ইসলামীক লাইফ।সুন্নিজামাত এক হয়

ইসলামীক লাইফ।সুন্নিজামাত এক হয় Quran Hadic

25/09/2024
🌹মুর্শিদের চেহারা মোবারক ধ্যান করা,মুরিদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত🌹❗এই ধ্যানের মাধ্যমে মুর্শিদের সিনা হতে মুরিদের সিনায় য...
29/08/2024

🌹মুর্শিদের চেহারা মোবারক ধ্যান করা,মুরিদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত🌹
❗এই ধ্যানের মাধ্যমে মুর্শিদের সিনা হতে মুরিদের সিনায় যেই ফায়েজ ওয়ারেদ হয়,উক্ত ফায়েজে মুরিদের মুর্দা দিল আল্লাহু আল্লাহু জিকিরে জিন্দা হয়❗
------------🌹 খাজা মঈনউদ্দিন চিশতী(রহঃ)🌹

"১০ মহররম নিয়ে প্রোপাগান্ডা"আসমান-জমিন সৃষ্টিসহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা এ মাসের ১০ তারিখে অর্থাৎ পবিত্র...
17/07/2024

"১০ মহররম নিয়ে প্রোপাগান্ডা"
আসমান-জমিন সৃষ্টিসহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা এ মাসের ১০ তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিন সংঘটিত হয়েছিল। মহররম সংশ্লিষ্ট ২০টি ঘটনার সংক্ষিপ্ত শিরোনাম তুলে ধরা হলো-
১. আকাশ জমিন পাহাড়-পর্বত সব কিছু সৃষ্টি।
২. আদম (আ.)-এর সৃষ্টি ।
৩. নূহ (আ.) মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ।
৪. হজরত ইবরাহিম (আ.) নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তিলাভ।
৫. দীর্ঘ ১৮ বছর রোগ ভোগের পর হজরত আইয়ুব (আ.)-এর দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তিলাভ।
৬. হজরত সুলাইমান (আ.)কে পৃথিবীর রাজত্ব দান।
৭. হজরত ইউনুস (আ.)কে ৪০ দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার।
৮. হজরত মূসা (আ.) ফেরাউনের কবল থেকে রক্ষা।
৯. হজরত ঈসা (আ.)-এর পৃথিবীতে আগমন এবং জীবতাবস্থায় আসমানে উত্তোলন।
১০. হজরত ইদ্রিস (আ.)কে আসমানে উত্তোলন।
১১. হজরত দাউদ (আ.)কে বিশেষ সম্মানে ভূষিত।
১২. খায়বার যুদ্ধের বিজয় অর্জন।
১৩. মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন।
১৪. হজরত আদম (আ.)-এর জান্নাতে প্রবেশ।
১৫. হজরত আদম (আ.)কে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে হাওয়া (আ.)-এর পুনঃসাক্ষাৎ লাভ।
১৬. হজরত নূহ (আ.)কে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান। ১৭. হজরত সোলায়মান (আ.)কে হারানো বাদশাহি ফিরিয়ে দেওয়া। ১৮. হজরত ইয়াকুব (আ.) কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ (আ.)-এর সঙ্গে সাক্ষাৎ লাভ।
১৯. প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে হিজরত করে মদিনা শরিফে আগমন।
২০. হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার ৭৭ ঘনিষ্ঠজন স্বৈরশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদতবরণ। (আল বিদায়া ওয়ান নিহায়া, ১/১৩২)। -(অনুলিপি)

★ যদিও খুঁজ নিলে এই সকল অর্থাৎ ১০ই মহররম নিয়ে রচিত ঘটনাবলি ভিন্নরূপ বর্ণনা পাওয়া যায়;
তথাপি ১ - ১৯টি ঘটনা সকলই খুসির খবর বা আনন্দের বর্তাই বর্ণনা করা হইয়াছে। যাহা নিছক প্রোপাগান্ডা ব্যতীত নয়।
অপরদিকে ভিন্নি কেবল ২০ নম্বার ঘটনাটি। যেখানে- ইমাম হোসাইন (আ:) সহ তাঁহার পরিবার-পরিজনকে, স্বৈরশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদতবরণ। উপরোক্ত ঘটনার মধ্যে ইহাই একমাত্র কষ্ট-বেদনাহত হৃদয় বিদারক ঘটনা।
কুড়িটা সংবাদের মধ্যে একটা কষ্টকর ঘটনা কতইবা দুঃখের করাণ হতে পারে!
৬১ হিজরী সালের মহররমের ১০ তারিখে- কারবালায় শাহাদাতের ঘটনাকে খাটো করে উপস্থাপিত করার জন্যই এই সকল ঘটনাবলি কাফের (তথা সত্য গোপনকারী) দ্বারা রচনা করা হইয়াছে- যেখানে সন (অর্থাৎ আরবি হিজরীসন) তৈরিকরণ হইলো না, সেই-খানে ঐ মাসের ১০ তারিখে: জগত সৃষ্টি, আদম সৃষ্টি-সহ তাঁহার গুনা মাফ হইলো। কে.. বা কোন বুজরগানে দ্বীনে আলেম ছিলো প্রত্যক্ষদর্শী? কিভাবে বা কার মারফৎ আমরা এই তথ্যগত বিষয়টি নিশ্চিত হলমা!
আমাদের মনে হয় সংয় আল্লাহর সহযোগী হিসাবে আমাদের মোল্লা-মুন্সীদের পূর্বসূরি কহে ছিলো বৈকি কী? না হয় এমন গায়েবী সংবাদ কে দিতে পারে? -যে, জগত সৃষ্টির সূচনার খবর জনাবেন কি কর?
বোদকরি তিনি হয় তো আমাদের আদি-পিতা অর্থাৎ বাবা আদেমরে (আ:) পিতামহ- মোল্লা-বাবা হবেন?
না হইলে মানব রচতি বছর বা সাল গননার ইতিহাসের পূর্বের উল্লেক্ষযোগ্য মাহাত্ম্যপূর্ণ ধর্মীয় ঘটনাদি সকলই ১০ই মহররমে ঘটিয়েছ বলিয়া নির্ধারণ করা হইয়াছে এইরূপ সাক্ষী প্রদান করেন কি করে! যেইখানে সবচেয়ে "লেটেস্ট নবি" অর্থাৎ আমাদের প্রিয় রাসূল মোহাম্মদ (সাঃ) জন্ম তারিখ- নিয়ে মুসলমান ধর্মসমাজে মতপার্থক্য বা মতভেদ রহিয়াছে- যাহা ৫৭০ খ্রিষ্টাব্দের ইতিহাস মাত্র। অপরদিকে লক্ষ-লক্ষ বা হাজার-হাজার বছর পূর্বের ঘটনাগুলি মহররমের ১০ তারিখ ঘটিয়াছে-?
-এই প্রেক্ষিতে আমরা বলতে চাই- "দেখো তাহাদের স্মৃতিশক্তি,
ওরা জলের তলে দেখায় বৃষ্টি।

06/06/2024

Address

Brahmanbaria
Sabar Khagar Baria

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামীক লাইফ।সুন্নিজামাত এক হয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category