Asad Hossain

Asad Hossain Welcome To My Official page

27/02/2024
জীবনে ভালো দিন পেতে গেলে অনেক গুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়।
26/02/2024

জীবনে ভালো দিন পেতে গেলে অনেক গুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়।

26/02/2024

রাবার ম্যান

বলেন তো দেখি তারা কি খুঁজতেছে? যারা বলতে পারবে নিসন্দেহে  একমাত্র তাদের শৈশব আনন্দে কেটেছে❤️
17/02/2024

বলেন তো দেখি তারা কি খুঁজতেছে?
যারা বলতে পারবে নিসন্দেহে একমাত্র তাদের শৈশব আনন্দে কেটেছে❤️

শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে।
04/02/2024

শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে।






























তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ।
26/01/2024

তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ।

❤️
25/01/2024

❤️

21/01/2024

এগিয়ে যাও চলার পথে কখনো থেমে থেকো না। চলতে চলতে একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে।

কলম যতোই দামী হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনি মানুষ যতোই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শ...
15/01/2024

কলম যতোই দামী হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনি মানুষ যতোই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন।

কথা-বার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।
14/01/2024

কথা-বার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।

জীবনকে নিয়ে কখনো হতাশ হয়ো না। কে জানে হয়তো তোমার মতো এই জীবন পাওয়া অনেক মানুষের কাছে এক স্বপ্নের মতো।
12/01/2024

জীবনকে নিয়ে কখনো হতাশ হয়ো না। কে জানে হয়তো তোমার মতো এই জীবন পাওয়া অনেক মানুষের কাছে এক স্বপ্নের মতো।

09/01/2024

জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেওনা। কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে।

08/01/2024

মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না।

🌹
07/01/2024

🌹

সুখী মানুষদের রাত গুলো খুব ছোট চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায় কিন্তু অসুখী মানুষদের রাত অনেক দীর্ঘ হয়।
07/01/2024

সুখী মানুষদের রাত গুলো খুব ছোট চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায় কিন্তু অসুখী মানুষদের রাত অনেক দীর্ঘ হয়।

পাখি কখনো ডাল ভেঙ্গে পড়ে যাওয়ার ভয় করে না। কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের উপর বি...
04/01/2024

পাখি কখনো ডাল ভেঙ্গে পড়ে যাওয়ার ভয় করে না। কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্য কারোর উপর নয়।

পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই। সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই। কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই।
02/01/2024

পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই। সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই। কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই।

কোটি টাকার হীরেকে খুঁজতে এক টাকার মোমবাতিটা কাজে লাগে। সুতরাং জীবনে কোন দিন কাউকে ছোট মনে করো না।
01/01/2024

কোটি টাকার হীরেকে খুঁজতে এক টাকার মোমবাতিটা কাজে লাগে। সুতরাং জীবনে কোন দিন কাউকে ছোট মনে করো না।

যেখানে নিজের কোন মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটা উত্তম।
01/01/2024

যেখানে নিজের কোন মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটা উত্তম।

জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়।
29/12/2023

জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়।

একজন জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেনতার বন্ধু আর একজন মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু
26/12/2023

একজন জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন
তার বন্ধু
আর একজন মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন
তার শত্রু

ভালবাসা হারিয়ে গেলে তাকে খুঁজতে যেওনাবরং উল্টো দিকে হাঁটতে থাক দেখবে ভালবাসাই তোমায় খুঁজবে।
25/12/2023

ভালবাসা হারিয়ে গেলে তাকে খুঁজতে যেওনা
বরং উল্টো দিকে হাঁটতে থাক
দেখবে ভালবাসাই তোমায় খুঁজবে।


✌️❤️📷
20/12/2023

✌️❤️📷

✌️
12/12/2023

✌️

Address

Sadaki Mohammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asad Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Sadaki Mohammadpur

Show All