Rs RayhaN ChowdhurY

Rs RayhaN ChowdhurY তর্কে হেড়ে যেও জীবনে জিতে যাবা 🌸❤️

✌️ 🍀নোয়াখাইল্লা🌿 🤙
(2)

30/04/2024

সব কবর বাসী বাবা জান্নাতবাসী হোক,সব জীবিত বাবা দীর্ঘজীবি হোক!❤

30/04/2024

আটকানোর কথা আমার ঘড়ির সাথে তার ওড়না,অথচ আটকে সামনের মুসল্লির লুঙ্গির ভেতর আমার মাথা।

08/04/2024

আকাশের দিকে তাকিয়ে আছে সৌদি আরব,🌙🌒

অন্য দিকে বাংলাদেশ তাকিয়ে আছে সৌদি আরবের
দিকে! 🙂

মিশুক হয়ে বুঝলাম জীবনে অহংকার থাকা দরকার সহজে সবার সঙ্গে মিশার প্রয়োজন নেই..❤️‍🩹
02/04/2024

মিশুক হয়ে বুঝলাম জীবনে অহংকার থাকা দরকার সহজে সবার সঙ্গে মিশার প্রয়োজন নেই..❤️‍🩹

পুরুষ মানুষ না হয়ে যদি!আকাশ হতাম তাহলে-বৃষ্টি বাহানায় কেঁদে দিতাম!😅
01/04/2024

পুরুষ মানুষ না হয়ে যদি!
আকাশ হতাম তাহলে-বৃষ্টি বাহানায় কেঁদে দিতাম!😅

01/04/2024

মানুষকে খুশি রাখতে অনেক সেক্রিফাইস করছি ভাই.! কিন্তু শেষ মেশ দেখি.আমারেই সার্থপর.খারা"প বলে দায় দিয়ে গেছে.💔😒

নিজে কষ্টে থাকলেও,,💔 অন্যকে হাসানোর ক্ষমতা আছে আমার🤝💕
01/04/2024

নিজে কষ্টে থাকলেও,,💔
অন্যকে হাসানোর ক্ষমতা আছে আমার🤝💕

01/04/2024

আমি মানুষটা একটু অন্য রকম, আমি কি চাই, কেন চাই তা কাউকে বোঝাতে পারি না, কাছের মানুষদের উপর অনেক বেশি প্রশংসা করে ফেলি, ধরে নেই তারা আমাকে বুঝবে, আমার সফল হচ্ছের মূল্য দেবে, কিন্তু এসবের কিছু হয় না,

01/04/2024

অভিযোগ করছি না 😊
কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে হই
জীবন টা এমন না হলেও পারতো...? 😅😊

01/04/2024

হারিয়ে ফেলেছি মানসিক শান্তি !
অন্ধকার শহরে আর হাঁটতে চাই না ""
নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে ""!!

হয়তো বাসার কেউ জানবেও না কোনোদিন কতটা খারাপ লেগে উঠলে এভাবে নিস্তেজ রাস্তায় বসে পড়ে একজন পুরুষ। এই পুরুষই কারো বাবা ব...
26/03/2024

হয়তো বাসার কেউ জানবেও না কোনোদিন কতটা খারাপ লেগে উঠলে এভাবে নিস্তেজ রাস্তায় বসে পড়ে একজন পুরুষ। এই পুরুষই কারো বাবা বা আদরের সন্তান, কারো ভাই বা কারো অবহেলিত স্বামী। যাকে পরিবারের সবার দায় নিতে হয়, মন রাখতে হয়। শ্যাম-কূল দু'টো রাখতে গিয়ে কখনযে ধুসর রঙে নিপতিত হয়ে যেতে হয় নিজেও জানে না। ভাল থাক পুরুষ নামের বটবৃক্ষরা।

গরুর গোস্ত হালাল খাবার।।অনুরোধ রইলো সবার প্রোফাইল থেকে দেখতে চাইযাতে শয়তানের জলে !
22/03/2024

গরুর গোস্ত হালাল খাবার।।
অনুরোধ রইলো
সবার প্রোফাইল থেকে দেখতে চাই
যাতে শয়তানের জলে !

