Parbaz Ahmed Anik

মানুষ ভালোবাসে মূলত সাদা কাপড়ে জড়িয়ে যাওয়ার  পর!💔
30/01/2025

মানুষ ভালোবাসে মূলত সাদা কাপড়ে জড়িয়ে যাওয়ার পর!💔

23/01/2025

সত্যি হিমু 💔
তুমি এমন একটা মানুষ কে ঠকাইছো যে
প্রতিটা মানুষের কাছে তোমাকে নিয়ে গর্ব করতো...😔💔

✍️তোমার_অনিক💔😥

23/01/2025

তুমি আমি কখনো আর আমরা হতে পারবো না।
আমরা দুইজনই থাকবো অন্য কোন গল্পে অন্য কারো তুমি হয়ে।
তুমি কারো জন্য সকাল সকাল নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়বে।
আমিও রোজ সকালে অন্য কাউকে শুভ সকাল বলে দিন শুরু করবো।
রোজ অফিস যাওয়ার সময় তুমি অন্য কারোর ওয়ালেট্ এগিয়ে দিবে ।
আমিও অন্য কাউকে আসি বলে বাসা থেকে বের হব।
ছুটির দিনে তুমিও অন্য কারোর পছন্দের প্রিয় খাবার রান্না করবে।
আর আমি অন্য কাউকে নিয়ে বাহিরে ঘুরতে যাব।
অ্যানিভার্সারিতে কারোর জন্য তুমি তার পছন্দের শাড়ি পরে সেজেগুজে অপেক্ষা করবে।
আমিও অন্য কারো জন্মদিনে তার জন্য লাল গোলাপ আর উপহার নিয়ে বাড়ি ফিরবো।
তুমি টেবিলে খাবার নিয়ে অন্য কারোর জন্য না খেয়ে বসে থাকবে।
বাসায় ফেরার সময় একটু দেরি হলে আমিও অন্য কারোর ৫-৭ টা ফোন পাব।
একসময় তুমি অন্য কারোর কথায় কপালে টিপ পরা শুরু করবে।
আমিও কারোর পছন্দের প্রিয় রঙের শার্ট পরায় অভ্যস্ত হয়ে যাব।
কোন এক সন্ধ্যায় ছাদে বসে তুমিও অন্য কারো কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখবে।
হঠাৎ আমার কথা মনে পড়লে তার আঙুলের ফাঁকে নিজের আঙুল গুজে হাতটা শক্ত করে ধরে বসে থাকবে।
আমিও অন্য কারো সাথে বৃষ্টিতে ভিজতে গিয়ে তোমাকে মনে পড়ে যাবে।

তারপর কোন এক রাতে তুমি হয়তো আমার ফেইসবুক প্রোফাইলের চাকচিক্য দেখে একটু মৃদু হেসে ঘুমিয়ে পড়বে।
আমারও কখনো মাঝ রাতে ঘুম ভেঙে গেলে কিছু একটা ভেবে চোখের জলে বালিশ ভিজাবে।
সকালে তাড়াতাড়ি উঠতে হবে এই ভেবে আচমকাই চোখ মুছে আমি আবারও ঘুমিয়ে পড়বো।
সংসার তো যে কারোর সাথেই করা যায় বলো,
কিন্তু ভালোবাসাটা!
জানি না গো,
শুধু জানি আমরা দুইজনই মুখে একটা সুখী সুখী হাসি নিয়ে এভাবেই বেঁচে থাকবো।💔
©

রোজাতুল জান্নাত হিমা🥰
23/01/2025

রোজাতুল জান্নাত হিমা🥰

আপনার একটা মেয়ে বাচ্চা হইলে কি নাম রাখবেন ❤️🥺

রাতের ব্যাপারগুলোই অন্যরকম, দিনে যাই করিন না কেন? রাত হলেই আমার দুঃখগুলো বড় হতে শুরু করে এবং একা.কীত্ব বাড়ে আর নিজের স...
21/01/2025

রাতের ব্যাপারগুলোই অন্যরকম, দিনে যাই করিন না কেন? রাত হলেই আমার দুঃখগুলো বড় হতে শুরু করে এবং একা.কীত্ব বাড়ে আর নিজের সাথে হিসেব-নিকেষ শুরু হয়। রাত ভীষণ প্যারা নিয়ে আসে আমি ভোর হওয়ার অপেক্ষায়; দরজা পর্যন্ত খুলে বসে থাকি যে কখন সকাল হবে💔😥

হ্যাঁ, রাত মানেই একা.কীত্ব; ভীষণ একা.কীত্ব।💔😥
#✍️তোমার_অনিক💔😥

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না । কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ ভয়ঙ্ক...
20/01/2025

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না ।

কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ ভয়ঙ্কর, একটা মানুষ জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনকে গোছাতে, আর আপনি কিছু দিনের মধ্যেই তার তিল তিল করে গড়ে তোলা, আমার আমিকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন বুনছেন, সে স্বপ্ন একদিন না একদিন ভেঙ্গেচুরে একাকার হয়ে ধূলিসাৎ হয়ে যাবেই ।

