Ayat Tv news

Ayat Tv news আয়াত টিভি নিউজ সত্যের সন্ধানে ।

গ্রাম থানা জেলা উপজেলা দেশ বিদেশের নানা ধরনের নিউজ পেতে সাথেই থাকুন ধন্যবাদ ।

24/08/2024

ব্রেকিং নিউজ
আজ রাত ১০ টার দিক কাপ্তাই গেট ৬" খুলে দেয়া হবে

ড. ইউনূস  এবার  টের  পাচ্ছেন, কত  বড়ো  অজ্ঞ, নির্বোধ  আর  অকৃতজ্ঞ  জাতির  ভাগ্য  পরিবর্তনের  ভার  নিজ  কাঁধে  তুলেছেন। এ...
24/08/2024

ড. ইউনূস এবার টের পাচ্ছেন, কত বড়ো অজ্ঞ, নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলেছেন।
একদিকে সারাদেশ বন্যায় আক্রান্ত,
মানুষের হাহাকার,
১৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা,
সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র,
একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র,
হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ,
এখনো মানুষ মরছে, আজকেও একজন মরলো,
রক্তের দাগ এখনো শুকায় নাই ।
এরমধ্যে অকৃতজ্ঞ, নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে। এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ, ছি! তাঁদের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি না মানলে তাঁরা কর্মবিরতিতে যাবেন।
বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হেডম কই আছিলো? সদ্যো জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন? তাঁকে দিয়ে হালচাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে?
১৬ বছরে শেষ করে দেয়া একটা দেশকে ১৬ দিনেই মেরামত করা যায়? একটু সময় দেয়া যায় না?
আপনাদের এখন উচিৎ ছিলো, হসপিটালগুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাঁদের অন্তত একবার দেখতে যাওয়া, গেছেন? নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধিদল সরকারের সাথে দেখা করা। অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই।
লজ্জা হয় না? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তিলগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই?
✍️সারজিস আলম

বাংলাদেশের সবচেয়ে বড় পানিসম্পদ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতও কনফার্ম করলেন যে "ভারত বাঁধ ছেড়ে দিয়েছে" এটা সম্পূর্ণ গুজব এ...
24/08/2024

বাংলাদেশের সবচেয়ে বড় পানিসম্পদ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতও কনফার্ম করলেন যে "ভারত বাঁধ ছেড়ে দিয়েছে" এটা সম্পূর্ণ গুজব এবং বন্যা ওই বাঁধের কারণে হয়নি বরং এই বাঁধই কুমিল্লার রক্ষাকবচ।
তিনি বলেন,
“৩০ বছর আগেও প্রায় প্রতিবছরই কুমিল্লায় বন্যা হতো। পাঁচ-সাত বছর পর পর বড় আকারের বন্যা হতো। একারণে গোমতীকে বলা হতো কুমিল্লার দুঃখ। কিন্তু এখন বন্যা হয় না। কারণ হচ্ছে বাঁধ পানি ধরে রাখে। এই বাঁধটা ভারত করেছিল তাদের উপকারের জন্য, তাতে আমাদেরও কিছু উপকার হয়েছিল। একইভাবে চট্টগ্রাম-রাঙ্গুনিয়ায় আগে প্রতিবছরই বন্যা হতো, এখন হয় না। কারণ কাপ্তাই বাঁধ ওই পানি ধরে রাখে। ৩০ বছরেই আমরা কী করে ভুলে গেলাম যে প্রতিবছরই বন্যা হতো!”
তিনি আরও বলেন,
“আমার ধারণা, গোমতীর অবস্থা কী তা ভারত আমাদের জানিয়েছে। তিন-চার দিন আগে থেকেই আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্রগুলোকে এই তথ্য জানিয়ে আসছে। আমরা বিষয়টি দেখিনি, আমরা পূর্বাভাসের তথ্য নাড়াচাড়া করিনা।”
প্রফেসর আইনুন নিশাত
প্রফেসর এমিরেটাস, ব্রাক ইউনিভার্সিটি
সাবেক প্রফেসর এমিরেটাস, বুয়েট
সমকাল, ২৩ আগস্ট ২০২৪

আখাউড়ায় বন্যার পানিতে গর্ভবতী মায়ের মৃত্যু
22/08/2024

আখাউড়ায় বন্যার পানিতে গর্ভবতী মায়ের মৃত্যু

21/08/2024

২১ আগস্ট ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা।

ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়ছড়ি, রাঙামাটি, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, রংপুর, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট, টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি তরফে বন্যাদুর্গত এলাকাগুলোতে উদ্ধারকাজ পরিচালনা ও বন্যার্তদের সহযোগিতা প্রদান করা শুরু হলেও তা এখনও পর্যাপ্ত নয়।

প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের যেকোন দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
হঠাৎ এই বন্যায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটসমূহের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলোঃ

১. সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে।

২. উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেসকিউ টিম প্রস্তুত রাখতে হবে।

৩. স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। ৪. শুকনো কিংবা রান্না করা খাবার, খাবার স্যালাইন, ফিটকিরি/ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ঔষধ প্রস্তুত রাখতে হবে।

৪. যারা বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাবেন তাদের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয়দের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

৫. বন্যা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে।

৬. সকল ক্ষেত্রে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার প্রদান করতে হবে।

৭. বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করা হবে।

৮. বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ বাঁধ পুনর্নির্মাণসহ যাবতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

৯. বন্যা পরবর্তী সময়ে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেজন্য ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠনসহ প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ বিতরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।

১০. বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সার্বিকভাবে পুরো বিষয়টি সমন্বয় করবেন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর যাবতীয় তথ্য ইউনিটভিত্তিক কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসকল নির্দেশনা প্রদান করেছেন।

বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

Address

Haragach Kaunia Rangpr Dararpar
Rangpur
5440

Alerts

Be the first to know and let us send you an email when Ayat Tv news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share