BD Bikers

BD Bikers বাইক সম্পর্কিত সকল সমস্যার স্থায়ী সমাধান।

বিশ্বের প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করলো বাজাজ।(Bajaj Freedom 125)বাইকটি সিএনজি এবং পেট্রোল তেল এ রাইড করতে পারবে বাইকা...
06/07/2024

বিশ্বের প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করলো বাজাজ।(Bajaj Freedom 125)
বাইকটি সিএনজি এবং পেট্রোল তেল এ রাইড করতে পারবে বাইকাররা।

Hero Karizma XMR 210 Cc.Official Lunching Today Price in Bangladesh 4,99,990tk Only.
12/02/2024

Hero Karizma XMR 210 Cc.

Official Lunching Today Price in Bangladesh 4,99,990tk Only.

এখন ৩৫০ সিসি বাইক বাংলাদেশের রাস্তায় দেখা যাবে।
07/09/2023

এখন ৩৫০ সিসি বাইক বাংলাদেশের রাস্তায় দেখা যাবে।

★ জনসচেতনতামূলক পোস্ট :গলি, সড়ক বা  মহাসড়কে রাতের বেলা চলার পথে  যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বল...
07/11/2021

★ জনসচেতনতামূলক পোস্ট :

গলি, সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে
ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না। এটা একটা মরণ ফাঁদ ! মোবাইলের কেসিনের নীচে ম্যাচ (গ্যাস) লাইটারের ছোট্ট লাইট টি জ্বালিয়ে রেখে আপনাকে ফাঁদে ফেলার কৌশল এটি । ছিনতাই কারী আশেপাশে অবস্হান করে।

আপনি মোবাইল উঠানোর জন্য দাড়ালে সবর্স্ব ছিনিয়ে নিবে চোখের পলকে।

সাবধান থাকুন সচেতন হয়ে পথ চলুন।

BD Bikers এর সাথে থাকার জন্য ধন্যবাদ♥

সংগৃহীত পোস্ট

GPX Demon GR 165R officially launch in BD.
24/02/2021

GPX Demon GR 165R officially launch in BD.

মোটরসাইকেলের নিবন্ধন ফি নামল অর্ধেকে।
31/01/2021

মোটরসাইকেলের নিবন্ধন ফি নামল অর্ধেকে।

বাংলাদেশের বাজার কাঁপাতে আসছে ‘রয়েল এনফিল্ড’।
15/01/2021

বাংলাদেশের বাজার কাঁপাতে আসছে ‘রয়েল এনফিল্ড’।

অবশেষে  বাইকারদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ♥সিসি লিমিট 165cc থেকে বাড়িয়ে 350cc করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দ...
15/01/2021

অবশেষে বাইকারদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ♥

সিসি লিমিট 165cc থেকে বাড়িয়ে 350cc করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়েছে।

01/08/2020
 #ঈদের_দিন_আপনার_মোটর_সাইকেলের_এর_চাবি অন্য কাউকে দিবেন নাহ বিশেষ করে যাদের নিজস্ব মোটরসাইকেল নেই,কারন অন্যের কাছ থেকে...
30/07/2020

#ঈদের_দিন_আপনার_মোটর_সাইকেলের_এর_চাবি অন্য কাউকে দিবেন নাহ বিশেষ করে যাদের নিজস্ব মোটরসাইকেল নেই,কারন অন্যের কাছ থেকে ধার করে আনা মোটরসাইকেলে ঈদের দিন অনেক বেশি দুর্ঘটনা ঘটে।

#দয়া_করে_হেলমেট_পরিধান করে রাইড করুন
মনে রাখবেন একটি দুর্ঘটনা বয়ে আনতে পারে আপনি ও আপনার পরিবারের জন্য কান্না।😭

#সবাইকে_অগ্রিম_ঈদুল_আযহার_শুভেচ্ছা😍ঈদ মোবারাক।

সবাই বাসায় থাকুন এবং নিরাপদে থাকুন।★ সম্ভব হলে মাঝে মাঝে বাইক স্টার্ট দিয়ে কিছক্ষণ (৫-১০ মিনিট) রেখে দিন।★ বাইক অবশ্যই ড...
30/04/2020

