01/12/2023
বাস টিকিট, ডাক্তারের সিরিয়াল, এম্বুলেন্স সার্ভিস, রেন্ট-এ-কার, ব্লাড ডোনার,হোটেল রেস্টুরেন্ট, কুরিয়ার সার্ভিস, ভলান্টিয়ার, আইনজীবি, থানা পুলিশ ও দাপ্তরিক বিভিন্ন সেবাসহ শেরপুর জেলার প্রয়োজনীয় অসংখ্য সেবা নিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান "ড্রিমাস আইটি" তৈরী করেছে চমৎকার একটি এন্ড্রয়েড "স্মার্ট শেরপুর সেবা"।
"Smart Sherpur Sheba" এন্ড্রয়েড অ্যাপটিতে যে সকল সুবিধা পাওয়া যাবে :
- শেরপুর জেলার ডাক্তারদের সিরিয়াল নাম্বার।
- শেরপুর জেলার সকল হাসপাতাল ও ক্লিনিকের তথ্য।
- জরুরী পরিষেবা ( যেমন : এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি ইত্যাদি) পেতে যোগাযোগের ফোন নম্বর।
- ব্লাড ডোনারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগের তথ্যাদি
- ইমার্জেন্সি যোগাযোগের ফোন নাম্বার ( যেমন : থানা পুলিশ, দাপ্তরিক ইত্যাদি)।
-বিজ্ঞ আইনজীবিদের নাম ও ফোন নাম্বার।
- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নাম ও ফোন নাম্বার।
- জেলা ব্র্যান্ডিং (পর্যটন ও তুলসীমালা চাল) তথ্যাদি।
- জেলার সংবাদপত্র ও সাংবাদিকদের সাথে যোগাযোগের ঠিকানা ও ফোন নাম্বার।
- স্মার্ট ভূমি সেবা
- এছাড়াও আরোও অন্যান্য গুরুত্বপূর্ণ অনলাইন সেবা (যেমন : , হোটেল রেস্টুরেন্ট ও আবাসন, রেন্ট এ কার, অনলাইন ফরম ইত্যাদি)
- এছাড়া অ্যাপটিতে আরো অনেক জরুরী তথ্যমূলক সেবা যোগ করার কাজ প্রতিনিয়ত চলতেছে।
চমৎকার এই এপসটি ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন "স্মার্ট শেরপুর সেবা" অথবা "Smart sherpur sheba" অথবা ভিজিট করুন
https://play.google.com/store/apps/details?id=dreamus.apiwj
ধন্যবাদ।