17/03/2024

আমাদের চোখে সেরা মানুষের সংজ্ঞা কী? অনেক পড়াশোনা জানা, অনেক সম্পদের অধিকারী ইত্যাদি। চলুন দেখে নিই আমাদের প্রাণপ্রিয় রাসূলের (সা) চোখে সর্বশ্রেষ্ঠ মানুষের গুণাবলীগুলো। রাসূলের (সা) বিভিন্ন হাদীস থেকে সেরা মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি। হাদীসগুলো থেকে কয়েকটি নিচে তুলে ধরা হলো।

হাদীস ১
তোমাদের মধ্যে সর্বসেরা সে, যে কুরআন শিখে এবং শেখায়।

(বুখারী, পর্ব: ফাজায়েলুল কুরআন, অধ্যায়: ২১ হাদীস নং: ৫০২৭)

হাদীস ২
নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।

(বুখারী, পর্ব: শিষ্টাচার, অধ্যায়: উত্তম চরিত্র, হাদীস নং: ৬০৩৫)

হাদীস ৩
তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।

(বুখারী, পর্ব: উকীল নিযুক্তকরণ, অধ্যায়: ৬, হাদীস নং: ২৩০৫)

হাদীস ৪
তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যান আশা করে, অনিষ্টের আশংকা করে না।

( তিরমিজী, পর্ব: ফিতান, অধ্যায়: ৭৬, হাদীস নং: ২২৬৩/২৪৩২)

হাদীস ৫
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তার পরিবারের নিকট ভালো।

(ইবনে হিব্বান, পর্ব: বিবাহ, অধ্যায়: স্বামী-স্ত্রীর জীবনাচার, হাদীস নং: ৪১৭৭)

হাদীস ৬
তোমাদের মধ্যে সে সর্বোত্তম, যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়।

(সহীহুল জামে’, হাদীস নং: ৩৩১৮)

হাদীস ৭
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি, যে সালাতে কোমল-স্কন্ধ। (অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ নরম করে তাকে সুযোগ করে দেয়)।

( আবূ দাঊদ, পর্ব: সালাহ, অধ্যায় ৯৬, হাদীস নং:৬৭২ )

হাদীস ৮
সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়।

(জা-মিউল আহাদীস, হাদীস নং: ১২১০১ )

হাদীস ৯
সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যানকর উপকারী।

(সহীহুল জা-মি’, হাদীস নং: ৩২৮৯ )

হাদীস ১০
আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।

(তিরমিজী, পর্ব: সদ্ব্যবহার ও সুসম্পর্ক, অধ্যায়: ২৮, হাদীস নং: ১৯৪৪)

হাদীস ১১
শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহাবীগন প্রশ্ন করলেন-সত্যবাদী মুখ বুঝা গেলো, কিন্তু পরিচ্ছন্ন অন্তরবিশিষ্ট কে?

নবীজি ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ-নির্মল, মুত্তাক্বী, যাতে কোন পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।

(সহীহুল জা-মি’, হাদীস নং: ৩২৯১)

আল্লহ তা’আলা আমাদেরকে সর্বোত্তম মানুষের সবগুলো গুণ দান করুন এবং প্রকৃত ঈমানদার মানুষ হওয়ার তাউফীক দান করুন। আমিন।।

Always 🌸🌺🥰
29/02/2024

Always 🌸🌺🥰

31/12/2023

সাবধান মুসলিম 🙏🙃

29/12/2023

কর্মস্থলে যিনি বেশি ফাঁকি দেয় তার কন্ঠ সবসময়ই উঁচু থাকে আর যিনি কর্মঠ নিষ্ঠাবান তিনি সর্বদা নির্যাতিত ও অপমানিত হন।

21/12/2023

আগে বিকেলে কাটতো বন্ধুদের সাথে হাসি আড্ডা আনন্দ খেলাধুলার মাঝে আর এখন কাটে বিষন্নতায় জীবন বদলে গেছে বদলে গেছে সেই সোনালী দিন গুলো 🙂🖤

21/12/2023

অধিকাংশ পরিবার/বংশে একজন করে ভূমিদস্যু থাকে, যাদের কাজ হলো আপন ভাই-বোন/ভাতিজা-ভাতিজি/ভাগিনা-ভাগনিদের ভূমি আত্মসাৎ করা!

13/12/2023

"ক্ষত সারাইতে চাই.!🙂
"আর মানুষ কি'না সেই ক্ষত স্থানেই বার বার স্পর্শ করে..!💔🙂🥀

13/12/2023

নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করো না কারন পাথর কিন্তু তার ওজনের জন্য ডুবে যায়...!💔😅

12/12/2023

আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা..!!
- এখন ছোটদের ভয় পাই ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা..!!

14/11/2023

খারাপ সময় টাও আল্লাহর দেওয়া নিয়ামত , তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করেন
আলহামদুলিল্লাহ!🌸

12/11/2023

আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন ✌️💯

09/11/2023

৭০ টাকা লিটার সয়াবিন তেল যদি ২২০ টাকা হতে পারে, ৮০০০ টাকা বেতন কেন ২৩,০০০ হতে পারবে না?

30/10/2023

তুমি কতটা কষ্টে আছো তা কেও দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না।

28/10/2023

সবাই ধৈর্য সহকারে শুনুন 🌺







27/10/2023

জীবনে বড় হতে গেলে, আঘাত আর অভাব পাওয়াটাই জরুরি 😅

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rs RayhaN ChowdhurY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rs RayhaN ChowdhurY:

Videos

Share

Nearby media companies