নীলফামারীর খবর ২৪ ঘন্টা

নীলফামারীর খবর ২৪ ঘন্টা সব খবর সব সময়

14/06/2024

সদ্যপ্রাপ্ত...

নীলফামারীর ডালিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের চারজনকে গ্রে'ফ'তা'র করেছে পুলিশ।

14/06/2024

সদ্যপ্রাপ্ত...

নীলফামারীর পুরাতন রেলস্টেশন এলাকায় অ'টো'র'ধা'ক্কা'য় এক ব্যবসায়ী নি'হ'ত।

13/06/2024

সদ্যপ্রাপ্ত...

হু হু করে বাড়ছে তিস্তার পানি, সন্ধ্যা ৬ টায় ৫১.৪৫ সেন্টিমিটার।

13/06/2024

কুরবানী হতে শিক্ষা পর্ব-১
-------------------------------------
কুরবানি (قربانى) শব্দটি আরবি। ‘কোরবানুন’ মাসদার থেকে শব্দটির উৎপত্তি। কুরবানি শব্দের অর্থ হলো, নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ, আত্নত্যাগ, জবেহ ইত্যাদি। শরীয়তের পরিভাষায়, মহান আল্লাহর নৈকট্য ও সন্তোষ লাভের আশায় নির্ধারিত তারিখের মধ্যে হালাল কোন পশু আল্লাহর নামে জবেহ করা।

কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন:

‘আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা হালাল পশু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে।’

সূরা হজ-৩৪
কুরবানির মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই কুরবানির শর্ত হল শিরকমুক্ত আকীদা ও হালাল সম্পদ দ্বারা তা আদায় করা। মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন:

‘নিশ্চই আমার নিকট কুরবানির পশুর গোশত ও রক্ত কিছুই কবুল হয় না, তবে আমার নিকট পৌঁছে একমাত্র তাকওয়া।’

সূরা হজ-৩৭
আদম (আঃ) এর পুত্রদের ঘটনাঃ

আল্লাহ বলেন-

“হে রাসুল! আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পাঠ করে শুনান। যখন তারা উভয়েই কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হল এবং অন্যজনের কুরবানি কবুল হল না। সে (কাবিল) বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন (হাবিল) বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন।’ সে (হাবিল) বলল, যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না। কেননা আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।’”

সুরা মায়েদা: আয়াত ২৭-২৮
আদম (আঃ) এর এক সন্তান ছিল তাকওয়াপূর্ণ এবং সে উত্তম পশু কুরবানি করেন আল্লাহ তা কবুল করেন। এতে তার শ্রেষ্ঠত্ব ও মুত্তাকী হওয়ার প্রমাণ হয়। অপরদিকে তাকওয়াপূর্ণ না হওয়ায় অপরজনের কুরবানী কবুল হয়নি। এতে সে নিজেকে সংশোধন না করে উল্টো শত্রুতাবশত নিজ ভাইকে হত্যা করলো। কাবিলের সবচেয়ে বড় অপরাধ ছিল সে আল্লাহর ফায়সালা/বিচারে অনুগত বা সন্তুষ্ট না হয়ে বরং ইবলিসের মত শত্রুতায় লিপ্ত হয়।

এখন যারা কাবিলের মত আল্লাহর কুরআনের আইন, বিচার, নিয়মনীতি নিয়ে সমালোচনা করেন অন্যরা সংশোধনের দাওয়াত দিলে তাদের নামে উল্টো হামলা, মামলা চালায় তারা যত বড় পশু জবাই করুক না কেন তাদের কুরবানী হবে কাবিলের মত।

হাদীসে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, তার খুনের বোঝা আদম (আঃ)-এর ঐ প্রথম সন্তানের উপরেই পতিত হয়। কেননা সে-ই সর্বপ্রথম ভূ-পৃষ্ঠে অন্যায়ভাবে রক্ত বইয়েছিল।” (বুখারী ও মুসলিম)।

তাহলে যারা কোন সমাজে কুফর, শিরক গোনাহ চালু করলো যতগুলো লোক তা পালন করবে, চালুকৃত ব্যক্তিদের উপরও গোনাহ লিখিত হবে। অপরদিকে ইব্রাহিম (আঃ) ও তার পুত্র ইসমাইল (আঃ) বিনা যুক্তিতে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন। আল্লাহ পরীক্ষা করেছিলেন – ইব্রাহিম (আঃ) এর নিকট আল্লাহ সবকিছুর চেয়ে প্রিয় কিনা!?

