16/01/2024
নেদারল্যান্ডসের আর্নহেম শহরে কুর'আনুল কারিম পোড়া'নোর চেষ্টা করেছিল ক!ফিররা। পুরোটা সময়ই সেখানের পুলিশ বাহিনী নিরাপত্তা দিয়ে রেখেছিল যাতে করে তারা নিরাপত্তার সাথে কোরআন পুড়তে পারে কিন্তু এত নিরাপত্তার মাঝেই, সেখানে উপস্থিত এক মুসলিম ভাই হঠাৎ দৌড়ে এসে ওদের মুখে লাথি মারেন.. ফলে ওরা কাপুরুষের মতো পালিয়ে যায়। দু'বার কুর'আনুল কারিম পোড়ানোর চেষ্টা করেও ওরা ব্যর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর্নহেমের মুসলিম ভাইদের প্রতি স্যালুট জানাই এবং দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক ঘরে ঘরে কোরআন প্রেমিক মুজাহিদ তৈরি করে দেন যারা বাতিলের সামনে কোরআন নিয়ে বুক টান করে দাঁড়িয়ে থাকবে, এবং তাদের দেখে বাতিল শক্তি পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ হে আল্লাহ আপনার জমিনে আপনার কোরআনকে হেফাজত কর, আমিন।