খেলা প্রতিদিন

খেলা প্রতিদিন খেলা প্রতিদিন Get More Sports News 24x7

23/11/2023

বর্তমান মেয়েদের থেকে সাবধান থাকুন😂😂Beware of current girls😂😂

24/06/2023

প্রতিটা মহুর্ত মন বলে
একদবন তোমাকে পেয়ে যাবো!

23/06/2023

অপমান করতে যোগ্যতা লাগে না

কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে!

22/06/2023
21/06/2023

হাজারো বন্ধু থাকার চেয়ে একজন ভালো বন্ধু শ্রেষট

20/06/2023

হাজারো গল্প শোনার চেয়ে, আল্লহু, এবং মুহাম্মাদ নাম শুনলে প্রান জুড়িয়ে যায়
আমিন

ক্রিকেটআইসিসি টেস্ট র‌্যাঙ্কিং৪০ বছর বয়সে এক নম্বর হয়ে যে রেকর্ড মনে করিয়ে দিলেন অ্যান্ডারসনখেলা ডেস্কপ্রকাশ: ২২ ফেব্রুয়...
22/02/2023

ক্রিকেট
আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং
৪০ বছর বয়সে এক নম্বর হয়ে যে রেকর্ড মনে করিয়ে দিলেন অ্যান্ডারসন
খেলা ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২৫
টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন অ্যান্ডারসন
টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন অ্যান্ডারসনছবি: এএফপি
‘বয়স কেবলমাত্র একটা সংখ্যা’—‘ক্লিশে’এই কথাটাকেই যেন নতুন করে প্রাণ দিচ্ছেন জেমস অ্যান্ডারসন। নইলে এই বয়সেও কী র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হওয়া যায়! নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন।

যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসির এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন ৪০ বছর ২০৭ দিন বয়সী ইংলিশ পেসার। টেস্ট ক্রিকেট ৪০ বছর বয়সী কোনো বোলারকে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে দেখেছে সেই ১৯৩৬ সালে।

আরও পড়ুন
ব্রড–অ্যান্ডারসন: এক হাজার উইকেট নট আউট
স্টুয়ার্ট ব্রড ও জিমি অ্যান্ডারসন—ইংল্যান্ডে কিংবদন্তি পেস জুটি
আইসিসির ‘ঐতিহাসিক’ র‌্যাঙ্কিং বলছে অস্ট্রেলিয়ান পেসার ক্লারি গ্রিমেট ১৯৩৬ সালে ৪৪ বছর ২ মাস বয়সে এক নম্বর হয়েছিলেন। তবে সবচেয়ে বেশি বয়সী এক নম্বরদের তালিকায় গ্রিমেট এক নম্বর নন।

১৯৩৩ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার বার্ট আয়রনমঙ্গার এক নম্বর হয়েছিলেন ৫০ বছর ১০ মাস বয়সে। সব মিলিয়ে বেশি বয়সে এক নম্বর হওয়ার রেকর্ডে জেমস অ্যান্ডারসন আছেন পাঁচ নম্বরে। ৪০ পেরিয়ে এক নম্বর হওয়া অন্য দুজন ‘টিক’ ফ্রিম্যান (৪১ বছর ২ মাস) ও সিডনি বার্নস (৪০ বছর ৯ মাস)।

ইংল্যান্ডের জয়ের পথে দারুণ বোলিং করছেন অ্যান্ডারসন–ব্রড
ইংল্যান্ডের জয়ের পথে দারুণ বোলিং করছেন অ্যান্ডারসন–ব্রডছবি: এএফপি
নিউজিল্যান্ডে ১৫ বছর পর ইংল্যান্ডের টেস্ট ম্যাচ জয়ে বড় অবদান রেখেছেন অ্যান্ডারসন। ওই ম্যাচে দুই ইনিংসে মোট ৭ উইকেট নেন তিনি। এতে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি দুই ধাপ। অ্যান্ডারসনের শীর্ষে ওঠার দিনে দুই ধাপ অবনমন হয়ে তিন নম্বরে চলে গেছেন প্যাট কামিন্স।