আল্লাহ বলেন,

“অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল। তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু। আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে, ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।”

সূরা আস সাফফাতঃ ১০২-১১১
আল্লাহর বিধানের প্রতি একনিষ্ঠ অনুগত্যই ছিল ইব্রাহিম (আঃ)-এর আদর্শ। প্রকৃত মুত্তাকীরা আজও তাই মেনে চলে। যারা তথাকথিত নেতাদের আদর্শ মানতে গিয়ে আল্লাহর আইন, বিধানের বিপরীত কর্মকাণ্ডকে সমর্থন করে তাদের কুরবানী কি আসলে কবুলযোগ্য!?

 #নীলফামারীরখবর২৪ঘন্টা
13/06/2024

#নীলফামারীরখবর২৪ঘন্টা

12/06/2024

সুন্নাহর আলোকে আমাদের কুরবানী পশুগুলির বয়স যেমন হওয়া উচিত!
---------------------------
বয়সের দিক দিয়ে উঁটের পাঁচ বছর, গরুর দুই বছর এবং মেষ ও ছাগের এক বছর হওয়া জরুরী। অবশ্য অসুবিধার ক্ষেত্রে ছয় মাস বয়সী মেষ কুরবানী করা যায়। প্রিয় নবী (সা.) বলেন, ‘‘দাঁতালো ছাড়া যবেহ করো না। তবে তা দুর্লভ হলে ছয় মাসের মেষ যবেহ কর।’’(মুঃ১৯৬৩)

কিন্তু উলামাগণ এ বিষয়ে একমত যে, ছ’মাস বয়সী মেষের কুরবানী সিদ্ধ হবে; তা ছাড়া অন্য পশু পাওয়া যাক অথবা না যাক। অধিকাংশ উলামাগণ ঐ হাদীসের আদেশকে ‘ইস্তিহবাব’ (উত্তম) বলে গ্রহণ করেছেন এবং বলেছেন যে, ঐ হাদীসের মর্মার্থ এ নয় যে, অন্য কুরবানীর পশু না পাওয়া গেলে তবেই ছ’মাস বয়সের মেষ শাবকের কুরবানী বৈধ। যেহেতু এমন অন্যান্য দলীলও রয়েছে যার দ্বারা প্রমাণিত হয় যে, ঐ বয়সী মেষেরও কুরবানী বৈধ; প্রকাশতঃ যদিও কুরবানীদাতা অন্য দাঁতালো পশু পেয়েও থাকে। যেমন রসূল (সা.) বলেন, ‘‘ছ’মাস বয়সী মেষশাবক উত্তম কুরবানী।’’(আহমদঃ৪৪৫)

উক্ববাহ বিন আমের (রা.) বলেন, (একদা) নবী (সা.) কুরবানীর পশু বিতরণ করলেন। উকবার ভাগে পড়ল এক ছয় মাসের মেষ। তিনি বললেন, ‘হে আল্লাহর রসূল! আমার ভাগে ছয় মাসের মেষ হল?’ প্রত্যুত্তরে তিনি বললেন, ‘‘এটা দিয়েই তুমি কুরবানী কর।’’(বুঃ২১৭৮)🥀

মোঃ আতিউর রহমান
খতিব
দক্ষিণ নশরতপুর ফকির পাড়া জামে মসজিদ
চিরিরবন্দর, দিনাজপুর।

11/06/2024

জিলহজ্জের প্রথম দশ দিনগুলোতে যেসব আমল করা মুস্তাহাব।
------------------------------------
আমরা আলোচনা তিনটি বিষয়ে,আমরা আরো তিনটি আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ!

৪. হজ ও ওমরা করা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। এ দুটি ইবাদতে রয়েছে পাপের কুফল থেকে আত্মার পবিত্রতা, যার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও সম্মানিত হতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:—

«من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه »

‘যে ব্যক্তি হজ করেছে, তাতে কোনো অশ্লীল আচরণ করেনি ও কোনো পাপে লিপ্ত হয়নি সে সে দিনের মত নিষ্পাপ হয়ে গেল, যে দিন তার মাতা তাকে প্রসব করেছে।(মুঃ-১৩৫০)

হাদিসে আরও এসেছে—

عن أبي هريرة- رضى الله عنه- أن رسول الله صلى الله عليه وسلم قال: «العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجـنة ».

