Nagar BartaTv.Live

Nagar BartaTv.Live সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নগরবার্তা টিভি.লাইভে চোখ রাখুন?
(2)

নগরবার্তা টিভির সাথে থাকার জন্য সকলের প্রতি রইল নিরন্তর ভালোবাসা, আপনাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায় দুর্নীতির তথ্য জানাতে পারেন আমাদের।

24/11/2023

জেলের জালে ধরা পড়লো ৫৪ কেজির বাঘাআইড় মাছ

পদ্মা নদীতে ধরা পড়লো ৫৪ কেজী ৮০০ গ্রাম ওজনের বিশাল বাঘাআইড় মাছ।
নগরীর বিনোদপুর জাহাজঘাটের জেলে শাহজামানের জালে ধরা পরে এই মাছটি।

24/11/2023

বিএনপি সন্ত্রাসী দল আর সেই দলের নায়ক দেশ ছেড়ে পালিয়েছে বললেন-মাহিয়া মাহি

সুন্দরগঞ্জে একই ঘরে ৩ পরিবারের বসবাস, ভাঙ্গে জোটেনি আশ্রয়ন প্রকল্পের কোন সুযোগসুবিধা সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ⤵️...
23/11/2023

সুন্দরগঞ্জে একই ঘরে ৩ পরিবারের বসবাস, ভাঙ্গে জোটেনি আশ্রয়ন প্রকল্পের কোন সুযোগসুবিধা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
⤵️
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, বিকাল ০৪:১০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের নগরকাটগড়াস্থ ভূমিহীন মালেকা বেগমের একমাত্র ঘরে দীর্ঘদিন থেকে বসবাস করছেন ৩ বোনের পৃথক ৩ পরিবার।

জানা যায়, উক্ত গ্রামের মৃত গেলনা শেখ-রেজিয়া বেগম দম্পত্তির ৩ মেয়ের মধ্যে বড় মেয়ে মালেকা বেগম স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন হন। এরপর তার ৪র্থ ছেলে হুমায়ুনকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকেন। হুমায়ুন বৈরাতি ডিগ্রী কলেজে অধ্যয়ন করছে। সে লেখাপড়ার পাশাপাশি মা মালেকা বেগমের সঙ্গে ঢাকায় থাকে। মালেকা বেগম অন্যের বাসায় ঝি-এর কাজ করেন। মেঝো বোন শাহানাজ বেগম ও ছোট বোন শাহিদা বেগমও স্বামীর সংসার বিচ্ছিন্ন হয়ে ৩ বোনই মা রেজিয়া বেগম মিলে একসঙ্গে অবস্থান করেন।

শাহিদা বেগমের মেয়ে সুমনা আক্তার কাটগড়া উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে ও মালেকা বেগমের ছেলে হুমায়ুন বৈরাতি কলেজে অধ্যয়ন করছে। ৩ বোনই অন্যের বাড়িতে কাজ-কাম আর বৃদ্ধা মা ভিক্ষাবৃত্তি করে অতিকষ্টে সংসার চালান। এরই ফাঁকে আশ্রয়ের জন্য শাহানাজ বেগম ও শাহিদা বেগম অন্যান্য মানুষের বাড়ির পিঁছনের পরিত্যক্ত ৩ শতক জায়গা খুবই কম দরে কিনে নেন। কিন্তু, বসবাসের জন্য ঘর-দরজা করতে পারেননি। বড় বোন মালেকা বেগমের সঞ্চিত (জমানো) টাকায় টিনের একটি চৌ-চালা ঘর ও সবাই মিলে একটি ছোট্ট চালাঘর তুুুুলেন। বেড়া দিতে না পারায় মানুষের পরিত্যাক্ত সাইনবোর্ড, প্যানা, বস্তা, পলিথিন, ছেড়া কাপড় ইত্যাদি দিয়ে কোন রকমে ঘিরা দিয়ে বৃদ্ধা মাসহ পৃথক পরিবারের ৩ বোন একইসঙ্গে বসবাস করে আসছেন।

