Legend Never die,💖Remembering the 26th death anniversary with respect💕
19 September 1971 / 6 September 1996
making of orange Drinks bottle and leche Drinks bottle
গান: আমি বনোফুল গো
কভার: অপরাজিতা
গান: মধু মালতী ডাকে আয়
কভার:অপরাজিতা
কলংকের দীর্ঘশ্বাস
❑-----------সীমান্ত খন্দকার
❑----------- হৃদয় স্টুডিও
হয়তো মাতাল নয়
ঠিক সেদিন চিনবে আমায়
অশ্লীল কোনো কবিতার শেষ লাইন পড়ে।
অনেক কাঁদবে।
আমিতো ধোঁয়া উরাই'নী
ধ্বংস করে দিও তবুও তুমি ধোকা দিওনা।
পৃথক অস্তিত্ব নয়
রাতটাই সুন্দর আকাশে চাঁদ থাকে।
একটা রাতে আমি
ছুটি না নিয়েই চলে যাবো না ফেরার দেশে।
তখন কী শেষবারের মত আমায় দেখতে আসবে; আসলে-
দাফনের কাপরে অন্তত একটা পকেট করে দিও
তোমার অমন ভালোবাসা নিয়ে যাব।
ও হ্যাঁ একদিন
আলতা কাঁচের চুরি একটা লাল ওড়না
বড্ড শখ করেই কিনেছিলাম তোমার জন্য;
আমার কাপড়ের ভাঁজে রাখা আছে।
অনেক কাঁদবে।
একদিন শহর'টা দূরে নয়
অন্ধকার গলিতে তুমি খুঁজে পাবে না তোমায়।
অনেক কাঁদবে
একদিন তুমিও অনেক কাঁদবে।
মুক্ত বন্দী
❑
লেখনীঃ সীমান্ত খন্দকার
আবৃত্তিঃ সীমান্ত খন্দকার
স্টুডিওঃ হৃদয় স্টুডিও
খুব দিচ্ছ না
কষ্ট_
তাইতো
খুব যত্ন করে কষ্ট দাও আমায়।
সেতো আমি বুঝি
সত্যি_
খুব যত্ন করে কষ্ট দাও আমায়।
জানি তোমার কাছে
অপ্রিয় সত্য
এটা আমি সেই আমি।
বলছি কি
হ্যাঁ প্রেম_
তাইতো হলো
তোমার জন্য কবিতা
তুমি কবিতা।
তুমি কবিতা
তুমি পান্ডলিপি
তুমি, তুমি কত্ত কি;
তুমি আমার তুমি।
প্রেম না পড়লে
পাগল হোতাম না
এতো তোমার প্রেম
শুধু দিনরাত হলেই তোমায় মিস করি;
কেন বলোতো?
তুমি আয়না দেখ
তাই বলতে পার
কেমন আছ।
জানি বিরক্ত তুমি!
আমার আয়না নেই
তুমি বলো দেখি-
দেখি; কেমন আছি।
বৌ হবে_
খোদার কসম
আমার কিচ্ছু করার নেই।
কবিতা: বলেছিলে তুমি আসবে
লেখক: রফিকুল ইসলাম রায়হান
কন্ঠে:আতাউর রহমান সানি
An excellent fisheries project
The fish project is a wonderful sight
কথা ও সুর Leton Srabon গেয়েছেন Sohag Rahamot পানচিঠি" গানটির সঙ্গীতায়জন করেছেন Redoy jj
Ataur Rahaman Sunny এর পয়মন্ত প্রোডাকশনের প্রযোজনায় পানচিঠি টেলিছবিতে ব্যাবহৃত এ গানটি আশা করি সবার ভাল লাগবে।
Great ads.. video collected
অসাধারণ বিজ্ঞাপন..