Nazmul Huda Nimu

Nazmul Huda Nimu Creative
Coach
Content Creator
(1)

01/01/2025

Bayjidverse এর কাছে বেরোবি ক্যাম্পাসের সবচেয়ে ইতিবাচক দিক
#বেরোবি #ক্যাম্পাস

30/12/2024

বড় কিছু পাওয়ার জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

রংপুরে ঘুরে দেখার মত যত স্থানঃ১। তাজহাট জমিদার বাড়ি২। পায়রাবন্দ জমিদার৩। ইটাকুমারী জমিদারবাড়ি৪। দেওয়ানবাড়ির জমিদারবাড়ি৫।...
29/12/2024

রংপুরে ঘুরে দেখার মত যত স্থানঃ

১। তাজহাট জমিদার বাড়ি
২। পায়রাবন্দ জমিদার
৩। ইটাকুমারী জমিদারবাড়ি
৪। দেওয়ানবাড়ির জমিদারবাড়ি
৫। গোপালপুর জমিদার বাড়ী
৬। দেবী চৌধুরাণীর রাজবাড়ি
৭। পীরগাছা রাজবাড়ি (মন্থনা জমিদার বাড়ি)
৮। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র
৯। হাতী বান্ধা মাজার শরীফ
১০। কেরামতিয়া মসজিদ ও মাজার
১১। মিঠাপুকুর তিন কাতারের মসজিদ
১২। ঝাড়বিশলা (কবি হেয়াত মামুদের সমাধি)
১৩। দক্ষিন মমিনপুর জহুরিয়া বুড়া মসজিদ
১৪। খান চৌধুরী মসজিদ
১৫। মান্দ্রাইন পূর্বপাড়া পাকি জামে মসজিদ
১৬। কলি আমিন ও দলি আমিন হেলা জামে মসজি
১৭। মিঠাপুকুর মসজিদ
১৮। তনকা প্রাচীন মসজিদ
১৯। লালদীঘি নয় গম্বুজ মসজিদ
২০।শতবর্ষী বটগাছ
২১। চিকলির বিল
২২। ধুম নদী বিল
২৩। সদ্যপুষ্করিণী দিঘী
২৪। নান্দিনার দিঘী
২৫। মিঠাপুকুর দিঘী
২৬। রংপুর টাউন হল
২৭। রংপুর কারমাইকেল কলেজ
২৮। শাশত বাংলা (মুক্তিযুদ্ধ জাদুঘর)
২৯। লাহিড়ীরহাট বধ্যভূমি
৩০। সাহাবাজপুর বৌদ্ধনাথের ধাম (শিবমন্দির)
৩১। মাঠের পাড় শিব মন্দির
৩২। মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহার
৩৩। তিস্তা নদীর উপর নির্মিত গ্রোয়েন বাঁধ
৩৪। বদরগঞ্জে সাপের গ্রাম
৩৫। ভিন্নজগত
৩৬। রংপুর চিড়িয়াখানা
৩৭। মায়া ভূবন পার্ক
৩৮। অবসর পার্ক
৩৯। প্রয়াস সেনা বিনোদন পার্ক

© Collected |

#জেলা #বিভাগ #উপজেলা #ইউনিয়ন #গ্রাম #থানা #৬৪জেলা #রংপুর #বাংলাদেশ

28/12/2024

২০২৫ সালে কি কি করতে চাই সে বিষয়ে আলাপ করছিলাম স্নেহাশীষ জনির সাথে ❤️
#2025 #

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my peers.
27/12/2024

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my peers.

24/12/2024

সূর্যের মতো দীপ্তিমান হতে হলে আপনাকে সূর্যের মতোই পুড়তে হবে।

17/12/2024

AVASH কে রংপুরে অভ্যর্থনা জানানো, পরিবেশন করেছে বেরোবির বিজয় কনসার্টে

#আভাস #বিজয়_কনসার্ট

রংপুরে এসে পৌঁছেছে আমাদের পছন্দের AVASH টিম। সন্ধ্যায় পারফর্ম করবেন বেরোবি ক্যাম্পাসে।আপনারা আমন্ত্রিত।আর হা আজকে আভাস ...
16/12/2024

রংপুরে এসে পৌঁছেছে আমাদের পছন্দের AVASH টিম।
সন্ধ্যায় পারফর্ম করবেন বেরোবি ক্যাম্পাসে।
আপনারা আমন্ত্রিত।
আর হা আজকে আভাস এর জন্মদিন।

15/12/2024

সরাসরি: মঞ্চ প্রস্তুত হচ্ছে বিজয় কনসার্টের। আপনি কালকে বেরোবি ক্যাম্পাসে আসার জন্য প্রস্তুত তো?