গত বছর বৃদ্ধা মায়ের মৃত্যু হলে পরিবারে ভিক্ষাবৃত্তির উপার্জন টুকুও বন্ধ হয়ে গেছে। এরপর চলতি বছরের ২ জুন আকস্মিক কালবৈশাখী ঝড়ে তাদের উদ্যম চালা ঘরটি দুমড়ে-মুচড়ে গেলে তাঁরা তা আর মেরামত করতে পারেননি। বর্তমানে মালেকা বেগম ঢাকায় অন্যের বাসায় ঝি-এর কাজ করছেন। শাহানাজ বেগম ও শাহিদা বেগম স্থানীয় কাটগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর সংলগ্ন রাস্তার ধারে চকলেট, চা, খিলিপানের ক্ষুদ্র দোকান করে দিনে ৫০/৬০ টাকা আয় করে তা দিয়েই অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করেন। আওয়ামী লীগপন্থি দুর্দশাগ্রস্ত এ পরিবারের অবস্থান দেখতে হলে কাটগড়া উচ্চ বিদ্যালয় গেইট দিয়ে ঢুকে বিদ্যালয় মাঠের পর সীমানা পেরিয়ে বেশ কয়েক ব্যক্তিবর্গের ঘরবাড়ি ভেদ করে যেতে হয় (যা দেখেও সঠিকভাবে বর্ণনা করা কঠিন)।

এব্যাপারে মালেকা বেগম, শাহানাজ বেগম, শাহিদা বেগমসহ স্থানীয়রা জানান, দুর্দিনগ্রস্ত এ পরিবারে উপার্জনক্ষম কোন লোক নেই। স্কুল ও কলেজে পড়ুয়া মেয়ে-ছেলে রয়েছে। প্রত্যহ দোকান থেকে যে আয় আসে তা দিয়ে সংসার চলেনা। তাই, সারাবছর ধরে অভাব অনাটন তাঁদের নিত্যসঙ্গী। কিছুদিন আগে সরকারীভাবে নির্মিত ঘর চেয়ে বিভিন্নস্তরে যোগাযোগ করেও ভাগ্যে তা মেলেনি। বর্তমানে ৩ বোনের পৃথক পরিবার একমাত্র ঘরে কোন রকমে বসবাস করছেন। শাহিদা বেগম আনসার ও ভিডিপি সদস্য হিসেবে যে কোন নির্বাচনে দায়িত্ব পালন করেন। তাছাড়া, উক্ত ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের যে কোন কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ পেলে সেখানে চলে যান। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য দেলওয়ার হোসেন ধলুর সঙ্গে মোবাইলফোনে কথা হলে তিনি বলেন, মালেকা বেগম, শাহানাজ বেগম ও শাহিদা বেগমের পারিবারিক দুর্গত অবস্থা আমার জানা আছে। তাদের আবাসস্থল নেই বললেই চলে। পরিবারে উপার্জনক্ষম কোনই পুরুষ লোক নেই। ঝড়ে তাদের চালাঘর পড়ে যাবার কথা পরিষদে একাধিক সভায় বলেছি। কোন কাজ হয়নি। শুধুমাত্র ভিজিএফ সুবিধা ছাড়া আমার (তাঁর) পক্ষে আর কোন সুবিধা দেয়ারমত সাধ্য হয়নি।

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, ঐ পরিবারের পক্ষে কেউই আমার (তাঁর) সঙ্গে যোগাযোগ করেননি।

উপজেলা সংশ্লিষ্ট একাধিক দপ্তর সূত্রে জানা যায়, ভূমিহীন ও গৃহ-হীনদের জন্য এ উপজেলায় নির্মিত হয়েছে ১ হাজার ৬'শ ৯২টি ঘর। যা ইতঃপূর্বে বু্ঝে দেয়া হয়েছে। এসব জমিসহ গৃহ হস্তান্তর বা, প্রকল্প বাস্তবায়নে যা ঘটেছে। তার সচ্ছতা প্রসঙ্গে সচেতন মহলে মতবিরোধ রয়েছে। এছাড়া, জমি আছে ঘর নেই, গুচ্ছ গ্রাম, আদর্শ গ্রামসহ আবাসনের লক্ষে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের আওতায় না আসা এরূপ বেশ কিছু পরিবারের জন্য আবাসন ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করেছেন বিজ্ঞ মহল।

সুন্দরগঞ্জে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  ⤵️প্রকাশিত: বৃহস্পতিবার,...
23/11/2023