আরও পড়ুন
ওয়ার্ন-ম্যাকগ্রাকে ছাড়িয়ে অ্যান্ডারসন-ব্রড
টেস্টে সফলতম বোলিং জুটি এখন অ্যান্ডারসন-ব্রড
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে পারফর্ম করতে না পারায় অবনমন হয়েছে কামিন্সের। নাগপুরে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ২০.৩ ওভার করে ২ উইকেট নেন কামিন্স। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩ ওভার করে ১ উইকেট নেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি একটি বলও করেননি ।

টানা ১৪৬৬ দিন শীর্ষে থাকার পর এক নম্বর স্থান হারালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে অ্যান্ডারসনের এই শীর্ষস্থান তাঁর জন্য ধরে রাখা কঠিন হতে যাচ্ছে। কারণ দুই নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই স্পিনারের রেটিং পয়েন্ট ৮৬৪, যা অ্যান্ডারসনের চেয়ে মাত্র ২ কম।

বোর্ডার–গাভাস্কার ট্রফিতে অশ্বিনের স্পিনের জবাব নেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের কাছে। প্রথম দুই টেস্টে উইকেট নিয়েছেন ১৪টি। এই সিরিজের এখনো দুটি টেস্ট বাকি। যেখানে পারফর্ম করে শীর্ষে ওঠার সুযোগ আছে অশ্বিনের সামনে।

আরও পড়ুন
ইমরান, কপিল ও হ্যাডলিকে ছাড়িয়ে জাদেজা
অনন্য মাইলফলক স্পর্শ করেছেন রবীন্দ্র জাদেজা
দীর্ঘ ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো শীর্ষে উঠেছেন অ্যান্ডারসন। ২০০৩ সালে এই সংস্করণে অভিষেকের পর ২০১৬ সালে প্রথম তালিকায় শীর্ষে উঠেছিলেন। সর্বশেষ টেস্টের বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ২০১৮ সালে। সেই বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার কাছে শীর্ষস্থান হারান অ্যান্ডারসন।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন রবীন্দ্র জাদেজাও। দিল্লি টেস্টে ১০ উইকেট নেওয়া এই স্পিনার সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯ নম্বরে। আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে আছেন জাদেজাইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা টম ব্লান্ডেল ৪ ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন। ওই ম্যাচে একটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ডেভন কনওয়ে ৫ ধাপ এগিয়ে ১৭ নম্বরে। নিউজিল্যান্ডের এই দুই ব্যাটসম্যানেরই এটি ক্যারিয়ারসেরা অবস্থান। তালিকায় উন্নতি হয়েছে ইংল্যান্ডের অলি পোপ (২৩তম), হ্যারি ব্রুক (৩১তম) ও বেন ডাকেটের (৩৮তম)।

আরজেন্টিনা আসতেছে বাংলাদেশে
22/01/2023

আরজেন্টিনা আসতেছে বাংলাদেশে


নেইমারের ‘নতুন প্রেমিকা’ কে এই জেসিকা তুরিনিনচিকেতা চক্রবর্তীর একটা গান আছে এ রকম—এ এক অন্য প্রেমের গান। এ গানের এক জায়গ...
03/01/2023

নেইমারের ‘নতুন প্রেমিকা’ কে এই জেসিকা তুরিনি

নচিকেতা চক্রবর্তীর একটা গান আছে এ রকম—এ এক অন্য প্রেমের গান। এ গানের এক জায়গায় আছে—যার মন বড় যত, দেখে ভালো অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের গানটি শোনার কথা নয়। তবে তাঁর প্রেমিক-জীবন যেন গানের এই কথার সঙ্গে মিলেমিশে একাকার! তিনিও যে বারবার প্রেমে পড়ছেন, বারবার ভালোবাসছেন!

ব্রাজিলের ক্লাব সান্তোসে আলো ছড়ানোর সময়ই নেইমার ইউরোপের পরাশক্তি ক্লাবগুলোর নজরে আসেন। মাঠে তাঁর কারিকুরি, অসাধারণ পারফরম্যান্স নজর কাড়ে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত নারীদেরও। নানা সময়ে নানাজনের কাছ থেকে পেতে থাকেন প্রেমের প্রস্তাব। নেইমারও সেই প্রস্তাব গ্রহণ করতে কার্পণ্য করেননি।

ব্রুনা মার্কেজিন, লারিসা মাচেদো মাচাদো, থাইলা আয়লা, কারোলিনা দানলাস, বারবারা ইভানস, লারিসা অলিভেইরা...এরই ধারাবাহিকতায় এবার নতুন রোমাঞ্চ খুঁজে পেয়েছেন নেইমার। নেইমারের মনের দরজায় কড়া নাড়ছেন জেসিকা তুরিনি নামের এক সুন্দরী নারী!

