Hindu post বাংলা

Hindu post বাংলা চেপে থাকা খবর তুুলে ধরি আমরা
(1)

27/03/2024

দেশজুড়ে লক্ষ লক্ষ ভারতীয় হোলির রঙিন উৎসব উদযাপন করছে।

মরে পরে থাকা মা ছাগলটির দুধ খাচ্ছে তার বাচ্চাগুলো।হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রাণীগাঁও বাজারে একটি কলায় মুখ দেওয়ার ‘অপরাধে...
27/03/2024

মরে পরে থাকা মা ছাগলটির দুধ খাচ্ছে তার বাচ্চাগুলো।

হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রাণীগাঁও বাজারে একটি কলায় মুখ দেওয়ার ‘অপরাধে’ মোমেন কলা বিক্রেতা এই মা ছাগলটিকে মাথার ওপর তুলে আছাড় মারে৷

মুর্হূতেই মৃত্যু হয় মা ছাগলটির ৷

24/03/2024

মন্দির সংস্কারে গিয়ে চার যুবক জেলে।

24/03/2024

দোল পূর্ণিমার আগে রং খেলে মেট্রোরেলে দুই মেয়ের ভিডিও ভাইরাল।

23/03/2024

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জ্বালিয়ে দিল সংখ্যালঘুর পরিবারের মাথা গোঁজার ঠাঁই
াংলা
#হিন্দু #সম্প্রদায় #আগুন #লালমনিরহাট

23/03/2024

নিজ ধর্ম পরিবর্তন করেও টিকে নি সংসার, সহ পাঠিদের উদ্দেশ্য কি বললেন। াংলা

বাংলাদেশ লালমনিরহাট জেলায়,ইতিহাসে এই প্রথম নান্দনিক ডিজাইনে প্রায় ৪৮ ফিট উচ্চতার শ্রীরাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তি প্র...
21/03/2024

বাংলাদেশ লালমনিরহাট জেলায়,ইতিহাসে এই প্রথম নান্দনিক ডিজাইনে প্রায় ৪৮ ফিট উচ্চতার শ্রীরাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর পুনঃ স্থাপন করা হয়েছে।

২০ মার্চ(বুধবার) বেলা ২টার দিকে লালমনিরহাট জেলার ঐতিহাসিক সিন্দুরমতি তীর্থধাম পুকুরপাড়ে শ্রীরাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর পুনঃ স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রী হীরা লাল রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা। শ্রী প্রদীপ কুমার রায়,শ্রী অতুল কৃষ্ণ রায়, সভাপতি সিন্দুরমতি তীর্থধাম, অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন- শ্রী সুকুমার রায়, সহঃ সভাপতি, সনাতনী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি,

সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ও সকল সনাতন ধর্মাবলম্বীদের স্বপ্নে দেখা রাম মন্দিরের পুনঃ নির্মার্ণের জন্য ভিত্তি স্হাপন উপস্থিত থাকেন প্রভু শ্রী রাম মন্দিরের সকল ভক্তবৃন্দ।

“রাম মন্দির” এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সনাতনী উন্নয়ন পরিষদ এর সম্মানীত সহঃ সভাপতি- আর এস অভিজিৎ রায় ”বলেন ঐতিহ্যবাহী সিন্দুরমতি পুকুরপাড়ে একটি বিস্তৃত এলাকা জুড়ে এই তীর্থধামে রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান কে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দের জোয়ার ভেসে উঠেছে। প্রায় ৪৮ ফিট উচ্চতার এই মন্দিরের ডিজাইন নকশা কাঠামো তৈরী করেছেন- শ্রী শুভ্র কান্তি রায়।

রাম মন্দিরের সাধারণ সম্পাদক- মৃনাল কান্তি রায় জানান, “ঐতিহ্যবাহী সিন্দুরমতি তীর্থধামে রাম মন্দিরটি তৈরী হলে শ্রী রামের এই মন্দির দর্শন করতে পারবেন। প্রতি বছর রাম নবমী তিথীতে ঐতিহ্যবাহী সিন্দুরমতি তীর্থধামে হাজার হাজার তীর্থ যাত্রী পূণ্য লাভের আশায় এই মেলাতে আসে।

এ বিষয়ে সনাতনী উন্নয়ন পরিষদ এর সম্মানীত প্রতিষ্ঠাতা সভাপতি- শ্রী ব্রজেন্দ্রনাথ রায় জানান, “বাংলাদেশে ইতিহাসে এই প্রথম নান্দনিক ডিজাইনে প্রভু শ্রী রামের মন্দির টি পুনঃ স্থাপিত হচ্ছে। সকলের অনুদানের ভিত্তিতে আমরা সাংগঠনিকভাবে মন্দিরটি নির্মানে প্রথম ধাপে কিছু সিমেন্ট সরবরাহ করেছি, মন্দিরটি নির্মাণকল্পে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। আশা করি মন্দিরটি নির্মানে সকলেই সহায়তা করবেন বলে আমার বিশ্বাস।”

