Fardaus Ahmed Sayed

Fardaus Ahmed Sayed নতুন নতুন ইসলামিক ওয়াজ গজল এবং ভালো পোস্ট পেতে পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন

সুখ আসলে কী?বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আ...
13/06/2024

সুখ আসলে কী?

বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আঁকেন।

একটা ভাঙা খাটের ছোট বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে একটি বড় পরিবার। খাটের একটা পায়া নই, সেখানে দুটি ইট রাখা। জরাজীর্ণ বাড়ির ছাদের ফুটো থেকে পানি পড়ছে, ওখানে তাই ছাতা রাখা। বাড়ির কুকুরটিও বিছানায় শান্তিতে ঘুমায়। কপাটবিহীন জানালায় পাখি বসেছে। মুরগি শেয়ালে নেবারও দুর্ভাবনা নেই।

ছবিটা দেখার পর মনে হলো, সুখ মানে সমস্যা না থাকা নয়, কষ্টের পরিস্থিতিকে স্বাচ্ছন্দ্যে মেনে নেওয়ার মধ্যেই সুখ। যা আছে তা নিয়েই খুশি থাকি, শান্তিতে ঘুমাই।

পাক্কা নামাজি 😜😜
07/06/2024

পাক্কা নামাজি 😜😜

15/05/2024

যৌবনকালে যত বেশি পারো সিজদা দিয়ে নাও বহু বৃদ্ধ আছে মাটিতে সিজদা ছাড়াই নামাজ পড়তে হয় !

05/05/2024

কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে তারা হয়তো জানেনা, চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদাত।

অসাধারণ দৃশ্য মাশাআল্লহ
26/04/2024

অসাধারণ দৃশ্য মাশাআল্লহ

25/04/2024


আরো কতদিন লাগবে বুঝতে
22/04/2024

আরো কতদিন লাগবে বুঝতে

আলহামদুলিল্লাহ ঈদ মোবারক
14/04/2024

আলহামদুলিল্লাহ ঈদ মোবারক

ঈদের নামাজ আদায়ের নিয়ম
11/04/2024

ঈদের নামাজ আদায়ের নিয়ম

😜
09/04/2024

😜

02/04/2024

আসরের আগ পর্যন্ত পর্দা টানিয়ে খাবার বিক্রি করে-
আর আসরের পর থেকে মাথায় টুপি দিয়ে ইফতার বিক্রি করে- কি আজীব মুসলমান !!

যখন দুনিয়ার হুর আর কথা শোনে না !😊
16/03/2024

যখন দুনিয়ার হুর আর কথা শোনে না !😊

ইফতারের পর নামাজ পড়ে স্ত্রী কে কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখুন...দেখবেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে!!!!
15/03/2024

ইফতারের পর নামাজ পড়ে স্ত্রী কে কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখুন...
দেখবেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে!!!!

10/03/2024

সমালোচনা মানুষ তখনই করে। যখন আপনার মধ্যে থাকা ভালো গুণগুলো তার মধ্যে থাকেনা।

04/03/2024

হাসতে হাসতে শেষ শুধু একবার দেখুন 😄

01/03/2024

অন্তর ঠান্ডা করার সেরা ওয়াজ মিজানুর রহমান আজহারী | মিজানুর রহমান আজহারী নতুন ওয়াজ ২০২৪

আলোচনা করলেন ডাঃ মিজানুর রহমান আজহারী হুজুর

#মিজানুর_রহমান_আজহারী
#নতুনওয়াজ
#মিজানুররহমানআজহারীওয়াজ











আজহারী হুজুরের বয়ান টি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ

Please Like Comment Share

Thanks for Watching 🥰🥰🥰

25/02/2024

প্রচন্ড তৃষ্ণা পেলেও যেমন বিষ পান করবেন
নাহ ঠিক 🥤
তেমনি প্রচন্ড একাকিত্ববোধ করলেও হারাম সর্ম্পকে জড়াবেন নাহ 🚫

19/02/2024
15/02/2024

কেউ দুর্বল হলেও নম্রতার কারণে এগিয়ে যায়। আর কেউ মেধাবী হলেও বেয়াদবির কারণে ধ্বংস হয়ে যায়।

12/02/2024

জীবনে যদি বার বার ছিটকে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয়।

11/02/2024

পর পুরুষের সামনে উপস্থাপনা করে নিজেকে অযথা সুন্দরী ভেবোনা
কারণ তোমার চেয়ে অধিক সুন্দরীরা
পর্দার আড়ালে লুকিয়ে থাকে💗

11/02/2024

- সব বোরকায় দ্বীনদার থাকে না 🙂🚫

10/02/2024

সমাজ কি বলে এটা নিয়ে চিন্তা করবেন না।
কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে।

10/02/2024

বর্তমান সমাজে মুসলিমেরা যেসব রীতি মেনে বিয়ে করেন:--
১. এনগেজমেন্টের আংটি পরানো- খ্রিস্টান রীতি।
২. গায়ে হলুদ -হিন্দু রীতি।
৩. যৌতুক-হারাম। মানুষ বলে সামাজিক রীতি।
৪ .ঝাকজমক লাইটিং- লোক দেখানো রীতি।
৫. ২০০-৩০০ লোকজন নিয়ে বরযাত্রা- শ্বশুর বাড়ির উপর জুলুম রীতি।
৬. বিশাল অঙ্কের মোহরানা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই - মুনাফিকি রীতি।

***আপনার বিবেকের কাছে প্রশ্ন -----
*আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন? আপনি কি মরছেন?
*গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন? তার কি পা নাই?
*বর মুখে রুমাল দিবে কেন? লজ্জা বেশি?? পুরুষ হয়ে এতোই লজ্জা!! আপনাকে বিয়ে করতে কে বলেছে?
*বরকে হাত দোয়াতে হবে কেন? সে কি হাত ধোয়ে কখনো খায়নি?
*মানুষকে দাওয়াত দিয়ে টাকা নেন কেন?অভাব বেশি? তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনাকে?
*ছেলেকে এই দিতে হবে,সেই দিতে হবে কেন? আরে তোমার ছেলে ব‌উ পালতে পারবে না, বিয়ে করাইতেছেন কেন? নাকি ছেলে বিক্রি করছেন? বিক্রি করা ছেলে তো ব‌উয়ের কথাই শুনবে।
*নতুন ব‌উকে পর পুরুষ কোলে নিবে কেন??
তার পায়ে কি কাঁটা ফুটছে নাকি পা মচকিয়ে ভেঙে গেছে??
উপরের প্রায় সব কথার সাথে আমাদের সমাজের মিল আছে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সঠিক বুঝ দান করুক এবং আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো কবুল করুন। আমিন।

25/01/2024

ভাবিয়া করিও গোসল 😌
করিয়া কাপিও না 🥶🤣

এটাই হয়তো একমাত্র স্বপ্ন যা সাথে সাথেই সত্যি হয়😄
14/01/2024

এটাই হয়তো একমাত্র স্বপ্ন যা সাথে সাথেই সত্যি হয়😄

12/01/2024

স্টুডেন্ট অবস্থায় হারাম প্রেম করলে পিতামাতা স্বাভাবিক ভাবেই নিচ্ছে।আর স্টুডেন্ট অবস্থায় বিয়ে করলে সমাজের সামনে পিতামাতা লজ্জা পায়!

10/01/2024

বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে
ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে 🥲

Address

Rangpur
FARDAUS

Alerts

Be the first to know and let us send you an email when Fardaus Ahmed Sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fardaus Ahmed Sayed:

Videos

Share

Nearby media companies