জিশোডটগ্লোবো নামের ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর, নেইমার হয়তো আবার প্রেমে পড়েছেন। তাঁর নতুন প্রেমিকা জেসিকা তুরিনি একজন মডেল এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার। ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন তিনি।

জেসিকা তুরিনি ফুটবল-বিশ্বের নজরে এসেছেন কাতার বিশ্বকাপের সময়। গ্যালারিতে তাঁকে ব্রাজিলের সমর্থন করতে দেখা গেছে। ব্রাজিলের ম্যাচ চলাকালে নিজের মুঠোফোন দিয়ে মাঠের নানা ঘটনা ভিডিও করেছেন তিনি নিয়মিত। এ ছাড়া নেইমারের গোলের পর ব্রাজিলের জার্সিতে থাকা সিবিএফের লোগোতে চুমো আঁকতেও দেখা গেছে তাঁকে।

কিন্তু এতে তো আর প্রমাণ হয় না যে নেইমার আর জেসিকা তুরিনির প্রেম চলছে! তাহলে জিশোডটগ্লোবো কীভাবে খবর দিল যে জেসিকা তুরিনির প্রেমে পড়েছেন নেইমার?

আসলে পুরোনো বছরকে বিদায় জানানো আর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নেইমার যে পার্টির আয়োজন করেছেন, সেখানে নিমন্ত্রণ পেয়েছেন বিভিন্ন জগতের তারকারা। তাঁদের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান মডেল জেসিকা তুরিনিও।
৩০ বছর বয়সী এই মডেলের বাস ব্রাজিলের সাও পাওলোতে। মডেলিংয়ের পাশাপাশি গো-কার্টস রেস করেন জেসিকা তুরিনি। এ বছর আবার সার্ফিং করতেও শুরু করেছেন। জেসিকা তুরিনি পারিবারিক অটোমেশন ব্যবসার সঙ্গেও যুক্ত।

মেসি–নেইমার ২০২২ সালের ইউরোপের সেরা দুই ‘লাতিন’২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। প্রথম বছরটা পরিসংখ...
02/01/2023

মেসি–নেইমার ২০২২ সালের ইউরোপের সেরা দুই ‘লাতিন’

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। প্রথম বছরটা পরিসংখ্যানগত দিক দিয়ে আর্জেন্টাইন তারকার খুব ভালো কেটেছিল, সে কথা বলা যাবে না। মেসির খেলা নিয়ে সমস্যা ছিল না, কিন্তু তিনি নিজের মানদণ্ডটা এমন একটা জায়গায় নিয়ে গেছেন, যে গোল কম করায় অনেকের মনে হচ্ছিল, প্যারিসে তিনি তেমন ভালো করতে পারছেন না।

তবে বিশ্বকাপের বছরের শুরু থেকেই মেসি ছিলেন অন্য রকম। বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতিটা মেসি ফ্রেঞ্চ লিগে খুব ভালোভাবেই নিয়েছিলেন। অনেকেই তো বলছেন, মেসি মৌসুমের প্রথম ভাগে পিএসজির জার্সিতে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছেন।

বিশ্বকাপ জিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। বিশ্বকাপ জয়ের উৎসব কাটিয়ে এখনো প্যারিসে ফেরেননি তিনি। তবে শিগগিরই ফিরবেন। ফুরফুরে মেজাজে খেলবেন মৌসুমের বাকি সময়টুকু। মেসির এখনো পাওয়ার বাকি, অন্তত পিএসজির হয়ে।

লিগ জিতেছেন প্রথম মৌসুমে, এবার বাকি চ্যাম্পিয়নস লিগ। ইউরোপ–সেরা হওয়াটা পিএসজির অনেক দিনের আরাধ্য। এবার মেসি যদি সেটি নেইমার আর এমবাপ্পেকে সঙ্গে নিয়ে এনে দিতে পারেন! এবারের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। যে বায়ার্নের বিপক্ষে ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হেরেছিল তারা।