সবাই বাসায় থাকুন এবং নিরাপদে থাকুন।

★ সম্ভব হলে মাঝে মাঝে বাইক স্টার্ট দিয়ে কিছক্ষণ (৫-১০ মিনিট) রেখে দিন।

★ বাইক অবশ্যই ডাবল স্টান্ড এ এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখবেন।
এতে আপনার বাইকটি ভাল থাকবে।

BD Bikers♥

খুব বেশি প্রয়োজন ব্যতীত বাইক রাইড থেকে বিরত থাকুন।বাসায় থাকুন এবং নিরাপদে থাকুন।জনসচেতনতায়- BD Bikers
24/04/2020

খুব বেশি প্রয়োজন ব্যতীত বাইক রাইড থেকে বিরত থাকুন।
বাসায় থাকুন এবং নিরাপদে থাকুন।

জনসচেতনতায়- BD Bikers

সরকার এর নির্দেশনা মেনে চলুন।নিজে নিরাপদে থাকুন এবং অন্যকে রাখতে সাহায্য করুন।
10/04/2020

সরকার এর নির্দেশনা মেনে চলুন।
নিজে নিরাপদে থাকুন এবং অন্যকে রাখতে সাহায্য করুন।

সবাই নিরাপদে থাকুন।প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়ার দরকার নাই।ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
24/03/2020

সবাই নিরাপদে থাকুন।

প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়ার দরকার নাই।

ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

করোনা ভাইরাস এর জন্য রাইডারদের সর্তকতা -চালক এবং পিলিয়ন হিসেবে হেলমেট ব্যবহার করারপূর্বে সতর্কতা অবলম্বন করুন, করোনা ভাই...
16/03/2020

করোনা ভাইরাস এর জন্য রাইডারদের সর্তকতা -

চালক এবং পিলিয়ন হিসেবে হেলমেট ব্যবহার করার
পূর্বে সতর্কতা অবলম্বন করুন, করোনা ভাইরাসের
সংক্রমণ প্রতিরোধ করে নিরাপদ ও সুস্থ থাকুন
সবাই।

সর্বদা ট্রাফিক আইন মেনে রাইড দিন।

জরুরী ও উপকারী পোস্ট)পাম্প থেকে পেট্রোল চুরি বোঝার উপায় এবং এর সমাধান⛽আমরা সবাই জানি আমাদের দেশে ফুয়েলের মান খুব বেশি ভা...
06/03/2020

জরুরী ও উপকারী পোস্ট)

পাম্প থেকে পেট্রোল চুরি বোঝার উপায় এবং এর সমাধান⛽

আমরা সবাই জানি আমাদের দেশে ফুয়েলের মান খুব বেশি ভালো না, তারপর তো তেল চুরি রয়েছে। কিন্তু আপনি জানেন কি আপনি যদি কিছু বিষয় জানেন এবং কিছু বিষয়ে সচেতন থাকেন তাহলে আপনার বাইকে ফুয়েল নেয়ার সময় ফুয়েল চুরি অনেকটা কষ্টকর।

ফুয়েল যে কোন মোটরযানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মোটরযানগুলো ফুয়েলের কারনে অনেক বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক করে, সেটা হচ্ছে পাম্প থেকে পেট্রোল চুরি বোঝার উপায় কি? আজ আমরা এই সম্পর্কেই জানবো।

ফুয়েল পাম্পের মেশিনের ডিসপ্লের দিকে লক্ষ্য রাখাঃ

আপনি যখন ফুয়েল পাম্পে ফুয়েল নিতে যান একটু লক্ষ্য করলে দেখতে পাবেন একজন আপনাকে তেল দেয়ার জন্য আসছে এবং অপরজন আপনার কাছ থেকে টাকা সংগ্রহ করতে আসছে। এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। আপনি যখন মিটারে লক্ষ্য করছেন না ঠিক এই সুযোগে পাম্পের মিটার রিসেট না করে আপনাকে পাম্পের লোক ফুয়েল দেয়া শুরু করে।

এই প্রতারণার থেকে বাঁচার উপায় কি?

