Muhammad Rony

Muhammad Rony �socialist |�business |�photographer |�tourist
(1)

সংস্কার কাজের জন্য প্রিয় বাইতুল্লাহ সাময়ীক বেরিকেট।
12/12/2023

সংস্কার কাজের জন্য প্রিয় বাইতুল্লাহ সাময়ীক বেরিকেট।

11/12/2023

সরাসরি সম্প্রচার....
কারা নির্যাতিত আপোষহীন আলেম মাওলানা রফিকুল ইসলাম মাদানি হাফিযাহুল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক রাযি. মডেল মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া

11/12/2023

সরাসরি সম্প্রচার....
কারা নির্যাতিত আপোষহীন শায়েখ মুফতী হারুন ইজহার হাফিযাহুল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক রাযি. মডেল মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া

আলহামদুলিল্লাহ শায়েখ হারুন ইজহার হাফিযাহুল্লাহ আমাদের মাঝে এসে পৌঁছেছেন।অল্প কিছুক্ষণের মধ্যেই বয়ান করবেন।ইনশাআল্লাহ
11/12/2023

আলহামদুলিল্লাহ
শায়েখ হারুন ইজহার হাফিযাহুল্লাহ আমাদের মাঝে এসে পৌঁছেছেন।
অল্প কিছুক্ষণের মধ্যেই বয়ান করবেন।ইনশাআল্লাহ

ছিদ্র নায়ক রিয়াজ ভাই যখন বলছে,সত্য কথাই বলছে।
11/12/2023

ছিদ্র নায়ক রিয়াজ ভাই যখন বলছে,সত্য কথাই বলছে।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যখন করছে,ভালো কিছুই করছে মনেহয়।
11/12/2023

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যখন করছে,ভালো কিছুই করছে মনেহয়।

ব্রাহ্মণবাড়িয়া"ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড" ইয়াসিন আরাফাত নবীণগরির মাহফিলে আজকের মেহমানগন।বাদ মাগরিব মাওলানা জুনাইদ আল হাবীব ...
11/12/2023

ব্রাহ্মণবাড়িয়া"ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড" ইয়াসিন আরাফাত নবীণগরির মাহফিলে আজকের মেহমানগন।
বাদ মাগরিব মাওলানা জুনাইদ আল হাবীব দা.বা.

11/12/2023

মানুষ যতদিন তোমার বিকল্প পাবে না,
ততদিনই তোমার কদর করবে।

10/12/2023

আলহামদুলিল্লাহ!! দেশের প্রথম তেলের খনির সন্ধান পাওয়া গেছে পুণ্যভূমি সিলেটে।

দৈনিক ৬০০ ব্যারেল তেল উৎপাদন করা যাবে এই খনি থেকে।

একজন পাক্কা ধর্ম ব্যবসায়ী ময়লানা জান্নাতুল ফেরদৌস
09/12/2023

একজন পাক্কা ধর্ম ব্যবসায়ী
ময়লানা জান্নাতুল ফেরদৌস

এই জাতির সর্বশ্রেষ্ঠ ও সর্বোৎকৃষ্ট সন্তান তাঁরা,  সবচেয়ে ত্যাগী সবচেয়ে পরিশ্রমী!💗💗আল্লাহ দোয়াই, তাঁদেরকে সমাজের চোখে ছোট...
08/12/2023

এই জাতির সর্বশ্রেষ্ঠ ও সর্বোৎকৃষ্ট সন্তান তাঁরা, সবচেয়ে ত্যাগী সবচেয়ে পরিশ্রমী!💗💗

আল্লাহ দোয়াই, তাঁদেরকে সমাজের চোখে ছোট করবেন না,মানুষ খুব ছোট চোখে দেখে এগুলো!! জাতির সবচেয়ে দামি সম্পদগুলোকে এভাবে সবার চোখে ছোট করবেন না, তাদের সম্মানহানি করবেন না,আল্লাহর কসম! এর জন্য আপনারা আল্লাহ পাকের নিকট আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। 😐😐😐

অতিরিক্ত বাজেটওয়ালা বাজারি পেটপূজারিদেরকে বয়কট করুন,, মুখলিস মুত্তাকি পরহেজগার উলামায়ে কেরামগণকে দিয়ে মাহফিল করুন,, এতে করে মানুষ কম হোক তবুও জাতির উপকার হবে, ফায়দা হবে। এসব বয়ানে জাতির উপকার হবে ইনশাআল্লাহ।

আর বাজারি বক্তাদের বয়ানে লাখো মানুষ হলেও ফায়দা না নেই কান সুখ করে চলে যাবে। না হবে উম্মাহের ফায়দা না পাওয়া যাবে কোনো বরকত বা রহমত।😶

