শেরপুর নিউজ২৪ ডট কম

শেরপুর নিউজ২৪ ডট কম শেরপুর জেলার সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল শেরপুর জেলার সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল ✔
(23)

09/05/2024

একজন নারীর অভিযোগের ভিত্তিতে তার কথা গুলো তুলে ধরা হল:

স্বপক্ষে উনি কিছু প্রমানাদী উনি উনার ফেসবুকে পোস্টে দিয়েছেন, সেই পোস্টের লিংক কমেন্টে দেওয়া হল।

09/05/2024

একজন নারীর অভিযোগের ভিত্তিতে তার কথা গুলো তুলে ধরা হলঃ

তিনি স্বপক্ষে কিছু প্রমাণসহ তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন, কমেন্টে তার লিংক দেওয়া হল:

অভিনেত্রী হুমায়রা হিমু আত্নহত্যা করেছেন বলে জানা গেছে ।তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদ...
02/11/2023

অভিনেত্রী হুমায়রা হিমু আত্নহত্যা করেছেন বলে জানা গেছে ।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বর্তমানে উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে অভিনেত্রীর মরদেহ।

17/09/2023

ঢাকায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

জামালপুর শহরের ভোকেশনাল মোড় থেকে ০৬ কেজি গাজা দুইজনকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
12/09/2023

জামালপুর শহরের ভোকেশনাল মোড় থেকে ০৬ কেজি গাজা দুইজনকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

19/06/2023

জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে, আগামী ২৯শে জুন পবিত্র ঈদুল আজহা

14/06/2023

আমাদের পেইজটি হ্যাক হয়ে নাম পরিবর্তন হয়ে গেছে
আমরা পেইজটি পুনরায় ঠিক করে পূর্বের নামে অতি দ্রুত ফেরত আসবো।
আমাদের সাথেই থাকুন

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শেষে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ ভোট প...
28/05/2023

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ শেষে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

জাতীয় গ্রিডের টাওয়ারে যুবক, আজান শুনিয়ে নামানো হলোঘটনার প্রত্যক্ষদর্শী রুবায়েদ বলেন, ৯টার দিকে খবর পেয়ে এসে দেখি এক...
25/05/2023

জাতীয় গ্রিডের টাওয়ারে যুবক, আজান শুনিয়ে নামানো হলো
ঘটনার প্রত্যক্ষদর্শী রুবায়েদ বলেন, ৯টার দিকে খবর পেয়ে এসে দেখি একজন যুবক বিদ্যুতের উঁচু টাওয়ারের ওপরে বসে জোরে জোরে আল্লাহু আল্লাহু করছে। টাওয়ারটি দিয়ে তিতাস সেতুর উত্তর-দক্ষিণে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন চলে গেছে। কৃষিজমিতে স্থাপিত টাওয়ারটির উচ্চতা প্রায় ১৭০ ফুট। এ লাইন দিয়ে সঞ্চালিত হয় এক লাখ ৩০ হাজার ভোল্টের বিদ্যুৎ। যুবকটি টাওয়ারে বসেই জিকির করেন। সবাই তাকে নেমে আসার অনুরোধ করলেও তিনি নামেননি।

নাসির উদ্দিন দাবি করেন, জিনে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে গাছে ওঠায়, টাওয়ারে ওঠায় আবার কখনো পানিতে চুবায়। রক্ত খায়, মারে, কষ্ট দেয়। আজান দিলে ছেড়ে দেয়।

আখাউড়া উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুনিম সারেয়ার বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি এক যুবক ভোরে বিদ্যুতের টাওয়ারের ওপরে উঠে বসে আছেন। সকালের দিকে ফায়ার সার্ভিসের কর্মী নাজমুল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে টাওয়ার থেকে নেমে আসতে বলেন। পরে মোবাইল থেকে হ্যান্ড মাইকে আজান বাজালে তিনি টাওয়ার থেকে নেমে আসেন।

