Humayun Reza

Humayun Reza video creator

17/07/2023

অনেক ভালোবাসার পরেও যারা ছেড়ে চলে গেছে তাদের জন্যই এই ভিডিওটা ।
মুভি- 'It's বসন্ত'

Post by: Entertainment Pvt.Ltd

#বাংলাসিনেমা
Humayun Reza

আমার স্ত্রী আমার ফোন নিয়েছিল এবং আমার বান্ধবী, নাওমির নম্বর মুছে দিয়েছে এবং তার নিজের নম্বর নওমি হিসাবে সেভ করেছে। আমি...
04/06/2023

আমার স্ত্রী আমার ফোন নিয়েছিল এবং আমার বান্ধবী, নাওমির নম্বর মুছে দিয়েছে এবং তার নিজের নম্বর নওমি হিসাবে সেভ করেছে।

আমি জানতাম না যে কেউ আমার স্ত্রীকে নাওমির কথা বলেছে, আমি তখন নাওমির কাছ থেকে 2,000 নাইরা টাকা চেয়ে একটি এসএমএস পেয়েছি। আমি আমার স্ত্রীর কাছে ছুটে গিয়ে তাকে মিথ্যা বলেছিলাম যে আমার জরুরি প্রয়োজনে 2,000 নাইরা দরকার।

আমি তাকে বললাম যে আমার ভাই অসুস্থ এবং তার জরুরী টাকা দরকার।

আমার স্ত্রী আমাকে টাকা দিয়েছিল এবং আমি মেসেজে লেখা অ্যাকাউন্ট নম্বরে পাঠাতে ছুটে যাই। আমি যখন কাজ শেষে বাসায় আরাম করছিলাম, তখন ভাবছিলাম নাওমি টাকা পেয়েছে কিনা।

আমি তাকে একটি এসএমএস পাঠিয়েছিলাম সে টাকা পেয়েছে কিনা তা জানতে। তার প্রতিক্রিয়া ছিল, "এখন আমাকে কল করুন।"
আমি ফোন করতে বাড়ির পিছনে গেলাম
আপনি আমার ভয়ঙ্কর চেহারা কল্পনা করতে পারেন যখন আমি নাওমির পরিবর্তে আমার স্ত্রীর কন্ঠ শুনলাম,
তিন দিন হয়ে গেল বাইরে দাঁড়িয়ে আছি।
আমি জানি না কিভাবে আমার নিজের ঘরে ফিরে যাব!!!
কোন পরামর্শ প্লিজ....

* * আফ্রিকান গল্পের হুবহু বাংলা অনুবাদ * *

থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে  মুভিটা আ...
09/04/2023

থ্রি ইডিয়টসের চেয়ে ছিচোড়ে মুভিটা আমার কাছে বেশি প্রিয়।কারণ, থ্রি ইডিয়টস আপনাকে বলবে, তুমিও জিতবে।বাট ছিচোড়ে মুভিটা আপনাকে বলবে, তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে।

"জীবনের কাছে হেরে গেলাম" লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহাগ ছেলেটা মরে গেল। হয়তো তাকে কেউ কখনও বলেনি, জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।

শিব খেরা, ডেল কার্নেগি থেকে আমাদের বাবা মা, বারবার আমাদের একটা কথাই বলে, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।
কিন্তু কেউ কখনও বলে না, তুমিও হারবে। তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্ত লাগবে। একটু বসো। সবসময়ই উঠে দাঁড়ানোর দরকার নাই। সবসময়ই দৌড়ানোর দরকার নাই।একটু বিশ্রাম করো। অনেকক্ষণ তো শক্ত থেকেছো, এবার একটু নরম হও।কেউ বলে না।

বলে না বলেই, সোহাগের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ রিলেশনশিপের জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য, কেউ রেজাল্ট বা সিজির জন্য, কেউ বা একটুখানি ভালোবাসার জন্য।

হেলাল হাফিজ এক বুক কষ্ট নিয়ে লিখেছিলেন,

কেউ বলেনি,
ক্লান্ত পথিক,
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও...

ওদিকে হুমায়ূন আজাদ লিখেছিলেন আরো ভয়ঙ্কর কথা।

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।

মা বাবা, শিক্ষক, গার্জিয়ান, বন্ধু, সমাজ, পৃথিবী, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ,জিতে যাওয়ার মোটিভেশন দেন, সমস্যা নাই।কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু এই পৃথিবীতে সবাই বাঁচতে আসছে।

এই পৃথিবীর প্রতিটা মানুষ ছোট্ট একটা স্বপ্ন ডিজার্ভ করে, একটুখানি সিমপ্যাথি ডিজার্ভ করে, এক ফোঁটা রোদ্র ডিজার্ভ করে, ছোট্ট একটা ঘাসফুল ডিজার্ভ করে।
এই পৃথিবীর আলো বাতাস, জল বা জোছনায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন দোয়েলের শিষ শোনার অধিকার আছে, হেরে যাওয়া মানুষটারও তেমন এক ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে।

জয়ের মালা বিজয়ীরই থাকুক, ওটার ভাগ কেউ চায় নাই। তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নাই।
কারো না।

From the group of Positive Thinkers.

