03/08/2023
হিমালয় পর্বতমালার মধ্যদিয়ে নেপালের পূর্ব থেকে পশ্চিমে চলে যাওয়া পথটি ‘গ্রেট হিমালয়া ট্রেইল’। ঝুঁকিপূর্ণ দুর্গম এই পথটি পায়ে পায়ে হাঁটার দুঃসাহসিক অভিযানে নেমে সফল হয়েছেন গাজীপুরের ইকরামুল হাসান শাকিল। এ অভিযানে ৫ হাজার ৭৫৫ মিটার উঁচু তাশি-লাপৎসা পর্বতের চূড়ায় তিনি উড়িয়েছেন লাল-সবুজের পতাকা। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি এই পথ পাড়ি দিলেন। বিশ্বের ৩৩তম এবং সর্বকনিষ্ঠ হিসেবে গ্রেট হিমালয়া ট্রেইলের দুর্গম ও দীর্ঘ পথ পাড়ি দেয়ার গৌরব অর্জন করেছেন তিনি। ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করা গাজীপুরের বাগচালা গ্রামের ২৯ বছর বয়সী ইকরাম হোসেন শাকিল গ্রেট হিমালয়া ট্রেইল, যার দৈর্ঘ্য ১ হাজার ৭০০ কিলোমিটার, তার পুরোটা ১০৯ দিনে পাড়ি দিয়েছেন। দুর্গম এই পথ পাড়ি দেয়ার পথে ঝুঁকির শেষ ছিল না। মৃত্যু ঝুঁকিও ছিল। নেপালের পশ্চিম প্রান্তের হিলশা সীমান্ত থেকে শুরু করে পূর্বাঞ্চলীয় কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প পর্যন্ত অভিযানে তিনি ২৯টি দুর্গম গিরিপথ অতিক্রম করেছেন। এর মধ্যে ১৪টিই ছিল বিপজ্জনক।