মেসির মতো নেইমারও বিশ্বকাপের আগের সময়টুকু দারুণ খেলেছেন। ব্রাজিলের হয়ে যদিও তাঁর বিশ্বকাপটা ভালো যায়নি। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ এক গোল করেও দেশকে সেমিফাইনালে তুলতে পারেননি ‘নাম্বার টেন’। বিশ্বকাপের পর পিএসজির জার্সিতে খেলতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি নেইমারের।

স্ত্রাসবুর্গের বিপক্ষে প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছেন। কিন্তু তারপরও বিশ্বকাপের আগে তিনি ছিলেন দুর্দান্তই। শুধু ফ্রান্সে নয়, ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে পারফরম্যান্সের দিক দিয়ে সেরা লাতিন ফুটবলার নেইমার। মেসি আছেন তাঁর পরপরই।

পিএসজির মোট ৩৪টি গোলে নেইমারের অবদান আছে। মেসির অবদান ৩২ গোলে। নেইমার গোল করেছেন ২১টি, গোলে সহায়তা দিয়েছেন ১৩টিতে। গোলে সহায়তায় অবশ্য মেসি অনেক এগিয়ে। তিনি ১২ গোলের বিপরীতে গোলে সহায়তা দিয়েছেন ২০টিতে। হিসাবটা টুইটারে দিয়েছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটাজাভিয়ার।

নেইমার আর মেসির পরের অবস্থানে আছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। তিনি রিয়াল মাদ্রিদের মোট ২২ গোলের অংশ। ভিনি নিজে গোল করেছেন ১৩টি, গোলে সহায়তা ৯টিতে। ভিনিসিয়ুসের পরের দুটি নাম ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ ও আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস।

পিএসজির হারের পর ছুটি সংক্ষিপ্ত করে মেসি কি দ্রুত ফিরবেনগত বছরের ২০ মার্চ মোনাকোর মাঠে খেলতে নেমেছিল পিএসজি। সেই ম্যাচে ...
02/01/2023

পিএসজির হারের পর ছুটি সংক্ষিপ্ত করে মেসি কি দ্রুত ফিরবেন

গত বছরের ২০ মার্চ মোনাকোর মাঠে খেলতে নেমেছিল পিএসজি। সেই ম্যাচে লিওনেল মেসি ছিলেন না। পিএসজি ম্যাচ হারে ৩-০ ব্যবধানে। প্রায় সাড়ে নয় মাস পর এবার লাঁসের কাছে ৩-১ ব্যবধানে হারল ফরাসি চ্যাম্পিয়নরা। এবারও দলে নেই মেসি। মোনাকো ও লাঁসের কাছে হারের মাঝে টানা ২৫ ম্যাচ অপরাজিত ছিল পিএসজি।

রোববার লাঁসের বিপক্ষেও ম্যাচটি পিএসজি খেলেছে মেসিকে ছাড়া। কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় গেছেন মেসি। শিরোপা উৎসবের পর বড়দিনের ছুটিও কাটিয়েছেন জন্মশহর রোজারিওতে। এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি।

স্ত্রাসবুর্গের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে জিতলেও লাঁসের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। সবচেয়ে বড় কথা, এ হারের কারণে শিরোপাদৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঁসের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমে গেছে পিএসজির। ১৭ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির পয়েন্ট ৪৪, মাত্র ৪ পয়েন্ট পেছনে লাঁস।

কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাওয়া এই সময়ে মেসিকে দরকার পিএসজির। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস তো আছেই, চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১২ গোল করে ছন্দে আছেন ক্লাবের জার্সিতেও। এরই মধ্যে মেসির আর্জেন্টাইন সতীর্থদের বেশির ভাগই বিশ্বকাপ শিরোপা জয় উদ্‌যাপন শেষে ক্লাবে ফিরে গেছেন। মাঠেও নেমে পড়েছেন তাঁরা। কিন্তু মেসির ছুটি শেষ হচ্ছে কবে?

