SALAF

SALAF Iam published sunnah of Muhammad (s). ��

12/03/2024

যে হাদিস শুনাতে যেয়ে কেদেছে সবাই 😔😔🌸

29/02/2024

The Cutest vlogger I have ever seen. 🫶❤️

[ Credit : Shirazi Village blog ]

Everyone Garena Free Fire

সৌদি আরবের বর্তমান ধর্মমন্ত্রী শাইখ ড. আব্দুল লাতিফ আলুশ শাইখ হাফিজাহুল্লাহর পরিচালনায় বিগত পাঁচ বছরে ধর্মমন্ত্রণালয়ের অ...
20/01/2024

সৌদি আরবের বর্তমান ধর্মমন্ত্রী শাইখ ড. আব্দুল লাতিফ আলুশ শাইখ হাফিজাহুল্লাহর পরিচালনায় বিগত পাঁচ বছরে ধর্মমন্ত্রণালয়ের অধীনে বিরানব্বই লক্ষ বাষট্টি হাজার চারশো ছয়টি ইলমি প্রোগ্রাম হয়েছে, আর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিন লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো ছেচল্লিশজন মানুষ! বিরাট অর্জন। সুবহানাল্লাহ। কিন্তু আমি চিন্তা করছি, এসব দেখে জাহমি-গুরু সায়িদ ফুদা ও তার সাঙ্গপাঙ্গের ঘুম হবে? লক্ষ লক্ষ লোক দেহবাদি হয়ে যাচ্ছে পেট্রোল আবিষ্কৃত হওয়ার পর থেকে! তার এরকম বক্তব্য আছে, সেটা নিয়ে পরে কখনো আলোচনা করব, ইনশাআল্লাহ। মুতু বি গাইজিকুম ইয়া মাখানিসাল মুতাজিলা (তোমরা আক্রোশে পটল তোলো, হে মুতাজিলাদের খচ্চরকুল, আক্রোশে পটল তোলো)।

ফটো-সোর্স : ছবি দুটো শাইখ সুলাইমান আর-রুহাইলি হাফিজাহুল্লাহর আজকের টুইট থেকে নেওয়া হয়েছে।

Everyone

05/01/2024

⭕ সর্বপ্রথম ফরয হচ্ছে বিশুদ্ধ আকিদা শিক্ষা দেওয়া।
◾ আপনার সন্তানকে সর্বপ্রথম বিশুদ্ধ আকিদা শিক্ষা
দিন।
⭕ আরবের এই দিকটা সত্যি প্রশংসনীয়। তারা বাচ্চাদের ছোটো থেকে মুখে মুখে কুরআন সুন্নাহর শিক্ষা দেন।এটাই তো প্রকৃত ইসলামিক কালচার।
◾এতে করে ছোটো থেকে অই বাচ্চা শিরকের মতো বড় গুনাহ থেকে অনেকটাই বেচে থাকে।আর আমরা দেখা যায় এখন বুঝে পূর্বের কর্মের কারনে আফসোস করি।
#সালাফ #সালাফি #আহলে_হাদিস #আকিদা #মানহাজ #মাদানি #কুরআন #নামাজ #বাংলাদেশ #তাওহীদ #শির্ক #বিদআত #শাইখ #বাচ্চা

05/01/2024

কুরআনকে জিবরীল আল্লাহর কাছ থেকেই নিয়েছেন:

শাইখ সালেহ আল-ফাওযান হাফিযাহুল্লাহ বলেন, (আর আশআরীরা, তারা বলে থাকে যে কুরআন লাওহে মাহফূযে (সংরক্ষিত ফলকে) লেখা আছে এবং জিব্রাইল এটি লাওহে মাহফূয থেকে নিয়েছিলেন এবং এটি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে প্রকাশ করেছিলেন - বস্তুত এই বক্তব্যটি মিথ্যা;
কারণ জিব্রাইল (আলাইহিস সালাম) কুরআনকে লাওহে মাহফুয (কিংবা বাইতুল ইযযাত) থেকে গ্রহণ করেননি, বরং তিনি এটি সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে নিয়েছেন, হ্যাঁ, এটি লাওহে মাহফূযে লেখা আছে। মহান আল্লাহ বলেন: {বরং, এটি লাওহে মাহফূযে সংরক্ষিত মহিমান্বিত কুরআন*। আরও বলেন, {এবং প্রকৃতপক্ষে, এটি আমাদের কাছে মূল লেখনিতে (লাওহে মাহফূযে), সূউচ্চ মর্যাদাসম্পন্ন প্রজ্ঞাপূর্ণ} অর্থাৎ: কুরআন। এটা কোনো সন্দেহ ছাড়াই লাওহে মাহফূযে লেখা আছে, কিন্তু জিব্রাইল তা লাওহে মাহফূয থেকে নেননি - যেমনটি আশআরিরা বলে থাকে - বরং জিবরীল এটি গ্রহণ করেছেন মহান আল্লাহর কাছ থেকে। - এ বিষয়টি অবশ্যই আমাদের জানা উচিত, কারণ এটি আশআরীদের মতবাদে উল্লেখ করা হয়েছে... ।
শাইখ মুহাম্মদ ইবন ইব্রাহিম রাহিমাহুল্লাহর একটি মুদ্রিত বার্তায় আশআরীদের এ ভ্রান্ত বিবৃতির জবাব দিয়েছেন। - এটি রয়েছে তার ফতোয়া সহ - যার তিনি নাম দিয়েছেন,
🔻👇🏻
আল- জাওয়াবুল ওয়াদ্বিহ আল-মুস্তাকীম ফী কাইফিয়াতে নুযূলিল কিরআনিল কারীম। (পবিত্র কোরান কিভাবে নাযিল হয়েছে সে সম্পর্কে স্পষ্ট ও সরল উত্তর)
তিনি আশআরীদের উক্ত বক্তব্যের জবাব দেন এবং তা বাতিল করে বলেন, আশআরীদের উক্তি: জিবরীল কুরআনকে লাওহে মাহফুজ থেকে নিয়েছেন তা একটি বাতিল আকীদা-বিশ্বাসের দিকে নিয়ে যাবে যে আল্লাহ কুরআনকে লাওহে মাহফুযে সৃষ্টি করেছেন, যেমনটি জাহমিয়ারা বলেছে। (নাঊযুবিল্লাহ) তাই বুঝা গেল যে, এটি জাহমিয়াদের মতবাদ থেকে নেওয়া হয়েছে।
জাহমিয়াদের এ বক্তব্য (কুরআন লাওহে মাহফুযে সৃষ্ট বিষয়) একটি মিথ্যা বক্তব্য, যা চিহ্নিত করা ও তা থেকে সাবধান করা আবশ্যক।