15/03/2024

ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলেও অন্যধর্মকে সমান সম্মান দিতে জানে। পাকিস্তানের চেয়েও বাংলাদেশ এখনে যে পিছিয়ে। পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী শপথের সময় গায়ত্রী মন্ত্র জপ।

১৯৪৭ সালের ১৫ আগস্ট পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা  পালিয়ে  ট্রেনে করে কলকাতা আসার কিছু খন্ডচিত্র
11/03/2024

১৯৪৭ সালের ১৫ আগস্ট পূর্ব পাকিস্তান থেকে হিন্দুরা পালিয়ে ট্রেনে করে কলকাতা আসার কিছু খন্ডচিত্র

আবুধাবীতে মন্দির খুলে দিতে দর্শনার্থীদের ঢল।
04/03/2024

আবুধাবীতে মন্দির খুলে দিতে দর্শনার্থীদের ঢল।

বাংলাদেশ ফেনী জেলার পরশুরাম থানার কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত বরাবর ইসলামের নিমন্ত্রন পাঠানো হয়েছে । মন্দিরের পুরোহিতদের ...
01/03/2024

বাংলাদেশ ফেনী জেলার পরশুরাম থানার কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত বরাবর ইসলামের নিমন্ত্রন পাঠানো হয়েছে ।

মন্দিরের পুরোহিতদের ‘মহাসত্য ধর্ম’ ইসলাম গ্রহণের জন্য ডাকযোগে চিঠি পাঠানো হচ্ছে। বাংলাদেশ সরকার অনুমোদিত নওমুসলিম কল্যান সংস্থা যার রেজিঃ নং- ঢ-০২০৭৫

চিঠি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশের পরে বাংলাদেশ হিন্দু সমাজের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

সাক্ষাৎ কার নিতে গিয়ে আরো জানা যায়,শুধু চিঠি দিয়ে থেমে নেই ১৮ বছরের নিচে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের বা মুসলিম বানানোর সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশর অনেক মুসলিম ম্যাজিস্ট্রেট। বাংলাদেশ সংবিধানে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের বিধান না থাকলেও হিন্দু মেয়েদের করা হচ্ছে। বাংলাদেশ স্বাধীন পেলেও পায়নি বাংলাদেশ হিন্দুরা।

দীপঙ্কর রায়: সরস্বতী পুজার অনুমতি দিলো না সাউথইস্ট ইউনিভার্সিটি।হিন্দু ধর্মালম্বী সকল অনুসারীগন মনে করেন যে বিদ্যার দেবী...
01/02/2024

দীপঙ্কর রায়: সরস্বতী পুজার অনুমতি দিলো না সাউথইস্ট ইউনিভার্সিটি।

হিন্দু ধর্মালম্বী সকল অনুসারীগন মনে করেন যে বিদ্যার দেবী সরস্বতী। আর এই সরস্বতী পূজা করলে বিদ্যার অর্জন করা যায় । তাইতো এই বিশ্বাস নিয়ে সকল হিন্দু সম্প্রদায়ের অনুসারীগন এই পূজা করে থাকে।

যে হেতুক এই পূজা বিদ্যা অর্জন জন্য করা হয়ে থাকে, তাই ছাত্র ছাত্রীরা এই আয়োজন করে থাকে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিজেদের অর্থ দিয়ে এই পূজার আয়োজন করে থাক।
সব সকল যায়গায় পূজা হলেও করতে দিচ্ছে না সাউথইস্ট ইউনিভার্সিটি।

কৌশিক ভৌমিক নামে একজন ছাত্র বলেন যে বার বার আবেদন পত্র দিলেও মেলেনি কোন সমাহার। বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের এডভাইজর স‌্যার এবং রেজিষ্টার স্যার কে পূজার বিষয়টা জানানোর পর অনেক ভাবে আমাদের নানান অজুহাত দে‌খি‌য়ে ঘোড়ানো শুরু করলেন। আমরাও নাছোড়বান্দা, শে‌ষে উনারা শর্ত দিলেন সনাতনী শিক্ষক থেকে ‌লি‌খিত আবেদন করতে হবে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে পূজা করার জন‌্য। খুবই দ্রুত ম্যানেজ করে ফেললাম ৪ জন শিক্ষক‌কে।

যথা‌রী‌তি ‌লি‌খিত আবেদন জমা দিলাম রেজিষ্টার স্যার বরাবর। আবেদন দেখে প্রথ‌মেই অনেকগুলো কথা শুনা‌লেন তি‌নি।

তি‌নি যু‌ক্তি দেখা‌লেন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে না‌কি কখ‌নোই কোন ধর্মীয় প্রোগ্রাম হয় না,