আল্লাহ পাক এই ভিক্ষার প্রচলন থেকে মাদারিসে কওমীয়াকে হেফাজত করুন।💗

ফিলিস্তিনি ফুল🌸🌼🤍• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                                                                ...
08/12/2023

ফিলিস্তিনি ফুল🌸🌼🤍

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful














































08/12/2023

আজকের হেফাজতে ইসলামের কর্মসূচি থেকে__ মাওলানা রফিকুল ইসলাম মাদানী

08/12/2023

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দীর্ঘ দিন পর বাবার কোলে ২ মেয়ে জান্নাতুল মাওয়া ওফারিহা জান্নাত।!!আজকের সেরা মুহুর্ত আলহামদুলিল্লাহ!!
07/12/2023

দীর্ঘ দিন পর বাবার কোলে ২ মেয়ে জান্নাতুল মাওয়া ও
ফারিহা জান্নাত।!!আজকের সেরা মুহুর্ত আলহামদুলিল্লাহ!!

বিড়াল রাসূল সাঃ এর পছন্দের একটি প্রাণী 🐱🐈‍⬛❤️🤍
07/12/2023

বিড়াল রাসূল সাঃ এর পছন্দের একটি প্রাণী 🐱🐈‍⬛❤️🤍

আকিজ গ্রুপের এই কাজকে অবশ্যই আমাদের সমর্থন করা দরকার।সুযোগ বুঝেই কুপ দিক আর মন থেকেই মুসলিমদের প্রতি ভালোবাসায় এটা করুক,...
07/12/2023

আকিজ গ্রুপের এই কাজকে অবশ্যই আমাদের সমর্থন করা দরকার।

সুযোগ বুঝেই কুপ দিক আর মন থেকেই মুসলিমদের প্রতি ভালোবাসায় এটা করুক,আমরা তাদেরকে সমর্থন করা দায়িত্বের মধ্যেই পরে।

আকিজ গ্রুপ এর কার্যক্রম phiলিস্তিনি ইস্যু আসার অনেক আগে থেকেই সাপোর্ট করি তাদের পন্য ক্রয় করে, কারণ হলো
খাদ্য সামগ্রী থেকে নিয়ে নিত্যপ্রয়োজনীয় সকল পন্যই "Pran RFL " (কাদিয়ানী) গ্রুপ এর আছে, আপনি যেটাই কিনতে যাবেন দেখবেন এই পন্য ই ভিন্ন নামে তারা বের করে রেখেছে।

কাদিয়ানী ইস্যু নিয়ে আন্দোলনের পর যখন প্রাণ আর এফ এল কে বয়কটের ডাক দেওয়া হয়েছিলো, এরপর থেকেই তারা AllTime. Cultime নানান নামে তারা তাদের পন্য মার্কেটে ছেড়েছে। সাধারণ মানুষ সেটা অন্য কোম্পানির ভেবেই খেয়েছে খাচ্ছে...।

তখন মানুষের একটা প্রশ্নই ছিলো..? পারলে এদের বিপরীতে আরেকটি এমন কোম্পানি বের করুক বা বের হোক,তাহলেই তাদেরটা কেনা কমে যাবে।
আলহামদুলিল্লাহ আকিজ গ্রুপ আমাদের সেই স্বপ্ন বা ইচ্ছা পূরণ করেছে। আকিজ গ্রুপের বর্তমানে আমাদের প্রয়োজনীয় সকল পন্য ই আছে। খাদ্যসামগ্রী থেকে নিয়ে ব্যবহার করার উপযোগী সবকিছুই।

এমন কি বাংলাদেশের কোনো কোম্পানিই এভাবে প্রকাশ্যে ফিলিsteen এর পক্ষে কাজ করেনি সাহস ও দেখায়নি।
তাই আসুন ইসলাম প্রিয় দেশীয় কোম্পানির পন্য কেনাকাটা করে দেশের সম্পদ দেশেই রাখি।পাশাপাশি মুসলমানদের স্বার্থে এগিয়ে আসি।
ইজraeel এর পাশাপাশি PRAN RFL (কাদিয়ানী) দের পন্য ও বয়কট করি।

মুহাম্মাদ রনি| ০৭/১২/২৩ইং

মাওলানা আমির হামজা ভাই মুক্ত বাতাসে আলহামদুলিল্লাহ। ♥মুক্তির এই ধারা অব্যাহত থাকুক।
07/12/2023

মাওলানা আমির হামজা ভাই মুক্ত বাতাসে আলহামদুলিল্লাহ। ♥

মুক্তির এই ধারা অব্যাহত থাকুক।

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
07/12/2023

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?