উপায় খুব সহজ আপনি যখন ফুয়েল নিতে পাম্পে যাবেন ফুয়েল নেয়ার আগে ফুয়েল পাম্পে থাকা মেমেশিনটির ডিসপ্লে মিটারের দিকে লক্ষ্য রাখুন। তেল দেয়ার আগে অবশ্যই মিটারটি ০ করে নিতে বলুন এবং আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন।

ভিন্ন ডিজিটে ফুয়েল নেয়াঃ

আমরা সবাই জানি আমাদের দেশের অনেক পাম্পেই মিটার টিউনিং করা থাকে। এর ফলে আপনি যদি ১০০ টাকার তেল নেন তাহলে ডিসপ্লে ১০০ দেখালেও আপনি তেল পাবেন কিছুটা কম। আমরা যখন পাম্পে তেল নিতে যায় তখন অধিকাংশ মানুষ ১০০,২০০,৫০০,১০০০ টাকার তেল নিয়ে থাকি। আর এই সুযোগটাকে কাজে লাগায় সেই অসাধু ব্যবসায়ীরা। তারা আগে থেকেই চাহিদা অনুসারে থাকা ডিজিটগুলোতে টিউনিং করে রাখে।
তাই আপনি যখন ফুয়েল নিবেন ১০০ টাকার ফুয়েল না নিয়ে ১২৫ টাকার ,২০০ টাকার ফুয়েল না নিয়ে ২১০ টাকার এই অনুপাতে ফুয়েল নিন। ঠিক একইভাবে আপনি যদি লিটারে তেল নেন সরাসরি ১ লিটার অথবা ২ লিটার না নিয়ে কিছুটা বেশি করে নিন। যদি এমনভাবে ফুয়েল নেন তাহলে আগে থেকে করে রাখা মিটার টিউনিং এর সম্মুখীন আপনি হবেন না। আপনি যদি পাম্প থেকে পেট্রোল চুরি বোঝার উপায় সম্পর্কে জানেন তখন আপনি এই বিষয়গুলোতে সচেতন থাকবেন এবং কিছুটা হলেও এই চুরির হাত থেকে রক্ষা পাবেন।
যে মানুষটি আপনার বাইকে ফুয়েল দিচ্ছে তার হাতের দিকে লক্ষ রাখুন। লোকটি যদি ফুয়েল দেয়ার সময় বার বার হাতের বাটনটি অফ অন করে তাকে বলুন নতুন করে ফুয়েল দিতে। বার বার অফ অন করার ফলে আপনি ফুয়েল কম পাচ্ছেন। তাই ফুয়েল নেয়ার সময় লক্ষ্য করুন পাম্পের লোকটি আপনাকে একবারে ফুয়েল দিচ্ছে কিনা।

নিজে সচেতন থাকাঃ
অনেক সময় পাম্পে গিয়ে আপনি ৫০০ টাকার ফুয়েল চাইলেন, কিন্তু পাম্পের লোক আপনাকে ২০০ টাকার ফুয়েল দিয়ে থেমে গেলো। সে আবার ২০০ এর পর থেকে ফুয়েল দেয়া শুরু করলো আপনিও ৫০০ টাকার ফুয়েল পেয়ে খুশি। কিন্তু এটা প্রতারণার একটা উপায়। আপনার সাথে যদি কখনো এমনটা হয়ে থাকে তাহলে পাম্পের লোককে বলুন মিটার ০ করে নতুন করে ফুয়েল দেয়া শুরু করতে।

অনেক পাম্পে এখন ডিজিটাল চিপের মাধ্যমে চুরি করা হয়। চিপটি রিমোর্ট দিয়ে নিয়ন্ত্রিত। পাম্পের মধ্যে একজন লোক থাকে যিনি রিমোর্ট দিয়ে চিপটি নিয়ন্ত্রন করেন। কোন পাম্প থেকে তেল নেয়ার পর আপনার যদি মনে হয় মিটারে ঝামেলা আছে তাহলে ১ লিটারের বোতলে করে তেলটি মেপে দেখুন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কোন পাম্প থেকে ফুয়েল নেয়ার আগে পাম্পটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

