Jante Cay Jonota - জানতে চায় জনতা

Jante Cay Jonota - জানতে চায় জনতা আমরা মানুষের মাঝে ইসলামের সহি আকিদার

17/04/2023

কাফিলউদ্দিন সালেহী vs আলাউদ্দিন জিহাদী
দুই হানাফীর মাঝে আকিদা গত দণ্ড।
আল্লাহ কোথায়?

19/11/2022
17/11/2022

হুজুর দিয়েই বিদ'আত চালু হবে !

রাসূল (সাঃ) বলেছেন, "কুল্লু বিদ'আতিন দ্বলালা
ও য়া কুল্লু দ্বলালা তিন ফিননার।"

প্রত্যেক বিদআত হল ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।....মুসলিম হাদিস নং /১৫৩৫

অনেক মসজিদে অনেক হুজুর এই হাদিসটা নিয়মিত পড়েন, কিন্তু পড়ে কোনো কাজেই আসেনা!...

15/11/2022

তাবিজ লাগবে না আর আপনার সন্তানের রাতের জ্বরও হবে না এই হাদীস টি আপনার জীবনে আমল করলে,কিন্তু তা করবেন কেনো, হুজুরের পকেটে টাকা ঢুকাতে হবে না?

জাবির ইবনু ‘আবদুল্লাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন সন্ধ্যা হয়, তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখ। কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পার। আর ঘরের দরজা বন্ধ করবে। কেননা, শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহ্‌র নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহ্‌র নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে, কমপক্ষে পাত্রগুলোর উপর কোন বস্তু আড়াআড়ি করে রেখে। আর (শয্যা গ্রহণের সময়) তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে

সহিহ বুখারী, হাদিস নং ৫৬২৩

12/11/2022

এই ছেলে,টাকনুর নিচে প্যান্ট পরে আছো কেন?

☞ একটা মানুষ চুরি করলেই জাহান্নামে যাবে এ কথা রাসুল (সাঃ) বলেননি, তবে যেতে পারে।
☞ একটা মানুষ মিথ্যা কথা বললেই জাহান্নামে যাবে এ কথা রাসুল (সাঃ) বলেননি, তবে যেতে পারে। কেন? মিথ্যা কথা মহা পাপ।
☞ একটা মানুষ জেনা করলেই জাহান্নামে যাবে এ কথা রাসুল (সাঃ) বলেননি, যেতে পারে। কেন? যেনা একটা মহাপাপ।
☞ একটা মানুষ ঘুষ দিলেই ঘুষ খেলেই জাহান্নামে চলে যাবে এ কথা নবী (স) বলেননি, যেতে পারে। কেন?
সুদ খাওয়া ঘুষ খাওয়া মহা পাপ। মহা-পাপ মহা-পাপ!
জাহান্নামে যেতে পারে।

কিন্তু রাসুল (সাঃ) বলছেন কেউ যদি টাকনুর নিচে প্যান্ট পরে সরাসরি জাহান্নাম!এই ছেলে এবার তুমি বলো তুমি টাকনুর নিচে প্যান্ট পরে আছো কেন? তুমি নাকি মোটামুটি ভাবে ধর্ম প্রচার করো? তোমার মত ছেলের জন্য ইসলামের এই অবস্থা।

➤ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। (হাফিয্বাহুল্লাহ)

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jante Cay Jonota - জানতে চায় জনতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share