তিনি আরও বলেন, গতকাল বিকেলেও ওই যুবক টাওয়ারে উঠেছিলেন। আমরা তাকে নামিয়ে এনেছি। ২০ দিন আগেও জেলার সদর উপজেলার বরিশাল এলাকায় বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন। তার মানসিক সমস্যা রয়েছে বলে মনে হয়।

যেকোনো সময় অতি তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবেলায় ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে জানিয়েছেন পরিবেশমন্ত...
16/04/2023

যেকোনো সময় অতি তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবেলায় ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দীন।

তিনি বলেন, ‘তীব্র গরমে জনজীবনে দুর্বিষহ হয়ে উঠছে। আমরা চিন্তাভাবনা করছি, জরুরি অবস্থা ঘোষণা করা যায় কি না। গত দুই দিন শুক্র ও শনিবার অফিস-আদালতে ছুটি ছিল। তাই আগামীকাল ও পরশু (রবি ও সোমবার) দুই দিন অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তাপমাত্রা যদি এরপরও বাড়তে থাকে, তবে পদক্ষেপ নেওয়া হবে।’

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া...
11/04/2023

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

13/02/2023

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,
আগামী ২৪শে এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিবেন।

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী
17/01/2023

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

সংসদ উপনেতা পদের জন্য কোনো ভোটের প্রয়োজন হয় না। সংসদ নেতা তার মতামত স্পিকারকে জানান। স্পিকার রাষ্ট্রপতির অনুমোদ....

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের ব্যাচেলর ‘কাবিলা’খ্যাত জিয়াউল হক পলাশের ব্যাচেলর জীবনের ইতি ঘটেছে। সম্প্রতি বিয়ে করেছ...
16/12/2022

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের ব্যাচেলর ‘কাবিলা’খ্যাত জিয়াউল হক পলাশের ব্যাচেলর জীবনের ইতি ঘটেছে। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। দূরসম্পর্কের খালাতো বোন নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মাস চারেক আগে নাফিসাদের মিরপুরের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনের উপস্থিতিতে পলাশ ও নাফিসার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।

17/10/2022

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের বেসরকারি ফলাফল...

***সদর উপজেলা****
চন্দন কুমার পাল- আনারস = ৫৩ ভোট
হুমায়ুন কবীর রুমান-মোটরসাইকেল= ১৪২ ভোট

***ঝিনাইগাতী***
আনার= ১৩ ভোট
মোটরসাইকেল =৮১ ভোট

***নকলা***
আনারস = ২৯ ভোট
মোটরসাইকেলে = ১০৪ ভোট

***নালিতাবাড়ী***
আনারস= ৫২ ভোট
মোটরসাইকেল= ১১৮ ভোট

***শ্রীবরদী***
মোটরসাইকেল= ১০৪ ভোট
আনারস= ৪০ ভোট

****মোট ভোট****
মোটরসাইকেল = ৫৪৯ ভোট
আনারস= ১৮৭ ভোট

17/10/2022

জেলা পরিষদ নির্বাচনে নালিতাবাড়ী উপজেলা কেন্দ্রের ফলাফল চেয়ারম্যান পদে
চন্দন কুমার পাল (আনারস) ৫২ ভোট
হুমায়ুন কবীর রুমান (মোটর সাইকেল) ১১৮ ভোট
জাকারিয়া বিষু (চশমা) ০২

17/10/2022

জেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলা কেন্দ্রের ফলাফল চেয়ারম্যান পদে
চন্দন কুমার পাল (আনারস) ১৩ ভোট
হুমায়ুন কবীর রুমান (মোটর সাইকেল) ৮১ ভোট
জাকারিয়া বিষু (চশমা) ০

17/10/2022

জেলা পরিষদ নির্বাচনে শেরপুর সদর কেন্দ্রের ফলাফল চেয়ারম্যান পদে
এড. চন্দন কুমার পাল-৫৩
হুমায়ুন কবির রুমান-১৪২.