সময়ের সাথে সাথে তাল মিলিয়ে অসাধু মানুষগুলো প্রতিনিয়ত আমাদের ঠকিয়ে চলেছে। উপরোক্ত বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন আপনার মোটরযান থেকে তেল চুরি করা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করে তুলুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)’র মহাপরিচালকের নিকট...
17/02/2020

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)’র মহাপরিচালকের নিকট বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি সিইও এবং এমডি Mr. Himihiko Katsuki ২টি ১৮০০সিসি মোটর সাইকেলের চাবি হস্তান্তর করেন।

ঐতিহাসিক বিজয়। BD Bikers এর পক্ষ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে প্রাণঢালা অভিনন্দন♥
09/02/2020

ঐতিহাসিক বিজয়। BD Bikers এর পক্ষ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে প্রাণঢালা অভিনন্দন♥

জরুরি বিজ্ঞপ্তি-                আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ভোট গ্রহনে...
29/01/2020

জরুরি বিজ্ঞপ্তি-

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ভোট গ্রহনের জন্য (৩১জানুয়ারি ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ টা থেকে ০১ফেব্রুয়ারি ২০২০ তারিখ সন্ধ্যা ০৬.০০টা পর্যন্ত) যানবাহন (মোটরসাইকেল) চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

★বাইক স্টার্ট সম্পর্কিত-বাইক চালাতে চালাতে বন্ধ হয়ে যাওয়া বা স্টার্ট না হওয়া অতি সাধারণ একটি সমস্যা। বাইক চালিয়ে এই সমস্...
08/01/2020

★বাইক স্টার্ট সম্পর্কিত-

বাইক চালাতে চালাতে বন্ধ হয়ে যাওয়া বা স্টার্ট না হওয়া অতি সাধারণ একটি সমস্যা। বাইক চালিয়ে এই সমস্যায় পরেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এ ধরণের সমস্যা হওয়ার কারণ কি এবং সমাধান কীভাবে করবেন তা জানার আগে আপনাকে জানতে হবে একটি বাইক স্টার্ট হয় কীভাবে এবং কি কি যন্ত্রাংশ এতে ব্যবহৃত হয়।

প্রয়োজনীয় যন্ত্রাংশঃ

১। পর্যাপ্ত তেল (পেট্রোল/অক্টেন)

২। স্পার্ক প্লাগ

৩। স্টার্টার মোটর

৪। ব্যাটারি

৫। স্টার্টার রিলে এবং ফিউজ

এই পাঁচটি জিনিস ঠিক না থাকলে আপনার বাইক স্টার্ট হবে না। ইগনিশন অন করার পর কার্বুরেটর/ফুয়েল ইঞ্জেকটরে পেট্রোল সাপ্লাই হয় এবং সেলফ স্টার্টার বা কিক দেয়ার পর স্পার্ক প্লাগ থেকে ফুলকি এসে সেই পেট্রোল পুড়িয়ে স্টার্টার মোটরকে ঘোরায়। এভাবেই একটি বাইক স্টার্ট হয়।

এবার আসা যাক যদি বাইক স্টার্ট না হয় তাহলে কি করণীয়। প্রথমে স্টার্ট না হওয়ার সম্ভাব্য কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সম্ভাব্য কারণ গুলো ও এর সমাধান নিম্নরূপঃ

১। প্রথমেই দেখতে হবে বাইকে ফুয়েল আছে কিনা। শুনতে অদ্ভুত লাগলেও এটি একটি অন্যতম এবং সাধারণ কারণ। ফুয়েল না থাকলে ফুয়েলের ব্যবস্থা করতে হবে।

২। দ্বিতীয় সম্ভাব্য কারণ হতে পারে ঠিক মত স্পার্ক না পাওয়া। স্পার্ক প্লাগ ঠিক মত লাগানো আছে কিনা চেক করুন এবং প্রয়োজনে খুলে পরিষ্কার করুন। গ্যাপ ছোট বা বড় হয়ে গেলে পরিবর্তন করুন। কার্বন ডিপোজিট হলে স্যান্ড পেপার (শিরিষ কাগজ) দিয়ে হালকা করে ঘষে পরিষ্কার করুন।

