26/08/2024
জ্ঞানের,প্রেমের, ন্যায়ের, সমর্পনের,ধৈর্য্যের ধ্বজাধারী ভগবান শ্রীকৃষ্ণ।
ডিপ্লোম্যাসি,ফিলসফি,লজিক,এথিকস,পলিটিকস,
ইফিস্টিমলজি,ইপ্রিসিজম ;এগুলোকে মহাভারত নামক দর্শনের মাধ্যমে তিনি মানুষের চিন্তার চারণভূমিতে প্রবেশ করিয়েছেন।
মহাভারতে মানুষের জীবন,অস্তিত্ব, মূল্যবোধ,চেতনা, মন,জগৎ,,সমাজ,শিক্ষা,সংস্কার প্রভৃতি মৌল বিধানের সুস্পষ্ট সমাধান দিয়েছেন তিনি।
তিনি লোভের সঙ্গে ত্যাগের - সত্যের সাথে মিথ্যার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন,কুরু- পান্ডবদের সমোঝতায় নিয়ে আসার চেষ্টা করেছেন।
কৌরব সভায় তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, যা সমগ্র মানব জাতীর আত্মার সম্মান ছিলো। তিনি সমগ্র মানব সমাজকে দেখিয়েছিলেন শাস্ত্র নয়, প্রথা নয়, রাজবিধি নয় - বিবেকই ধর্ম।
কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন যুদ্ধ করতে না চাইলে, তিনি অর্জুনকে যেসব উপদেশ দিয়েছেন, সেটাই আজ পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ 'গীতা'।
মানবজীবনের দর্শনকে টুকরো টুকরো করে ব্যখ্যা করেছেন তিনি।
যা হয়েছে তা ভালই হয়েছে,
যা হচ্ছে, তা ভালই হচ্ছে।
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে- যে তুমি কাঁদচ্ছো?
তুমি কি নিয়ে এসেছিলে- যা হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ- যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ।
যা দিয়েছ, এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে,
কাল তা অন্যকারো ছিল।
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে
পরিবর্তনই সংসারের নিয়ম।
শুভ কৃষ্ণাষ্টমী 🙏
26.08.2024
B S Babu Roy