Md Rubel Rana

Md Rubel Rana "There is noting
Permanet
Except Change❤️🌹

07/04/2023
29/01/2023

ফ্রিলান্সিং পেশা🥰🥰

কোনো নিদিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের অধিনে না থেকে মুক্তভাবে কাজ করাকে ফ্রিলান্সিং বা মুক্তপেশা বলে। অল্প বিস্তর আমরা বুজে ফেলেছি।কিন্তু বিষয়টা কি তাই?

ফ্রিলান্সিং করে অনেকে লাখ লাখ টাকা উপার্জন করলে আমরা বিষয়টিকে কেন যেন টাকার তুলনায় মুল্যায়ন করি।।
তবে ফ্রিলান্সিং এর Skill এবং ধৈর্য অন্যান্য পেশার থেকে বেশি।।

বিশ্বব্যাংক প্রকাশিত বাংলাদেশ স্কিলস ফর প্রতিবেদনে বলা হয়েছে
দেশের কলেজ গুলো থেকে স্নাতক শেষ করা৭০% বেকার থাকে।যেখানে বেশি চাকুরী সুযোগ হয় না,সেখানে বিকল্প পেশা হিসাবে সম্মানজনক অবস্থানে আছে ফ্রিলান্সিং পেশা।।
ফ্রিলান্সিং এ বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে। বিশ্বে বাংলাদেশের দক্ষ পেশাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে শত শত কোটি টাকার❤️

আমরা চার দেয়ালে আাটকে না থেকে ফ্রিলান্সিং কাজ করে আমাদের জীবনমান উন্নয়ন করতে পারি।

আমাদের দেশের ফ্রিলান্সাররা দিন রাত কঠোর পরিশ্রম করে চলছে এবং দেশের অর্থনীতে বিরাট ভুমিকা রাখতেছে।

বাংলাদেশ ফ্রিলান্সিং খাতে কাজ করছে অনেক তরুণ। তাদের অনেকেই সফল ফ্রিলান্সার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে 🥰

বাংলাদেশের অর্থনেতিককে যেমন গার্মেন্টস শিল্প, আর বিদেশি রেমিট্যান্স ঘাম জড়ানো টাকা টিকিয়ে রেখেছে। ঠিক তেমন ভাবে ফ্রিলান্সিং ও বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে সাহায্যে করতেছে।

ফ্রিলান্সিং আয়ে বাংলাদেশর অবস্থান অষ্টম।। এবং বাংলাদেশের প্রবৃদ্ধি ২৭ শতাংশ। তাহলে এ থেকে বুজা যায় বর্তমান সময়ে ফ্রিলান্সিং এট মূল্য কতোটা।।

তাইতো নেপোলিয়ন বোনাপার্ট এর উক্তি বলতে ইচ্ছা করে,,,
তুমি একটা শিক্ষিত মা দাও,,
আমি শিক্ষিত জাতি উপহার দিবো।।🥰🥰
Source of knowledge

দেশের বেকারত্ব সমস্যা 😢😢   একদিন না একদিন আপনি বেকারত্ব কথা শুনে থাকবেন।এই সমস্যা শুধু আমাদের দেশে না।সারা পৃথিবীতে ছড়িয়...
29/01/2023

দেশের বেকারত্ব সমস্যা 😢😢

একদিন না একদিন আপনি বেকারত্ব কথা শুনে থাকবেন।এই সমস্যা শুধু আমাদের দেশে না।সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বেকারত্ব।
But আমাদের দেশের বেকারত্ব চরম ভাবে আাঘাত হেনেছে।

সিড়র,আয়লা,নারগিস, ঘূর্ণিঝড় এর চেয়ে বেশি আাঘাত হেনেছে এই বেকারত্ব। বেকার সমস্যা যেমন একজন মানুষ এর জন্য অভিশাপ,ঠিক তেমনি দেশ ও জাতির জন্য অভিশাপ।।

বেকারত্বের বৃদ্ধি অনেক কারণ আছে যেমন:
(১)জনসংখ্যা বৃদ্ধি :বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে কাজের সুযোগ তৈরি না হবার জন্য বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।।
(২)রাজনৈতিক অস্হিতিশীলতা: রাজনৈতিক অস্হিতিশীলতার জন্য এদেশে বিদেশি বিনিয়োগ কম হওয়ার পর্যাপ্ত কলকারখানা গড়ে ওঠে না। ফলে দেশের মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে না।😢

আমাদের দেশে ১৮-২০ কোটি মানুষ বাস করে। ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার ছোট দেশে এতো ঘন বসতি।আমাদের দেশে শিক্ষা হার এতো বেশি হবার পরেও কেন এতো বেকার মানুষ।

কেন এতো মানুষ এর মধ্যে হাহাকার। কেন এতো মানুষ চাকুরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে।কেন এতো বেকারত্ব সাথে নিয়ে ঘুরতে হয়।এর কোনো উত্তর আছে কি কারো কাছে, নাই কারো কাছে।।

একটা বেকার জীবন কতটা কষ্টদায়ক হতে পারে,সেটা কেবলমাএ বেকার মানুষটাই জানে।এই বেকার জীবনে কাউকে পাশে পাওয়া যায় না।
একটা শিশু তার সকল কষ্ট কান্নার মাধ্যমে প্রকাশ করে। কিন্তু একটা বেকার জীবন এর কষ্ট প্রকাশ এর কোনো মাধ্যম থাকে না।।

তাই পরিশেষে, ব্যর্থহীন ভাষায় বলি।।
জাতি হিসেবে আামাদের বাঁচতে হলে, বেকারত্ব সমস্যা সমাধানে সকলকে সঠিক সময় উপযোগী সিন্ধান্ত নিতে হবে। তাই সকলে আাসুন হাতে হাত রেখে দেশ ও জাতির কল্যায়নে কাজ করি বেকারত্ব দূর করি
তা না হলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।।

27/01/2023

যার জন্ম এক ফোটা নাপাক পানি দিয়ে
তার কিসের এতো অহংকার 😌
অহংকার তো তাকে মানায়
যে,সমগ্র পৃথিবীর মালিক 🥰

Address

Dhaka
Savar

Telephone

+8801614429697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rubel Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rubel Rana:

Videos

Share

Nearby media companies