17/10/2022

জেলা পরিষদ নির্বাচনে নকলা উপজেলা কেন্দ্রের ফলাফল চেয়ারম্যান পদে
চন্দন কুমার পাল (আনারস) ২৯ ভোট
হুমায়ুন কবীর রুমান (মোটর সাইকেল) ১০৪ ভোট
জাকারিয়া বিষু (চশমা) ০

04/10/2022

জাতীয় বিদ্যুৎ গ্রীডে বিপর্যয়, দেশের অধিকাংশ এলাকা ব্ল্যাক আউটের স্বীকার।

বুবলী লিখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, ...
30/09/2022

বুবলী লিখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। 🙏🏻❤️

প্রকাশ্যে বুবলী-শাকিবের আড়াই বছরের ছেলে শেহজাদ খান বীর...
30/09/2022

প্রকাশ্যে বুবলী-শাকিবের আড়াই বছরের ছেলে শেহজাদ খান বীর...

দুই বছর আগেই মা হয়েছেন বুবলী, ছেলের নাম শেহজাদ খান!
29/09/2022

দুই বছর আগেই মা হয়েছেন বুবলী, ছেলের নাম শেহজাদ খান!

04/09/2022

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের।

উপজেলার সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু,র  ছোট ভাই ইব্রাহিম খলিল মেহেদী গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন...
04/09/2022

উপজেলার সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু,র ছোট ভাই ইব্রাহিম খলিল মেহেদী গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলায়হী রাজিউন,,

শেরপুরে ফাঁসিতে ঝুলে ছেলের সামনে মায়ের আত্মহত্যা!শেরপুরে  ৫ ম শ্রেণির শিক্ষার্থী নাফিস এর সামনে রাগ করে মা নাসরিন আক্তার...
03/09/2022

শেরপুরে ফাঁসিতে ঝুলে ছেলের সামনে মায়ের আত্মহত্যা!

শেরপুরে ৫ ম শ্রেণির শিক্ষার্থী নাফিস এর সামনে রাগ করে মা নাসরিন আক্তার (৩২) ওড়না প্যাচিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নাসরিন আক্তার প্রয়াত পরিবহন শ্রমিক বাবুর স্ত্রী, শহরের গৃদানারায়নপুরস্থ জনৈক কাজলের বাসায় দুই বছর যাবত নাসরিন আক্তার তার দুই ছেলে নাফিজ (১২) ও নাবিল (৮) কে নিয়ে ভাড়া থাকতেন।

নাসরিনের বড় ছেলে নাফিজ জানায়, প্রতিদিন আমি বাইরে খেলতে গেলে মা বকাবকি করতো। আজও তাই হয়েছে। এক পর্যায়ে মা আমার সাথে রাগ করে ঘরের দরজা বন্ধ করে বলতে থাকে আমি ফাঁসি দিয়ে মরে যাবো। তখন আমি দরজা ধাক্কিয়ে মার কাছে মাফ চাই, আর কোন দিন বাইরে যাবো না। দরজা না খোলায় এক পর্যায়ে জানালার পাশে যাই। এসময় দেখি মা তার গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলার চেষ্টা করছে। এসময় আমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে স্টিলের দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে নাসরিনের শ্বাস বন্ধ হয়ে ফ্যানের সাথে ঝুলে মারা যায়। পরে শেরপুর সদর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নাসরিনের শ্বশুর বাড়ি ঢাকার বিক্রমপুর এবং তার বাবার বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামে। ২০২০ সালে তার স্বামী বাবু ঢাকা-শেরপুর রোডে চলাচলরত শেরপুর চেম্বার অব কমার্সের বাসে চাকুরি করা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যায়।
নাসরিনের বড় ছেলে নাফিস স্থানীয় নবারুন পাবলিক স্কুলে ৫ম শ্রণিতে এবং নাবিল ইকরা মাদরাসায় নার্সারিতে পড়ছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল জানায়, এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেরপুরের আলোচিত বাবর অ্যান্ড কোং এর প্রতারনা ও ৫০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতষ্ঠিানের প্রতিষ্ঠাতা মৃত আবুল হাসেমের পু...
23/08/2022

