মুহাম্মাদ হাসিব

মুহাম্মাদ হাসিব لآ اله الا الله محمد الرسول الله
সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে
তবে সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না

আসছে আগামি ৩১ শে ডিসেম্বর, জাতীয় শহীদ মিনারে। মুজিববাদের কবরে ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তারা...
29/12/2024

আসছে আগামি ৩১ শে ডিসেম্বর, জাতীয় শহীদ মিনারে।
মুজিববাদের কবরে ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তারা নিজস্ব পেইজে গতকাল সামাজিক গণমাধ্যমে এই পোস্ট করেন। তারা বলেন যেমন এখনেই সময়, আর বসে থাকার সময় নাই।
সমন্বয়ক সারজিজ আলম বলেন যে এখনো সৈরাচারের শত পুলিশ থানায় টাকা খাচ্ছে।

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভুগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে 'সিমপ্যাথি গেইন' ক্যাম্পেইন চালাচ্ছে।
এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ।
আজকে আমলা আগামীকাল অন্য কেউ। এমন তথ্য নিশ্চিত করেছে তাদের অফিসিয়াল ফেইসবুক পোস্ট।

গণ-অভ্যুত্থানের পর স্বদেশীয় মুষ্টিমেয় এক প্রকাশ্য পরাজিত শক্তি  সময়ের স্রোতে রুপ বদলিয়ে  পর্যায়ক্রমে দেশ ও ধর্মের বিভিন্...
27/12/2024

গণ-অভ্যুত্থানের পর স্বদেশীয় মুষ্টিমেয়
এক প্রকাশ্য পরাজিত শক্তি
সময়ের স্রোতে রুপ বদলিয়ে
পর্যায়ক্রমে দেশ ও ধর্মের বিভিন্ন
বিবদমান পরিস্থিতি তৈরি করে
দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা
সৃষ্টি করার লক্ষ্যে আঘাত করেই যাচ্ছে।

তারা চায় যে, এতে যেন দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে আরেক গণ-আন্দোলনে অশান্তিকে জিইয়ে রাখে।
তাহলে তারা সফল!
আরে...তোমরা তো বোকার সর্গে বাস কর!
"ইনশাআল্লাহ" তোমাদের এই মিশন কোনদিনই
সফল হবে না।

27/12/2024
উপদেষ্টা আসিফ ও নাহিদের অফিস কক্ষে আগুন কেন?স্বৈরাচার চলে গেছে কিন্তু তার দোসররা স্বস্থানেই! তাই আজ এই করুন পরিনতির দৃশ্...
26/12/2024

উপদেষ্টা আসিফ ও নাহিদের অফিস কক্ষে আগুন কেন?
স্বৈরাচার চলে গেছে কিন্তু তার দোসররা স্বস্থানেই!
তাই আজ এই করুন পরিনতির দৃশ্য দেখছে বাংলার জনতা,
সচিবালয়ে এখনো আওয়ামী লীগের সচিব কিভাবে থাকতে পারে? আজকে এমন দৃশ্য দেখতে বাংলার জনতা প্রস্তুত ছিলো, সবকিছু তাদের কাছে, দীর্ঘ ১৬বছরের মূল্যবান কাগজপত্র ও অপরাধের রেকর্ড এবং রাষ্ট্রের মূল্যবান সম্পদ পুড়ে ছারখার করে দিলো এই রাষ্ট্রদ্রোহিরা,
আর আমরা তাদেরকে রাখছি দেশের সচিব।
তাদেরকে দ্রুর্ত গ্রেপ্তার করা হোক।
সে সকল সচিবদের গ্রপ্তার করা হোক তাহলে সকল ষড়যন্ত্রের মূল বের হয়ে আসবে ইনশাআল্লাহ!