বিজয় কনসার্টে বেরোবি ক্যাম্পাসে আসছে AVASH , সাথে থাকছে Tonger Gaan ❤️

আর কোন পাগলী বোন বাবা ছাড়া সন্তান জন্মদিক সেটা আমরা চাই না। ছবির এই বোনটি ত্রিশাল ইউনিভার্সিটি রোড চৌরাস্তার মোড়  মাদা...
15/12/2024

আর কোন পাগলী বোন বাবা ছাড়া সন্তান জন্মদিক সেটা আমরা চাই না।

ছবির এই বোনটি ত্রিশাল ইউনিভার্সিটি রোড চৌরাস্তার মোড় মাদানী ফিড মিল সংলগ্ন একটি দোকানের সামনে কয়েকদিন যাবত শুয়ে রয়েছে,তার সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবী ভাই কথা বলেছে,তিনি বলেছেন তার বাড়ি দিনাজপুর জেলার রৌমারী বাজার। দিনাজপুর জেলায় কোন রৌমারী বাজার আছে কিনা আমাদের জানা নাই,এই বোনটির বাড়ি বাংলাদেশের যে কোন জেলায় হতে পারে, তার পরিবারের সন্ধান পেতে এই পোষ্টটি সবাই শেয়ার করে দিবেন বর্তমান সে,আমাদের এক মানবিক ভাইয়ের হেফাজতে রয়েছে।
কেহ তাকে চিনতে পারলে ফোন করুন।
Joynal Abedin Rajib 01716-911647
আব্দুল গনি ফিটু +880 1761-705618

ইউটিউব খুলতেই চোখে পড়লো আমার অনেক অনেক পছন্দের একজন মেন্টর, ভারতের বিখ্যাত শিক্ষক "অবাধ ওঝা" স্যার রাজনীতিতে যোগদান করে...
14/12/2024

ইউটিউব খুলতেই চোখে পড়লো আমার অনেক অনেক পছন্দের একজন মেন্টর, ভারতের বিখ্যাত শিক্ষক "অবাধ ওঝা" স্যার রাজনীতিতে যোগদান করেছেন। তিনি আম আদমি পার্টি জয়েন করেছেন। খবরটা শোনার পর অনেক অনেক ভালো লেগেছে।

ভারতের আম আদমি পার্টি সম্পর্কে বেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইন্ডিয়ার অধিকাংশ যুবকদের। অবশ্য এই রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে যার মাধ্যমে তিনিও একজন UPSC ক্যাডার ছিলেন। অবাধ ওঝা স্যার যুক্ত হওয়ায় নতুন অনেক জিনিস সংযোজন হবে সামনে।

আমার মনে হয়, বাংলাদেশের ও এমন অনেক ভালো ও সেরা শিক্ষক আছেন, তাদের ও রাজনীতিতে যোগদান করা উচিৎ। শুধুমাত্র শিক্ষক নন বরং ভালো ও সেরা চিকিৎসক, প্রকৌশলী, ইনফ্লুয়েন্সার, উদ্যোক্তা, আইনজীবী, ব্যবসায়ী, প্রশিক্ষক, কৃষকদেরও রাজনীতিতে আসা প্রয়োজন।

কারণ রাজনীতি অনেক বড় একটি মাধ্যম যার মাধ্যমে একটি দেশ উন্নতির চূড়ায় গিয়ে উন্নত হয়। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময় আমরা সেরকম উদাহরণ দেখছি। যেমন: তরুণ ডাক্তার জারা রাজনীতিতে যুক্ত হয়েছেন ইত্যাদি। এটি আমাদের দেশের জন্য ইতিবাচক এবং এই ধারা অব্যাহত থাকুক।

