![আসছে আগামি ৩১ শে ডিসেম্বর, জাতীয় শহীদ মিনারে। মুজিববাদের কবরে ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তারা...](https://img4.medioq.com/619/942/122206545236199423.jpg)
29/12/2024
আসছে আগামি ৩১ শে ডিসেম্বর, জাতীয় শহীদ মিনারে।
মুজিববাদের কবরে ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তারা নিজস্ব পেইজে গতকাল সামাজিক গণমাধ্যমে এই পোস্ট করেন। তারা বলেন যেমন এখনেই সময়, আর বসে থাকার সময় নাই।
সমন্বয়ক সারজিজ আলম বলেন যে এখনো সৈরাচারের শত পুলিশ থানায় টাকা খাচ্ছে।
সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভুগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে 'সিমপ্যাথি গেইন' ক্যাম্পেইন চালাচ্ছে।
এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ।
আজকে আমলা আগামীকাল অন্য কেউ। এমন তথ্য নিশ্চিত করেছে তাদের অফিসিয়াল ফেইসবুক পোস্ট।