স্ত্রাসবুর্গ ম্যাচের দিন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের জানিয়েছিলেন, ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে মেসিকে। ২ বা ৩ জানুয়ারিতে দলে যোগ দেওয়ার কথা তাঁর। তবে আজ ফরাসি সংবাদমাধ্যম লেকিপের খবরে বলা হয়েছে, মেসি প্যারিসে ফিরবেন মঙ্গলবার (৪ জানুয়ারি)। শুধু ফিরলেই তো আর খেলতে পারবেন না, দুই সপ্তাহ খেলার বাইরে থাকায় শরীরকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে পর্যাপ্ত অনুশীলনও দরকার।

সে ক্ষেত্রে কবে মাঠে ফিরতে পারবেন মেসি? পিএসজির পরবর্তী ম্যাচ শুক্রবার। ফ্রেঞ্চ কাপের ম্যাচটিতে প্রতিপক্ষ শাতোরু। আর লিগ আঁ-তে পরের ম্যাচ অঁজার বিপক্ষে, ১১ জানুয়ারি। এমনিতে স্বাভাবিক অবস্থাতেও কাপের অগুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তারকা খেলোয়াড়দের সাধারণত বিশ্রাম দেয় বড় দলগুলো। এ ম্যাচের জন্য মেসির ছুটি সংক্ষিপ্ত করে তাঁকে দ্রুত নিয়ে আসার পরিকল্পনা না-ই করার কথা পিএসজির।

তাই স্বাভাবিকভাবেই দুই সপ্তাহের ছুটি কাটিয়ে পিএসজিতে হয়তো ফিরবেন মেসি। সবকিছু ঠিক থাকলে অঁজার বিপক্ষে ১১ জানুয়ারি মাঠে নামবেন তিনি।

যে গল্প কাঁদিয়েছে মেসি ও আন্তোনেলাকেঅবশেষে হাতে বিশ্বকাপ। ক্যারিয়ারের সবচেয়ে আনন্দময় মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তিটা স্ত্র...
24/12/2022

যে গল্প কাঁদিয়েছে মেসি ও আন্তোনেলাকে

অবশেষে হাতে বিশ্বকাপ। ক্যারিয়ারের সবচেয়ে আনন্দময় মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তিটা স্ত্রী–সন্তানদের সঙ্গেও ভাগ করে নেন লিওনেল মেসি ছবি: রয়টার্স
স্বপ্নপূরণের গল্পগুলো খুব সম্ভবত এমনই! হাঁটি হাঁটি পায়ে সেগুলো ধরা দেয় না খুব সহজে। লিওনেল মেসির চূড়ায় ওঠার গল্পটাও এর ব্যতিক্রম নয়। রোজারিও থেকে বার্সেলোনা হয়ে বিশ্বকাপের পোডিয়ামে ওঠার যাত্রাটা ছিল কাঁটা বিছানো। মেসির সেই গল্পটা ‘মেসি ও তাঁর স্যুটকেস’ নামের গল্পে তুলে ধরেছেন আর্জেন্টিনার প্রখ্যাত লেখক হারনান কাসসিয়ারি।

যেখানে নিজের শিকড় না ভুলে একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্পটা তুলে ধরেছেন কাসসিয়ারি। ‘ওরসাই’ ম্যাগাজিনে প্রকাশিতব্য কাসসিয়ারির সেই গল্পটির অডিও সংস্করণ প্রচারিত হয় আর্জেন্টাইন রেডিও ‘পেরোস দে লা চালে’তে। যেটি শুনে আপ্লুত হয়েছেন মেসি নিজেও, ভিজেছে তাঁর এবং আন্তোনেলার চোখও।

এই গল্প মেসিকে এতটাই আপ্লুত করেছে যে আর্জেন্টাইন মহাতারকা নিজেই বার্তা পাঠিয়ে ধন্যবাদ জানিয়েছেন গল্পের লেখক কাসসিয়ারি এবং রেডিও অনুষ্ঠানের উপস্থাপক অ্যান্ডি কুসনেজফকে। সেই বার্তায় মেসি বলেছেন, কুসনেজফের অনুষ্ঠানে ৯ মিনিট ধরে কাসিয়ারির গল্পটা শুনে তিনি এবং আন্তোনেলা কেঁদেছেন।