এই সেই আরো ক‌তো কথা কৌশিক ভৌমিক দাবী করেন, সবই হয়, বারংবার হয়, প্রতিবছর হয়। এবং সেই অনুষ্ঠানগু‌লো‌তে সবার সা‌থে আন‌ন্দের ভাগীদার হ‌য়ে আমরাও অংশগ্রহণ ক‌রি। য‌দিও কখ‌নো দে‌খি‌নি যে সেসব অনুষ্ঠানের অনুম‌তির জন‌্য এতটা দৌড়া‌তে হয় আর দিন‌শে‌ষে ‌জা‌নিনা কেন আমা‌দের কপা‌লেই কেবলই অবজ্ঞা প্রা‌প্তি হয়।

৬ দিন হয়ে গেল স‌্যার‌দের কা‌ছে যাচ্ছি আর ঘন্টা খানিক বসিয়ে রাখছেন তারপর ডেকে বলছেন আগামীকাল আসো। ভিসি স্যার নেই , মিটিং হয়নি, নানান বাহানা। গতকাল পরশু বললেন এটা না‌কি এখন চেয়ারম্যান স‌্যার দেখবেন, স্যার আজ ব্যস্ত আছেন, ধ‌র্মীয় সংখ‌্যালঘু সেটা আরেকবার আমা‌দের বু‌ঝি‌য়ে দি‌লেন। কড়া নি‌র্দেশ সাউথইষ্ট বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ‌কোন পূজা করা যা‌বে না।
সকল ধরনের ফ্রি আমরা দিয়ে আসলে কেন আমরা পূজা করতে পারবো না।

বাংলাদেশের পাঠ্যপূস্তকের ব্যবস্থা দেখে  কি বলা যেতে পারে? হিন্দুদের ধর্মীও শিক্ষা  বইয়ে ধর্মীও শিক্ষা না দিয়ে  ইতিহাস শি...
24/01/2024

বাংলাদেশের পাঠ্যপূস্তকের ব্যবস্থা দেখে কি বলা যেতে পারে? হিন্দুদের ধর্মীও শিক্ষা বইয়ে ধর্মীও শিক্ষা না দিয়ে ইতিহাস শিক্ষা দিচ্ছে।

13/01/2024

গুজরাট স্কুল রোল কল চলাকালীন 'ইয়েস স্যার' এর পরিবর্তে 'জয় শ্রী রাম' ব্যবহার করা হচ্ছে।

#ডিজিটালভিডিওস #গুজরাট
াংলা

প্রায় ৩০০০ জন প্রার্থীর মধ্যে থেকে মোহিত পান্ডে মহাশয়কে রামমন্দিরের প্রধান আচার্য রূপে চয়ন করা হয়েছে। আগামীকাল তিনিই রাম...
09/12/2023

প্রায় ৩০০০ জন প্রার্থীর মধ্যে থেকে মোহিত পান্ডে মহাশয়কে রামমন্দিরের প্রধান আচার্য রূপে চয়ন করা হয়েছে। আগামীকাল তিনিই রামমন্দির প্রধান ব্রাহ্মণ পুরোহিতের দায়িত্বভার সামলাবেন।

03/12/2023

ভারতের ৪ জাতি নারী,কৃষক,গরিব,যুবক
াংলা

বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তীতে সশ্রদ্ধ প্রণাম।
03/12/2023

বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তীতে সশ্রদ্ধ প্রণাম।

বাংলাদেশে সনাতন ধর্ম গ্রহণে হিড়িক।
02/12/2023

বাংলাদেশে সনাতন ধর্ম গ্রহণে হিড়িক।

02/12/2023

উত্তর বঙ্গের নীলফামারি উপজেলার সংগলশী ইউনিয়নে ২০০ হিন্দু কে অর্থের লোভ দেখিয়ে খ্রিষ্টান ধর্মে গ্রহন করায় মিশনারিরা। আজ দুইয়ে ডিসেম্বর তারা বুঝতে পেরে পুনরায় যজ্ঞ মাধ্যমে হিন্দু ধর্মে ফিরিয়ে আসে। এই যজ্ঞ অনুষ্ঠান করে বাংলাদেশ অগ্নিবীর নামে একটি সংগঠন।

01/12/2023
28/11/2023

জাতীয় পার্টির প্রার্থী ঘোষনা.....
লালমনিরহাট-১ হাবিবুল হক বসুনিয়া, লালমনিরহাট-২ দেলোয়ার হোসেন ও লালমনিরহাট-৩ জাহিদ হাসান

সাকিব, লিটনকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স।
26/11/2023

সাকিব, লিটনকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স।

নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে  াংলা
10/11/2023

নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে
াংলা

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hindu post বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hindu post বাংলা:

Share