11/12/2021
আসল বাস্তবতাতো এটাই,,,,
যাই হোক, যে বিশজনের ফাঁসী হলো, তাদের ভেতর সর্বোচ্চ ৪-৫ জন হয়তো আসল কালপ্রিট। বাকিগুলো সম্ভবত ফ্রেন্ডশিপের স্রোতে গা ভাসিয়ে 'পার্টনার ইন ক্রাইম’ টাইপ ফ্রেন্ডশিপ পালন করতে যেয়ে ফেঁসে গেছে। ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো। ক্ষমতা, বাহাদুরি বা গ্লামারের মোহে বাকী সহজ সরল ক্লাসমেটদের বাদ দিয়ে শয়তানদের সার্কেলে ঢুকে ফেঁসে গেছে। হীনমন্য পোলাপান কোথাকার।
বেশী বেশী ফ্রেন্ডশিপ ভালো না। পাওয়ারফুল, লিডার টাইপ, মাস্তান টাইপ উড়াধুরা মানুষদের সাথে ফ্রেন্ডশিপ করাও ভালো না। যে পাগল, যে ক্রিমিনাল সে জানে কিভাবে চিপা দিয়ে বাঁচতে হয়। কিন্তু যারা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো এইসব সার্কেলে ঢুকে না বুঝে একেবারে মিশে যায়, ধরাটা সবার আগে তারাই খায়।
'পুরুষ’ একা একাই হওয়া যায়। আরেক 'পুরুষের' পেছনে ঘুরে ঘুরে, 'সহমত ভাই' / 'ভাই আপনি খালি হুকুম দেন' বলে বলে আগাছা পুরুষ হবার দরকার নেই।
লাইফ ইজ নট এ সিনেমা। ভালো মানুষদের সাথে বন্ধুত্ব রাখুন নয়তো একা থাকুন। আজেবাজে বন্ধু, বেশী বড়লোক, বেশী ইতর, বেশী বদমেজাজ, বেশী পাওয়ার, বেশী অসৎ, বেশী বাটপার, অথবা বাজে অভ্যাস বা চরিত্রের পোলাপান যে সার্কেল চালায় সে সার্কেল থেকে নিজেকে এড়িয়ে চলুন। বাচ্চাদের মতো ফ্যান্টাসীতে ভুগে যা তা মানুষদের বন্ধু বানাবেন না। তাহলে আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও নিশ্চিন্তে থাকবে।
আদারওয়াইস এইসব বন্ধু যখন বলবে 'সে থাক তুই আয়', তখন 'ভাই আমার গতকাল থেকে ডায়রিয়া' বলে বলে কুল পাবেন না।
কপি পোস্ট