Talha93

Talha93 আলহামদুলিল্লাহ

পুরুষদের বলছি...মুড সুইংসের অজুহাতে খারাপ আচরণ মেনে নেওয়া বন্ধ করুন!!!⚠️⚠️⚠️⭕ এখন সময় এসেছে নিজের আত্মসম্মানের জন্য সীমা...
22/01/2025

পুরুষদের বলছি...
মুড সুইংসের অজুহাতে খারাপ আচরণ মেনে নেওয়া বন্ধ করুন!!!⚠️⚠️⚠️
⭕ এখন সময় এসেছে নিজের আত্মসম্মানের জন্য সীমা টানার। অনেক পুরুষকে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে, যেখানে নারীদের খারাপ আচরণ সহ্য করতে বলা হয়, কারণ বলা হয়—"তার মুড ভালো নেই।" আসলে এটি মুড সুইংস নয়; এটি খারাপ অভ্যাস, শৃঙ্খলার অভাব, আর সঠিক পারিবারিক শিক্ষার ঘাটতি। প্রকৃত শৃঙ্খলিত ব্যক্তি কখনো তার আবেগকে অন্যের প্রতি খারাপ আচরণের অজুহাত বানায় না। তাই "খারাপ দিন যাচ্ছে" এই ধরণের কথা বলে অসম্মান ও রুক্ষ আচরণ মেনে নেওয়া বন্ধ করুন!

⭕ সবাই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। নারী-পুরুষ সবাই জীবনের চাপ, হতাশা আর আবেগের ভার অনুভব করে। কিন্তু প্রকৃত সুশৃঙ্খল চরিত্রবানরা জানে কীভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতে হয়। শৃঙ্খলা মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, যাতে তা অন্যের সঙ্গে আচরণে প্রভাব না ফেলে। কারও খারাপ মুড কখনোই তার খারাপ আচরণের যুক্তি হতে পারে না।

⭕ যদি কোনো নারী বারবার আপনার প্রতি রাগ ঝাড়ে, অসম্মান করে, অথবা "মুড খারাপ" বলে খারাপ আচরণকে বৈধতা দেয়, তবে বুঝুন আপনি এমন একজনের সঙ্গে আছেন যার আত্মনিয়ন্ত্রণের অভাব। এটি সাময়িক কোনো বিষয় নয়। এটি গভীর সমস্যা—অপরিপক্কতা এবং নিজের দায়িত্ব অন্যের ওপর চাপানোর প্রবণতা।

⭕ পুরুষেরা, এই ধরণের আচরণ মেনে নেওয়া বন্ধ করুন। আপনি যদি কোনো পুরুষের কাছ থেকে এমন আচরণ সহ্য না করেন, তাহলে নারীর ক্ষেত্রেও ছাড় দেবেন না। একজন পরিণত, শৃঙ্খলিত নারী জানে কীভাবে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং আপনাকে তার হতাশার শিকার হতে দেবে না। সম্পর্ক হলো পারস্পরিক সম্মানের জায়গা, আবেগের ভার চাপানোর স্থান নয়।

⭕ খারাপ আচরণ শুধু সম্পর্ক নয়, পুরো পরিবারকেও ধ্বংস করে। যদি কেউ এখনই নিজের আবেগ সামলাতে না শেখে, ভবিষ্যতে বিয়ে, সন্তান, বা আর্থিক চাপে কী করবে? আজকের "মুড সুইংস" কালকের অন্তহীন ঝগড়া হয়ে উঠবে। নিজের জন্য এই ধরণের সমস্যার শেকড় তৈরি করবেন না।

⭕ সমাজ যা-ই বলুক না কেন, খারাপ আচরণকে প্রশ্ন করা মানে সংবেদনহীন হওয়া নয়। সম্মান এবং শৃঙ্খলা দাবি করা একজন দায়িত্বশীল পুরুষের বৈশিষ্ট্য। আপনি থেরাপিস্ট নন, কিংবা কারও আবেগের ভার সারাজীবন ধরে সহ্য করে, ঠিক করার চেষ্টা দায়িত্ব আপনার নয়। যার সমস্যা আছে, সে তা নিজে সমাধান করবে।তাকে সমাধানের সুযোগ দিতে হবে।যদি সে ব্যর্থ হয়,তাহলে আপনাকে পরবর্তী পদক্ষেপ চিন্তা করতে হবে।

⭕ নিজের সীমা নির্ধারণ করুন এবং তাতে অটল থাকুন। পরিষ্কার করে বুঝিয়ে দিন— মাত্রাতিরিক্ত খারাপ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে সময় দিন শুধরানোর, যদি সে নিজেকে শুধরাতে না পারে, তবে তার থেকে সরে আসুন। জীবন খুব ছোট, এমন মাত্রাতিরিক্ত খারাপ আচরণ করা সঙ্গে জীবন কাটানো দুরূহ, যে নিজের আবেগ সামলাতে জানে না।

⭕ মনে রাখবেন, একজন অশৃঙ্খলিত নারী আপনার মানসিক শান্তি নষ্ট করবে। নিজের শান্তি রক্ষা করুন। একজন পরিণত এবং দায়িত্বশীল নারী জানবে যে সম্মান সম্পর্কের ভিত্তি, যা শর্তহীনভাবে থাকা উচিত। সচেতন থাকুন, আর নিজের জন্য সেরা জীবন তৈরি করুন।