সুন্দরগঞ্জে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
⤵️
প্রকাশিত: বৃহস্পতিবার,২৩ নভেম্বর ২০২৩, দুপুর ০৩:৪৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালির খামার গ্রামে বদিয়াজ্জামান শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিছুর রহমান। বৃদ্ধ বদিয়াজ্জামান শেখ উক্ত গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি সকালে সবার অলক্ষে বাড়ির পাশের পানবরজ সংলগ্ন একটি আমগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলন্ত ছিলেন। তা দেখে স্বজনরা থানায় খবর দিলে লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন থানা পুলিশ।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুতির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, মৃত বদিয়াজ্জামান শেখ মানসিক রোগী ছিলেন বলে জানতে পেয়েছেন। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

নেশা করিয়ে ‘অন্তরঙ্গ’ ছবি তুলেছে নোবেল, থানায় জিডি করলেন আরশি
22/11/2023

নেশা করিয়ে ‘অন্তরঙ্গ’ ছবি তুলেছে নোবেল, থানায় জিডি করলেন আরশি

সুন্দরগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ⤵️Nagar BartaTv.Live / ...
22/11/2023

সুন্দরগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
⤵️
Nagar BartaTv.Live / প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর ২০২৩, রাত ০৮:৩০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি শুকনো গাঁজাসহ সিরাজুল ইসলাম (৩৬) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত মাদক কারবারী সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আকতার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এতে উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা গ্রামের জনৈক আফতাব আলীর বাড়ি সংলগ্ন রাস্তা থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১ কেজি ওজনের শুকনো গাঁজা জব্দ করেন।

সিরাজুল ইসলাম ঐ গ্রামের একাব্বর আলীর ছেলে। এসআই আকতার হোসেন জানান, এব্যাপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে অন্যান্য মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

22/11/2023

রংপুরে বিএনপির সকাল-সন্ধ্যা হরতালে নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে নগরীতে হরতালের সমর্থনে মিছিল করেছে রংপুর মহানগর যুবদলের নেতকর্মীরা।

ফাইনালে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডের স্ত্রী-কন্যাকে ধর্ষণ ও হত্যার হুমকি ভারতীয় সমর্থকদের
21/11/2023

ফাইনালে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডের স্ত্রী-কন্যাকে ধর্ষণ ও হত্যার হুমকি ভারতীয় সমর্থকদের

21/11/2023

ফাইনালে হেঁড়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেট প্রেমীদের একের পর এক কাণ্ড

20/11/2023

ফাইনালে ভারত হেঁড়ে যাওয়ায় গলায় ফাঁ*স দিয়ে আ*ত্মহত্যা করলেন এক ক্রিকেট প্রেমী..

স্ত্রী জেসিকার সাথে বিশ্বকাপ জয় উদযাপন করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেড..
20/11/2023

স্ত্রী জেসিকার সাথে বিশ্বকাপ জয় উদযাপন করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেড..

18/11/2023

লাশ কাঁধে নিয়ে দুই মাইল হেটে যেতে হয় শ্মশানে

যোগাযোগ ব্যবস্তা না থাকায় চরম দুর্ভোগ, ঘটনাটি ভারতের একটি গ্রাম অঞ্চলের।

17/11/2023

পানির নিচে বরিশাল নগরী, ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রবল বৃষ্টিপাত..

17/11/2023

রংপুর মহানগর ছাত্রলীগের ন্যয্যমূল্যে সবজি বিতরণ?

16/11/2023

অবিশ্বাস্য হলেও সত্য পুরুষের জানাজা পড়ালেন নারী.. ঘটনাটি ঘটেছে আফগানিস্তান শহরে?

15/11/2023

গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার..

পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রবিউল ইসলাম- সম্পাদক মাসুদার রহমান নুরুল ইসলাম,(গাইবান্ধা)প্রতিনিধিঃ⤵️Nagar...
15/11/2023

পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রবিউল ইসলাম- সম্পাদক মাসুদার রহমান

নুরুল ইসলাম,(গাইবান্ধা)প্রতিনিধিঃ
⤵️
Nagar BartaTv.Live / প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, রাত ১০:৩০ পিএম

গাইবান্ধার পলাশবা‌ড়ী উপ‌জেলায় পলাশবা‌ড়ী ম‌ডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হ‌য়ে‌ছে। এরআগে ১৫ নভেম্বর বুধবার সন্ধ‌্যায় অস্থায়ী কার্যাল‌য়ে সিনিয়র সাংবাদিক রবিউল হোসেন পাতার সভাপতিত্বে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। আলোচনা সভায় পেশাদার গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ের লক্ষে পলাশবাড়ী মডেল প্রেসক্লাব গঠন করে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

