বালানো জায়েজ। এতে রোজার ক্ষতি হবে না। কারণ ধূপ, কয়েল, আগরবাতি ইত্যাদি জ্বালানোর পর আশপাশে সাধারণত এর ঘ্রাণই ছড়ায়। এর ধোঁয়া নাক পর্যন্ত পৌঁছে না। এরপরও অনিচ্ছাকৃত তা নাকে-মুখে চলে গেলে রোজা নষ্ট হবে না। তবে, রোজার দিনে আগরবাতি না জ্বালানোই উচিত। (সূত্র: কিতাবুল আসল: ২/১৭২; ফতোয়া তাতারখানিয়া: ১/২০৮; মাজমাউল আনহুর: ১/৩৬১)

েঙে যাবে

রোজার কথা স্মরণ থাকা অবস্থায় কেউ যদি নাক বা মুখ দিয়ে এগুলোর ধোঁয়া ইচ্ছাকৃতভাবে টেনে নেয়, সেক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে। (রদ্দুল মুখতার ২/৩৯৫; আশশুরুনবুলালিয়া: ১/২০২; মাজমাউল আনহুর: ১/৩৬১; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর: ১/৪৫০)

তাহলে বোঝা গেলো, ঘরে মশার কয়েল জ্বালালে রোজার কোনো সমস্যা হবে না। তবে, নাকে-মুখে টেনে নেওয়া থেকে বিরত থাকতে হবে।

আল্লাহ তাআলা সকল রোজাদারকে দিনের বেলা রোজার হক আদায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের এবং সহিহ সুন্নাহর ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ।সময়ের সাহসী বীর মুক্তি পেলো।
29/03/2023

আলহামদুলিল্লাহ।
সময়ের সাহসী বীর মুক্তি পেলো।

16/11/2022

প্রিয় উস্তাদ।
মুফতি আরিফুল হক সাহেব ও আমি তোফায়েল আহমাদ আশরাফী।মোলাকাতে কোন এক সময়।

09/07/2022
https://youtu.be/6PaEJd7EFcw
16/06/2022

https://youtu.be/6PaEJd7EFcw

মা বাবার খেদমত সম্পর্কে মুফতি তোফায়েল আহমাদ আশরাফী সাহেবের, গুরুত্বপূর্ণ আলোচনা। %%%%&%&*******&%%%%&&&&&সাবস্ক্রাইব করুন ইসল....

ভিডিও লিংক। https://youtu.be/kgzgIVJ6g-0
16/06/2022

ভিডিও লিংক। https://youtu.be/kgzgIVJ6g-0

. || ২ টি অদ্ভুত আধুনিক মেশিন সরাসরি দেখুন || my channels all # MADINA TV T # al madina midia t # আ...

https://youtu.be/2Pyi_BdSUuw
10/06/2022

https://youtu.be/2Pyi_BdSUuw

-উট ও বাঙ্গালীর কান্ড || হাসবেন না কিন্তু || সরাসরি.. Subscribe my channels all # MADINA TV T # al madina midia t

https://youtu.be/zAektzeBxvM
10/06/2022

https://youtu.be/zAektzeBxvM

BlogsVideosBlogsVideosআনন্দ ভ্রমণ।Subscribe my channels all # MADINA TV T # al madina midia t

https://youtu.be/gMOu6o5ghvQ
10/06/2022

https://youtu.be/gMOu6o5ghvQ

িনোদন শব্দ_করে হাসতে মানা || #বারবার_দেখতে মনচায় ||Subscribe my channels all # MADINA TV T # al madina midia t

https://youtu.be/7NXOPS3yjc8
10/06/2022

https://youtu.be/7NXOPS3yjc8

ারাপ_থাকলে_শুনুন_হাফেজ_তাকরিমের_তিলাওয়াত || BANGLADESHI_QARI TAKRIM TILAWAT ||01751323660Subscribe my channels all # MADINA TV T # al madina midia t htt...

https://youtu.be/qk0RfxQG5Pw
10/06/2022

https://youtu.be/qk0RfxQG5Pw

See_directly_Rasulullah's_Rawza_Mubarak || রাসুল (সাঃ) এর রওযা সালাম দিন সবাই |01751323660Subscribe my channels all # MADINA TV T # al madina midia t সাবা...