মেসির ভাষ্য, ‘হারনান যা বলেছে, যা সে তুলে ধরেছে, তা শুনে আমরা কাঁদতে শুরু করেছি। কারণ, সে যা বলেছে সব সত্যি। তোমাদের শুভেচ্ছা জানাতে চাই। দুজনকেই ধন্যবাদ। আমি ও আন্তোনেলা রোজারিওতে এটা শুনেছি এবং আমরা তাড়িত হয়েছি। এটা আমি তোমাদের জানাতে চেয়েছি। তোমাদের জন্য বড় একটি আলিঙ্গন। আবারও ধন্যবাদ।’

মেসির এই বার্তা পেয়ে রেডিরও স্টেশনে উপস্থিত সবার চোখই আর্দ্র হয়েছে। কাসসিয়ারি বলেছেন, ‘লিওনেলের (মেসি) বার্তাটি ছিল অসাধারণ। সে বলেছে, গল্পটি শুনতে শুনতে সে আর তার স্ত্রী কেঁদেছে। যদি তারা আমাকে বেছে নেওয়ার সুযোগ দেয় যে: সাহিত্যে নোবেল পুরস্কার, সেরভান্তেস পুরস্কার কিংবা আমার গল্পে মেসির তাড়িত হওয়া। আমি আজ যা ঘটেছে, সেটিকেই বেছে নেব।’

কাসসিয়ারি ১৫ বছর ধরে স্পেনে ছিলেন। সেখানে তিনি কাছ থেকে দেখেছেন কীভাবে আর্জেন্টিনার এক শিশু বার্সেলোনার নিচের স্তরে গোল করতে করতে পৃথিবীর চূড়ায় ওঠে যাচ্ছেন।

কাসসিয়ারি বলেছেন, ‘দুই ধরনের অভিবাসী আছেন। একধরনের হচ্ছে তাঁরা, যাঁরা স্পেনে পৌঁছে নিজেদের স্যুটকেস আলমারিতে উঠিয়ে রাখেন এবং যাঁরা বাইরে রাখেন। দ্বিতীয় দলের হচ্ছেন সেই মানুষগুলো, যাঁরা নিজেদের শিকড় ভুলতে পারেন না। মেসি সেই দ্বিতীয় দলের একজন। যিনি তাঁর গাউচো উচ্চারণ অক্ষুণ্ন রেখেছেন।’

কাসসিয়ারি লিখেছেন, ‘আমরা মেসিকে বাইরে রাখা স্যুটকেসটিতে করে বিশ্বকাপ নিয়ে ফিরতে দেখে আনন্দ পেয়েছি। এই মহাকাব্যিক গল্পটা কখনো সম্ভব হতো না, যদি লিওনেল তার স্যুটকেসটি আলমারিতে লুকিয়ে রাখত। সে স্পেনে কখনো থিতু হয়নি। সে কখনো নিজের বাচনভঙ্গি হারিয়ে ফেলেনি। একটি জিনিসই শুধু বদলেছে, যা সে স্যুটকেসে করে নিয়ে এসেছে।’

আজ টিভিতে যা দেখবেন (২৪ ডিসেম্বর, ২০২২)ENBy using this site, you agree to our Privacy Policy.OKখেলাআজ টিভিতে যা দেখবেন (...
24/12/2022

আজ টিভিতে যা দেখবেন (২৪ ডিসেম্বর, ২০২২)

EN
By using this site, you agree to our Privacy Policy.
OK
খেলা
আজ টিভিতে যা দেখবেন (২৪ ডিসেম্বর, ২০২২)
খেলা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৯: ৩২
মিরপুর টেস্টে আজ তৃতীয় তিনের খেলা দেখা যাবে
মিরপুর টেস্টে আজ তৃতীয় তিনের খেলা দেখা যাবেছবি: শামসুল হক
মিরপুর টেস্টে আজ তৃতীয় দিনের খেলা দেখা যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ইন্ডিয়ান সুপার লিগের খেলাও দেখা যাবে। বিগ ব্যাশে হারিকেনসের মুখোমুখি হবে রেনেগেডস।

মিরপুর টেস্ট–৩য় দিন
বাংলাদেশ–ভারত

সকাল ৯–৩০ মি., টি স্পোর্টস, গাজী টিভি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
রহমতগঞ্জ–ঢাকা আবাহনী