ডা: সাইদ হোসেন ইমন
ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ান

21/09/2024

একটা কথা সবসময় মনে রাখবেন,

কোনো ভাইরাল টপিক কিংবা ইন্সিডেন্টে যদি বুঝতে না পারেন যে, আপনি কোন পক্ষ নিবেন, তাহলে বামপন্থী, শাহবাগী, প্রথম আলো, ডেইলি স্টার, একাত্তর টিভি এবং সুশীলরা যেই স্ট্যান্ড নিবে, আপনি অনায়াসে তার বিপরীত স্ট্যান্ড নিবেন।

কারণ, সজ্ঞানে হোক আর অজ্ঞানে, সবসময় দেশের শত্রুর দালালি করা এদের মজ্জাগত স্বভাব।

সকাল ১০ টা স্থান ফার্মগেট : সার্জেন্ট, রিক্সা চালাক ও যাত্রীর মধ্যে কথোপকথন।  সার্জেন্ট  টু যাত্রী : আস্সালামু আলাইকুম স...
14/09/2024

সকাল ১০ টা স্থান ফার্মগেট :

সার্জেন্ট, রিক্সা চালাক ও যাত্রীর মধ্যে কথোপকথন।

সার্জেন্ট টু যাত্রী : আস্সালামু আলাইকুম স্যার, কোথা থেকে এসেছেন?
যাত্রী : জিগাতলা
সার্জেন্ট : স্যার এই নিষিদ্ধ অটো রিক্সা নিয়ে এখানে কেন আসলেন?
যাত্রী : আমি নিয়মিত এখানে রিক্সা করে আসি।
সার্জেন্ট: স্যার এই ধরনের অটো ৫ তারিখের আগে কি এই সব এলাকায় চলতে দেখছেন?

যাত্রী : সে একটু ইংরেজিতেই বলা শুরু করলো, how will he survive? he is poor. And your responsibility to stop this রিক্সা.
সার্জেন্ট : dont you have any responsibility? I think that you are completely responsible for this crisis. If you don't use this sort of auto, He cannot pull this auto on this busy road.

যাত্রী : he is poor. সে কি খাবে? তাদের কর্ম দিন আগে তারপর বন্ধ করুন।
সার্জেন্ট : i know he is poor, কিন্তু স্যার আপনি প্রতিদিন বাসায় গিয়ে ঝর তুলেন রাস্তায় অটো সয়লাব কেউ দেখার নাই। আপনি কেন তার জন্য কর্ম সংস্থান করছেন না?
যাত্রী : এটা আমার কাজ না।
সার্জেন্ট : আপনার যদি রিক্সা চালকের কর্ম সংস্থান তৈরির কাজ না হয়। সরকার কবে থেকে বাংলাদেশ পুলিশ কে দায়িত্ব দিলো রিক্সা চালকের কর্ম সংস্থান তৈরির?

সার্জেন্ট টু রিক্সা চালক:
ভাই আপনি এখানে কত দিন যাবৎ আসেন
চালক: স্যার ২ দিন। এর আগে কখনো আসতে পারতেন এই এলাকায় না স্যার। মহল্লায় চালাতাম।

সার্জেন্ট : এখন কেন আসলেন?
চালক : স্যারেরা এখন নিয়ে আসে।

সার্জেন্ট: এদিকে আসা নিষেধ আর আসবেন না এদিকে
।গ্যারেজে গিয়ে সবাইকে বলবেন প্রধান সড়কে অটো চালানো নিষেধ।
চালক : ঠিক আছে স্যার এদিকে আর আসবো না। সবাইকে বলে দিবো।

মরাল অব দা স্টোরি : জনগন ভাবে বাংলাদেশের সকল কাজ বাংলাদেশ পুলিশের। আর জনগনের কাজ পুলিশ কে গালি দেয়া।

সার্জেন্ট আসাদুজ্জামান থেকে সংগৃহিত

26/08/2024

যারা আজকে (২৬ আগস্ট) হিন্দুদের ত্রাণ দিতে যাবেন তারা কিছু ফল জাতীয় খাবার নিবেন।

কারণ কাল জন্মাষ্টমী
অনেক হিন্দু ভাই উপবাস থাকবে

14/08/2024

আমি সংখ্যালঘু ভাইদের অনুরোধ করবো, আপনাদের সাপোর্ট সঠিক দলকে দিন।

13/08/2024

Always remember job is a wrong idea.
D.Younus sir

12/08/2024

একজন অন্য ধর্মের ভাই আমাকে প্রশ্ন করেছেন।
একজন আলেমকে কিভাবে ধর্ম উপদেষ্টা বানানো হয়।
যিনি কিনা শুধু ইসলাম ধর্মের পন্ডিত।
যার জেনারেল শিক্ষায় কোনো জ্ঞান নাই।
সেই দাদার জন্য।

12/08/2024

যারা বাবরি মসজিদ ভেঙে, রাম মন্দির বানাইছে । তারা আমাদের শেখাতে আসে, সংখ্যালঘুদের কিভাবে নিরাপত্তা দিতে হয়।

11/08/2024

সাধারণ হিন্দু ভাইদের এ সব অসাধারণ হিন্দুদের গুজব থেকে সতর্ক থাকা উচিত।

10/08/2024

রংপুরা মফিজ।

09/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

21/08/2023

প্রতিদান। জসীমউদ্দিন। তালহা সরকার ইমরান।

17/08/2023

শুধু তোমার জন্য। নির্মলেন্দু গুণ। তালহা সরকার ইমরান।
youtube link > https://www.youtube.com/

Address

Savar

Telephone

+8801737276023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talha93 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talha93:

Videos

Share