আগ্রহ tv

আগ্রহ tv আগ্রহ tv is the page Media and News company. In thes page people found Media & News relate

11/12/2021

আসল বাস্তবতাতো এটাই,,,,
যাই হোক, যে বিশজনের ফাঁসী হলো, তাদের ভেতর সর্বোচ্চ ৪-৫ জন হয়তো আসল কালপ্রিট। বাকিগুলো সম্ভবত ফ্রেন্ডশিপের স্রোতে গা ভাসিয়ে 'পার্টনার ইন ক্রাইম’ টাইপ ফ্রেন্ডশিপ পালন করতে যেয়ে ফেঁসে গেছে। ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো। ক্ষমতা, বাহাদুরি বা গ্লামারের মোহে বাকী সহজ সরল ক্লাসমেটদের বাদ দিয়ে শয়তানদের সার্কেলে ঢুকে ফেঁসে গেছে। হীনমন্য পোলাপান কোথাকার।
বেশী বেশী ফ্রেন্ডশিপ ভালো না। পাওয়ারফুল, লিডার টাইপ, মাস্তান টাইপ উড়াধুরা মানুষদের সাথে ফ্রেন্ডশিপ করাও ভালো না। যে পাগল, যে ক্রিমিনাল সে জানে কিভাবে চিপা দিয়ে বাঁচতে হয়। কিন্তু যারা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো এইসব সার্কেলে ঢুকে না বুঝে একেবারে মিশে যায়, ধরাটা সবার আগে তারাই খায়।
'পুরুষ’ একা একাই হওয়া যায়। আরেক 'পুরুষের' পেছনে ঘুরে ঘুরে, 'সহমত ভাই' / 'ভাই আপনি খালি হুকুম দেন' বলে বলে আগাছা পুরুষ হবার দরকার নেই।
লাইফ ইজ নট এ সিনেমা। ভালো মানুষদের সাথে বন্ধুত্ব রাখুন নয়তো একা থাকুন। আজেবাজে বন্ধু, বেশী বড়লোক, বেশী ইতর, বেশী বদমেজাজ, বেশী পাওয়ার, বেশী অসৎ, বেশী বাটপার, অথবা বাজে অভ্যাস বা চরিত্রের পোলাপান যে সার্কেল চালায় সে সার্কেল থেকে নিজেকে এড়িয়ে চলুন। বাচ্চাদের মতো ফ্যান্টাসীতে ভুগে যা তা মানুষদের বন্ধু বানাবেন না। তাহলে আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও নিশ্চিন্তে থাকবে।
আদারওয়াইস এইসব বন্ধু যখন বলবে 'সে থাক তুই আয়', তখন 'ভাই আমার গতকাল থেকে ডায়রিয়া' বলে বলে কুল পাবেন না।

কপি পোস্ট

মুরাদ মাহির সম্পূর্ণ কল রেকড।মুরাদের পদত্যাগ।
06/12/2021

মুরাদ মাহির সম্পূর্ণ কল রেকড।মুরাদের পদত্যাগ।

মুরাদের পদত্যাগ এর নির্দেশ। প্রধানমন্ত্রী।যমুনা নিউজ।মুরাদ মাহির কল রেকড।মুরাদ মাহির অডিও।মুরাদ মাহির গোপন ভ.....

11/11/2021

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে ,...। "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী।শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকীয়া।

হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই । শুধুই সুযোগের অপেক্ষা।

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক ।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্স্যুয়াল এট্রাকশন । বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে-মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম অনেকটা ভাই-বোনের মতো । কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে Friendship থেকে Flirtationship এ রূপ নিয়েছে আর এটা পাশ্চাত্য সাংস্কৃতির দর্শন থেকে।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশী জনপ্রিয় এর কারন হচ্ছে এতে কারো প্রতি কারো কোনরূপ দায়বদ্ধতা থাকে না, কোন কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে । আর এটা সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারন হতে পারে । যেহেতু বাংলাদেশ প্রথাগতভাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। পাশ্চাত্য সাংস্কৃতির আকর্ষন আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার । তাই অভিবাবকদের এখনি যদি সতর্ক না হয়, তবে আমরা ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা-মা কে !

তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে , স্বামী কিংবা স্ত্রী , ভাই কিংবা ছেলে কাদের সাথে মিশছে ! সঙ্গ এইখানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।।

30/10/2021
30/10/2021

😍😍😍😍

https://youtu.be/I_WMFjw4WWE
26/09/2021

https://youtu.be/I_WMFjw4WWE

বিতর্ক প্রতিযোগিতা ১৯৯৩. debate /বিতর্ক পাবনা ক্যাডেট কলেজ।বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ বিতর্ক প্রতিযোগিতা আয়োজক deb...

25/09/2021
29/08/2021

GENDER সমতা😁😁😁😁

08/04/2021

A vindication of the rights of women.

06/04/2021

অদ্ভুত গাছ।

Address

Rangpur
5470

Telephone

+8801572558593

Website

Alerts

Be the first to know and let us send you an email when আগ্রহ tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আগ্রহ tv:

Videos

Share