মহান আল্লাহর কর্মগত গুণাবলীর মধ্যে একটি হলো, তিনি কথা বলেন। তিনি যেমন সৃষ্টি করেন, জীবন দেন, জীবন দান করেন, মৃত্যু ঘটান, পরিচালনা করেন, ইচ্ছা ও ইচ্ছা করেন, তিনিই মহিমান্বিত, সর্বোৎকৃষ্ট, তাঁর সমস্ত গুণাবলীর মতো তাঁর মহিমা উপযোগী অনুযায়ী তিনি কথাও বলেন। তিনি যখন চান, যা চান, যদি চান কথা বলেন ...
(হায়িয়্যাহ এর আহলুস-সুন্নাহ ওয়াল-জামাআতের নীতির ব্যাখ্যা)....

শাইখ আবু বকর জাকারিয়া স্যার 😇❤️

06/11/2023

১২৯ বছরের বৃদ্ধ থেকে মহামুল্যবান তিনটি নাসিহা 🌸🌸

তুমি কি দেখ না একজন ইয়াহুদী মরলে কতশত মুসলিমকে হত্যা করা হচ্ছে?শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ নাসিরুদ্দীন আল আলবানী রাহিমাহু...
11/10/2023

তুমি কি দেখ না একজন ইয়াহুদী মরলে কতশত মুসলিমকে হত্যা করা হচ্ছে?

শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ নাসিরুদ্দীন আল আলবানী রাহিমাহুল্লাহর নিকটে উনার বেঁচে থাকাকালীন সময়ে জানতে চাওয়া হয় যে, ফিলিস্তিনে আমার ভাইয়েরা ইয়াহুদীদের সাথে লড়াই করে যাচ্ছে। শরীআ'হ কি অনুমোদন দেয় যে, আমাদের মধ্যে কেউ একজন ফিলিস্তিনে কোন ইয়াহুদীকে ধরে ফেলল আর তাকে হত্যা করে ফেলল?

জবাবে শাইখ বলেন, "প্রিয় ভাই আমার! তুমি কি দেখ না একজন ইয়াহুদী মরলে কতশত মুসলিমকে হত্যা করা হচ্ছে? তুমি কি দেখ না--- কোন পক্ষ অধিক ক্ষতিগ্রস্ত? মুসলিম নাকি ইয়াহুদী জাতি?

প্রশ্নকারী বলেন, "অবশ্যই মুসলিম। কিন্তু, ইয়াহুদীদের অন্তরে ভীতি সঞ্চার করতে কাউকে না কাউকে তো এভাবে এগিয়ে আসতেই হবে।"

শাইখ আলবানী: "না। একজনের কাঁধে কোনভাবেই এই দায়িত্ব বর্তায় না। একজনকে করতে হবে ব্যাপারটা এমন নয়। ধর, যদি এটা এভাবে চলতে থাকে তাহলে এর ফলাফল কি হবে? মুসলিমরা তাকিয়ে তাকিয়ে দেখে যখন ফিলিস্তিনের ভাইদের জবাই করা হয়। কেমন হবে তা? যদি একজন ইয়াহুদীকে হত্যা করা হয় বিনিময়ে দশজন মুসলিমকে হত্যা করা হয় হাজার জনকে জেলে বন্দি করা হয়। এইভাবে কি ইয়াহুদীদের হারানো সম্ভব? সেখানে যা হচ্ছে তা সঠিক উপায়ে হচ্ছে না।"
তথ্যসূত্র:
https://youtu.be/wg8kh0XTscc?feature=shared

10/10/2023

- পিছনে তাকানোর সময় আমাদের নাই।~🤗🥀

- মিজানুর রহমান আজহারী।~❤️

10/10/2023

مع هدوء الليل 🖤

Send a message to learn more

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SALAF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share