Parbaz Ahmed Anik

আমার বর্তমান অবস্থা যদি আমার পরিবার জানতো তাহলে বলতো তুই চাইলে আকাশের চাঁদ`ও এনে দিব তবুও নিজের জীবন টা এভাবে নষ্ট করিছ ...
03/01/2025

আমার বর্তমান অবস্থা যদি আমার পরিবার জানতো তাহলে বলতো তুই চাইলে আকাশের চাঁদ`ও এনে দিব তবুও নিজের জীবন টা এভাবে নষ্ট করিছ না 💔🥺

✍️তোমার_অনিক💔

03/01/2025

💔🥺

31/12/2024

সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নিজে আনন্দ করতে গিয়ে অন্যের ক্ষতি করে না

আমি চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই____হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে, কথা গুল...
30/12/2024

আমি চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই____

হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে, কথা গুলো শুনে যেও, হয়তো তোমায় না বলা কিছু কথা তুমি জানতে পারবে।

-মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয়,কিন্তু আমি বলি তোমাকে পেয়ে তোমার ভালোবাসা পেয়ে যতোটা হাসিখুশি থাকতাম বিশ্বাস করো, আমাকে দুনিয়ার সবচেয়ে দামী দামী সম্পদ হাসিখুশি এনে দিলেও আমি এতোটা সুখী হতাম না।

যতোটা হাসিখুশি তুমি আমাকে রেখেছিলে।

-আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারন ছাড়ায়, তখন মনে হতো আমার থেকে যেনো আমার পুরো পৃথিবী টাই দূরে চলে যেতো।

-আর তখনি আমি বুঝতে পারলাম প্রিয় মানুষ কে ছাড়া থাকাটা কতটা কষ্টের হতে পারে। আর সেই কষ্ট টা তুমি দিলে আমাকে, তুমি ছেড়ে চলে গেলে আমাকে, তুমি তোমার কথা রাখোনি, ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসো নি। তোমাকে হারানোর ভয়ে হাউমাউ করে কেঁদেছি আমি, তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার তবুও তোমার মন গলেনি। তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি, জানিনা আর কতটা ভালোবাসলে কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পাইতাম তোমার মন পাইতাম। কত নিখুঁত ভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে 5 টা বছর, আমি বুঝতে পারি নি তোমার অভিনয়।-এরপর আমার আশেপাশের মানুষ গুলোর কথা মনে পরতে লাগলো, তারা বলেছিলো দুনিয়া শান্তির জায়গা নয়...!

দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা, দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ তায়ালা কখনো জান্নাত বানাতেন না।

-আসলে আমি সেটা বুঝতে পারি নি..!!

-আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাত এই দুনিয়া কে বানিয়েছিলাম, তোমার মাঝে আমার সব সুখ শান্তি খুঁজেছিলাম। তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসছিলাম।

-তাই তো এই কষ্ট টা আমার পাওনা ছিলো, তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই, আমি এক সময় যেটা হারানোর ভয় করতাম ব্যাস সেটা হারিয়ে ফেললাম..!!

-তবে তুমি ভালো থেকো, তোমার ব্যক্তিগত জীবনে, অবশ্য তুমি ভালো থাকতে পারবে না, কারন জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারে না,, তবুও বলছি পারলে ভালো থেকো, আমার এক একটি দীর্ঘ"শ্বাস তোমার জীবনে অভিশাপ হয়ে যেনো না দাড়ায়,,!! এখনো অনেক ভালোবাসি তোমাকে💔🥰😪

✍️তোমার_অনিক_হিমু💔😭

23/12/2024

সারারাত ঘুমহীন চোখে কষ্ট, নিয়ে ছটফট করা মানুষটা জানে ,একটা মানুষের মায়া কতোটা ভয়ংকর!!💔🥺

ভেবেছিলাম ছোট বেলায় মিথ্যা কসমের মতো তোমাকে ভুলে যাবো!অথচ তুমি ফিরে আসো প্রতিদিন আমারদুঃস্বপ্নে!বিড়বির করে পাঠ করে যাওয়া...
23/12/2024

ভেবেছিলাম ছোট বেলায় মিথ্যা কসমের মতো তোমাকে ভুলে যাবো!
অথচ তুমি ফিরে আসো প্রতিদিন আমার
দুঃস্বপ্নে!
বিড়বির করে পাঠ করে যাওয়া নামে,শহরে দোয়ালে পোস্টারে💔

অচেনাই তো ভালো ছিলে, কেনো পরিচিত হলে😓পূর্ণতা দেখিয়ে, কেনো,শূন্যতা,উপহার দিলে💔🥺
21/12/2024

অচেনাই তো ভালো ছিলে, কেনো পরিচিত হলে😓
পূর্ণতা দেখিয়ে, কেনো,শূন্যতা,উপহার দিলে💔🥺

তোমারে বোঝাইতে পারলাম না যে এই জীবনে তোমারে "পাওয়ার" বাসনা কতখানি ছিল..! 😅💔

20/12/2024

❝তোমাকে হারানোর ভ'য় আমার বরাবর'ই ছিলো কিন্তু আফসোস তুমি আমাকে কখনোই ভালোবাসতে'ই পারলে না হিমু💔💔

