01/09/2024
📣সাবধান!
স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা!!!
কখনো ফোনে এমন কোন ছবি এবং ভিডিও তুলবেন না এবং সংরক্ষণ করবেন না। যেটা ভবিষ্যতে আপনার ক্ষতি করতে পারে।।।
বলা তো যায় না কখন কার কপালে কি ঘটে।।
আপনারা অনেকেই ভাবছেন এটা কি করে সম্ভব
আচ্ছা তাহলে বিস্তারিত শুনেন,,
কখনো কি ভেবেছেন হঠাৎ করে একজনের লিংক ভাইরাল হয়ে যাচ্ছে,,,,
কারো বা অশ্লীল পিক/ছবি ভাইরাল হয়ে যাচ্ছে,,,,
কেউ কি চায় কখনো নিজের এসব ভাইরাল করতে,,
তাহলে এটা কিভাবে সম্ভব,,,?
কখনো কি ভেবেছেন?
আসুন আপনার ভাবনা চিন্তা ক্লিয়ার করে দেই,
আমাদের হাতে হাতে স্মার্টফোন, আর এটা হচ্ছে একদম পার্সোনাল জিনিস কেউ কখনো হাত দিবে না। এটা কনফার্ম। তাই যেমনে ইচ্ছা ব্যবহার করতে পারি।
কথা এটাই তো,,,
কিন্তু আমরা জানি না একটি স্মার্ট ফোন চালাতে গেলে একটি জিমেইল আইডির প্রয়োজন হয় এবং অনলাইনে সংযুক্ত থাকতে হয়।
ফোন কোম্পানি এবং ইন্টারনেট কোম্পানিগুলো আমাদেরকে হাতে ফোন ধরিয়ে দিয়েই বসে নেই।
তারা অলটাইম মনিটরিং করতেছে আমাদের কি প্রয়োজন, এবং আমারা কি করতেছি,
তাই অলটাইম আমাদের ডাটা সংরক্ষিত হচ্ছে তাদের সার্ভারে।।
আপনি যেকোনো প্রয়োজনে বা আপনার প্রিয়জনের অনুরোধে এমন কোন অশ্লীল ছবি অথবা ভিডিও শেয়ার করেন অথবা তুলে রাখেন কিংবা ফোনে এক মিনিটের জন্য তুলেছেন।
তাহলেই আপনি ফেঁসেছেন!!!!
আপনার এই কাজটি আপনাকে ভবিষ্যতে বিপদে ফেলতে পারে।
কারণ কোন সাধারণ ইউজার সম্পূর্ণরূপে ফোন থেকে এটা ডিলিট করতে পারবে না ।
একটি প্রসেসে কখনো এটা ডিলিট হয় না সাধারণত আমরা জানি ফাইল থেকে ডিলিট করলাম আবার Trash🗑️ এ গিয়ে ডিলিট করলাম শেষ।
অবশ্য সাধারণ মানুষের বুদ্ধিও এই পর্যন্ত শেষ।।
কিন্তু আপনি সাধারণ হলেও আমাদের মত এমন কিছু IT EXPART আছে যাদের কাছে কখনো ডাটা ডিলিট হয় না।
এক্সপার্টরা যে কোন মুহূর্তে আপনার এই ডাটা রিকভার করতে পারবে একদম ইজি প্রসেস থেকে শুরু করে জটিল প্রসেসে।
তাদের একটির পর একটি প্রসেস জানা আছে যার যত প্রসেস জানা আছে তার ক্ষমতা তত বেশি।।
আপনাকে যদি টার্গেট করে যে কোন ভাবে তারা চেষ্টা করবে আপনার ডাটা হাতিয়ে নেওয়ার জন্য।।।
এটা তারা প্রয়োজনেও করতে পারে আবার অপ্রয়োজনও করতে পারে আপনার ক্ষতি করার জন্য।
অথবা মোটা অংকের টাকার জন্য।।
তাহলে এখন বুঝতে পারলেন তো,
যদি আপনি একজন স্মার্টফোন ইউজার হন,
সে ক্ষেত্রে মনে রাখবেন,
আইটি এক্সপার্টদের কাছে আপনি একটি শিশুর চেয়ে বেশি নন। তারা যে কোন মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে। যদি তাদের মানসিকতা খারাপ থাকে।।।
বা অন্য কোন উদ্দেশ্যে,,,,
সুতরাং বর্তমান বিশ্বের পাওয়ারফুল ব্যক্তিগণ হচ্ছেন আইটি এক্সপার্টরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন।
আলজেরিয়ান সাইবার হ্যাকার,
হামজা বেন্ডেলানদজ নিশান্থ।
বিশ্বের এমন কিছু সাইবার হ্যাকার আছে যাদের সম্পর্কে পৃথিবী কিছুই জানেনা।। অথচ তাদের ক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা নেই।
আল্লাহর সৃষ্টি মানুষ বাট আশ্চর্য মানুষের বুদ্ধিমত্তা।।
মনে হয় বুঝাতে পারছি,,
যারা নিজের ক্ষতি এড়াতে চান আজকের পর থেকে কখনো ভুলেও এই কাজগুলো করবেন না।।
যতই প্রয়োজন পড়ুক। অশ্লীল কোন ভিডিও ছবি শেয়ার করবেন না এবং তুলেবেন না।
যদি বুঝতে না পারেন আগামীতে এটা নিয়ে বাস্তবধর্মী একটি বিস্তারিত ভিডিও থাকছে এই পেজে,,,
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধান থাকবেন।
🆔আর এই পোস্টটি এত বেশি শেয়ার করবেন যেন আপনাদের একটি শেয়ারের কারণে হাজারো মানুষের সম্মান বেঁচে যায়।।।
আল্লাহ হাফেজ,,,,
®RASEL MAHMUD®
সকল ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট ও ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমার এই দুইটি পেজে,,,
RM World
RM Easy Tech