এসব দেখি কানার হাট বাজার || Kanar Hat Bazar Song Kanar Hat Bazar Song Lyrics In Bengali :
এসব দেখি কানার হাট বাজার || Kanar Hat Bazar Song
Kanar Hat Bazar Song Lyrics In Bengali :
বেদ বিধির পর শাস্ত্র কানা,
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
এক কানা কয় আর এক কানা রে
চলো এবার ভব পারে,
নিজে কানা পথ চেনে না,
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারং বার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
পন্ডিত কানা অহংকারে
মাতবর কানা চুগলখোরে,
পন্ডিত কানা অহংকারে
সাধু কানা অন্-বিচারে,
আন্দাজে এক খুঁটি গাড়ে,
আন্দাজে এক খুঁটি গাড়ে
জানেনা সীমানা কার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
কানায় কানায় হোলা মেলায়
বোবাতে খায় রসগোল্লা গো,
হায় হায় বোবাতে খায় রসগোল্লা গো,
আবার তেমনি লালন মদনা কানা
তেমনি লালন মদনা কানা,
ঘুমের ঘোরে দেয় বাহার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
বেদ বিধির পর শাস্ত্র কানা,
বেদ বিধির পর শ
আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে গো || amar antare boiragir lau baje || Komol
আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে গো || amar antare boiragir lau baje || Komol
আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে গো।
আমার হৃদয়ে বৈরাগীর লাউ বাজে।।
আমার মনের মাঝে কে বিরাজে,মন না লাগে কাজে গো।
অন্তরে বৈরাগীর লাউ বাজে ।।
ধরতে গেলে দেয় না ধরা করে লুকোচুরি।
আমি কেমন করে অধরারে হৃদের মাঝে ধরি গো।।
দেখিতে পারি না তারে বাজে নূপুর পায়।
অন্তরে অন্তরে চোরা কেমনে লুকায়।।
নিরবধি বাজে লাউ একলিমুর রাজা বলে।
আমি বুঝিতে না পারি লাউ বাজে কেমন করে গো।।
https://www.youtube.com/watch?v=W3jukjEKjDs
বন্যেরা বনে রয় তুমি এ বুকে || Bonda ra bona roy || কাভার শাহিন ||
বন্যেরা বনে রয় তুমি এ বুকে || Bonda ra bona roy || কাভার শাহিন ||
বন্যেরা বনে রয় তুমি এ বুকে
ব্যান্ড :: নিউ ইভস
অ্যালবামঃ ভাংচুর প্রেম
সুরকারঃ নাসির
গীতিকারঃ মিঠু
বন্যেরা বনে রয় তুমি এ বুকে
তুমি সুখী হবে আমার সুখে
তোমারই জন্য শুধু আমারই জন্য
চিরন্তন এ কথা সত্য রবে
সুর্যটা ভালোবাসে অই চাদকে
নিজের আলো দিয়ে সাজায় তাকে
কিংবদন্তী হয়ে আকাশেই নয়
তার চেয়ে সুন্দর তুমি বিস্ময়
ঝরণা ছন্দ খোজে তোমার ই চলায়
ঝিনুক মুক্তা গড়ে পিদিম পোহায়
এই সময় যে অধর আমার
তোমার অধরে মেলাতে চায়
https://www.youtube.com/watch?v=IGsYEHaQRJw
আমরা বাইদা বাইদানি মজার নাচ || Biyer funny Dance || মজার নাচ || মানুষ সাপ
আমরা বাইদা বাইদানি মজার নাচ || Biyer funny Dance || মজার নাচ || মানুষ সাপ
বিয়ের নাচ
#snake
#funny
#song
#stage
https://www.youtube.com/watch?v=ZP26CV4WJso
নারী হয় লজ্জাতে লাল || Nari hoy lozza te Lal || Adda with Friendship ||
নারী হয় লজ্জাতে লাল || Nari hoy lozza te Lal || Adda with Friendship ||
নারী হয় লজ্জাতে লাল
নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন
এ কোন রঙে রঙিন হল বাউল মন, মন রে
এ কোন রঙে রঙিন হল বাউল মন
নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন
এ কোন রঙে রঙিন হলো বাউল মন, মন রে
এ কোন রঙে রঙিন হলো বাউল মন
জল সুন্দর শরৎ কালে, ফুল বসন্ত কালে
প্রেমের খেলা জমে ভালো যৌবনে, সই লো
প্রেমের খেলা জমে ভালো যৌবনে
ফাগুনের মাতাল হাওয়ায়
ফাগুনের মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মন
এ কোন রঙে রঙিন হল বাউল মন, মন রে
এ কোন রঙে রঙিন হল বাউল মন
চাঁদ ডুবেছে নদীর জলে, ভ্রমরা ফুলে ফুলে
আমার প্রাণ বন্ধু কেন বোঝে না, সই লো
আমার প্রাণ বন্ধু কেন বোঝে না
রূপ যেন তার মাতাল হাওয়া
রূপ যেন তার মাতাল হাওয়া, চোখ যেন তার গহীন বন
এ কোন রঙে…
https://www.youtube.com/watch?v=I3jqAzV5xSY&t=17s
Boyas amr base na || বয়স আমার বেশি না || Komol || Consign Media || Folk Song || Dotara Sound 2021
Boyas amr base na || বয়স আমার বেশি না || Komol || Consign Media || Folk Song || Dotara Sound 2021
Lyrics
বয়স আমার বেশি না
ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইহে গেছে
বাতাসে
বয়স আমার বেশি না
ওরে টুকটুকির মা খালি
চুল কয়ডা পাইক্কা গেছে
বাতাসে
বয়স আমার বেশি না
ওরে টুকটুকির মা খালি
চুল কয়ডা পাইক্কা গেছে
বাতাসে
তোমার মাইয়েডারে দেবানা?
বোছোন
এ কথা মোরে কবানা
তোমার মাইয়েডারে দেবানা
এ কথা মোরে কবানা
তালি কিন্তু মইরে যাবানি
হুতোশে
বয়স আমার বেশি না
ওরে টুকটুকির মা খালি
চুল কয়ডা পাইক্কা গেছে
বাতাসে
বয়স আমার বেশি না
ওরে টুকটুকির মা খালি
চুল কয়ডা পাইক্কা গেছে
বাতাসে
ও কাটতাম তাল খাজুর গাছ
টুকটুকিরা বেড়াতো পাশ পাশ
প্রেত্তেক দিন খাইতো রস তিন বেলা
ও কাটতাম তাল খাজুর গাছ
টুকটুকিডা বেড়াতো পাশ পাশ
প্রেত্তেক দিন খাইতো রস তিন বেলা
হয় আমারে জামোই বানাও
নাইলে ঐ রসের দাম দাও
ও হয় আমারে জামোই বানাও
নাইলে ঐ রসের দাম দা
চান খসিয়া পইলো মক্কায় Chan khoshia poilo mollkay | Fakir Saheb
#Fakir #Saheb #চান #খসিয়া #পইলো #মক্কায়