Bint e Zaman

Bint e Zaman তুমি তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ? ( সূরা-আর-রহমান)
(1)

সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত                মতিউর রহমান মল্লিকসে কোন বন্ধু বল বেশী বিশ্বস্তকার কাছে মন খুলে দেওয়া যায...
09/09/2024

সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত

মতিউর রহমান মল্লিক

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমাদ বড় বিশ্বস্ত।

যে জন কখনো ব্যথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমাদ বড় বিশ্বস্ত।

মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী কোথায় আর মিলেনা
যার মত দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমাদ বড় বিশ্বস্ত।

I'm gonna leave you 💔
08/09/2024

I'm gonna leave you 💔

"মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই।"
04/09/2024

"মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই,
জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই।"

প্রত্যেকেই আমরা শহীদ আবু সাঈদের বাবার আহবানে প্রতি সম্মান প্রদর্শন করবো ।
09/08/2024

প্রত্যেকেই আমরা শহীদ আবু সাঈদের বাবার আহবানে প্রতি সম্মান প্রদর্শন করবো ।

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আজ থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজ থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজ থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজ থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজ থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ।

দেশ আর কারো বাপের না, দেশ এখন আপনার নিজের...!

এই মুহুর্তে সরকারি বেসরকারি স্থাপনা এবং সংখ্যালঘুদের ঘরবাড়ি মন্দির রক্ষা করা গুরুত্বপূর্ণ,  যাতে তাদের রেখে যাওয়া পরিকল...
05/08/2024

এই মুহুর্তে সরকারি বেসরকারি স্থাপনা এবং সংখ্যালঘুদের ঘরবাড়ি মন্দির রক্ষা করা গুরুত্বপূর্ণ, যাতে তাদের রেখে যাওয়া পরিকল্পনা বাস্তবায়িত না হয় ।বাকি আলাপ পরে।

05/08/2024

Alhamdulillah

01/08/2024

পতন সন্নিকটে দেইখা সচিবালয়ের ফাইলটাইল জ্বালায়ে দিতেছে নাকি!

26/07/2024

গ্রামের বিশুদ্ধ বাতাস...
প্রাণ জুড়ায়

করা কফি মানেই ক্লান্তি দূর ☕☕☕
02/07/2024

করা কফি মানেই ক্লান্তি দূর ☕☕☕

29/06/2024
রাসেলস ভাইপারের আতঙ্ক থেকে মুক্তি চাইলে আপনার আশপাশের শিকারী বন্যপ্রাণীদের রক্ষা করুন। একটা চিল, বনবিড়াল, শিয়াল কিংবা খা...
18/06/2024

রাসেলস ভাইপারের আতঙ্ক থেকে মুক্তি চাইলে আপনার আশপাশের শিকারী বন্যপ্রাণীদের রক্ষা করুন। একটা চিল, বনবিড়াল, শিয়াল কিংবা খাটাশ একান্ত খাবারের অভাব হলে আপনার দুই চারটা হাঁস-মুরগি খেতে পারে, কিন্তু বিনিময়ে আপনার ক্ষেত বাঁচাবে রাসেলস ভাইপারের বংশবৃদ্ধি থেকে। এরা প্রত্যেকেই প্রচুর পরিমাণে সাপ খেয়ে থাকে।

17/06/2024

জোনাকির আলো

নতুন শহরে অপরিচিতদের ভীরে আর একবার হোক "সাদর সম্ভাষণ" ।
11/06/2024

নতুন শহরে অপরিচিতদের ভীরে আর একবার হোক "সাদর সম্ভাষণ" ।

রাসেল ভাইপার,চন্দ্রবড়া।।এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।...
10/06/2024

রাসেল ভাইপার,চন্দ্রবড়া।।
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।

শত্রু তৈরী করার জন্য, ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি জীবনে যাদের উপকার করেছেন, তারাই আপনার শত্রু হবে।
09/06/2024

শত্রু তৈরী করার জন্য, ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি জীবনে যাদের উপকার করেছেন, তারাই আপনার শত্রু হবে।

আমাদের একটু সচেতনতা হয়তো পরিস্থিতি পাল্টে দিতে পারে 🌱
09/06/2024

আমাদের একটু সচেতনতা হয়তো পরিস্থিতি পাল্টে দিতে পারে 🌱

জ্বরের ওষুধ 🌱
07/06/2024

জ্বরের ওষুধ 🌱

দাদিমার ভালোবাসা ❤️❤️পুরান বাড়ির গেটের সামনে দেশি জাতের আম গাছ । আর সারাদিনে গাছের নিচে যতটা আম কুড়িয়ে পাবে ঠিক ততোবা...
05/06/2024

