03/10/2023
চাকুরি হারালেও কখনো
স্কিল হারানোর ভয় নেই ...
কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত, আপনি দ্বিমত হতেই পারেন, ওটা আপনার অধিকার। আমার কাছে মনে হলো- শেয়ার করা দরকার, তাই করছি।
আমরা যারা
কোন ফ্যাক্টরিতে শ্রমিক হিসাবে কাজ করছি।
যারা কোন কোম্পানির সেলসম্যান হিসাবে কাজ করছি।
যারা কোন অফিসে সহকারী হিসাবে চাকুরি করছি।
এমন আরো অনেক পেশা আছে, যেগুলোতে চাকুরি হারালে পরবর্তী চাকুরি ম্যানেজ করা অনেক কষ্টের।
একবার ভেবে দেখুন,
যদি কখনো আমাদের চাকুরি চলে যায়, বা ফ্যাক্টরিতে কাজ না-থাকে। তখন আমাদের সংসার চলবে কী করে ? বিভিন্ন মহামারিতে বা দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা কী করবো ? এজন্য এখন আমরা যে পেশাতেই থাকি, পাশাপাশি কোন বিষয়ে দক্ষতা অর্জন করাটা বুদ্ধি মানের কাজ হবে।
এটা হতে পারে- ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও ইডিটিং কিংবা প্রোগ্রামিং। অন্য যে কোন ক্রিয়েটিভ স্কিলও যদি আপনার থাকে, তাহলে চাকুরি হারালেও ভয় নেই, ইনশাআল্লাহ
তাই আমাদের এমন কিছু শেখা উচিৎ, যা আমাদের ক্যারিয়ারের ভয় দূর করে দিবে, আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে। তখন আমাদের নিজস্ব স্কিলকে কাজে লাগিয়ে আমরা নিজেই উদ্যোক্তা হতে পারবো, প্রয়োজনে আরো দশজনকে চাকুরি দিতে পারবো।
শেখার বিষয়টি যে কম্পিউটার রিলেটেডই হতে হবে, এমন নয়। আপনার যা ভালো লাগে, তাই শিখুন- কিন্তু কিছু একটা শিখুন। তবে বিশ্ব যেহেতু এখন প্রযুক্তির হাতে, এজন্য কম্পিউটার রিলেটেড কিছু শিখলে একটা বাড়তি অপরচুনিটি হবে।
স্কিল শিখলে আর কিছু পান বা না-পান, অন্তত দু’টো জিনিস পাবেন। ১. আত্মবিশ্বাস। ২. আত্মতৃপ্তি। আমার মনে হয়, এই দুইটা জিনিস যার আছে, সে অল্প উপার্জনেও সুখি।