৩। সেলফ স্টার্টার রেসপন্স না করলে দেখুন ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ আছে কিনা। কিক দিয়েও স্টার্ট না হলে স্টার্টার ফিউজ চেক করুন। একটি অতিরিক্ত ফিউজ সাথে রাখলে এ ধরণের সমস্যা থেকে সহজেই নিস্তার পাওয়া সম্ভব।

৪। কিক স্টার্টার না থাকলে কারও সাহায্য নিয়ে ধাক্কা দিয়ে বাইক স্টার্ট করার চেষ্টা করুন। ২য় বা ৩য় গিয়ারে রেখে বাইকে উঠে বসুন এবং ক্লাচ চেপে ধরুন। কাউকে বলুন পেছন থেকে ধাক্কা দিতে। রানিং অবস্থায় ক্লাচ ছেড়ে দিন এবং স্টার্ট হওয়া মাত্র আবার চেপে ধরার জন্য প্রস্তুত থাকুন। যদি সাহায্য করার মত কেউ না থাকে থাকলে বাইক সেন্টার স্ট্যান্ডে রেখে নিজেই চেষ্টা করুন। ৩য় বা ৪র্থ গিয়ারে রেখে পেছনের চাকা জোরে সামনের দিকে ঘুরান এবং দেখুন স্টার্ট হয় কিনা। এ ধরণের পদ্ধতি একদমই নিরুপায় হয়ে না গেলে করা উচিত না। এই পদ্ধতি ব্যবহার করতে বাইক প্রথম গিয়ারে রাখবেন না কারণ এই গিয়ারে কম্প্রেশন রেশিও বেশি যা স্টার্ট হতে বাঁধা প্রদান করবে।

বিভিন্ন মৌসুমে বাইক স্টার্টিং সমস্যাঃ

বাইক স্টার্ট নিয়ে মূলত সমস্যা দেখা যায় বর্ষাকালে এবং শীতকালে। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে এবং বৃষ্টির মধ্যে চালানোর কারণে বিভিন্ন জায়গায় পানি ঢোকার সম্ভাবনা থাকে। অপরদিকে শীতকালে আর্দ্রতা থাকে অনেক কম এবং অপারেটিং টেম্পারেচার না পাওয়ার কারণে স্টার্ট হতে সমস্যা করে। এ সমস্যা মূলত হয় কার্বুরেটেড বাইকের ক্ষেত্রে, আধুনিক ফুয়েল ইঞ্জেকশন বাইকে এ ধরণের সমস্যা হয় না বললেই চলে। চলুন দেখা যাক এমন পরিস্থিতিতে করনীয়গুলো কিঃ

১। বৃষ্টির সময় রাস্তার মাঝে বাইক বন্ধ হয়ে গেলে চেষ্টা করুন আশেপাশে ছাউনি খুঁজে বের করতে। এবার প্রথম কাজ হচ্ছে স্পার্ক প্লাগে পানি ঢুকেছে কিনা চেক করা। যদি ঢুকে থাকে একটি শুকনা কাপড় দিয়ে প্লাগ এবং প্লাগওয়্যার মুছে দিন। বাইকে কিক স্টার্টার থাকলে বৃষ্টির সময় কিক দিয়ে স্টার্ট করার অভ্যাস করুন। এতে সেলফ স্টার্টার থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না।

২। যদি বর্ষার সময় বাইকের অ্যাক্সেলারেশন স্মুথ মনে না হয় তাহলে সম্ভাবনা আছে ফুয়েল ট্যাংকে পানি প্রবেশ করেছে। কার্বুরেটরের ওভারফ্লো স্ক্রুটি ঢিলা করে পানি মিশ্রিত পেট্রোল বের করে দিন। অনেক বাইকের ওভারফ্লো পাইপ ফ্রেমের নিচে থাকে যা সামান্য পানিতেই ডুবে যায়, এটি স্টার্টিং সমস্যার আরেকটি কারণ। পাইপটি কেটে একটু ছোট করে নিলে এই সমস্যা থেকে অনেকটাই নিস্তার পাওয়া সম্ভব।

