মুক্তির মঞ্জিল

  • Home
  • মুক্তির মঞ্জিল

মুক্তির মঞ্জিল আস্সালামুওয়ালাইকুম.. ইসলামের দাওয়াত ?

29/06/2021

প্রিয় রাহাবার দীর্ঘ ১১টি বছর জালিমের জেলখানায় বন্দি

শহীদ ওমর ফারুক ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই...সাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশে অসাম্প্রদায়িকতা সন্ত্রাসী রুখে দাও....হে আ...
21/06/2021

শহীদ ওমর ফারুক ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই...
সাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশে অসাম্প্রদায়িকতা সন্ত্রাসী রুখে দাও....
হে আল্লাহ ওমর ফারুক ভাইকে তুমি শহিদ হিসাবে কবুল করে নাও...তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন..তার পরিবারকে হেফাজত করুন..তার পরিবারকে জালিমদের জুলুম থেকে রক্ষা করুন..তার পরিবারেরর সদস্যদের ইসলামের ওপর অটুট রেখে ঈমান নিয়ে তোমার কাছে যেতে পারে সেই শক্তি ধৈর্য্য তুমি তাদের দান কর..(আমিন)

03/06/2021

প্রতিষ্ঠা লঘ্ন থেকে দীর্ঘ ৮০বছর জামায়াত ইসলামী বিভিন্ন ষড়যন্ত্রের শিকার,, এত ষড়যন্ত্র করেও জামায়াত ইসলামকে আদর্শ থেকে এক বিন্দু সরাতে পারল না...।

এই ষড়যন্ত্রে জামায়াত ইসলামী ক্লান্ত নই বরং জামায়াত ইসলাম এই সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে দ্বীন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে...।

26/05/2021

বর্তমান সৌদি আর ২০১৫ সালের আগের সৌদি এক না...
ইতিহাস খুললে দেখবেন ২০১৫ সালের আগে সৌদির অবস্থা কেমন ছিল আর বর্তমান সৌদির অবস্থা কেমন হয়ছে...।

সালমান ক্ষমতাই বসার পর থেকে সৌদির চেহারা পুরো পাল্টে দিয়েছে...পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম দেশটি আজ কাফেরদের নিরাপদ আবাসস্থলে পরিণত করেছে কিং সালমান..।

সালমান ক্ষমতাই আসার পর থেকে ইসলামকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের সাথে হাতে হাত রেখে ইসলামকে ধ্বংসের নীল নকশা তৈরি করেছে...
তারই ধারাবাহিকতাই সালমান সৌদিতে প্রচলিত ইসলামিক নিয়মকানুন তুলে দিয়ে পাশ্চাত্যের নিয়মকানুন চালু করে যাচ্ছে...।
এবং কি আল্লাহর আইন পর্যন্ত বিচার ব্যবস্থা থেকে তুলে দিতে পিছপা হচ্ছে না এই জালিম সালমান...

লক্ষ্য করলে আরো দেখবেন সালমান ক্ষমতাই বসার পর থেকে মুসলিম দেশ গুলো ছেড়ে দিয়ে কাফের ইহুদি দেশ গুলোর সাথেই মজবুত বন্ধুত্ব গড়ে তুলতেছে...
এবং কি যুক্তরাষ্ট্রের সৈন্য নিজ দেশে রেখে মুসলিম দেশ ইয়ামেনে হামলা চালাচ্ছে...।

সালমানের ইসলাম বিদ্বেষী মনোভাব ইসলাম ধ্বংসে যেই নীল নকশা করেছে তার বিরোদ্ধে প্রতিবাদ করা তার অন্যায়ের সমর্থন না করা একজন ঈমানদারের দায়িত্ব ও কর্তব্য...।

আমরা সেই আগের সৌদিকে চাই...। সালমানের বানানো এই পাশ্চত্যের বেহায়াপনা সৌদিকে চাই না..।

24/04/2021

জালিম শাসকদের সমর্থনকারীদের পরিণতি..শাইখ আহমুদুল্লাহ
সাবধান হে মুসলমান

20/04/2021

যারা দেশের বন্ধু জনগণের বন্ধু তারা পাই রাষ্ট্রীয় নির্যাতন...
আর
যারা দেশের শত্রু জনগণের শত্রু তারা পাই রাষ্ট্রীয় সম্মান..।

