29/01/2023
দেশের বেকারত্ব সমস্যা 😢😢
একদিন না একদিন আপনি বেকারত্ব কথা শুনে থাকবেন।এই সমস্যা শুধু আমাদের দেশে না।সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বেকারত্ব।
But আমাদের দেশের বেকারত্ব চরম ভাবে আাঘাত হেনেছে।
সিড়র,আয়লা,নারগিস, ঘূর্ণিঝড় এর চেয়ে বেশি আাঘাত হেনেছে এই বেকারত্ব। বেকার সমস্যা যেমন একজন মানুষ এর জন্য অভিশাপ,ঠিক তেমনি দেশ ও জাতির জন্য অভিশাপ।।
বেকারত্বের বৃদ্ধি অনেক কারণ আছে যেমন:
(১)জনসংখ্যা বৃদ্ধি :বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে কাজের সুযোগ তৈরি না হবার জন্য বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।।
(২)রাজনৈতিক অস্হিতিশীলতা: রাজনৈতিক অস্হিতিশীলতার জন্য এদেশে বিদেশি বিনিয়োগ কম হওয়ার পর্যাপ্ত কলকারখানা গড়ে ওঠে না। ফলে দেশের মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে না।😢
আমাদের দেশে ১৮-২০ কোটি মানুষ বাস করে। ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার ছোট দেশে এতো ঘন বসতি।আমাদের দেশে শিক্ষা হার এতো বেশি হবার পরেও কেন এতো বেকার মানুষ।
কেন এতো মানুষ এর মধ্যে হাহাকার। কেন এতো মানুষ চাকুরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে।কেন এতো বেকারত্ব সাথে নিয়ে ঘুরতে হয়।এর কোনো উত্তর আছে কি কারো কাছে, নাই কারো কাছে।।
একটা বেকার জীবন কতটা কষ্টদায়ক হতে পারে,সেটা কেবলমাএ বেকার মানুষটাই জানে।এই বেকার জীবনে কাউকে পাশে পাওয়া যায় না।
একটা শিশু তার সকল কষ্ট কান্নার মাধ্যমে প্রকাশ করে। কিন্তু একটা বেকার জীবন এর কষ্ট প্রকাশ এর কোনো মাধ্যম থাকে না।।
তাই পরিশেষে, ব্যর্থহীন ভাষায় বলি।।
জাতি হিসেবে আামাদের বাঁচতে হলে, বেকারত্ব সমস্যা সমাধানে সকলকে সঠিক সময় উপযোগী সিন্ধান্ত নিতে হবে। তাই সকলে আাসুন হাতে হাত রেখে দেশ ও জাতির কল্যায়নে কাজ করি বেকারত্ব দূর করি
তা না হলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।।