04/10/2022
____অফিসিয়াল: গঞ্জালো হিগুয়াইন,📌
"সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গঞ্জালো হিগুয়েন।আর্জেন্টিনা ইতিহাসের নায়ক হতে গিয়ে হয়ে গেলেন খলনায়ক। এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারের ৭০৭ ম্যাচে ৩৩৩ গোল এবং ১১৩ এসিস্ট। রিভার প্লেটের হয়ে 15 গোল, রিয়াল মাদ্রিদের হয়ে 121 গোল; নাপোলির হয়ে ৯১ গোল; জুভেন্টাসের হয়ে ৬৬ গোল; এসি মিলানের হয়ে ৮ গোল; চেলসির হয়ে ৫ গোল; ইন্টার মিয়ামির হয়ে ২৭ গোল। আন্তজার্তিক ক্যারিয়ারে ৭৫ ম্যাচ খেলে ৩১ গোল ও ১৪ এসিস্ট রয়েছে তার ঝুলিতে।
"হ্যাপি রিটায়ারমেন্ট হিগুয়াইন"❤️