বাংলাদেশ এগিয়ে যাক। ❤️

14/12/2024

কেউ কথা রাখে নি | সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা কবিতা

কেউ কথা না রাখলে মন কষ্ট পায়, কিন্তু সেটাই জীবনের এক কঠিন বাস্তবতা। প্রত্যাশার সঙ্গে সবসময় বাস্তবতা মেলে না। তবু, নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয়। সময়ের সাথে হয়তো কিছু না পাওয়া পুরোনো হয়ে যাবে, কিন্তু নতুন কোনো আশার আলো ঠিকই আসবে। ❤️

11/12/2024

খেয়ে আসলাম রংপুরের বিখ্যাত রসমোহন দাদার খেজুর রস

#রংপুর #শীত #পিঠা #খেজুর_রস

শুভ জন্মদিন, ২৪'র বীর শহীদ আবু সাঈদ।আপনাকে জাতি শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ করবে।
10/12/2024

শুভ জন্মদিন, ২৪'র বীর শহীদ আবু সাঈদ।
আপনাকে জাতি শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ করবে।

২৫-৩০ বছর বয়সের সময়টা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই সময়ই ক্যারিয়ার, সম্পর্ক আর ব্যক্তিগত লক্ষ্যগুলোর মধ্যে ...
07/12/2024

২৫-৩০ বছর বয়সের সময়টা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই সময়ই ক্যারিয়ার, সম্পর্ক আর ব্যক্তিগত লক্ষ্যগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করতে হয়। কিন্তু যদি আপনার প্রায়োরিটি ঠিক না থাকে, ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বেড়ে যায়।

আপনার চিন্তায় কনফিউশন তৈরি হয়—কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, আর কোনটা করা উচিত নয়। এর মূল কারণ? প্রায়োরিটিকে প্রায়োরিটি না দেওয়া।

সঠিক প্রায়োরিটি সেট করুন। যেসব সিদ্ধান্ত আপনার প্যাশনের সাথে মেলে, আপনাকে দীর্ঘমেয়াদে তৃপ্তি দেবে, এবং যা সত্যিই আপনার জীবনে ভ্যালু যোগ করবে—সেগুলোকেই গুরুত্ব দিন।

ভুলবেন না: Self-Reflection = Success

নিজের পছন্দ এবং প্যাশনকে ঘিরে ক্যারিয়ার গড়লে তা আপনার মানসিক চাপ কমিয়ে আনে এবং জীবনে পজেটিভ পরিবর্তন আনে।

Fear of Judgment Handling
মানুষের কথাগুলোকে শুধুই মতামত হিসেবে হ্যান্ডেল করতে পারা—এটা একটা অসাধারণ দক্ষতা।

প্রায়োরিটি দিন আপনার নিজের সিদ্ধান্তে, আপনার ভবিষ্যতে। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের পথ বদলাবেন না। ক্যারিয়ার আপনার, জীবনও আপনার!

এটা ফলো করতে পারেন চাইলে:
- আপনার জন্য সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁজে বের করুন।
- প্যাশন খুঁজতে সময় দিন। একবার খুঁজে পেলে, সেটাকে ঘিরেই পরিকল্পনা করুন।
- সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন—এটা কি আপনার জন্য সঠিক, নাকি অন্য কারো চাপ থেকে নেওয়া?
- দ্রুত নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করুন।

সময় কত দ্রুত চলে যায়, সেটা টের পাওয়া যায় তখনই, যখন সেটা শেষ হয়ে যায়।

যদি প্রায়োরিটি ঠিক না থাকে, তাহলে সারা জীবন সিদ্ধান্তহীনতার গোলকধাঁধায় আটকে থাকতে হবে।

আপনার প্রায়োরিটিস কি ঠিকঠাক আছে?
#কপি #কপিড

হা, ছুঁড়ে মারতে চাইলে টব সহ গাছ ছুঁড়ে মারুন।আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।আলো আসবেই ইনশাল্লাহ।
04/12/2024

হা, ছুঁড়ে মারতে চাইলে টব সহ গাছ ছুঁড়ে মারুন।
আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
আলো আসবেই ইনশাল্লাহ।

এমন একটা অবসর দরকার।
15/11/2024

এমন একটা অবসর দরকার।

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Huda Nimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Huda Nimu:

Videos

Share