পরে সর্বসম্মতিক্রমে দৈ‌নিক ই‌ত্তেফাক প‌ত্রিকার প্রতি‌নি‌ধি র‌বিউল হো‌সেন পাতা‌ কে সভাপ‌তি, দৈনিক আমার জনতা প‌ত্রিকার প্রতি‌নি‌ধি আ‌মিরুল ইসলাম ক‌বিরকে সি‌নিয়র সহ-সভাপ‌তি, এ‌শিয়ান টে‌লি‌ভিশ‌নের প্রতি‌নি‌ধি মাসুদার রহমান মাসুদ‌ কে সাধারণ সম্পাদক, আমার কন্ঠ প‌ত্রিকার প্রতি‌নি‌ধি আবু জাফর মন্ডল কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈ‌নিক ভো‌রেরপাতা প‌ত্রিকার প্রতি‌নি‌ধি সরকার লুৎফর রহমান কে সাংগঠ‌নিক সম্পাদক,‌ দৈ‌নিক রুপবানী প‌ত্রিকার প্রতি‌নি‌ধি ফের‌দৌস রহমান‌ কে অর্থ সম্পাদক, দৈ‌নিক মুক্ত খবর প‌ত্রিকার প্রতি‌নি‌ধি এস আই হা‌বিব‌ কে প্রচার সম্পাদক, আমা‌দের প্রতি‌দিন প‌ত্রিকার প্রতি‌নি‌ধি বা‌য়ো‌জিদ আহ‌ম্মেদ শাকিল কে দপ্তর সম্পাদক, দৈ‌নিক অ‌গ্নি‌শিখা প‌ত্রিকার প্রতি‌নি‌ধি শ্রী মোহন সরকার ও দৈ‌নিক আ‌লোর দিগন্ত প‌ত্রিকার প্রতি‌নি‌ধি ফজলুল করিম প্রধান কে কার্যকরী সদস‌্য এবং দৈ‌নিক ৭১ বাংলা প্রতি‌নি‌ধি রা‌কিব মিয়া, ভো‌রের প্রতিধ্ব‌নি প‌ত্রিকার প্রতি‌নি‌ধি রা‌সেল মাহমুদ, কা‌লের খবর প‌ত্রিকার প্রতি‌নি‌ধি মোছাঃ লা‌কী আক্তার, আব্দুর র‌হিম, মাহমুদুজ্জামান প্রান্ত, ফজ‌লে রা‌ব্বি মিয়াকে সাধারণ সদস্য করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটি ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা নবগঠিত পলাশবাড়ী মডেল প্রেসক্লাব পরিচালনায় সকলের সা‌র্বিক সহ‌যে‌াগিতা কামনা ক‌রে‌ন।

15/11/2023

বগুড়া শেরপুরে অবরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি ব্যাপক সংঘর্ষ চলছে..

#বগুড়া #সংঘর্ষ #আওয়ামী_লীগ #বিএনপি

গাইবান্ধায় শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষীদের নুরুল ইসলাম,(গাইবান্ধা)প্রতিনিধিঃ⤵️Nagar BartaTv.Live / প্রকাশিত: বুধব...
15/11/2023

গাইবান্ধায় শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষীদের

নুরুল ইসলাম,(গাইবান্ধা)প্রতিনিধিঃ
⤵️
Nagar BartaTv.Live / প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর ২০২৩, দুপুর ০১:০৫ পিএম