ছবিতে দেখা যাচ্ছে- একজন লোক একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে। এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠ...
22/03/2023

ছবিতে দেখা যাচ্ছে- একজন লোক
একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে।
এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠে যাবে।
বিষয়টি হলো- লোকটি হাতির পেছনে হাত রাখাতে
হাতিটি বুঝতে পারছে তাকে সাপোর্ট দেয়ার জন্য কেউ আছে।
এই ভরসায় হাতিটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে সমর্থ হবে।
এটাই প্রেরণা। জীবনে প্রত্যেক টা সফল মানুষের পিছনে একটা গল্প থাকে।

আমাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা ব্যর্থ হয়েছেন, কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ ছিলো না; উঠে দাঁড়ানোর জন্যেও কারো হাত লাগে।

আমরা অন্যকে সহযোগিতা করতে সক্ষম নাও থাকতে পারি;
তবে কারো কঠিন সময়ে তার পাশে থেকে উৎসাহ নিশ্চয়ই দিতে পারি।
ভালোবাসা, ইতিবাচক সহযোগিতা এবং ভরসার মাধ্যমে যদি কেউ উঠে দাঁড়াতে পারে, কারো জীবন পরিবর্তন হয়, এর চেয়ে উত্তম কাজ আর কিছু নেই।

17/03/2023

Enjoyable moment ✌️

04/03/2023

আর এভাবেই বিচ্ছেদ ঘটে হাজারো ভালোবাসার💔

27/11/2022

আমি মরে গেলে সব শত্রুদের অবস্থা যেমন হবেঃ-

রংপুর নগরীর পূর্ব গুপ্তপাড়ায় শালীকে স্ত্রী বানিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন এক ব্যক্তি। সেটা তার স্ত্রী বুঝতে পেরে তা...
26/11/2022

রংপুর নগরীর পূর্ব গুপ্তপাড়ায় শালীকে স্ত্রী বানিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন এক ব্যক্তি। সেটা তার স্ত্রী বুঝতে পেরে তাকে এবং বোনকে রশি দিয়ে বেঁধে নিয়ে গেলেন।

কার্টেসীঃ DRBTV

26/11/2022

#ব্রাজিল Vs #আর্জেন্টিনা

23/11/2022

কাতারকে ধন্যবাদ জানাই, বাংলাদেশকে বিশ্বের কাছে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মরগ্যান ফ্রিম্যান এর সাথে যে যুবকটি'কে দেখা যায় কে তিনি?তিনি হলেন গানিম আল মুফতাহ, য...
22/11/2022

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মরগ্যান ফ্রিম্যান এর সাথে যে যুবকটি'কে দেখা যায় কে তিনি?

তিনি হলেন গানিম আল মুফতাহ, যিনি কাতারে'র সর্বকনিষ্ঠ এক উদ্যোক্তা। তিনি দুই পাবিহীন জন্ম নেয়া প্রতিবন্ধী কিশোর গানিম আল মুফতাহ। কাতারের অধিবাসী সে। তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা, তিনি ঘারিসা আইসক্রিম প্রতিষ্ঠা করেছেন, এটি একটি কোম্পানি যার ৬টি শাখা রয়েছে এবং ৬০জন কর্মী রয়েছেন। গানিম সমগ্র উপসাগরীয় অঞ্চল জুড়ে তার ব্যবসা সম্প্রসারণ এবং ফ্র্যাঞ্চাইজি খুলতে চায়। গানিম ভবিষ্যৎ এ প্যারালিম্পিয়ান হওয়ার আশা আছে। গানিম প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, তার প্রিয় খেলা হচ্ছে সাঁতার, স্কুবা ডাইভিং, ফুটবল, হাইকিং এবং স্কেটবোর্ডিংকে । স্কুলে, গানিম তার হাতে জুতা পরে ফুটবল খেলত এবং তার 'সাধারণ আকারের' বন্ধুদের সাথে বলের পিছনে তাড়া করত। আশ্চর্যজনকভাবে, গানিম সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল শামস আরোহণ করেছেন। নির্ভীক, তিনি প্রকাশ্যে মাউন্ট এভারেস্ট আরোহনের তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ইনস্টাগ্রামে ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে গানিম এর। গানিম আল-মুফতাহ কাতারের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করার লক্ষ্য রেখেছেন।
সংগৃহীত