মানুষটি আপনাকে অভিশাপ দিক বা না দিক, তার রুহের হায় থেকে আপনার মুক্তি কোনো দিনও মিলবে না, মিলা সম্ভবও না, মনে রাখবেন, শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ক্ষতি করে, কেউ বেশি দিন ভালো থাকতে পারে না, পারা সম্ভবও না, আজ না হয় কাল আপনার স্বপ্নও কেউ না কেউ ভাঙ্গবে, আপনার ক্ষতিও কেউ না কেউ করবে, উপরে একজন আছে আমরা সবাই বিশ্বাস করি, আর এটাও জানি, তিনি ছাড় দিলেও ছেড়ে যে দেয় না কখনো💔

✍️তোমার_অনিক💔

তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করিনি। কোনো অভিযোগ করিনি। শুধু নিজেকে সরিয়ে নিয়েছি, তোমার জীবন থেকে নীরবে বিদ...
19/01/2025

তোমার আচরণে আমি আঘাত পেয়েছি,
কিন্তু চিৎকার করিনি। কোনো অভিযোগ করিনি।
শুধু নিজেকে সরিয়ে নিয়েছি,
তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি।

তুমি হয়তো ভেবেছ জয়ী হয়েছো,
কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজায় কড়া নাড়বে। তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে, কিন্তু নিরবতা থেমে থাকবে না। কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না, এটা নিঃশব্দে বয়ে চলে—ততক্ষণ, যতক্ষণ না হৃদয়ে অনুশোচনা জন্ম নেয়💔😥

✍️তোমার_অনিক💔

16/01/2025

তুমি যতটা ব্যথা আমার মনে দিয়েছো,ততটা ব্যথা হয়ত,আমার ভাগ্যে লেখা ছিলো না"!
আজ তুমি নিজের স্বার্থর জন্য, আমাকে
কষ্টের কারাগারে বন্ধি করে দিলে💔🥀

10/01/2025

হিমু ইচ্ছা করলেই যদি ভুইলা যাওন যাইতো, তাইলে আর তোমার অভাবে আমার ভিতরটা খা খা করতো না। তোমারে ভুইলা যাইতাম। ভুল কইরাও আর কোনোদিন তোমারে মনে করতাম না কানণ তুমি আমাকে যে পরিমাণ ঠকায়ছো তা আমি আর আমার আল্লাহ ছাড়া কেও জানে না 💔💔 🥹

✍️তোমার_অনিক💔

09/01/2025

তুমি আমার জন্য ভুল মানুষ ছিলে, বুঝতে পারার পরও মেনে নিতে পারিনি, বরং আঁ'কড়ে ধরে থাকার চেষ্টা করে গেছি, ছেড়ে আসা উচিৎ থাকলেও ছেড়ে আসতে পারিনি ।

ভুল মানুষকে ভালোবাসা যতটা না বড় ভুল ছিলো জীবনের, তার থেকেও বড় ভুল হচ্ছে থেকে যেতে চাওয়া তোমার মত মানুষের ।

তোমার মত মানুষের প্রতি মায়া বাড়াতে নেই, বরং সমস্ত মায়া কাটিয়ে বেড়িয়ে আসা উচিত, সময় থাকতে বুঝতে পারিনি এর কিছুই, তাই তিলে তিলে নিঃশেষ হয়ে এখন দিচ্ছি খেসারত

- মানুষটা ভুল জেনেও আঁকড়ে ধরে রাখাটাই জীবনের সেরা ভুল ছিলো আমার 💔🥺

আমি ধৈর্য নিয়ে দুঃখ সহ্য করার ক্ষমতা রাখি বলেই এখনো পর্যন্ত তোমাকে ভুলতে পারিনি..!! 💔😭✍️তোমার_অনিক💔
07/01/2025

আমি ধৈর্য নিয়ে দুঃখ সহ্য করার ক্ষমতা রাখি বলেই
এখনো পর্যন্ত তোমাকে ভুলতে পারিনি..!! 💔😭
✍️তোমার_অনিক💔

দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায় ,যা আমি কাউকে বলতে পারি না ;কিছু একান্ত দুঃখ রয়ে যায়,যা নির্ঘুম রাতে দীর্ঘশ্ব...
06/01/2025

দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায় ,যা আমি কাউকে বলতে পারি না ;কিছু একান্ত দুঃখ রয়ে যায়,যা নির্ঘুম রাতে দীর্ঘশ্বাসের সাথে ভাগ করে নিতে হয়।😅❤️‍🩹

✍️তোমার_অনিক💔🥺

আমার বর্তমান অবস্থা যদি আমার পরিবার জানতো তাহলে বলতো তুই চাইলে আকাশের চাঁদ`ও এনে দিব তবুও নিজের জীবন টা এভাবে নষ্ট করিছ ...
03/01/2025

আমার বর্তমান অবস্থা যদি আমার পরিবার জানতো তাহলে বলতো তুই চাইলে আকাশের চাঁদ`ও এনে দিব তবুও নিজের জীবন টা এভাবে নষ্ট করিছ না 💔🥺

✍️তোমার_অনিক💔

03/01/2025

💔🥺

31/12/2024

সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নিজে আনন্দ করতে গিয়ে অন্যের ক্ষতি করে না

Address

Brahmanbari

Alerts

Be the first to know and let us send you an email when Parbaz Ahmed Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category