P r i y a

P r i y a Silence is the best answer of all stupid question ⁉️
(15)

কথা বললে মায়া বাড়ে একথা ঠিক,,কিন্তু কথা না বললে মায়া কমে না....                                                    শু...
17/12/2023

কথা বললে মায়া বাড়ে একথা ঠিক,,
কিন্তু কথা না বললে মায়া কমে না....

শুভ সন্ধ্যা 🫠

😌😌
13/12/2023

😌😌

10/12/2023
10/12/2023

আফসোস ছাড়া কিছুই রইলো না

🥰🥰🌸🌸
09/12/2023

🥰🥰🌸🌸

👍🌸
08/12/2023

👍🌸

🤗🫠🌸
07/12/2023

🤗🫠🌸

05/12/2023

আলহামদুলিল্লাহ 😔

আমি তোমাকে চাই,,এই চাওয়া মানে এরকম নয় যে,,, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না..হয়তো মরার মতো😌🌸                         ...
05/12/2023

আমি তোমাকে চাই,,
এই চাওয়া মানে এরকম নয় যে,,,
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না..
হয়তো মরার মতো😌🌸
প্রিয়া❣️

🌸🌸
05/12/2023

🌸🌸

04/12/2023

👍🌸👍

😉
04/12/2023

😉

🥰🥰
04/12/2023

🥰🥰

04/12/2023

🥰✅✅

100%right🤗😏😏
04/12/2023

100%right🤗😏😏

03/12/2023

Block list টা তৈরি হয়েছিল,, অপরিচিতদের দূরে রাখার জন্য... কিন্তু সেটা ব্যাবহার হয় প্রিয়জনদের জন্য ☺️🌸🌸

যাকে একবার ভালোবাসা যায় ,সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয়,, তবুও তাকে ঘৃণা করা সম্ভব নয়..আর যদি ঘৃণা করা সম্ভব হয়,,তব...
03/12/2023

যাকে একবার ভালোবাসা যায় ,সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয়,, তবুও তাকে ঘৃণা করা সম্ভব নয়..
আর যদি ঘৃণা করা সম্ভব হয়,,তবে সেটা কখনোই ভালোবাসবা ছিলো না..❣️❣️

02/12/2023

কি যে লিখবো ক্যাপশন এ,,,,,!

02/12/2023

😔😢😢

26/11/2023

কারো লাইফ থেকে চলে যাওয়ার আগে এমন কিছু করে যাবেন; যাতে করে- যে মানুষটার লাইফ থেকে আপনি চলে যাচ্ছেন সে মানুষটা যেনো আপনাকে ঘৃণা করে। মানুষ 'ঘৃণা' খুব তাড়াতাড়ি ভুলে যায়; কিন্তু মায়া? মানুষ ভালোবাসা, মায়া, টান- এসবকিছু কাটিয়ে উঠতে পারে না।

মেঘ

Very cute 🥰🥰
23/11/2023

Very cute 🥰🥰

গুড মর্নিং 🙂🥰
21/11/2023

গুড মর্নিং 🙂🥰

15/11/2023

আমাদের সৈয়দপুর বিমানবন্দর...

যে ভালো রাখে,,,আসলে সেই ভালোবাসে..🫠
11/11/2023

যে ভালো রাখে,,,
আসলে সেই ভালোবাসে..🫠

✨যে শহরে মা নাই ,,✨               সেই শহর শুধুই শহর ,,         😢 😢আমার শহর না 😭😭আম্মারে আর তেমন মনে টনে পড়ে না। শুধু হুট...
25/10/2023

✨যে শহরে মা নাই ,,✨
সেই শহর শুধুই শহর ,,
😢 😢আমার শহর না 😭😭

আম্মারে আর তেমন মনে টনে পড়ে না। শুধু হুট করে বাড়ি ফিরলে নিজের অজান্তে 'আম্মা বইলা ডাইকা উঠি'।

আম্মারে আসলেই আর মনে পড়েনা। শুধু ওয়্যারড্রোবে কাপড় খুজতে গেলে আর কিছুই খুজে পাইনা। 'আম্মু আমার সাদা রং এর জামাটা কই' বলতে যেয়ে শুধু থমকে যাই।

এই যে আমি বাসায় ফিরলাম। ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসছি এবার হল থেকে। প্রতিবার ইয়া বস্তা বোঝাই করে ময়লা কাপড় আনি। আম্মা বলে আমার কাপড় ধোয়ায় নাকি ময়লা যায় না। সবগুলা শার্ট যত্ন নিয়ে ধুয়ে ইস্ত্রি করে দিতো আম্মা।
হলে তাই সপ্তাহে দুই-তিনবার করে কাপড় ধুই। ময়লা যায় কিনা তা জানিনা, কিন্তু কষ্টগুলা আর যায়না।

মাঝে মাঝে বন্ধুবান্ধবদের ফোন আসে। 'হ্যালো আম্মু বলো' শুনলেই আমার ফোনের দিকে তাকাই। উহু ফোন আসেনা আম্মার নাম্বার থেকে। আসবে কেমন করে? নেটওয়ার্ক এর বাইরে চলে গেলে কি আর ফোন আসে?

ছয় মাস পরে এসে দুঃখগুলোও ভো/তা হয়ে গেছে। বাইরে যখন বৃষ্টি পড়ে, আমি হলের ডাইনিং এ বসে তখন ভাতের দিকে তাকায় থাকি। আম্মার হাতের খিচুড়ি খাওয়ার জন্য তখন ভেতরটা হাহাকার করে। খিচুড়ির কথা মনে পড়ে, কই আম্মাকে তো আর মনে পড়েনা

'Dear God, the only thing I ask of you
Is to hold her when I'm not around
When I'm much too far away'

এই লাইনটায় এসে প্রতিবার আম্মার জন্য চোখ ভিজে যেতো আমার৷ হুহু করতো বুকটা। বুঝতে পারতাম না যে শহর ছেড়ে যাওয়ার কষ্ট বেশি হচ্ছে নাকি আম্মাকে ছেড়ে যাওয়ার।

এখন বুঝি। বেশ ভালো করেই বুঝি যেই শহরে মা নেই, সেই শহর শুধুই শহর। 'আমার শহর' না

আসলেই আর আম্মারে মনে টনে পড়ে না। যেই মানুষটা পুরো অস্তিত্ব জুড়ে, সেই মানুষটাকে আবার আলাদা করে কিভাবে মনে পড়বে? আগে আম্মারে ধরতে পারতাম, ছুইতে পারতাম কপালে আদর দিতে পারতাম। এখন আম্মা থাকে প্রতিটা হাহাকারে, প্রতিটা কান্নায়, প্রতিটা যন্ত্রণায়, প্রতিটা অসুখে।

Address

Saidpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when P r i y a posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Saidpur

Show All

You may also like