19/04/2021
30/03/2021

জালিমদের মুসলিম নিধনের এই খেলার বিরোদ্ধে যদি সোচ্চার হতে না পারেন নিজেদের অবস্থান শক্তিশালী করতে না পারেন তাহলে খুব শীঘ্রই মুসলিমকে নির্মূল করে দিবে...যেমনটা স্পেন,, ময়ানমার, সিরিয়া,সহ বিভিন্ন দেশে হয়ছে এবং এখনো হচ্ছে...ওই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের..একসময় মুসলমানরা যেই দেশ গুলো শাসন করত সেই দেশ আজ শাসন করে ভিধর্মীরা..মুসলিমদের কৌশলে নিধন করে ভিধর্মীদের দেশে পরিণত করেছে...
জালিমদের এই চক্রান্ত থেকে কেউ রেহাই পাবে না..যদি মুসলিমরা ঐক্য না হয়..আজ যারা মুসলিম হয়েও আলেমদের বিরোদ্ধে লড়াই করতেছে তাদেরকে বলব ইহুদি জালিমদের এই চক্রান্ত আপনাকে দিয়ে সফল করতেছে..আপনাকে দিয়ে অন্য মুসলিম নিধন করে তারপর তারা আপনাকে নিধন করবে. যা ইতিহাস খুলে দেখলে বুজা যায়..তারা আজ আপনাদের ক্ষমতার লোভ দেখিয়ে আলেমদের বিরুদ্ধে মাঠে নামিয়ে দিচ্ছে আলেমরা শেষ হলে তারা আপনার ক্ষমতা চিনিয়ে নিয়ে আপনাকে শেষ করে তাদের রাজ্যত্ব শুরু করবে...
তাই আসুন ভাই,,
ফতোয়াবাজি না করে মুসলিম নিধনের এই খেলার বিরুদ্ধে রুখে দাঁড়ায়..
জালিমদের হাত গুড়িয়ে দিয়ে সত্যের জয় করি...।

ইসলাম বিদ্ধেষী কোম্পানী আড়ং কে বয়কট করুন...৯০% মুসলিম দেশে ইসলাম বিরোধী সমস্ত অপশক্তিকে নির্মূল করুন
16/03/2021

ইসলাম বিদ্ধেষী কোম্পানী আড়ং কে বয়কট করুন...
৯০% মুসলিম দেশে ইসলাম বিরোধী সমস্ত অপশক্তিকে নির্মূল করুন

26/02/2021

চমৎকার ইসলামী সংগীত
সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান..
বার বার শুনতে মন চাই...।

নির্লজ্জ জাতি আমরা...অন্যায়ের বিরুদ্ধে আজ আমরা ভীতু জাতি...যেই জাতি ৩০লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে সেই জাতি...
25/02/2021

নির্লজ্জ জাতি আমরা...
অন্যায়ের বিরুদ্ধে আজ আমরা ভীতু জাতি...
যেই জাতি ৩০লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে সেই জাতি আজ স্বাধীনতার বেড়া জালে স্বাধীনতাকে ধ্বংস করে দিচ্ছে..
বাংলার জমিনে এমন নৃশংস হত্যাযঙ্ঘ আমদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা পারি নি সেই অর্জিত স্বাধীনতাকে ধরে রেখে অন্যায়ের বিরোদ্ধে সোচ্ছার থাকতে...।
২৫শে ফেব্রুয়ারির সকল শহিদ সেনাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা...।

24/02/2021

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করি তে পারি নি চিৎকার...গানটি গাওয়া হয়েছে পিলখানা হত্যার মর্মান্তিক ঘটনার জন্য...
আশা করি আপনাদের ভালো লাগবে...।ইনশাআল্লাহ
পরিকল্পিত এই হত্যা বাংলার জমিনে নেমে আসে এক কালো অধ্যায়...।
ইনশাআল্লাহ একদিন এই কালো অধ্যায়কে ছেদ করে আলোর দিশা ফোটে ওঠবে আল্লাহর কাছে সেই আলোর জন্য প্রার্থনা করি..।

Address


Telephone

+8801853438106

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তির মঞ্জিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুক্তির মঞ্জিল:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share