পানি পানের গুরুত্বপূর্ণ সুন্নাতের মধ্যে বিসমিল্লাহ পড়ে পানি পান করা এবং পান করার পূর্বে পানির দিকে দৃষ্টি নিক্ষেপ করা।নব...
06/12/2023

পানি পানের গুরুত্বপূর্ণ সুন্নাতের মধ্যে বিসমিল্লাহ পড়ে পানি পান করা এবং পান করার পূর্বে পানির দিকে দৃষ্টি নিক্ষেপ করা।

নবীজির সা. কোনো সুন্নাহ হুদাই নয়। প্রত্যেকটি সুন্নাত মানুষের জন্য উপকারী। উপকারীর অর্থ ব্যাপক।
আপনি যে উপকার চাচ্ছেন, সেই উপকার।
আপনি পানির দিকে দৃষ্টি প্রদান করে ভালো কিছু চিন্তা করুন এবং বিসমিল্লাহ বলে পান করুন, একেক ফোটা পানি আপনার জন্য মহৌষধ হিসেবে কাজ দিবে ইনশাআল্লাহ্।

প্রধান শর্ত একটাই, সুন্নাতের উপকারিতার উপর শতভাগ বিশ্বাস স্থাপন করা।
আপনি শতভাগ বিশ্বাস রাখুন এবং পানির দিকে দৃষ্টি নিয়ে আপনার চিন্তা প্রয়োগ করুন এবং বিসমিল্লাহ বলে পান করুন।

বেশিদিন লাগবে না, মাত্র সাত দিন পর থেকে উপকার পেতে থাকবেন ইনশাআল্লাহ্।

06/12/2023

সব জায়গাতেই নিজের অবস্থান শক্ত করে ধরে রাখার চেষ্টাটা কখনো কখনো ভয়ংকর।

আপনাকে মাঝে মাঝে স্পেস ছাড়তে হবে। কিছু কিছু জায়গা থেকে নিজ ইচ্ছায় সরে আসতে হবে। কিছু কিছু ব্যাপারে কথা বলা বন্ধ রাখতে হবে। নির্দিষ্ট কিছু সম্পর্ক থেকে বের হতে হবে।

কেবল নিজের জায়গা ধরে রাখাটাই বিচক্ষণতা নয়; কোন জায়গাটা ছেড়ে দিতে হবে, সেটা বুঝতে পারাটা তারচেয়েও বড় বিচক্ষণতা।

06/12/2023

উত্তাল সমুদ্রে যদি নাবিকের উপর ভরসা করে জাহাজে চড়তে পারি, মেঘে ঢাকা আকাশ দেখেও নির্ভয়ে প্লেনে পাইলটের উপর ভরসা রাখতে পারি,তবে মহান মালিকের উপর ভরসা করে তার হাতে জীবনের সবকিছু ছেড়ে দিয়ে অপেক্ষা করতে এমন কি ক্ষতি?,, থাকুক না অভিমান গুলো জমে বুকের বা পাশে,,

06/12/2023

নিশ্চয়ই যারা এয়াতীমদের ধন সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করে। তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে ।

সূরা নিসা: ১০

আল্লাহর ওলীদের সাথে বেয়াদবির ফল নগদে অথবা বাকিতে পেতেই হবে।আল্লামা শায়েখ রশিদুর রহমান ফারুক বর্ণভী দা.বা. এর গতো ৩/৪দিন ...
05/12/2023

আল্লাহর ওলীদের সাথে বেয়াদবির ফল নগদে অথবা বাকিতে পেতেই হবে।

আল্লামা শায়েখ রশিদুর রহমান ফারুক বর্ণভী দা.বা. এর গতো ৩/৪দিন আগে দাওয়াত ছিলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহজাদাপুর গ্রামের এক মাহফিলে, তিনি সেই মাহফিলে যাওয়ার পথে সেখানকার একজন বেয়াদব হুজুর কে লক্ষ করে গালাগালি করে ও হুজুরের গাড়িতে হামলার চেষ্টা করে।

এলাকাবাসী হুজুরকে সেখান থেকে সুন্দরভাবেই মাহফিলে নিয়ে যায়,মাহফিল শেষ করে হুজুর মনেহয় বাড়িতে যেয়ে পৌঁছাতে পারেনি, এরমধ্যমেই ওই বেয়াদবকে পুলিশ ভাংচুর মামলায় এরেস্ট করে নিয়ে যায়। এতে করে এলাকাবাসীর মুখে একটাই কথা শোনা যাচ্ছে যে, এটা একজন পীর সাহেবের সাথে বেয়াদবির ফলাফল।

আল্লাহপাক আমাদেরকে হেফাজত করুক।আমীন

মুহাম্মাদ রনি

05/12/2023

নিজের দোষগুলো এত বড় করে দেখো—যাতে নিজের গুণগুলো এর নিচে চাপা পড়ে যায়; এতে ইখলাস তৈরি হয়। আর অন্যের গুণগুলো এত বড় করে দেখো—যাতে তার দোষগুলো এর নিচে চাপা পড়ে যায়; এতে অহংকার দূর হয়।

05/12/2023

জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় 🥺
আর সেই জীবন নিয়েই আমাদের এতো অহংকার!