গাইবান্ধায় শীতে সবজীর ভাল দাম পাবার আশায় উৎপাদনে ঝুকছেন সবজী চাষীরা। ইতোমধ্যে কেউ করছেন জমি প্রস্তুত, আবার কেউ কেউ ফসলক্ষেত পরিচর্যায় আছেন। অনেকে শীতের আগাম সবজি বিক্রিও শুরু করছেন।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, চলতি শীত মৌসুমে জেলার ৭ উপজেলায় লক্ষমাত্রা জমিতে শাক-সবজি চাষের জন্য নির্ধারণ করা হয়। এরই মধ্যে প্রায় ১ হাজার হেক্টর অর্জিত হয়েছে। কৃষকদের আগ্রহ অনুযায়ী আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এই লক্ষ্যমাত্রা ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, গেল খরিপ মৌসুম থেকে শাক-সবজির দামবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি শীতের শাক-সবজির দাম আরও আকাশচুম্বি। তাই কাঁচা তরকারির দাম বেশি থাকায় এসব চাষাবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে অনেকটাই। তারা ইতোমধ্যে মরিচ,শষা,টমেটো,সিম, কপি, মূলা, লাউ, বেগুন, পালং শাক, লাল শাকসহ আরও বিভিন্ন ধরণের সবজি চাষাবাদ শুরু করছেন। এরই মধ্যে কিছু সংখ্যক কৃষক তাদের উৎপাদিত সবজি বিক্রিও করছেন। তবে এ বছরে বীজ-চারা, সার-কিটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সরকারি ভাবে প্রণোদনা দিলেও তা চাহিদানুরুপ না হওয়ায় চাষাবাদে হিমসিম খাচ্ছেন কৃষকরা। তবুও লাভের আশায় শীতকালীন শাক-সবজি চাষে মাঠে ঘাম ঝড়াচ্ছেন তারা।

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মালর্চিং পদ্ধতিতে সবজী কৃষানী মোছাঃ সুলতানা তানজিমা বেগম বলেন, ইতিমধ্যে ৫৬ শতাংশ জমিতে মরিচ,শষা,টমেটো ও সিম আবাদ করেছি। আর কিছুদিন পরে ফসল বিক্রি করা যেতে পারে। এতে যা খরচ হয়েছে দাম ভালো থাকলে খরচ বাদে পর্যাপ্ত টাকা লাভ থাকবে।

সবজী চাষী সুলতানা তানজিমা জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ রওশন আরা বেগম প্রণোদনা দেওয়াসহ নিত্যদিন মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা করে আসছেন।

সুন্দরগঞ্জে যুবলীগ নেতা হত্যাকারীদের গ্রেপ্তারের  দাবীতে বিক্ষোভ  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ⤵️Nagar BartaTv.Live ...
13/11/2023

সুন্দরগঞ্জে যুবলীগ নেতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
⤵️

Nagar BartaTv.Live / প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, রাত ০৬:৩০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলামকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ চলছে।

জানা যায়, সোমবার ভোরে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উক্ত ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। জাহিদুলের মৃত্যুর খবর পেয়ে হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে সকাল থেকে সুন্দরগঞ্জ বামনডাঙ্গা আঞ্চলিক মহা-সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ছাইতানতলা বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী। এছাড়া, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরআগে রবিবার দিনগত গভীর রাতে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ২ সহযোগীসহ একটি মোটরসাইকেল যোগে বামনডাঙ্গা থেকে ছাইতানতলা বাজার অভিমুখে আসার পথে পশ্চিম শিবরাম মৌজাস্থ শাখা মারা ব্রীজে পৌঁছিলে আগে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে গতি রোধ করে জাহিদুল ইসলামের ৪ হাত-পায়ের রগ কেটে দেয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করে। এসময় জাহিদুলের ২ সহযোগীর মধ্যে ১জন আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা মুমূর্ষুমান অবস্থায় জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রমেক হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পূর্বে জাহিদুল ইসলাম হত্যাকারীদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করে বলেছেন 'আমি আওয়ামী লীগ করি, ওমরা (ওরা) জামাত-বিএনপি করে'। রাজনৈতিক সূত্র ধরে দুর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে তিনি (জাহিদুল ইসলাম) মৃত্যু পূর্বে মন্তব্য করেন। খবর পেয়ে ভোরে জেলা পুলিশ সুপার কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে, সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতিসহ জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুরে নাশকতার প্রস্তুতিকালে বিএনপির অঙ্গ সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার...
13/11/2023

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুরে নাশকতার প্রস্তুতিকালে বিএনপির অঙ্গ সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল ও তাজহাট থানার লালবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

12/11/2023

অবরোধের সমর্থনে রংপুরে বিএনপির বিক্ষোভ মিছিল..

Nagar BartaTv.Live

অভিনন্দন রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু. সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান সহ নবনির্বাচিত সকল সদস...
11/11/2023

অভিনন্দন
রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু. সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান সহ নবনির্বাচিত সকল সদস্যদের..

11/11/2023

যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে আনন্দ শোভাযাত্রা..