20/12/2024

তোমাকে ভালোবেসে আমার সুখ মরেছে, অসুখ আমায় সারা জীবনের জন্য আকঁরে ধরেছে 💔

হিমু💔🥺

19/12/2024

আজ বৃহস্পতিবার;

তুমি কি জানো? যে মানুষ ভেঁজা চোখ শক্ত হাতে মুছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ঠোঁটের মাঝে তিক্ত হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, তার যন্ত্রণা কতটুকু💔🥺

miss you himu🥺💔

আমার কী করার কথা ছিলো আমি করতেছিটা কী নিজেরে  এমন ভয়ানকভাবে হারাইয়া ফেললাম যে আর ধারেকাছেও খুঁজে পাইতেছি না  আমি কী করলা...
17/12/2024

আমার কী করার কথা ছিলো আমি করতেছিটা কী নিজেরে এমন ভয়ানকভাবে হারাইয়া ফেললাম যে আর ধারেকাছেও খুঁজে পাইতেছি না আমি কী করলাম আমার লাইফটার সাথে আমি লিখি না আমি আঁকি না আমি মানুষের কাছে যাই না আমি পাহাড়, সমুদ্র, ঝর্ণা, নতুন শহর- কোত্থাও আর যাই না কোনো এচিভমেন্ট নাই কোনো মার্ক নাই কোনো এক্সপ্লোরেশন নাই এমন বিশ্রী, অর্থহীন, জড়বস্তুর জীবন তো আমার হওয়ার কথা ছিলো না!💔

✍️তোমার_অনিক💔

মনে কি পরে না আমার কথা পরান কি পুড়ে না তুমি কেমন করে ভুইলা গেলা আমারে সারা জীবন না একসঙ্গে থাকার থাকবা কইছিলা 💔🥺✍️তোমার_...
15/12/2024

মনে কি পরে না আমার কথা পরান কি পুড়ে না তুমি কেমন করে ভুইলা গেলা আমারে সারা জীবন না একসঙ্গে থাকার থাকবা কইছিলা 💔🥺

✍️তোমার_অনিক❤️‍🩹

-শেষ পর্যন্ত যে তোমারে পাইলো।  তার জন্য আমার অনেক আফসোস লাগে, বুঝলা___সে জানবে না, তোমারে হারাইলে কেমন লাগে, সে জানবে না...
13/12/2024

-শেষ পর্যন্ত যে তোমারে পাইলো। তার জন্য আমার অনেক আফসোস লাগে, বুঝলা___সে জানবে না, তোমারে হারাইলে কেমন লাগে, সে জানবে না তুমি ছাড়া রাত জাগার ব্যথাটা। সে জানবে না ভাত খেতে বসে তোমার কথা মনে হলে গলা দিয়ে ভাত না নামার যন্ত্রণা টা! সে জানবে না তোমারে একটা নজর দেখার জন্য কতটা ছটফট করে মন।

-সে জানবে না, তোমারে পাইয়া হারিয়ে ফেলার পর দুনিয়া কেমন ফাঁকা হয়ে যায়! সে জানবে না তোমার সাথে কাটানো স্মৃতি গুলারে জরাইয়া বাঁচার কষ্ট টা! সে জানবে না তোমারে ফিরে পাওয়ার জন্য পরান কেমনে কান্দে।

-সে তোমারে ঠিকি পাবে, কিন্তু তোমারে হারানোর যন্তনা সে পাবে না! সে বিরহ চিনলো না, সে প্রেমের দুঃখ কেমন বুঝলো না, সে বুঝবে না একটা ছারখার হয়ে যাওয়া জীবন টানতে কেমন লাগে!

-সে সুখ ঠিকি পাবে কিন্তু তোমারে হারানোর যন্ত্রণা পাবে না! এই যে তুমি চলে যাওয়ার পর আমি কেমন পাগল হয়ে গেছি আর তোমাকে হারানোর কষ্টে আমি ভিতর থেকে মরে গেছি 🥺
সে তোমারে পাইয়া, আামর মতো পাথর হতে পারবে না। সে সব পাবে কিন্তু তোমারে হারানোর কষ্ট সে বুঝবে না!
-কত ভাগ্যবান 'ই না সে! আমি তোমারে এত করে চেয়েও, এতো কিছু করেও, এতো যন্ত্রণা সহ্য করেও, এতো টা অপেক্ষা করার পরেও আমি তোমারে পাইলাম না! আর সে তোমারে না চাইতেও পেয়ে গেলো 💔🥺

✍️তোমার_অনিক❤️‍🩹

12/12/2024

এতো যত্ন কইরা দুঃখ তো কেউ শত্রুদের ও দেয় না...!
তুমি আমারে যেই ভাবে দিলা
তুমি নাহ ভালোবাসতা আমারে..💔🥲

✍️তোমার অনিক❤️‍🩹

Address

Brahmanbari

Alerts

Be the first to know and let us send you an email when Parbaz Ahmed Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category