رواه البخاري ، ومسلم

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘এক ওমরাহ থেকে অন্য ওমরাহকে তার মধ্যবর্তী পাপসমূহের কাফফারা হিসেবে গ্রহণ করা হয়। আর কলুষযুক্ত হজের পুরস্কার হল জান্নাত।(বুঃ-১৬৮৩)

৫. আল্লাহর যিকির করা:

এ দিনসমূহে অন্যান্য আমলের মাঝে যিকিরের এক বিশেষ মর্যাদা রয়েছে, যেমন হাদিসে এসেছে:—

عن عبد الله بن عمر- رضى الله عنهما- عن النبى- صلى الله عليه وسلم- قال: «ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه العشر، فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد ».]رواه أحمد، وقال أحمد شاكر:إسناده صحيح [

আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: এ দশ দিনে [নেক] আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় ও মহান আর কোনো আমল নেই। তোমরা এ সময়ে তাহলীল [লা-ইলাহা ইল্লাল্লাহ] তাকবীর [আল্লাহু আকবার] তাহমীদ [আল-হামদুলিল্লাহ] বেশি করে আদায় কর।
(আহমদ ১৩২)
আল্লাহ রাব্বুল আলামিন বলেন:—

﴿ لِّيَشۡهَدُواْ مَنَٰفِعَ لَهُمۡ وَيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ فِيٓ أَيَّامٖ مَّعۡلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۖ ٢٨ ﴾ [الحج : ٢٨]

‘যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে।সূরা হজ আয়াত ২৮)

অধিকাংশ আলেম বলেছেন: এ আয়াতে নির্দিষ্ট দিন বলতে যিলহজের প্রথম দশ দিনকে নির্দেশ করা হয়েছে। এ সময়ে আল্লাহর বান্দাগণ বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন, তার পবিত্রতা বর্ণনা করেন, তার নেয়ামতের শুকরিয়া আদায় করেন, কুরবানির পশু যবেহ করার সময় আল্লাহর নাম ও তাকবীর উচ্চারণ করে থাকেন।

হাদিসে আছে চারটি বাক্য আল্লাহর নিকট অধিক প্রিয়। ১-সুবহানাল্লাহ, ২-আলহামদু লিল্লাহ, ৩-লা-ইলাহা ইল্লাল্লাহু, ৪-আল্লাহু আকবর। এ দিনগুলোতে এ যিকিরগুলো করা যেতে পারে।

৬. তাকবীর, তাহলীল ও তাহমীদ:

এ দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবীর পাঠ করা সুন্নত। এ তাকবীর প্রকাশ্যে ও উচ্চস্বরে মসজিদ, বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, বাজার সহ সর্বত্র উচ্চ আওয়াজে পাঠ করা হবে। তবে মেয়েরা নিম্ন-স্বরে তাকবীর পাঠ করবে। তাকবীর হল:—

اَللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ، لَاإِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ وَلِلهِ الحَمْدُ

সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর রা. ও আবু হুরাইরা রা. যিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন ও তাকবীর পাঠ করতেন, লোকজনও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন। অর্থাৎ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই দুই প্রিয় সাহাবি লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করিয়ে দিতেন।

ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে ওমর ও আবূহুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এ দশ দিন তাকবীর বলতে বলতে বাজারের জন্য বের হতেন, মানুষরাও তাদের দেখে দেখে তাকবীর বলত। তিনি আরও বলেছেন, ইবনে ওমর মিনায় তার তাবুতে তাকবীর বলতেন, মসজিদের লোকেরা শুনত, অতঃপর তারা তাকবীর বলত এবং বাজারের লোকেরাও তাদের সাথে তাকবীর বলত। এক পর্যায়ে পুরো মিনা তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠত।

ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এ দিনগুলোতে মিনায় তাকবীর বলতেন, প্রত্যেক সালাতের পর, বিছানায়, তাঁবুতে মজলিসে ও চলার পথে সশব্দে তাকবীর বলা মোস্তাহাব। যেহেতু ওমর, ইবনে ওমর ও আবূহুরায়রা সশব্দে তাকবীর বলেছেন।
আল্লাহ তায়ালা আমাদের আমল করবার তৌফিক দান করুন, আমিন।

11/06/2024

সদ্যপ্রাপ্ত...

নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া এলাকায় চাঁ'দা'বা'জ চ'ক্রে'র মূল হোতা খায়রুল আলমসহ চারজনকে আ'ট'ক করেছে র‌্যাব-১৩।

কুরবানীতে শরীক হওয়া :-_________________________আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, (ক) ‘আমরা রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে এক ...
09/06/2024

কুরবানীতে শরীক হওয়া :-
_________________________
আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, (ক) ‘আমরা রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে এক সফরে ছিলাম। এমতাবস্থায় কুরবানীর ঈদ উপস্থিত হ’ল। তখন আমরা সাত জনে একটি গরু ও দশ জনে একটি উটে শরীক হ’লাম’।তিরমিযী হা/৯০৫; নাসাঈ হা/৪৩৯২; ইবনু মাজাহ হা/৩১৩১;
সম্ভবতঃ তাঁরা কোন শহরে অবস্থান করছিলেন। যেখানে ঈদুল আযহা উপস্থিত হয়।
তিরমিযী হা/১৫১৮; আবুদাঊদ হা/২৭৮৮; ইবনু মাজাহ হা/২৫৩৩ প্রভৃতি; মিশকাত হা/১৪৭৮; মির‘আত ৫/১১৪-১৫।
(খ) হযরত জাবির (রাঃ) বলেন, ‘আমরা রাসূল (ছাঃ)-এর সাথে
(১০ম হিজরীতে) হজ্জের সফরে ছিলাম। তখন তিনি আমাদেরকে একটি গরু ও উটে সাতজন করে শরীক হওয়ার নির্দেশ দেন’।মিশকাত হা/১৪৬৯, সনদ ছহীহ।
(ইতিপূর্বে ৬ষ্ঠ হিজরীতে) হোদায়বিয়ার সফরেও আমরা রাসূল (ছাঃ)-এর সাথে একইভাবে প্রতি সাত জনে একটি উট ও গরু কুরবানী করি’।
মুসলিম হা/১৩১৮। সফরে সাত বা দশজন মিলে একটি পরিবারের ন্যায়। যাতে গরু বা উটের ন্যায় বড় পশু যবহ ও কুটাবাছা এবং গোশত বন্টন সহজ হয়। জমহূর বিদ্বানগণের মতে হজ্জের হাদ্ঈর ন্যায় কুরবানীতেও শরীক হওয়া চলবে।
( মির‘আত ৫/৮৪ পৃ)

উল্লেখ্য যে, রাসূলুল্লাহ (ছাঃ) প্রতি বছর মদীনায় কুরবানী করেছেন।[ তিরমিযী হা/১৫০১;
কিন্তু তিনি বা ছাহাবায়ে কেরাম মুক্বীম অবস্থায় কখনো ভাগা কুরবানী করেছেন বলে জানা যায় না।
অনেকে ৭-এর বদলে ৩, ৫, ১০ ভাগে কুরবানী করেন, যা একেবারেই ভিত্তিহীন। অথচ কুরবানী হ’ল একটি ইবাদত। যা রাসূল (ছাঃ)-এর তরীকা অনুযায়ী সম্পন্ন করা অপরিহার্য। যেটা তিনি করেননি বা করতে বলেননি, সেটা করার মাধ্যমে কিভাবে আল্লাহর সন্তুষ্টি হাছিল হবে?
আজকাল অনেকে পরিবারের পক্ষ থেকে একটি ছাগল দিচ্ছেন, আবার একটি গরুর ভাগা নিচ্ছেন, মূলতঃ গোশত বেশী পাবার স্বার্থে। ‘নিয়ত’ যখন গোশত খাওয়া, তখন কুরবানীর নেকী তিনি কিভাবে পাবেন?

মোঃ আতিউর রহমান
খতিব
দক্ষিণ নশরতপুর ফকিরপাড়া জামে মসজিদ,
চিরিরবন্দর , দিনাজপুর।

ঝড়ো হাওয়া বইতে শুরু করলে যা করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...--------------------------------------...
08/06/2024

ঝড়ো হাওয়া বইতে শুরু করলে যা করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...
------------------------------------------------------------------------------------

বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জেলা, উপজেলায় ছোট,বড়, মাঝারি ধরনের ঝড় বৃষ্টি, বজ্রপাত সহ বজ্র বৃষ্টি চলমান।
এ অবস্থায় রাসূল সাঃ এর জীবনি থেকে করণীয়:-
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَصَفَتِ الرِّيحُ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ» وَإِذَا تَخَيَّلَتِ السَّمَاءُ تَغَيَّرَ لَونه وحرج وَدَخَلَ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا مَطَرَتْ سُرِّيَ عَنْهُ فَعَرَفَتْ ذَلِكَ عَائِشَةُ فَسَأَلَتْهُ فَقَالَ: لَعَلَّهُ يَا عَائِشَةُ كَمَا قَالَ قَوْمُ عَادٍ: (فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا: هَذَا عَارِضٌ مُمْطِرُنَا) وَفِي رِوَايَةٍ: وَيَقُولُ إِذَا رَأَى الْمَطَرَ «رَحْمَةً»