Nagar BartaTv.Live

09/11/2023

বিএনপির অবরোধে রংপুরে ছাত্রলীগের মিছিল শোডাউন

Nagar BartaTv.Live

09/11/2023

বন্য হাতির পায়ের নিচে চাপা পড়ে শিক্ষার্থীসহ দুইজনের মৃ*ত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাতভর তাণ্ডব চালিয়ে স্কুলছাত্রসহ দুজনকে আছড়ে মারার পর রাজশাহী জেলার তানোরে ধরা পড়েছে একটি পাগলা হাতি।
অনেক চেষ্টার পর তানোর এলাকায় একটি জঙ্গল থেকে রাজশাহী বন বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে বন্দুকের মাধ্যমে দেহে চেতনানাশক পুশ করে হাতিটি ধরে।

এদিকে এর সঙ্গী হাতিটিকে আগেই স্থানীয়রা ধরে ফেলেন। পরে প্রশাসন হাতিটি তার মালিকের কাছে বুঝিয়ে দেয়। তবে অপর হাতিটি ধরতে বেগ পেতে হয়েছে।

এদিকে বন্যপ্রাণীকে অবহেলা এবং হাতির কারণে প্রাণহানির ঘটনায় নাচোল থানায় ৩০৪/ক ধারায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার উপপরিদর্শক (এসআই) মঈনুল জানান, এ ঘটনায় বুধবার রাতেই পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় হাতি দুটির মাহুত ও তাদের সহকারীসহ ৫ জনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কালাম, শুকুর, আজিজুল এবং হারুনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হাতির আক্রমণে আদিবাসী রামপদর মৃত্যুর ঘটনাস্থল রাজশাহীর তানোর থানাধীন হওয়ায় তানোর থানাই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে।

বগুড়া থেকে সার্কাসের দুটি হাতি নিয়ে মাহুত (হাতির রাখাল) ও তাদের সহকারীরা গত কয়েকদিন ধরে নাচোলে এসে চাঁদাবাজি করছিলেন। একপর্যায়ে মঙ্গলবার থেকে এর একটি হাতি অনিয়ন্ত্রিত আচরণ করতে শুরু করে। বুধবার (৮ নভেম্বর) সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে স্কুলছাত্র মো. মুফাসসির হোসেন ও বিকেলে পাশের তানোর থানাধীন জুমারপাড়ায় রামপদকে শুঁড় দিয়ে আছড়ে ও পিষে মারে। নষ্ট করে ফেলে প্রায় পাঁচ বিঘা জমির ধান। (শিবলী সাদিক) রাজশাহী।

পঞ্চগড়ে মাদ্রাসা সুপারের ভূলের কারণে দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছেন না শিক্ষার্থীমিজানুর রহমান,(পঞ্চগড়)জেলা প্রতিনিধিঃ⤵️...
09/11/2023

পঞ্চগড়ে মাদ্রাসা সুপারের ভূলের কারণে দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছেন না শিক্ষার্থী

মিজানুর রহমান,(পঞ্চগড়)জেলা প্রতিনিধিঃ
⤵️
Nagar BartaTv.Live / প্রকাশিত: বুধবার, ০৯ নভেম্বর ২০২৩, রাত ০৯:৫০ পিএম

পঞ্চগড় গাইঘাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মোছাঃ ইয়াসমিন আক্তার দাখিল পরীক্ষার ফরম ফিলাপের জন্য প্রতিষ্ঠানের সুপারের সাথে যোগযোগ করলে প্রতিষ্ঠানের সুপার জানান জেডিসি পরীক্ষায় ভূল রেজিস্ট্রেশন হওয়ার কারণে পরবর্তী বছরে জেডিসি পরীক্ষায় রেজিস্ট্রেশন সংশোধন করা হয়। সে কারণে এ বছর দাখিল পরিক্ষার ফরম ফিলাপ করা হবে না এবং আগামী বছরে দাখিল পরীক্ষার ফরম ফিলাপ করে পরীক্ষা দিতে পারবে।