৩। শীতকালের সকালে বা কিছুক্ষন পর স্টার্ট না হওয়া কার্বুরেটেড বাইকের অতি সাধারণ একটি সমস্যা। দুই থেকে চারটি কিক দেয়ার পরও যদি বাইক স্টার্ট না হয় তাহলে আর কিক দিয়ে ওভারফ্লো করার প্রয়োজন নেই। ঠান্ডা আবহাওয়ায় বাইক স্টার্ট করার সর্বোত্তম উপায় হচ্ছে চোক লিভার অন করে স্টার্ট করা। চোক লিভার টেনে দিলে ইঞ্জিনে কোন বাতাস প্রবেশ করে না এবং বাইক সহজেই স্টার্ট হয়ে যায়। চোক টানা অবস্থায় ১-২ মিনিট রেখে দিয়ে আস্তে আস্তে আবার অফ করে দিলেই বাইক অপারেটিং টেম্পারেচারে চলে আসবে। চোক দেয়া অবস্থায় কিক স্টার্ট করা উচিত না, এতে তেল ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকে।

কোন সমস্যা নিয়মিত দেখা গেলে বা বেশি সমস্যা হলে দেরি না করে আপনার বাইক ম্যানুফ্যাকচারারের অথোরাইজড সার্ভিস সেন্টারে যান এবং টেকনিশিয়ানের সাহায্য নিন। আপনার পথ চলা সুন্দর এবং নিরাপদ হোক।

BD Bikers♥♥♥

BD Bikers এর সকল সদস্যদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা___২০২০♥নতুন বছর এ সবাই সাবধানে রাইড দিবেন এবং ট্রাফিক আইন মেনে বাইক চ...
31/12/2019

BD Bikers এর সকল সদস্যদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা___২০২০♥

নতুন বছর এ সবাই সাবধানে রাইড দিবেন এবং ট্রাফিক আইন মেনে বাইক চালাবেন।

 #হেলমেটের_সঠিক_মাপ_বোঝার_পরীক্ষা সুরক্ষার জন্য যেমন আমাদের ভালোমানের হেলমেট ব্যবহার করা প্রয়োজন। একইসাথে আমাদের নিশ্চিত...
21/12/2019

#হেলমেটের_সঠিক_মাপ_বোঝার_পরীক্ষা

সুরক্ষার জন্য যেমন আমাদের ভালোমানের হেলমেট ব্যবহার করা প্রয়োজন। একইসাথে আমাদের নিশ্চিত করা উচিত যেন হেলমেটটি আপনার মাথার সঠিক মাপের হয়। আপনার মাথার মাপের সঠিক হেলমেট নির্বাচনের জন্য নিম্নলিখিত কিছু পরীক্ষা রয়েছে। যার মাধ্যমে আপনি আপনার হেলমেটটি আপনার মাথার মাপের কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারবেন।

পরীক্ষাগুলো করার আগে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। ১/ হেলমেটের চিন স্ট্রাপ ভালোভাবে এবং সঠিক নিয়মে বাঁধা থাকতে হবে। ২/ হেলমেটটি যেন আপনার মাথায় ভাল ভাবে ফিট হয়, যা আপনার গাল ও মাথার খুলির সাথে নড়ে। তবে হেলমেটটি যেন এমন টাইট না হয় যাতে আপনার অস্থতি লাগে বা ব্যাথা অনুভব হয়। নতুন অবস্থায় সব হেলমেটের প্যাডিং একটু টাইট হতেই পারে তা মাথায় রাখতে হবে।

#প্রথম_পরীক্ষা

এবার প্রথমে আপনার মাথা ডান থেকে বামে বা উপর থেকে নিচে নাড়ান। যদি হেলমেটটি আপনার মাথার সাথে নড়ে তাহলে সাইজ ঠিক আছে। যদি মাথা ডান থেকে বামে বা উপর থেকে নিচে নাড়ালে তা স্বাধীনভাবে নড়ে তাহলে হেলমেটটি আপনার মাথার সাইজ থেকে বড়।

