CompuCare Academic Center

CompuCare Academic Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CompuCare Academic Center, Video Creator, Lohagara, Chottogram, Satkania.

রাসেল ভাইপারঃএই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম...
20/06/2024

রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।
(কপি )

01/06/2024

বর্তমান জেনারেশনে প্রত্যেকটা স্কুল-কলেজে কম্পিউটারের বেসিক কাজ গুলো শিখানোর জন্য একটা কম্পিউটার কোর্স রাখা অনেক গুরুত্বপূর্ণ।

কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি...
বর্তমান-ভবিষ্যৎ এ দেশে-বিদেশে যে কোন কর্মে কম্পিউটার ছাড়া চলবেই না। বিদেশে হাই লেভেলের কাজ থেকে শুরু করে একটা পানির বোতল বিক্রি করার কাজ পর্যন্ত কম্পিউটার দিয়ে করে থাকে।

বাংলাদেশের মানুষ প্রবাসে গিয়ে পাশের দেশ ইন্ডিয়ার মানুষের থেকে অনেক পিছিয়ে কেন জানেন? একমাত্র ইংলিশ এবং কম্পিউটার সম্পর্কে অজ্ঞ বলে।

যদি ধনী হতে চান তাহলে কম্পিটারের বেসিক কাজ গুলো শিখে ফেলুন।
যদি উচ্চতর স্টাডি করার ইচ্ছে থাকে তাহলে কম্পিটারের বেসিক কাজ গুলো অবশ্যই খুব শীগ্রই শিখে ফেলা উচিৎ।

অনেকেই আছে ভার্সিটিতে অনার্স-মাস্টার্স করে ফেলেছে কিন্তু কোনো টপিক নিয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন মেইক করতেও পারে না। তার কারণ হচ্ছে সঠিক সময়ে কম্পিউটারের স্কিল অর্জন করতে ব্যার্থ হওয়া।

বর্তমানে অন্যতম জনপ্রিয় কর্ম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। এ কর্ম স্থানে গিয়ে, ঘরে বা বাহিরে যেকোনো জায়গায় বসে ডলার ইনকাম করে যাচ্ছে অনেক বাংলাদেশী। তার জন্য দক্ষ হতে হলে, প্রথম কাজ হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া।
তাছাড়া কম্পিউটার এর উপর বেসিক স্কিল থাকলে আপনি ঘরে বসে বা বাইরের বিভিন্ন দেশে খুব সহজে ইনকাম সোর্স এর ব্যবস্থা করতে পারবেন।বর্তমান বিশ্ব সম্পূর্ন মেশিনের উপর নির্ভর।তাই কম্পিউটার এর উপর বেসিক জানা টা খুব জরুরি।🖥️

17/04/2024

আস-সালামু আলাইকুম সবাইকে।
এই ভিডিওতে আমরা শিখবো, কিভাবে বাইনারিতে বিয়োগ করতে হয়।


14/04/2024

ICT তে খুব সহজে A+ পাওয়ার উপায়?
আশা রাখি তোমরা সবাই আইসিটি প্র‍্যাক্টিকেলে ২৫-২৫ পাবে এটা ধরে রাখো। কারন আইসিটি প্র্যাক্টিক্যালে কখনোই নাম্বার কম দেওয়া হয় না। ২৫ পেলে A+ পেতে আর কত নাম্বার লাগবে? মাত্র ৫৫ নাম্বার !!! প্রশ্ন হচ্ছে ৫৫ নাম্বার কীভাবে পাবো? এখন আসি কী পড়বো? প্রশ্ন কীভাবে আসবে?

১ম অধ্যায়ঃ
গ্লোবাল ভিলেজের উপাদান,ভার্চুয়াল রিয়েলিটি,ক্রায়োসার্জারি, বায়োম্যাট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি…

মাত্র এই ৫টি টপিক পড়লেই তুমি এখানে ১০ এর মধ্যে মিনিমাম ৯ পাবেই। মাত্র ৩-৪ ঘন্টা মনোযোগ দিয়ে পড়লেই এই অধ্যায় শেষ হয়ে যাবে।

২য় অধ্যায়ঃ
ডেটা ট্রান্সমিশন (মোড,মাধ্যম,এলিমেন্ট),ওয়াইফাই,ওয়াইম্যাক্স, হাব ও সুইচ, নেটওয়ার্ক ,ক্লাউড কম্পিউটিং।

এই কয়েকটা টপিকস পড়লেই এনাফ! তবে এই অধ্যায়ের সব থেকে ইম্পরট্যান্ট টপিকস হচ্ছে নেটওয়ার্ক টপোলজি।

৩য় অধ্যায়ঃ
২ এর পরিপূরক, লজিক গেইট, সার্বজনীন গেইট, এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার বাস্তবায়ন। ডি মর্গানের সমীকরনটা জাস্ট মুখস্থ করো। খ নংয়ে আসতে পারে। মূলত এই অল্প কয়েকটা টপিকস পড়লেই শেষ! এই অধ্যায় থেকে এন্সার করলে স্যার ১০ এ ১০ দিতে বাধ্য।

৪র্থ অধ্যায়ঃ
ওয়েবসাইট কাঠামো,HTML,টেবিল তৈরি,ছবি সংযোজন, hyper link সংযোজন। মাত্র এই কয়েকটা টপিকস। এটা খুব ছোট অধ্যায়। এই অধ্যায়ের ব্যাখামূলক পড়া হচ্ছে ওয়েবসাইট কাঠামো, যেটা খুবই সহজ আর মজার। এই কাঠামো থেকে মূলত প্রশ্ন আসলে আসবে উদ্দীপকটি ট্রি নাকি হাইব্রিড নাকি লিনিয়ার কাঠামো? ব্যাখা কর এই টাইপ প্রশ্ন খুবই সহজ মাত্র ১০ মিনিট পড়লেই কাঠামোর কাহিনী শেষ! মাত্র ২ -২.৫ ঘন্টা মন দিয়ে বুঝে পড়লে এই অধ্যায় খতম!

৫ম অধ্যায়ঃ
কম্পাইলার, Interpoler ,ডেটা টাইপ, Algorithm ও ফ্লোচার্ট(সেলেসিয়াস ও ফারেনহাইট, লিপ ইয়্যার, সমান্তর ধারা, গ.সা.গু, ল.সা.গু, ফ্যাক্টেরিয়াল Program ) এই অধ্যায় নিয়ে তোমরা অনেকেই ভয় পাও! কিন্তু এই অধ্যায়টা অনেক সহজ এন্ড মজার। গ,ঘ নংয়ে একটা করে প্রোগ্রাম লিখে দিবা ফুল মার্কস পাবা।

যারা মোটামুটি ভালো পারো তারা পুরা বই রিভিশন দেওয়ার চেষ্টা করো।

#কোনো টপিক না বুঝে থাকলে প্রশ্ন করো।

আস-সালামু আলাইকুম। প্রাণ প্রিয় সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। 🌙
13/04/2024

আস-সালামু আলাইকুম।
প্রাণ প্রিয় সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। 🌙

31/03/2024

আস-সালামু আলাইকুম সবাইকে।
এই ভিডিওতে আমরা শিখবো, কিভাবে বাইনারিতে যোগ করতে হয়।

Address

Lohagara, Chottogram
Satkania

Website

Alerts

Be the first to know and let us send you an email when CompuCare Academic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category