দাখিল পরীক্ষার্থী মোছাঃ ইয়াসমিন আক্তার এর সাথে স্বরজমিনে কথা বললে সে জানায় ২০২১ সালে জেডিসি পরীক্ষার রেজিস্ট্রেশন ভূল করেন প্রতিষ্ঠানের সুপার মোঃ মকছেদ আলী। সংশোধন করে ২০২২ সালে জেডিসি পরীক্ষার রেজিস্ট্রেশন করেন, ২০২৩ সালে নবম শ্রেণির রেজিস্ট্রেশন করা হয়। সেই কারণে আমি ২০২৪ সালে দাখিল পরীক্ষা দিতে পারছি না, প্রতিষ্ঠানের সুপাররে ভূলের কারণে আমাকে ২০২৫ সালে দাখিল পরীক্ষা দিতে হচ্ছে। এতে আমি আমার শিক্ষা জীবন থেকে ১বৎসর পিছিয়ে থাকলাম।

গাইঘাটার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মকছেদ আলীর সাথে স্বরজমিনে কথা বললে তিনি জানান ২০২১ সালে আমার ভূলের কারণে মোছাঃ ইয়াসমিন আক্তারের জেডিসি পরীক্ষার রেজিস্ট্রেশন ভুল হয় সেই জন্য ১ বছর পিছিয়ে মোছাঃ ইয়াসমিন আক্তারকে ২০২৫ সালে দাখিল পরীক্ষার ফরম ফিলাপ করে দাখিল পরীক্ষা দিতে পারবে।

গাইঘাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতাউর রহমানের সাথে স্বরজমিনে কথা বললে তিনি জানান, এই বিষয়ে আমি কিছু জানি না তবে পুরো বিষয় জেনে সঠিক সিদ্ধান্ত নিবো।

বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ পারভিন আক্তার বানুর সাথে কথা হলে তিনি জানান, সুপারকে আমার দপ্তরে আসার জন্য বলা হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বহিৃ শিখা আশার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, শিক্ষার্থী আমার দপ্তরে লিখিত অভিযোগ করলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন আক্তারের সাথে কথা বল্লে তিনি জানান, জেলা প্রশাসকের মাধ্যমে আমাকে অবগত করলে আমি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবো।

পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি আমি অবগত করবো।

09/11/2023

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ..

#বগুড়া #সরকারি_আজিজুল_হক_কলেজ #ছাত্রলীগ #পুলিশ

09/11/2023

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ..

Nagar BartaTv.Live

08/11/2023

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রংপুর প্রেসক্লাবের সামনে জেলা ও মহিলা আওয়ামী লীগের মানববন্ধন...

Nagar BartaTv.Live

সুন্দরগঞ্জে বিদ্যালয়ে বোরকা পরে ছাত্রী প্রবেশ নিষেধ, সমালোচনার ঝড় আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ⤵️N...
07/11/2023

সুন্দরগঞ্জে বিদ্যালয়ে বোরকা পরে ছাত্রী প্রবেশ নিষেধ, সমালোচনার ঝড়

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
⤵️
Nagar BartaTv.Live / প্রকাশিত: মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩, দুপুর ০১:১০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যা নিকেতনের ফটকের এক পাশে লাগানো-বোরকা পরিহিত কোন ছাত্রী/মহিলা বিদ্যালয়ে প্রবেশ নিষেধ। এ নির্দেশনার বিরুদ্ধে নিন্দা জানিয়ে তুমুল ঝড় উঠেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এ শিক্ষাঙ্গণের প্রবেশ পথের মূল (ফটকের) ডান পাশে লাগানো 'বোরকা পরিহিত কোন ছাত্রী/মহিলা বিদ্যালয়ে প্রবেশ নিষেধ'। এ নিয়ে নিন্দা জ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ৮ শব্দের বাক্যের শেষে দাড়ি বা কোন বিরাম চিহ্নের ব্যবহার না থাকায় এ নির্দেশিত প্যানাতে ব্যাকরণের ব্যবহার নিয়েও বিজ্ঞ মহলে চলছে নানান প্রশ্ন।

শিক্ষাঙ্গণের প্রাণ বলে বিবেচিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে নিন্দা জানান। বিদ্যালয়ে নৈশ্য প্রহরীসহ প্রয়োজনীয় সংখ্যক ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োজিত রয়েছেন। তারা যথারীতি দায়িত্ব পালন করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান।