#দ্বিতীয়_পরীক্ষা

আপনার একটি হাত মাথায় পেছনে নিয়ে পেছন থেকে হেলমেটটি সামনের দিকে ঠেলা দেন এবং সামনে থেকে চেস্টা করুন আপনার কেনি আঙ্গুলটি আপনার কপাল ও হেলমেটের ইপিএস লাইনারের মধ্যে দিয়ে প্রবেশ করাতে চেষ্টা করুন। যদি এভাবে কেনি আঙ্গুলটি প্রবেশ করাতে পারেন তাহলে হেলমেটটি আপনার মাথার সাইজ থেকে বড়।

#তৃতীয়_পরীক্ষা

হেলমেটের চিন স্ট্রাপ ভালোভাবে এবং সঠিক নিয়মে বাঁধা থাকা অবস্থায় চিন বারে হাত দিয়ে হেলমেটটিকে উপরের দিকে চাপ দিয়ে দেখুন যদি হেলমেটটি আপনার মাথা থেকে উপরে উঠে তাহলে হেলমেটটি আপনার মাথার সাইজ থেকে বড়। একই ভাবে এবার আপনার একটি হাত মাথায় পেছনে নিয়ে পেছন থেকে হেলমেটটি উপরের দিকে দিকে চাপ দিয়ে দেখুন যদি হেলমেটটি আপনার মাথা থেকে উপরে উঠে তাহলে হেলমেটটি আপনার মাথার সাইজ থেকে বড়।

এই তিনটি সহজ পরীক্ষার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার হেলমেটটি কি সঠিক মাপের কিনা তা নিশ্চিত করতে পারবেন।ওভার সাইজ হেলমেটে সবসময় উইন্ড নয়েজ হয়ে থাকে।

পরিশেষে, ভালোমানের হেলমেটটি যদি সঠিক মাপের না হয়ে থাকে তবে তা সুরক্ষার বদলে আপনার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। এজন্য সঠিক মাপের হেলমেট ব্যবহার করা অত্যন্ত জরুরী।
সব সময় ভাল মানের হেলমেট ব্যবহার করুন♥

এই ঠান্ডায় গতি কম রেখে বাইক চালাবেন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রেখে বাইক চালাবেন।
19/12/2019

এই ঠান্ডায় গতি কম রেখে বাইক চালাবেন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রেখে বাইক চালাবেন।

BD Bikers এর পক্ষ্য থেকে পেজের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।সবাই ট্রাফিক আইন মেনে বাইক চালাবেন।
15/12/2019

BD Bikers এর পক্ষ্য থেকে পেজের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

সবাই ট্রাফিক আইন মেনে বাইক চালাবেন।

HONDAXBLADE LAUNCHING EVENT- 2019
11/12/2019

HONDA
XBLADE LAUNCHING EVENT- 2019

অনেকে দিনে থেকে বাংলাদেশের বাইকাররা অপেক্ষা করে আছে হোন্ডার অন্যতম স্টাইলিশ বাইক Honda X Blade বাইকটির জন্য । তবে অপেক্ষ...
11/12/2019

অনেকে দিনে থেকে বাংলাদেশের বাইকাররা অপেক্ষা করে আছে হোন্ডার অন্যতম স্টাইলিশ বাইক Honda X Blade বাইকটির জন্য । তবে অপেক্ষা আর দীর্ঘায়িত হবে না । খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Honda X Blade । বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL) Honda X Blade এর লঞ্চিং তারিখ ঘোষনা করেছে । এই মাসের ১৩ ও ১৪ ই ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় লঞ্চ হতে যাচ্ছে Honda X Blade বাইকটি ।

Offer price 3,50,000 tk only.
20/11/2019

Offer price 3,50,000 tk only.

Address

Rangpur, Dhaka
Rangpur
5400

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 10:00 - 20:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801763053930

Alerts

Be the first to know and let us send you an email when BD Bikers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Bikers:

Videos

Share



You may also like