আফসোস! সারে চৌদ্দ বছরের বাতিল ধর্মের  প্রতি কত মায়া, সাবেক প্রেসিডেন্ট খালেদা জিয়ার ছেলের।শুভেচ্ছা জানিয়েছে  তা good. তব...
25/12/2024

আফসোস! সারে চৌদ্দ বছরের বাতিল ধর্মের প্রতি কত মায়া, সাবেক প্রেসিডেন্ট খালেদা জিয়ার ছেলের।
শুভেচ্ছা জানিয়েছে তা good. তবে জিশুখ্রিস্টের বিশ্বাস জ্ঞাপন করেছে তার তিব্র নিন্দা জানাই।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের মিছিলে যোগ দিলো আরও একটি প্রাণ,🥲 উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার ছাত্র মো. আরাফাত। এবতেদ...
23/12/2024

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের মিছিলে যোগ দিলো আরও একটি প্রাণ,🥲 উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার ছাত্র মো. আরাফাত। এবতেদায়িতে অধ্যয়নরত আরাফাত আরো লাখো জনতার সাথে ৫ আগস্ট স্বৈরাচার বিরোধী লংমার্চে নেমে এসেছিল রাজপথে। কিন্তু ঘাতকের নির্মম বুলেট তার বাম পাঁজর ও মেরুদণ্ড ছিন্ন করে বেরিয়ে যায়। দীর্ঘ ৪ মাস চিকিৎসারত থেকে মাত্র ১২ বছর বয়সে শহীদের মর্যাদা লাভ করলো আরাফাত। এমন হাজারো আরাফাতের বুকের তাজা রক্তে স্বৈরাচারমুক্ত বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিয়েছে। শহীদ আরাফাতের পরিবারের শোকে সমব্যথী এবং জুলাই আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।
আরাফাতকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
"আমীন"

আসল ঘটনা হলো এখানে!👇 এ বিষয় দিবালোকের ন্যায় স্পষ্ট যে এটা পলাতক স্বৈরাচার ও মোদির দোসরদের ঈশারায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘট...
19/12/2024

আসল ঘটনা হলো এখানে!👇 এ বিষয় দিবালোকের ন্যায় স্পষ্ট যে এটা পলাতক স্বৈরাচার ও মোদির দোসরদের ঈশারায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটনো হয়েছে।

সা'দ পন্থী গুন্ডাদের দ্বারা শহীদ বগুড়ার সাথী মরহুম তাজুল ইসলাম রহঃ এর জানাজা অনুষ্ঠিত হয় বগুড়া মারকায মসজিদে। 🥲তার ছোট ছ...
19/12/2024

সা'দ পন্থী গুন্ডাদের দ্বারা শহীদ বগুড়ার সাথী মরহুম তাজুল ইসলাম রহঃ এর জানাজা অনুষ্ঠিত হয় বগুড়া মারকায মসজিদে। 🥲তার ছোট ছেলের কান্নায় উপস্থিত সকলের চোখ ভিজে যায়🥲🥲🥲
"আল্লাহ সা'দ পন্থীদের হেদায়েত দান করুক"

টঙ্গী ও কাকরাইল চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে।
19/12/2024

টঙ্গী ও কাকরাইল চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে।

18/12/2024

লাশ আর রক্তের স্রোতে টঙ্গী ময়দান

16/12/2024

💝অটুট থাকুক বন্ধুত্বের এ বন্ধন।🌹
💐মন চায় না বিদায় দিতে, 💖🥲💖
কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়!
সময় চলে যাচ্ছে সময়ের মত,
মনে করে দেখো স্মৃতি আছে কত!

দেশের ঐতিহ্যবাহী ইসলামিক বিদ্যাপীঠ  জামিয়া মাদানিয়া  #বারিধারা মাদ্রাসায় বুখারী শরীরের দরস (ক্লাস)  প্রদান করেন ইবনে শায়...
09/12/2024

দেশের ঐতিহ্যবাহী ইসলামিক বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া #বারিধারা মাদ্রাসায় বুখারী শরীরের দরস (ক্লাস) প্রদান করেন ইবনে শায়খুল হাদীস মাওলানা মা,মু,নু,ল হক হাফিঃ

08/12/2024

এ যেন ৫শে আগস্ট

Address

Dhaka

Telephone

+8801318085920

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুহাম্মাদ হাসিব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুহাম্মাদ হাসিব:

Videos

Share