Bint e Zaman

Bint e Zaman তুমি তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ? ( সূরা-আর-রহমান)

গল্পটা অন্য রকম হতে পারতো।
20/01/2025

গল্পটা অন্য রকম হতে পারতো।

মানুষ অন্যের বিচার করতে যত বড় বিচারক ঠিক নিজের বিচার করতে তার থেকে দু গুন দূর্বলতা প্রদর্শন করে।  অন্যের দোষ মানুষ যেভা...
24/11/2024

মানুষ অন্যের বিচার করতে যত বড় বিচারক ঠিক নিজের বিচার করতে তার থেকে দু গুন দূর্বলতা প্রদর্শন করে।
অন্যের দোষ মানুষ যেভাবে খুঁজে পায় ঠিক বিপরীতে নিজের দোষ দেখার সময় চোখের দৃষ্টি হারিয়ে ফেলে।
তাই অন্যের দেয়া মইয়ে বিশ্বাস করে গাছে উঠতে পারলেও নামতে‌ পারবেন না । জীবন চলার পথে মানুষ নির্বাচনে ভুল করলে পদে পদে‌ ধোকা খেতে হবে ,, এটাই সত্যি।

11/11/2024

রিজিকের সর্বোচ্চ স্তর সুস্থতা,,,
জীবনধারণের জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলোই আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। আমাদের শরীরে খাদ্য গ্রহণের ফলে যে কাজগুলো সম্পন্ন হয় তা হলো—
১। দেহ গঠন ও বৃদ্ধি সাধন
২। ক্ষয় পূরণ
৩। তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান
৪। দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ
৫। রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি
আমাদের মধ্যে বেশিরভাগই ধুমপান, মাদকদ্রব্য সেবন না করেও শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের প্রতিনিয়ত ক্ষতি করছি । শুধু মাত্র খাবার চয়নে ভুল করার মাধ্যমে । আমরা খাবার গ্রহণের সময় শরীরের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেই জিহ্বাকে । আর জিহ্বার আবদার পূরণ করতে গিয়ে খাবারের গুনগত মানের দিকে দৃষ্টিপাত করিনা ‌যার ফলে রিজিক এর সর্বোচ্চ স্তর সুস্থতাকে হারিয়ে ফেলেছি । বাজারের বিভিন্ন ধরনের প্রসেস, ‍রং, নাম ও‌ দামের খাবার গুলো খেয়ে শরীরের অঙ্গগুলোকে নষ্ট করছি । নিজের টাকা দিয়ে রোগ কিনে নিয়ে শরীরের ঢুকাচ্ছি আর এক পর্যায়ে গিয়ে শারীরিক অসুস্থতার জন্য দুনিয়ার বাকি নেয়ামত গুলো থেকেও বঞ্চিত হচ্ছি । প্রিয় ভাই ও বোনেরা আপনাদের প্রতি অনুরোধ আপনারা খাবার নির্বাচনের সময় একটু সচেতনতা অবলম্বন করবেন । মানুষ আপনার সাথে খাবার শেয়ার করলেও কেউ রোগের ভাগ নিবেনা । আপনারা যেখান খাবার খেয়ে থাকুন না কেন সবসময় স্বাস্থ্ সম্মত খাবার নির্বাচন করবেন ।

সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত                মতিউর রহমান মল্লিকসে কোন বন্ধু বল বেশী বিশ্বস্তকার কাছে মন খুলে দেওয়া যায...
09/09/2024

সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত

মতিউর রহমান মল্লিক

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমাদ বড় বিশ্বস্ত।

যে জন কখনো ব্যথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমাদ বড় বিশ্বস্ত।

মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী কোথায় আর মিলেনা
যার মত দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমাদ বড় বিশ্বস্ত।

I'm gonna leave you 💔
08/09/2024

I'm gonna leave you 💔

"মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই।"
04/09/2024

"মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই,
জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই।"

প্রত্যেকেই আমরা শহীদ আবু সাঈদের বাবার আহবানে প্রতি সম্মান প্রদর্শন করবো ।
09/08/2024

প্রত্যেকেই আমরা শহীদ আবু সাঈদের বাবার আহবানে প্রতি সম্মান প্রদর্শন করবো ।

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আজ থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজ থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজ থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজ থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজ থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ।

দেশ আর কারো বাপের না, দেশ এখন আপনার নিজের...!

এই মুহুর্তে সরকারি বেসরকারি স্থাপনা এবং সংখ্যালঘুদের ঘরবাড়ি মন্দির রক্ষা করা গুরুত্বপূর্ণ,  যাতে তাদের রেখে যাওয়া পরিকল...
05/08/2024

এই মুহুর্তে সরকারি বেসরকারি স্থাপনা এবং সংখ্যালঘুদের ঘরবাড়ি মন্দির রক্ষা করা গুরুত্বপূর্ণ, যাতে তাদের রেখে যাওয়া পরিকল্পনা বাস্তবায়িত না হয় ।বাকি আলাপ পরে।

05/08/2024

Alhamdulillah

01/08/2024

পতন সন্নিকটে দেইখা সচিবালয়ের ফাইলটাইল জ্বালায়ে দিতেছে নাকি!

26/07/2024

গ্রামের বিশুদ্ধ বাতাস...
প্রাণ জুড়ায়

করা কফি মানেই ক্লান্তি দূর ☕☕☕
02/07/2024

করা কফি মানেই ক্লান্তি দূর ☕☕☕

Address

Rangpur

Telephone

+8801707769409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bint e Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bint e Zaman:

Videos

Share