18/10/2022

ফোন চার্জে দিয়ে কথা বলা থেকে বিরত থাকুন।

03/10/2022

এই ভিডিও দেখার পর কেউ জিভের জল আটকাতে পারেনি...😋😋😋

28/09/2022

দুর্ঘটনাবসত রাস্তয় মৃত্যু ঘটলো তাজা প্রাণগুলোর।

23/09/2022

সেদিন প্রেজেন্টেশন ছিলো।

(১৭-০১-২২)

15/09/2022
02/07/2022

আপনার সফলতা আপনার পরিবারের হাসি❤️❤️❤️

আপনার জব হলে আপনার পরিবারের অনুভূতি এখান থেকেই বুঝতে পারবেন।সৃষ্টি কর্তা অবশ্যই আপনাকে সফল করবেন ভরসা রাখুন।

27/06/2022

যারা শক্তি রেখে চলে তারা হারে না কখনো।

21/06/2022
18/06/2022

তিস্তা টিপাইমুখী সহ মোট ১১ টি পানির গেট খুলে দিয়েছে ভারত। ডুবে যাওয়ার আশঙ্কা অর্ধ বাংলাদেশ।

11/06/2022

পোস্টটা সময় নিয়ে পড়ুন, আশাকরি একটু হলেও কাজে লাগবে😊

মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৪টি উপায়

১) মানুষের ব্যাপারে খরবদারী করবেন না। কে কী করছে সে বিষয়ে মাথা ঘামানো নিজের মানসিক চাপ বৃদ্ধির একটি কারণ। আরেকটি সমস্যা হবে, অন্যের বিষয় নিয়ে মাথা ঘামালে নিজেকে অন্যদের সাথে তুলনা করার মনোভাব সৃষ্টি হবে। টাকা-পয়সা, সামাজিক অবস্থান, পদমর্যাদা, গাড়ি, বাড়ি, অলংকার, পোশাক, সৌন্দর্য ইত্যাদি দিক থেকে তখন মানসিক চাপ অনুভব করবেন। তাই আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নিয়ে খুশি থাকুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন। তাহলে হৃদয়ে পরম প্রশান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ।

২) আপনার যতটুকু দায়িত্ব ও কর্তব্য ততটুকু পরম আন্তরিকতার সাথে পালন করুন। আপনার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলতে যাবেন না। অনুরোধে ঢেঁকি গিলবেন না। অন্যথায় আপনাকে অতিরিক্ত মানসিক চাপে থাকতে হবে।

৩) মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক মানসিক চাপের অন্যতম কারণ। তাই আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, কলিগ, ক্লাসমেট ইত্যাদির সাথে সীমিত সম্পর্ক রাখুন। সম্পর্ক যত ব্যাপক হবে ততই আপনি নানা বাধ্যবাধকতার জালে আটকে যাবেন।

৪) অতিলোভ করবেন না। অতিলোভী ব্যক্তি অর্থ-কড়ি, ধন-দৌলত, পদমর্যাদা ইত্যাদি বৃদ্ধির চিন্তায় বিভোর থাকে। যদি সামান্য টাকা-পয়সা হাতছাড়া হয় বা চাকুরীর প্রমোশন থেকে বঞ্চিত হয় তবে তার হাহুতাশ দেখে কে? সুতরাং অল্পে তুষ্টি মানসিক শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটি তাকওয়ারও পরিচায়ক।

৫) সাধ্যের বাইরে নিজের অর্থ-সম্পদ, আরাম-আয়েশ উজাড় করে দিবেন না। যারা কৃত্রিমভাবে নিজের সব কিছুকে উৎসর্গ করে দেয় তারা তাদের কথা-বার্তা ও আচরণে মানুষের ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু যদি তা না পায় তখন তার মানসিক অস্থিরতা ও টেনশন বেড়ে যায়।

৬) আজকের দিনটিকে ভালভাবে উপভোগ করুন। আগামী কাল কী হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিন। ইবাদত-বন্দেগীর পাশাপাশি আল্লাহর দেয়া নেয়ামত স্বাচ্ছন্দ্যে উপভোগ করুন। দুনিয়াবী বিষয়ে আগামীর চিন্তায় অস্থির হয়ে মানসিক চাপ বৃদ্ধি করবেন না।

৭) প্রতিদিন একান্ত নির্জনে কিছু সময় কাটান। এ সময় দুনিয়ার কারও সাথে সম্পর্ক রাখবেন না। বিশেষ করে ইন্টারনেট তথা হোয়াটসএ্যাপ, ফেসবুক ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এ সময় আত্মসমালোচনা করুন আর আল্লাহর নিকট দুয়া করুন। তাহলে দেখবেন, মহান আল্লাহ আপনার মানসিক চাপ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।

৮) জ্ঞানীদের জীবনী পড়ুন, তাদের উপদেশ ও মূল্যবান বাণীগুলো পড়ুন তাহলে তাদের জীবনের অভিজ্ঞতা ও উপদেশ দুনিয়ার জীবনে আপনার চলার পথকে সহজ করে দিবে ইনশাআল্লাহ।