শেরপুরের আলোচিত বাবর অ্যান্ড কোং এর প্রতারনা ও ৫০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতষ্ঠিানের প্রতিষ্ঠাতা মৃত আবুল হাসেমের পুত্র সুজন ও স্ত্রীকে আটক করেছে র‌্যাব।

প্রায় ৩ শতাধিক ব্যক্তির কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। দীর্ঘদিন আত্মগোপনে থাকা চক্রের সাজাপ্রাপ্ত মা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ বলেন, সকালে তুরাগ থানার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি কামরুজ্জামান সুজন এবং কামরুন নাহার হাসেমকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের বর্তমান চেয়ারম্যান সুজনের নামে আদালত থেকে ৩২টি গ্রেপ্তারি ও ৩টি সাজা পরোয়ানাসহ মোট ৩৫টি পরোয়ানা রয়েছে। এ ছাড়া কামরুন নাহার হাসেমের বিরুদ্ধে আদালত থেকে ৩টি গ্রেপ্তারি পরোয়ানা হয়।

জানা গেছে, শেরপুরে বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা ছিলেন সুজনের বাবা মৃত আবুল হাসেম। হাসেম জীবিত থাকাবস্থায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে ব্যবসার জন্য প্রলুব্ধ করে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেন। সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার একপর্যায়ে আবুল হাসেম মৃত্যুবরণ করায় তার ছেলে সুজনও একই প্রতারণা অব্যাহত রাখে।

একপর্যায়ে সুজন ব্যবসার জন্য অগ্রিম ইট বিক্রির ৪৫ কোটি টাকা ও চাল বিক্রির সাড়ে ৫ কোটি টাকা নিয়ে ঢাকায় পালিয়ে আসে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সুজনের মালিকানাধীন বাবর অ্যান্ড কোম্পানির এবং জেলা হাসপাতাল সড়কের নারায়নপুরে একটি তিন তলা বাড়ি রয়েছে।
মূলত এসব দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা বিভিন্ন ব্যবসা বাবদ অগ্রিম গ্রহণ করা হতো। সুজন ঢাকায় পালিয়ে আসার পর সাধারণ মানুষ তাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করাসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়। এ ছাড়া আদালতে একাধিক মামলাও করেন।

রাসেল ডোমিঙ্গোর পরিবর্তে সাকিবদের টি-টোয়েন্টি কোচের দায়িত্ব পেলেন শ্রীধরন শ্রীরাম। ভারতীয় এই কোচের সঙ্গে ইতোমধ্যেই চুক্ত...
19/08/2022

রাসেল ডোমিঙ্গোর পরিবর্তে সাকিবদের টি-টোয়েন্টি কোচের দায়িত্ব পেলেন শ্রীধরন শ্রীরাম। ভারতীয় এই কোচের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি সম্পন্ন করেছে বিসিবি।

 #বিজ্ঞাপনবাফার ফ্রী ইন্টারনেটের দুনিয়ায় আপনাকে স্বাগতম।একমাত্র WebLink-Sherpur  দিচ্ছে দ্রুত গতির ইন্টারনেট।শেরপুর শহরে...
15/08/2022

#বিজ্ঞাপন
বাফার ফ্রী ইন্টারনেটের দুনিয়ায় আপনাকে স্বাগতম।
একমাত্র WebLink-Sherpur দিচ্ছে দ্রুত গতির ইন্টারনেট।

শেরপুর শহরে ফ্রী সংযোগ পেতে কল করুন:
01885302095, 01733994644, 01714-037371

Address

Rezzaque Complex (3rd Floor)
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when শেরপুর নিউজ২৪ ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেরপুর নিউজ২৪ ডট কম:

Videos

Share

Category


Other Newspapers in Sherpur

Show All

You may also like