https://youtu.be/werNS38jqdY
10/06/2022

https://youtu.be/werNS38jqdY

বদর ইসলামের ১ম যুদ্ধ ||নাম ও শহীদদের কবর দেখুন সরাসরি ||Subscribe my channels all # MADINA TV T # al madina midia tসাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার কর...

https://youtu.be/tuBqk7t-PkU
10/06/2022

https://youtu.be/tuBqk7t-PkU

# হাসতে বেহুশ,জটিল কমেডি,দর্শক সবাই আশাকরি ভালো আছেন || চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন। এখানে ই.....

https://youtu.be/7oZ0wTsc_n4
10/06/2022

https://youtu.be/7oZ0wTsc_n4

's_business_news || #পাট, দান,গম,ভুট্টা ডালের আজকের দাম জানুন |Subscribe my channels all # MADINA TV T # al madina midia t ||দর্শক শ্রোতা সবাই চ্যানেলটি...

https://youtu.be/dzHNhK4dVVE
10/06/2022

https://youtu.be/dzHNhK4dVVE

#আজকেরপাট,_ধান,ভুট্টা,_পিয়াজ,_রসুন,_ডাল,_বাজার_দর_দেখুন|| বিভিন্ন আইডিয়া গজল,হামদ,নাত,তিলাওয়াত, সুরামাশক, ব্লগ ভিডিও, ম....

https://youtu.be/ZeOSH-4reVg
10/06/2022

https://youtu.be/ZeOSH-4reVg

|| নSubscribe my channels all || নারায়ণগঞ্জে দর্শনের জায়গা বাতানপাড়া রয়েল হোটেল || # MADINA TV T # al madina midia t...

উপকারী বয়ান শুনতে ভালো লাগবেই।।https://youtu.be/uAhr4VwAqnE
10/06/2022

উপকারী বয়ান শুনতে ভালো লাগবেই।।
https://youtu.be/uAhr4VwAqnE

মিথ্যা ও কুরআনের উপর আমল না করার পরিনাম || মুফতি তোফায়েল আহমাদ আশরাফী ☎️01751323660Subscribe my channels all # MADINA TV T # al madina midia t

আমার ছেলে আব্দুল্লাহ বীন তোফায়েল আহমাদ আশরাফীএখন............?
24/02/2022

আমার ছেলে আব্দুল্লাহ বীন তোফায়েল আহমাদ আশরাফী
এখন............?

😴😴😴😴😴
22/01/2022

😴😴😴😴😴

 #ভিডিও_টি_দেখে, মজা লুফে নিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
02/01/2022

#ভিডিও_টি_দেখে, মজা লুফে নিন,
সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

পৃথিবীর যেকোনো জায়গা সরাসরি দেখতে পারবেন আপনার মোবাইলে to use Google Earth mapGoogle Earth download 8 start view 8 Google Earth live live street view ap...

19/12/2021

Quran Recitation in The world 2021 Emotional Recitation| #ক্কারী তোফায়েল আহমাদ আশরাফী।☎️01751323660 subscribe my channels MADINA TV T tofaelahmad86@gma...

07/12/2021

subscribe my channels 1) al madina midia t 2) madina tv tআপনার ইসলামিক সব অজানা বিষয় জানার জন্য সাবস্ক্রাইব করুন ইসলামের ধর্মীয় কোন প্রশ্ন থাকলে কম....

https://youtu.be/Zll2vTKIYmM
22/06/2021

https://youtu.be/Zll2vTKIYmM

রমযান মাসে রেডিও সুরে, ক্বারী তোফায়েল আহমাদ আশরাফী। SURE MULK SURA BANGLADISH 21 লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকুন ধন্যবাদ

21/06/2021
09/06/2021

নিজের সিম দিয়ে ইনকাম করুন খুব সহজে, কাজের ফাকে, সিমে অফার দিয়ে।
ইনবক্সে যোগাযোগ

লাইক দিয়ে বন্ধু হউন।
15/09/2020

লাইক দিয়ে বন্ধু হউন।

29/07/2020

সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করুন পাশে থাকুন সবাই। আগে ভিডিও পেতে হলে।

Address

Sonargaon

Telephone

+8801751323660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tofael ahmad ashrafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tofael ahmad ashrafi:

Videos

Share



You may also like