বেলা ২–৩০ মি.,টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

বিগ ব্যাশ লিগ
হারিকেন্‌স–রেনেগেডস

সকাল ১০–৩০ মি.,সনি টেন ২

ইন্ডিয়ান সুপার লিগ
মুম্বাই সিটি–চেন্নাইয়িন

সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস ১

নর্থইস্ট–এটিকে মোহনবাগান

রাত ৮টা, স্টার স্পোর্টস ১

আরজেন্টিনা তথা গোটা বিশ্বের ফুটবল প্রেমিদের  ক্রাস ⚽ ❤️
14/12/2022

আরজেন্টিনা তথা গোটা বিশ্বের ফুটবল প্রেমিদের ক্রাস ⚽ ❤️

09/12/2022

ব্রাজিল বিদায় কাতার বিশ্বকাপ ২০২২

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর কোয়ার্টার ফাইনালের লাইন আপ।
07/12/2022

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর কোয়ার্টার ফাইনালের লাইন আপ।

আরজেন্টিনা তো জিতেই গেলো
04/12/2022

আরজেন্টিনা তো জিতেই গেলো

আরজেন্টিনা কি পারবে সেমি ফাইনালে জেতে?
03/12/2022

আরজেন্টিনা কি পারবে সেমি ফাইনালে জেতে?

রোনালদোর হার
03/12/2022

রোনালদোর হার

আপনারা কোন দলকে সাপোর্ট করেন কমেন্টে জানান
03/12/2022

আপনারা কোন দলকে সাপোর্ট করেন কমেন্টে জানান

ব্রাজিলের হার ৭আপ খাওয়ার চেয়ে লজ্জা জনক
03/12/2022

ব্রাজিলের হার ৭আপ খাওয়ার চেয়ে লজ্জা জনক

বিশ্বকাপে আজ মুখোমুখি ক্রোয়েশিয়া ও বেলজিয়াম। ম্যাচ আছে সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানিরও।২০২২ বিশ্বকাপ ফুটবলক্রোয়ে...
01/12/2022

বিশ্বকাপে আজ মুখোমুখি ক্রোয়েশিয়া ও বেলজিয়াম। ম্যাচ আছে সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানিরও।

২০২২ বিশ্বকাপ ফুটবল
ক্রোয়েশিয়া-বেলজিয়াম
রাত ৯টা, বিটিভি ও টি স্পোর্টস

কানাডা-মরক্কো
রাত ৯টা, গাজী টিভি

জাপান-স্পেন
রাত ১টা, বিটিভি ও গাজী টিভি

কোস্টারিকা-জার্মানি
রাত ১টা, টি স্পোর্টস

১ম বেসরকারি টেস্ট
বাংলাদেশ ‘এ’-ভারত ‘এ’
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

রাওয়ালপিন্ডি টেস্ট-১ম দিন
পাকিস্তান-ইংল্যান্ড
বেলা ১১টা, সনি স্পোর্টস টেন ২

আজ টিভিতে যা দেখবেন (২৯ নভেম্বর ২০২২) ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে কোন চারটি দল উঠবে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে তা জানা য...
29/11/2022

আজ টিভিতে যা দেখবেন (২৯ নভেম্বর ২০২২)

‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে কোন চারটি দল উঠবে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে তা জানা যাবে আজ।

২০২২ বিশ্বকাপ ফুটবল
নেদারল্যান্ডস-কাতার
রাত ৯টা, বিটিভি ও গাজী টিভি

ইকুয়েডর-সেনেগাল
রাত ৯টা, টি স্পোর্টস

ওয়েলস-ইংল্যান্ড
রাত ১টা, বিটিভি ও টি স্পোর্টস

ইরান-যুক্তরাষ্ট্র
রাত ১টা, গাজী টিভি

১ম বেসরকারি টেস্ট
বাংলাদেশ ‘এ’-ভারত ‘এ’
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

আর্জেনটিনা সাপোর্টার দের মুখ দেখার মত অবস্থা নাই
25/11/2022

আর্জেনটিনা সাপোর্টার দের মুখ দেখার মত অবস্থা নাই

22/11/2022

আর্জেনটিনার হার ব্রাজিল সামর্থকের উল্লাস

10/11/2022

Address

Rangpur
5610

Telephone

+8801796788554

Website

Alerts

Be the first to know and let us send you an email when খেলা প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খেলা প্রতিদিন:

Videos

Share