৯) জীবনে যত বিপদ ও সমস্যাই আসুক না কেন-যেমন, আর্থিক ক্ষতি, পরীক্ষায় খারাপ রেজাল্ট, অসুখ-বিসুখ ইত্যাদি এগুলো নিয়ে খুব বেশী দু:শ্চিন্তা করবেন না। বরং সহজভাবে মেনে নিন। মনে রাখুন, মহান আল্লাহর লিখিত তাকদিরের বাইরে কিছুই ঘটে না। বিপদাপদেই হয়ত কল্যাণ রয়েছে যা বাহ্যিক দৃষ্টিতে মানুষের দৃষ্টিগোচর হয় না। কিন্তু নিশ্চয় আল্লাহ হেকমত ছাড়া কিছুই করেন না।

১০) সব কিছুই গুরুত্বের সাথে গ্রহণ করবেন না। মানুষের প্রতিটি কথা বা কাজ গুরুত্বের সাথে বিবেচনা করা ঠিক নয়। সব কিছু গভীরভাবে বিশ্লেষণ করা ঠিক নয়। বরং মনে আনন্দ বজায় রাখুন, মানুষের সাথে দেখা-সাক্ষাতে হাসতে শিখুন। আপনার কথা ও আচরণে যেন ফুলের সুঘ্রাণ বের হয়। তাহলে ইনশাআল্লাহ মন ফ্রেশ থাকবে আর মানসিক চাপ কমে যাবে ইনশাআল্লাহ।

১১) শরীরকে তার হক দিন। প্রয়োজনীয় খাবার, ঘুম, বিশ্রাম গ্রহণ করা জরুরি।

১২) দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের লিস্ট তৈরি করে আগেরটা আগে পরেরটা পরে করুন। তবে তা করতে গিয়ে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিবেন না। মনে রাখবেন, অগোছালো কার্যক্রম মানসিক অস্থিরতা বাড়ায় এবং মানসিক চাপ তৈরি করে।

১৩) ‘প্রতিটি কাজ ১০০ পার্সেন্ট নির্ভুল করতে হবে’ এই চিন্তা মাথা থেকে সরাতে হবে। কেননা, পূর্ণাঙ্গতার গুণ কেবল মাত্র আল্লাহর। যারা সব কাজ নির্ভুল করার চিন্তায় থাকে তাদেরকে চতুর্দিক থেকে দু:শ্চিন্তা, টেনশন,অস্থিরতা ঘিরে ধরে। ফলে তাদের মানসিক চাপ চরম আকার ধারণ করে।

১৪) নিশ্চিত থাকুন, আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে দুনিয়া ও আখিরাতের সব কাজ তত সহজ হবে। আল্লাহ ভীতি, নামায, সকাল-সন্ধ্যার দুয়া ও যিকির, নেকীর কাজ, মানুষের কল্যাণে কাজ ইত্যাদির মাধ্যমে আল্লাহ বান্দার মনে অফুরন্ত প্রশান্তি বর্ষণ করেন, সমস্যা দূরভিত করেন আর তখন জীবন হয়ে উঠে আরও প্রাণবন্ত, স্বচ্ছন্দয় ও আল্লাহর ভালবাসায় সুরভিত।
আল্লাহ সকলকে তাওফিক দান করুন।

#সংগৃহীত

07/06/2022

When you have too many girlfriend! 🤫🤫🤫

06/06/2022

অন্যের বিপদে চুপ থাকলে, একদিন আপনার বিপদেও সবাই চুপ থাকবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা!কাজল মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিসিপ্লিন বিভাগের দ্বিতীয় বর্ষের...
05/06/2022

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা!

কাজল মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিসিপ্লিন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।শান্ত ভদ্র ছেলেটি সবসময়ই হাসিখুশি থাকতো।
আজ তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিলো। পরীক্ষা না দিয়েই আজ সে বিশ্ববিদ্যালয়ের সামনের একটি মেসে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

একের পর এক আত্মহত্যার মিছিল যেন থামতেই চাইছে না। সেই মিছিলে যুক্ত হলো আরও একটি নাম।
আত্মহত্যার আগে সে তার ফেবুকে লিখে যে,
'I wanna back again properly' স্টোরি দিয়ে খুলনা ব
সবেমাত্র দ্বিতীয় বর্ষে পড়া কাজল কি পরিমাণ ডিপ্রেশনে ছিল যে তাকে আত্মহত্যার মত এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে হল?

03/06/2022

রাত জেগে থাকার পর
সকালে যখন ক্লাস করি🥱🥱🥱

Address

#Rangpur
Rangpur

Telephone

+8801793871820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humayun Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humayun Reza:

Videos

Share

Category



You may also like