৫১৩-[৩] উল্লেখিত রাবী [’আয়িশাহ্ (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, ঝড়ো হাওয়া বইতে শুরু করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন,

’’আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা খয়রহা- ওয়া খয়রা মা- ফীহা- ওয়া খয়রা মা- উরসিলাত বিহী ওয়া আ’ঊযুবিকা মিন শাররিহা- ওয়া শাররি মা- ফীহা- ওয়া শাররি মা- উরসিলাত বিহী’’

(অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার নিকট এ ঝড়ো হাওয়ার কল্যাণের দিক কামনা করছি। কামনা করছি এর মধ্যে যা কিছু কল্যাণ নিহিত রয়েছে। যে কারণে এ ঝড়ো হাওয়া পাঠানো হয়েছে সে কল্যাণ চাই। আমি আশ্রয় চাই তোমার নিকট এর ক্ষতির দিক থেকে এবং এতে যা কিছু ক্ষতি নিহিত আছে এবং যে ক্ষতির জন্য তা পাঠানো হয়েছে তা থেকে আশ্রয় প্রার্থনা করি।)।

(’আয়িশাহ্ বলেন) আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখমন্ডল বিবর্ণ হয়ে যেত। তিনি বিপদের ভয়ে একবার বের হয়ে যেতেন। আবার প্রবেশ করতেন। কখনো সামনে আসতেন। কখনো পেছনে সরতেন। বৃষ্টি শুরু হলে তার উৎকণ্ঠা কমে যেত। বর্ণনাকারী বলেন, একবার ’আয়িশাহ্ (রাঃ)-এর কাছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ উৎকণ্ঠা অনুভূত হলে তিনি তাঁর নিকট এর কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হে ’আয়িশাহ্! এ ঝড়ো হাওয়া এমনতো হতে পারে যা ’আদ জাতি ভেবে ছিল। আল্লাহ তা’আলা কুরআনে বলেন, ’’তারা যখন একে তাদের মাঠের দিকে আসতে দেখল, বললো, এটা তো মেঘ। আমাদের ওপর পানি বর্ষণ করবে’’-
(সূরাহ্ আল আহক্বাফ ৪৬: ২৪)। অন্য এক বর্ণনায় আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক বৃষ্টি দেখলে বলতেন, এটা আল্লাহর রহমত। (বুখারী, মুসলিম)

মোঃ আতিউর রহমান
খতিব,
দক্ষিণ নশরতপুর,
ফকির পাড়া জামে মসজিদ,
চিরির বন্দর, দিনাজপুর।

08/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

07/06/2024

সদ্যপ্রাপ্ত...

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে; ঈদুল আজহা ১৭ জুন: ধর্মমন্ত্রী।

07/06/2024

সদ্যপ্রাপ্ত...

নীলফামারীর টুপামারী সীতারপাড় এলাকায় পুকুরে ডু'বে সিন্তিয়া নামে এক শিক্ষার্থীর মৃ'ত্যু।

নীলফামারীতে অ'প'হ'র'ণ ও ধ'র্ষ'ণ মা'ম'লা'র আ'সা'মি আ'ট'ক। #নীলফামারীরখবর২৪ঘন্টা
07/06/2024

নীলফামারীতে অ'প'হ'র'ণ ও ধ'র্ষ'ণ মা'ম'লা'র আ'সা'মি আ'ট'ক।

#নীলফামারীরখবর২৪ঘন্টা

07/06/2024

হাতুড়ি-লোহার টুং টাং শব্দে, ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে।

#হাতুড়িলোহারটুংটাংশব্দ #টুংটাংশব্দেমুখরিত #টুংটাংশব্দেমুখরিতকামারপল্লী #টুংটাংশব্দেমুখরিতকামাশালা #কামারপল্লীতেবেড়েছেব্যস্ততা #কামারপল্লী #ডোমারেরকামারপল্লী #নীলফামারীরকামারপল্লী #ডোমার #নীলফামারী

Address

Nilsagor House, Nilphamari Sadar, Nilphamari
Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when নীলফামারীর খবর ২৪ ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নীলফামারীর খবর ২৪ ঘন্টা:

Videos

Share


Other Media/News Companies in Rangpur

Show All