04/12/2023

সৎ থাকুন। অল্পতে সন্তুষ্ট হতে শিখুন। আল্লাহ'র সাথে নিজের মনের দুঃখগুলো প্রকাশ করতে শিখুন। নিজের প্রতি যত্ন নিতে শিখুন। লোকে কি বললো, তা এড়িয়ে চলুন। দেখবেন ভেতর থেকে শান্তি অনুভব করবেন। অনেক বেশি সুখে থাকবেন!🖤

03/12/2023

তাবিজে যদি মেয়ে পাওয়া যেতো,সব সুন্দরী মেয়েরা হুজুরদেরই হতো।কালো গুলো পাবলিকের জন্যে রেখে দিতো। সেরা যুক্তি 🔥

03/12/2023

ফুপিয়ে ফুপিয়ে কান্না করা দোয়া গুলো একদিন তো কবুল হবেই।ইনশাআল্লাহ

03/12/2023

নেন এবার পাওয়া গেলো আরও মচৎকার প্রশিক্ষণ!
এরা আমাদের ভবিষ্যৎ মেধাবীদের গড়ে তুলবে।

03/12/2023

আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহাম্মদ স্কুলে Tiktok প্রশিক্ষণ চলতেছে...।

অনেকে বলবে বিজয় দিবশের মহড়ার প্রশিক্ষণ চলতেছে, তাহলে বিজয় দিবসের মহড়ার জন্যে কি হিন্দি আর ডিজে গান দিয়ে প্রশিক্ষণ দিতে হয়!?

Video: sohel rana vai😊

03/12/2023

আমাদের বর্তমান শিক্ষা কারিকুলাম এর ট্রেনিং নিচ্ছেন ব্যাঙ টিচার মহোদয় গন,,,,🤣🐸🐸

02/12/2023

'কষ্ট'যদি নেয়ামত-ই না হবে তবে 'কষ্ট' কেনো আল্লাহকে স্মরণ করায়?_

"নিশ্চয়ই, কষ্টের সাথে রয়েছে স্বস্তি"
[সূরা ইনশিরাহ: আয়াত ৫]

আলহামদুলিল্লাহ!❤️

Hmm that's me!🥹
02/12/2023

Hmm that's me!🥹

কারা নির্যাতিত আলেমেদ্বীন মুফতি মুনির হোসাইন কাসেমী (হাফি.) জামিয়াতুন নুর আল কাসেমিয়া উত্তরা ঢাকায় আল্লামা নাজমুল হাসান ...
02/12/2023

কারা নির্যাতিত আলেমেদ্বীন মুফতি মুনির হোসাইন কাসেমী (হাফি.) জামিয়াতুন নুর আল কাসেমিয়া উত্তরা ঢাকায় আল্লামা নাজমুল হাসান কাসেমী (হাফি.)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন- মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী,
মুফতি মহিউদ্দিন মাসুম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা রফিকুল ইসলাম আইনী প্রমুখ।

02/12/2023

টিডিং টিডিং সাইকেল চালাই;
শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে ক্লাসরুমে, হাতে ছাতাও আছে।
দেখুন আর মনভরে হাসুন।

02/12/2023

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প হল মাত্র। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

জুব্বা তে আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা.বা. কে অসাধারণ লাহতেছে।সাথে আছে আল্লামা শায়েখ সাজিদুর রাহমান দা.বা. মাওল...
01/12/2023

জুব্বা তে আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা.বা. কে অসাধারণ লাহতেছে।
সাথে আছে আল্লামা শায়েখ সাজিদুর রাহমান দা.বা. মাওলানা কেফায়েতুল্লাহ আল আজহারি হাফিযাহুল্লাহ

যার পাশে আল্লাহ আছেন,তার আর কাকে লাগে!?
01/12/2023

যার পাশে আল্লাহ আছেন,তার আর কাকে লাগে!?

01/12/2023

বহুদিন পর আজকে দুইটা জিলাপি পাইলাম।😋
শুক্রবারে মসজিদে জিলাপি না পাইলে যেনো কোনো পূর্ণতাই আসেনা।

আজকে জিলাপি পেয়েছেন?

Address

Brahmanbaria

Telephone

+8801708543443

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like