ডাক দিয়াছেন দয়াল
তিস্তার চরে খবরের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে বেড়িবাধে স্থানীয় কয়েকজন সৌখিন শিল্পীর অসাধারণ গান...
কানে হেডফোন লাগিয়ে বালুবাহী টলি চালাচ্ছিলেন চালক মেহেরাজ হোসেন। বাবা ও বড় ভাইয়ের সাথে বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন শাহিন(১৫)।তবে চালকের খামখেয়ালি পনায় স্কুলে যাওয়া হলোনা তার। বাবার চোখের সামনেই টলির ধাক্কায় পিষ্ট শাহিন চলে গেল না ফেরার দেশে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলায়।
ডিমলায় ড্রেন নির্মাণে অনিয়ম... প্রতিবাদের মুখে ভেঙে ফেলা হচ্ছে সেই ড্রেন। তাসের ঘরের মতো ভেঙে যা
ডিমলায় ড্রেন নির্মাণে অনিয়ম...
প্রতিবাদের মুখে ভেঙে ফেলা হচ্ছে সেই ড্রেন।
তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে ঠিকাদারের দুর্নীতি।
সাংবাদিককে গালিগালাজ করলেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম
ডিমলায় তথ্য চাওয়া য় সাংবাদিককে গালিগালাজ করলেন প্রধান শিক্ষককে
সুর বিক্রির ফেরিওয়ালা ডিমলার "হরি দা"
সুর বিক্রির ফেরিওয়ালা "হরি দা"
নাম-হরি কুমার ঋষি।বয়স পন্ঞ্চাশ ছুঁই ছুঁই। ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের বাসিন্দা রমেস চন্দ্র ঋষির ছেলে।
বাবার কাছেই গানের হাতেখড়ি । ডিমলা সংগীত একাডেমী তে দীর্ঘ ৬/৭ বছর সংগীত শিল্পী ও যন্ত্রবাদক হিসেবে কাজ করেছেন। অর্থকষ্টে আর পেরে ওঠেননি।
তবে দমে যাননি দরিদ্রের কষাঘাতে জর্জরিত তিলতিল করে বেড়ে উঠা মানুষটি। কাঁধে ঝুলিয়েছেন ঢোল, হারমোনিয়াম। মায়াবী কণ্ঠে গান গেয়ে পন্য বিক্রি এটাই তাঁর এখন পেশা। সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন সর্বত্র। গানই হরি কুমারের অন্ন জোড়াবার একমাত্র অবলম্বন।
শিল্পীর সাথে কথা বললে তিনি বলেন- পাঁচ বছর বয়স থেকে তিনি গেয়ে চলেছেন এই গান। প্রতিনিয়ত জয় করছেন হাজারো ভক্তের হৃদয়। ব্যক্তিগত জীবনে তিনি বিয়েও করেছেন, আছে একটি কন্যা । ওকেও সেই অপয়া অর্থকষ্টে জ্ঞানের আলো দিতে পারেননি! ডিমল
আকাশের বৃষ্টির জোড় নাই তাই স্যালো মেশিন দিয়ে পানি তুলে ধান লাগাচ্ছেন কৃষকেরা।
গ্রামের প্রকৃতি
ছোট কৃষক, বিধান চন্দ্র রায় ভিডিওঃ আব্দুর রহিম বাদশা স্থানঃ দক্ষিণ সুন্দর খাতা (কুটিপাড়া)
ছোট কৃষক
নিমাই চন্দ্র বর্মন ।
একদিন মাটির ভিতরে হবে ঘর,, মন আমার ...
