মিঠাপুকুর গড়ের মাথায় ভয়াবহ বাস দর্ঘটনা,উদ্ধার অভিযানে পুলিশ, ফায়ারসার্ভিস,,,
সরকার মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করলেও মিঠাপুকুরে বাস্তবায়ন হয়েছে কতটুকু।প্রশ্ন রয়ে গেলো! এ উপজেলা থেকে মাদক নির্মুল হবে কী?
তার স্থির চিত্র উপজেলার জায়গীরহাটের পেশাদার গাঁজা ব্যবসায়ি রফিকুল ইসলাম ওরফে ঝল্টুর রমরমা গাঁজার ব্যবসা। তিনি রয়েছেন ধরা ছোঁয়ার বাহিরে।
ভিডিও তথ্য- মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটি।
_*গভীর রাতে র্যাব এর চেকপোষ্টে তল্লাশি। ৫২.৩০০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার; মিনি ট্রাক জব্দ।*_
_*ঘটনার বিবরণ:*_
গত ৩০ জানুয়ারি ২৪ আনুমানিক রাত ২৩০০ ঘটিকার সময় রংপুর সদরের মেডিকেল পাকারমাথা, বুড়িরহাট রোড এলাকায় র্যাব এর চেকপোস্টে তল্লাশি চলাকালীন অভিনব কায়দায় মিনি ট্রাকের পিছনে ত্রিপলের অন্তরালে ৫২.৩০০ কেজি গাঁজাসহ রংপুর টু বগুড়াগামী মহাসড়কে মাদক পরিবহনকালে দুই মাদক কারবারি আটক হয় এবং মাদক বাহী একটি মিনি ট্রাক জব্দ করা হয়। মাদক ব্যবসায়ীরা বহুদিন যাবত উত্তরাঞ্চল হতে রাজধানীতে মাদক পাচার করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে তাদের উপর সার্বক্ষণিক নজরদারি এর মাধ্যমে র্যাব-১৩, রংপুর এর চৌকস আভিযানিক দল মাদক কারবারীদের সনাক্ত করতে সক্ষম হয় এবং যথারীতি চেকপোস্টে তল্লাশির মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম হয়। মাদক কারবারীদের এবং জব্
ভোট আসে ভোট যায়, কিন্তু এই মৃত্যুর দায় কেউ নেয়না।
আমরা হতবাক,,,,,
চেয়ারম্যান মাহবুবার রহমান হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন,,,