এ নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও পার্শ্ববর্তী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজা মিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি। কমিটির সদস্য সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, 'এরআগে দুই-একটি অপ্রীতিকর ঘটনা ঘটায় 'বোরকা পরা' নিষেধ না করে বলা হয়েছে- কোন ছাত্রী বোরকা পরে স্কুলে আসলে যেন মুখমন্ডল খোলা থাকে। যাতে ছাত্রীদেরকে চেনা যায়'। প্রধান শিক্ষক মোফাখ্খারুল ইসলাম বমুনিয়া (বাচ্চু) বলেন, 'এটা জামাত-শিবিরের কিছু লোকজন করেছে'।

অপর প্রশ্নের জবাব না দিয়ে ভিন্নভাবে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মোমেন মন্ডল এক জবাবে বলেন, 'বোরকা পরে বিদ্যালয়ে আসা নিষেধ মর্মে কোন নির্দেশনা আসেনি। খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যা নিকেতন'র বিষয়টি শুনেছি। এটা নাকি অন্য কেউ চক্রান্ত করছেন বলে শিক্ষক মারফত শুনেছি'।

06/11/2023

অবশেষে ৫ বছরের শিশু সন্তানকে ফিরে পেলেন ভারতীয় নারী সাদিকা সাঈদ

তিন বছর আইনী লড়াইয়ের পর ৫ বছরের শিশু সন্তানকে ফিরে পেলেন ভারতীয় নাগরিক মা সাদিকা সাঈদ। তবে শিশু সন্তানকে নিয়ে আদালতের অনুমতি ছাড়া তিনি বাংলাদেশের বাইরে যেতে পারবেন না। আর বাবা সপ্তাহে দুই দিন সন্তানকে দেখতে যেতে পারবেন বলেও আদেশ দিয়েছেন হাইকোর্ট।

06/11/2023

রাবি ছাত্রদলের দুই নেতাকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রলীগ..

06/11/2023

সিলেট মহানগরীতে জামায়াতের অবরোধ কর্মসূচি পালন

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত ৫ ও ৬ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথে ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে আজ ২য় দিন বিক্ষোভ মিছিল ও সড়কপথ অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী শাখা।

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে মাছ কাটা বটি দিয়ে কু*পিয়ে হত্যা।
05/11/2023

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে মাছ কাটা বটি দিয়ে কু*পিয়ে হত্যা।

05/11/2023

মেয়ের বিয়ের কথা বলে টাকা তুলে নেশা করাই যার পেশা, রহস্য উন্মোচন



মেয়েই নেই প্রতারক ওয়াহিদের। অথচ মেয়ের বিয়ের কথা বলে গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে টাকা তুলেছেন পাবনার এই প্রতারক। বহু আগেই নেশার সঙ্গে জড়িয়ে পড়ায় দুই স্ত্রী তার সংসার ছেড়ে চলে গেছে। অভাবের অভিনয় করে এলাকার অনেকের কাছে সাহায্য চাইলে কয়েকজন হৃদয়বান তাকে পর্যায়ক্রমে কয়েকটি ভ্যান কিনে দেন। সেই ভ্যানগুলোও বিক্রি করে নেশা করেছেন তিনি। দেখতে খুব সহজ সরল এই প্রতারকের কান্না দেখে ইতোমধ্যে প্রতারিত হয়েছেন অনেক হৃদয়বান মানুষ। মাঠ পর্যায়ে গিয়ে প্রতারক ওয়াহিদের জীবন কাহিনী তুলে ধরা হলো।

05/11/2023

রংপুরে শোরুম উদ্বোধন করলেন চিত্রনায়ক ফেরদৌস..

05/11/2023

অবরোধের প্রথম দিনে ছাত্রদলের বিক্ষোভ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

টানা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন এর নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল চিটাগং রোড শিমরাইল এলাকায় অবরোধ সমর্থনে মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে কর্মসূচি পালন করে তারা।

05/11/2023

যুবদলের বিক্ষোভ, টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

টানা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ঢাকা-সিলেট হাইওয়ে মহাসড়কে বিক্ষোভ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

04/11/2023

জামায়াতের গোপন মিটিংয়ের সময় নারী সদস্য ডাঃ ফাতেমা সিদ্দিকা আটক

রাজশাহীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকাকে বাড়ি থেকে আটক

রাজশাহীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর বড়বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্র বলছে, চিকিৎসক ফাতেমা সিদ্দিকা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে অভিযানে সেখানে কাউকে পাওয়া যায়নি।

Address

Rangpur City
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Nagar BartaTv.Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nagar BartaTv.Live:

Videos

Share

Nearby media companies



You may also like