দাদিমার ভালোবাসা ❤️❤️
পুরান বাড়ির গেটের সামনে দেশি জাতের আম গাছ । আর সারাদিনে গাছের নিচে যতটা আম কুড়িয়ে পাবে ঠিক ততোবার এসে আমার বইয়ের তাকে আম‌ গুলো লুকিয়ে রেখে যাবে । শুধু আম নয় এমন অনেক কিছুই আমি বইয়ের তাকে পাই । দাদিমা আমার চোখের শান্তি, হৃদয়ের প্রশান্তি ।

আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবচেয়ে নোংরা মানুষরাই পরিষ্কার মানুষকে বিচার করে "
02/06/2024

আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবচেয়ে নোংরা মানুষরাই পরিষ্কার মানুষকে বিচার করে "

02/06/2024

বৃষ্টির শেষ মুহুর্তে

01/06/2024

পাহাড়...

লোকেশন.- সাজেক

আপনি এক ঘন্টা "সেক্সচুয়াল-ভিডিও" দেখে রাস্তায় বের হন, আসেপাশে আর কোন মেয়ে দেখবেন না, মনে হবে তারা এক একটা "পর্নস্টার"।...
01/06/2024

আপনি এক ঘন্টা "সেক্সচুয়াল-ভিডিও" দেখে রাস্তায় বের হন, আসেপাশে আর কোন মেয়ে দেখবেন না,
মনে হবে তারা এক একটা "পর্নস্টার"।

আপনি দু'একটা উপন্যাস ক্যাটাগরির বই পড়ুন, আপনার বন্ধুবান্ধবদের আর সাধারণ মানুষ মনে হবেনা, মনে হবে তারা উপন্যাসের এক একটা ক্যারেক্টার।

আপনি সামাজিক কাজে লেগে পড়ুন,
মানুষ যখন আপনার ভালো কাজের জন্য আপনাকে উৎসাহ দিবে, আপনার মনে হবে আমি এটাকেই আমার ক্যারিয়ার বানিয়ে ফেলি।

আসলে আপনার দৃষ্টি দিয়ে আপনি যা দেখেন, আপনার কান দিয়ে আপনি যা শোনেন।
ঠিক সেভাবেই আপনার দৃষ্টিকোণ তৈরি হয়।

এজন্যই আমাদের ভালো কিছু দেখা,
ভালো কিছু শোনা, ভালো মানুষদের সাথে মেশা প্রয়োজন। যাতে করে আমাদের পার্সপেক্টিভ হয় পজেটিভ।
সংগ্রহীত

অবশ্যই তাকে আপনার হাত ধরতে দিবেন না। , যে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার হাত ছেড়ে দিবে ।।
24/05/2024

অবশ্যই তাকে আপনার হাত ধরতে দিবেন না। , যে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার হাত ছেড়ে দিবে ।।

গরমে তার জন্য সকল ব্যবস্থা।
23/05/2024

গরমে তার জন্য সকল ব্যবস্থা।

04/05/2024

❤️❤️❤️

যে মানুষগুলো আপনাকে হতাশায় ফেলে দেয়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তাদের মাঝে নিজেকে পরিবেষ্টিত রাখবেন না।।বরং যে মানুষগুল...
03/05/2024

যে মানুষগুলো আপনাকে হতাশায় ফেলে দেয়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তাদের মাঝে নিজেকে পরিবেষ্টিত রাখবেন না।।

বরং যে মানুষগুলো আপনাকে কঠিন সময়েও আশার
আলো দেখায়, সাহস জোগায় তাদের মাঝেই
নিজেকে পরিবেষ্টিত রাখুন।।

মনে রাখবেন, জীবনকে আপনি চাইলেই খুব আনন্দদায়ক রূপে পরিনত করতে পারবেন না, তবে চাইলেই দুঃখ -দুর্দশা অবস্থায় নিজেকে আবিষ্কার করতে পারবেন।

তাই বিপদে আশা হারাবেন না, জীবন কে আনন্দদায়ক করার সকল প্রচেষ্টা চালিয়ে যান।

রোগাক্রান্ত মানুষের পাশে থাকলে আপনি সহজেই
রোগক্রান্ত হতে পারেন , কিন্তু স্বাস্থ্যবানের
পাশে থাকলেও সুস্থ থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে ।

তাই বন্ধু আর সঙ্গী নির্বাচনে সর্তক হন ।

Address

Rangpur

Telephone

+8801707769409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bint e Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bint e Zaman:

Videos

Share