শিল্পী- নিমাই চন্দ্র বর্মন (দৃষ্টি প্রতিবন্ধী)
বাবুরহাট ডিমলা নীলফামারী।
নিমাই চন্দ্র বর্মন
সদয় দৃষ্টি আকর্ষণ করছি" উপজেলা প্রশাসন ডিমলা "
দৃষ্টি প্রতিবন্ধী নিমাই চন্দ্র বর্মন।
রংপুর বেতার কেন্দ্রে যন্ত্র সংগীত পরিবেশন করেছেন ২০ বছর ।বয়সের ভারে এখন অসহায় জীবন যাপন করছেন ।অজ্ঞাত কারণে এই গুনী শিল্পী পাননা দুস্থ শিল্পী ভাতা।
প্রধান মোবাইল কর্নার,মসজিদ মার্কেট,ডিমলা,নীলফামারী ।
এই ঈদে প্রধান মোবাইল কর্নারে র আকর্ষণীয় সব ঈদ অফার চলবে ১০ মে পর্যন্ত।।
আজই চলে আসুন প্রধান মোবাইল কর্নার,মসজিদ মার্কেট,ডিমলা ।
আধুনিক ও মডেল ডিমলা বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা গনমানুষের নেতা মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার বিজয় চত্বরের আলোকসজ্জা উদ্বোধন করেন। আবর্জনার স্তূপকে কিভাবে সৌন্দর্যের বাগানে পরিনত করা যায় সত্তোর্ধ একজন বীর মুক্তিযোদ্ধা তার উজ্জ্বল দৃষ্টান্ত।
সেলুট আপনাকে ডিমলাবাসীর পক্ষে,,,,
ডিমলায় নৌকা মার্কা র প্রার্থী আবুল কাশেম সরকারের বিশাল নির্বাচনী জনসভা....
জনসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৮ জনকে বহিষ্কার।
ডিমলায় নৌকা মার্কা র প্রার্থী আবুল কাশেম সরকারের নির্বাচনী জনসভা ...
ডিমলা সদর ইউনিয়নের নৌকা প্রার্থী আবুল কাশেম সরকারের বিশাল প্রচারনা মিছিল
প্রধান মোবাইল কর্নার,মসজিদ মার্কেট ডিমলা, নীলফামারী।w
"প্রধান মোবাইল কর্নার"-
মসজিদ মার্কেট ডিমলা, নীলফামারী।
এখানে Samsung,Oppo ,Vivo,Tecno, Realme,Redmi ,Symphony,Itel সহসকল প্রকার স্মার্ট ফোন ও বার ফোন এবং মোবাইল ফোনের সকল খুচরা যন্ত্রাংশ পাওয়া যায়।
তিস্তা বাই পাস রাস্তা থেকে সরাসরি
সাংবাদিক নুরুজ্জামান সরকার
দুর্যোগ পূর্ব সতর্কতা বিষয়ক স্বেচ্ছাসেবী যুবদের
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এ ডিমলা ফায়ার সার্ভিসের সাপ্তাহিক মহড়া অনুষ্ঠিত
স্থান: পল্লীশ্রী ইউনিট অফিস-ডিমলা, নীলফামারী।
তারিখ:-১৮ অক্টোবর,২০২১ ইং
প্রশিক্ষণে: ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ডিমলা, নীলফামারী।
বাস্তবায়নে:- পল্লীশ্রী, রিকল ২০২১ প্রকল্প, ডিমলা।
সহযোগিতায়:- অক্সফাম ইন বাংলাদেশ।
ভিডিও ধারণ: সাংবাদিক নুরুজ্জামান সরকার
মাল্টা চাষে ডিমলার নুর আলমের ভাগ্য বদলের স্বপ্ন
মাল্টা চাষে ডিমলার নুর আলমের ভাগ্য বদলের স্বপ্ন
বাড়ি'র পাশে পতিত জমি থাকায় মাল্টা চাষের পরিকল্পনা চেপে বসে কৃষক নুর আলমের মাথায়। ২০২০ সালের মে মাসে মাল্টা চাষ শুরু করতে পরামর্শ নিতে যান ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে। তার আগ্রহ দেখে সহযোগিতার হাত বাড়ান কৃষি অফিসের কর্মকর্তারা। চাষী নুর আলমকে ২০১৯-২০২০ অর্থবছরে ''মাল্টা ব্লক প্রদর্শনী'' নামে ২শ বারি-১ জাতের মাল্টা গাছের চারা তুলে দেওয়া হয়।
ডিমলায় ২৫ বছরের ভোগ দখলকৃত সম্পত্তি র উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা
ডিমলায় ২৫ বছরের ভোগ দখলকৃত সম্পত্তি র উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা
তিস্তা ব্যারেজের ১৩ নং গেটে ভেসে বেড়াচ্ছে অর্ধগলিত লাশ
তিস্তা ব্যারেজের ১৩ নং গেটে ভেসে বেড়াচ্ছে অর্ধগলিত লাশ,,,,
তিস্তা ব্যারেজ থেকে সাংবাদিক নুরুজ্জামান সরকার